নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সে এক আশ্চর্য জলপ্রপাত...

সাপের শরীর হয়ে আঁধারের গাছ/ কুয়াশার বন্যায় ডুবো দেবী মাছ!

মাহী ফ্লোরা

আমি আমিই....... আকাশজুড়ে চাঁদের আলো রূপার জলে আঁকা অন্ধকারের ঠোঁটের কোনায় নীলচে হাসি বাঁকা! তারা-আলোর রথ ছুটানো একটি ডজন ঘোড়া সমস্বরে বল্লো, এ নাও গোলাপ, মাহী ফ্লোরা। ......... মহাবিশ্বের শুভেচ্ছা পেয়েছি এভাবে!

মাহী ফ্লোরা › বিস্তারিত পোস্টঃ

মানুষ মানুষের চেয়ে ভালবাসে সামগ্রিকতা !

২৬ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৯





১.

সোনার ঘোড়া



আমি একটু বেশি চাই অন্যদের থাইকা আমার চাওয়া একটু বেশিই।

জীবন্ত মানুষটা তাই সোনার ঘোড়া হইয়া গ্যাছে।

ঘাস লতাদের আমি একলা একাই চিবাইতে থাকি। সোনার ঘোড়া আমার ;

জীবন্ত মানুষটারে আর কত কাল ধইরা রাখি!



২.



ছন্দ ছন্দ ও ছায়াময় আজকে হল বৃষ্টি

খড়কুটোতে আগুন ছিলো

এখন জমলো জল

অরন্যকে যেমন দেখে লতার গোপন দৃষ্টি

তেমন করে আমার বুকে ঝড় হলো চঞ্চল!



৩.

একটা মানুষ মানে



বিকেলের বৃষ্টি শেষে আর রোদ খেলে গেলোনা। খেলে গেলোনা কৃষ্ণার হাতের দোপাটি। বুকের কাছে ঝুঁকে এসে কোমল মায়াটি

বসন্ত আর বাড়ন্ত এক ফুলের কথা বলে গেলোনা।পথে যা কুড়িয়ে পাই তুলে নিই। নিঃশ্বাসে যাতনায় সেই পুরনো ঘটনা। কেন তার সবখানে রটে গেলোনা -



একটা মানুষ মানে শূন্য দুটি চোখ।

পোড় খাওয়া অন্ধ মেয়েটি আলোক।



৪.

বসে আছি বসেই আছি কখন থেকে। ঘুমন্ত মুখ মনে করে সান্তনায়। উষ্ণতা চলো ফিরে যাই ফিরে যাই !



৫.

গতরাতে স্বপ্ন দেখলাম একটা চোখ ছোট হতে হতে শূন্য হয়ে গেল।

দৃষ্টিসীমার বাইরে থেকে দেখলাম আমার দুরন্ত প্রেমিক আজ আলোর বন্ধু।

আলোকে বলেছি আমার বন্ধুকে এভাবে গ্রাস করোনা আমার কষ্ট হয়।



৬.

মেঘ অদিতি তোমার জন্য গোপন চিঠি :



মেঘ অদিতি তোমার জন্য গোপন চিঠি বইছি ভেজা খামের ভেতর দুঃখভরা নীল ছোঁয়াছে অসুখী চোখ ঘামের ভেতর। মেঘ অদিতি আগের মত তোমার হাতে চিঠির বকুল ছুঁইয়ে দিতে কলম ধরি নষ্ট পেশা নামের ভেতর। মেঘ অদিতি কেমন ছিলে কতটা দিন কষ্টে একা আমার জন্য পত্র লেখা কবে থেকে ছেড়ে দিলে বেনামী সেই চিঠির কথা ভুলেই গেছো। সমুদ্র আর হলুদ খামে গোলাপ রঙা প্রেম। মেঘ অদিতি তোমার জন্য কলম ধরি শব্দে শব্দে কত কি ঋণ গোপন দেনা মিটিয়ে দি গোপন লেনদেন!



৭.

মাটিতে গোপন ঋতুরক্তের দাগ আমাদের বুকে গোপন জ্বালা

আমাদের হাতে মিশ্র অনুরাগ আমরা বিকেল হলেই নামি বিবাদ অনুবাদে-

মাটি সেদিনই উতলা।



৮.

একটা দুপুর মাথার ভেতর বৃষ্টি নিয়ে ঘুরি!

জেনে রাখো এসব অসহ্য দুপুর প্রেমিক কে দেখায় খোলা জানালা। ঘন বৃষ্টির ছাঁট আর চোখ থেকে মুছে গেল সুনীল কাজল।

কবি তোমার বৃষ্টি নিয়ে বলা

বৃষ্টিবালার কোমল জোরাজুরি!

জেনে রাখো এসব অসহ্য হাওয়া প্রেমিকের হাতে দেখতে চায়

বৃষ্টি বাহাদুরি।

একটা দুপুর মাথার ভেতর বৃষ্টি নিয়ে ঘুরি!



৯.

পথ হারিয়ে যায়



বাস্তবিকই আমাকে হারাওনা তুমি। আমার শুধু পথ হারিয়ে যায়!

এক প্রখর রোদের দুপুর কেমন ঘুড়ির মত কাটে। হারিয়ে গিয়ে পথের দশা করুনতর হয় ।পুরান প্রেমিক বুকের ভেতর অট্টহাসি হাসে।



আমার হারিয়ে যাওয়া পথ ঘুরে ফিরে সজল হাওয়া বৃত্তে অসহায়!



১০.

চলে যাবার পর



তুমি আসলে তুমি অন্য কেউ নও

কেন শুধু এসেই বলো যাই?



এদিকে তাকাও দেখি সপ্তরেখার হাত

তাকাও দেখি অন্য কোন খানে। বাদুড় ঝোলা নীল বরফের রাতে

অথবা ঠিক বৃষ্টি হল খুব

হাসছে তখন ময়ূর পাখি ঢং

অঙ্ক কষা তারার রাতে তাকাচ্ছোনা তাই-

তুমি তুমি তুমি কোথাও তুমি নাই!



১১.

ভিজছো নাকি তুমুল বৃষ্টি হল

লিকার চায়ের দারুন গন্ধ রং

কাপে কাপে ফুরিয়ে শুধু গেল

ভিজছো নাকি ভেজা রঙের মন

চায়ের সঙ্গী দারুন এলোমেলো!



১২.

বলি ততটাই যতটুকু বলা যায়



বলি যতটুকু সবুজেরা জানে পাতাদের চেয়ে আর একটু বেশি নিরামিষভোজী যতটুকু পায় ততটুকু তার ঢেকে রাখি পায়ে। পায়ের পাতায় সময়ের দাগ। লুকানো সময় ছুপানো সময়। কুপিয়ে কুপিয়ে যতখানি রাগ!

বলি ততটায় এর বেশি আর শোনেনি মানুষ সবুজেরা জানে।কষ্টের কথা ঢেকে রাখি চোখে ঢেকে রাখি কিছু অন্যখানে।





১৩.

আমরা কবিতায় থাকি। আমাদের হাতে উঠে যাক কবিতার জল

আমাদের চিরঋণ কবিতার কাছে

মাছ পাখি ফুলগুলো থাক সম্বল।

মন্তব্য ২৯ টি রেটিং +১৪/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৩

বোকামন বলেছেন:





একটা মানুষ মানে শূন্য দুটি চোখ।
পোড় খাওয়া অন্ধ মেয়েটি আলোক।

দারুন ...... প্রতিটাতেই ভালোলাগা
ব্লগে নিমন্ত্রণ

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:০৪

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ।

২| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
একগুচ্ছ মুগ্ধতা।
প্রতিটিই দূর্দান্ত হয়েছে, কবি।

২৫ শে মে, ২০১৩ রাত ৯:৩৯

মাহী ফ্লোরা বলেছেন: thank u so much!

৩| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩১

রেজোওয়ানা বলেছেন:
একটা মানুষ মানে শূন্য দুটি চোখ।
পোড় খাওয়া অন্ধ মেয়েটি আলোক



....ভেরি গুড!
যাও ১০০ তে ১৫০ দিয়া দিলাম!!!

২৫ শে মে, ২০১৩ রাত ৯:৪৭

মাহী ফ্লোরা বলেছেন: হা হা ধন্যবাদ আপু্

৪| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৫

আমার মন বলেছেন: দিনে দিনে আপনার লেখা খুবই শক্তিশালি হয়ে যাচ্ছে বুঝতে। এটাই মনে হয় নিজেকে ছাড়িয়ে যাওয়া।

২৫ শে মে, ২০১৩ রাত ৯:৪৯

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ।

৫| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৬

সায়েম মুন বলেছেন:
আমরা কবিতায় থাকি। আমাদের হাতে উঠে যাক কবিতার জল
আমাদের চিরঋণ কবিতার কাছে
মাছ পাখি ফুলগুলো থাক সম্বল।
----ভাল বলেছেন কবি। কমবেশী সবকটাই ভাল লেগেছে। লিখতে থাকুন লেখার আনন্দে।

২৫ শে মে, ২০১৩ রাত ৯:৫০

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ।

৬| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪০

সেলিম আনোয়ার বলেছেন: জীবন্ত মানুষটারে আর কত কাল ধইরা রাখি!
আমার সোনর ঘোড়া চাই....

২৫ শে মে, ২০১৩ রাত ৯:৫১

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ

৭| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪০

shfikul বলেছেন: অসাধারণ,সব গুলো।

২৫ শে মে, ২০১৩ রাত ৯:৫৫

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ।

৮| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ২:২০

হাসান মাহবুব বলেছেন: চমৎকার সবগুলাই।

২৫ শে মে, ২০১৩ রাত ৯:৫৬

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ

৯| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ২:৫৭

নোমান নমি বলেছেন: ৫ নম্বরটা বেষ্ট।

২৫ শে মে, ২০১৩ রাত ১০:০৬

মাহী ফ্লোরা বলেছেন: আচছা

১০| ২৭ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৪৫

সন্জু ৩০৭ বলেছেন: অসাধারন...
অনেক দিন পরে কবিতা পড়লাম। তাই আরো বেশি ভাল লাগলো।

১১| ২৭ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২০

ইনকগনিটো বলেছেন: আমরা কবিতায় থাকি। আমাদের হাতে উঠে যাক কবিতার জল
আমাদের চিরঋণ কবিতার কাছে
মাছ পাখি ফুলগুলো থাক সম্বল।


দ্যাটস ইট। :) পারফেক্ট!

১২| ২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২৮

নেক্সাস বলেছেন: ছন্দ ছন্দ ও ছায়াময় আজকে হল বৃষ্টি
খড়কুটোতে আগুন ছিলো
এখন জমলো জল
অরন্যকে যেমন দেখে লতার গোপন দৃষ্টি
তেমন করে আমার বুকে ঝড় হলো চঞ্চল!


++++

১৩| ২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪০

হাবিব কবি বলেছেন: আমরা কবিতায় থাকি...
কবি কালিদাসের মতো ক্রমাগত লিখতে থাকুন।

১৪| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫০

রাতুল_শাহ বলেছেন: ++++++

১৫| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অসাধারণ লাগলো সবগুলোই।

১৬| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৫

ফ্রাস্ট্রেটেড বলেছেন: খুব কবিতা লিখতে ইচ্ছা করছে :|

১৭| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪৪

তাসজিদ বলেছেন: কোনটাকে সেরা বলব?

সব গুল।

১৮| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫২

মাসুম আহমদ ১৪ বলেছেন: এই টাইপ লেখা পড়তে ও লিখতে ভালা পাই। আপনারটাও ভালা পাইলাম

১৯| ৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৩

শাহেদ খান বলেছেন: দারুণ !

সবগুলোতেই অশেষ ভাল লাগা !

বলি ততটায় এর বেশি আর শোনেনি মানুষ সবুজেরা জানে।কষ্টের কথা ঢেকে রাখি চোখে ঢেকে রাখি কিছু অন্যখানে।

-- এই লাইনটায় সবিশেষ ভাল লাগা !

২০| ২৪ শে মে, ২০১৩ রাত ১০:২৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কোন কমেন্টের রিপ্লাই নাই । X((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.