নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সে এক আশ্চর্য জলপ্রপাত...

সাপের শরীর হয়ে আঁধারের গাছ/ কুয়াশার বন্যায় ডুবো দেবী মাছ!

মাহী ফ্লোরা

আমি আমিই....... আকাশজুড়ে চাঁদের আলো রূপার জলে আঁকা অন্ধকারের ঠোঁটের কোনায় নীলচে হাসি বাঁকা! তারা-আলোর রথ ছুটানো একটি ডজন ঘোড়া সমস্বরে বল্লো, এ নাও গোলাপ, মাহী ফ্লোরা। ......... মহাবিশ্বের শুভেচ্ছা পেয়েছি এভাবে!

মাহী ফ্লোরা › বিস্তারিত পোস্টঃ

সব পাখি ঘরে ফেরে। অথচ মন আমার পোষ না মানা পাখি!

৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৯

১.

আমি আছি আমি তার কোথাও কোথাও আছি! পত্র পাতায় আর নোনা মেঘ ফলে আমি রয়ে গেছি ততদিন। মধ্য পীড়ার ধ্বংশ তাড়নায় প্রেম আমি তোমার সাহসের দলিল!

আজ কয়েক ফোটা বৃষ্টি হল। গ্রেফতার হল মানবতার রক্ত পিপাসু দিন।

এখন তুমি যাও। ক্লান্ত আর শ্রান্ত পায়ে হেঁটে এবং হেঁটে। তুমি যাও। আমি আমার বোন আর সংখ্যাপীড়িত বোনেদের মাথার কাছে বসে আছি। নিশ্চিন্ত থাকো। আমি আছি আমি তার কোথাও কোথাও বড় সন্তর্পনে!



২.

গত চব্বিশে এপ্রিল তোমার শার্টের বিচ্ছিন্ন বোতামটি আকাশে চাঁদ হয়ে ঝুলছিল।



৩.

আকাশের দিকে হাত বাড়িয়ে অপেক্ষা করছি কখন তুমি হাজার মাইল দূর থেকে আমার হাতের উজ্জ্বল তারাটিকে লক্ষ্য করো।

হাত বাড়াও। আমার কষ্ট তোমার অপেক্ষা হোক। তারাটি হোক স্বপ্ন।



৪.

আমিও একদিন মরে গিয়ে মাটি হব মাটি ফুঁড়ে গাছ হব গাছ ফুঁড়ে শাখা। আমিও একদিন মরে গিয়ে তোমার বাগানে জামানত রাখা নীল ফুল হব।

তবু কথা বলবেনা তো? ঠিক আছে একবার মরে যাই আগে। তারপর দিও দেখা কতকাল পরে। আমিও একদিন মরে গিয়ে জনতা হব। নাগাল পাবেনা যতবার ঘরে বন্দী করেছো!

থামো তো দেখি আমি মরে যাই রাগে। আমিও মরে গিয়ে মেঘ হয়ে যাব।মেঘের বালিশে মাথা তুমি তার সাথে মিশে আছো ছাই? মরে গিয়ে জল হব সাধের সারথি, পাখি হব পাখা হব মরে গিয়ে মৃতদের জগতের হব মহারথি। মরে যাব।যাবই।

আমিও মরে গিয়ে

আমাকে হারাব!



৫.

দরবারে এক নর্তকী চাঁদ হয়ে আসে। দূরদেশে তুমি ছিলে পুররবা।তোমার অপেক্ষা কি আজো নী কে ভালবাসে!



৬.

ঈশ্বর তোমার কোলে যে শিশুটি বসে আছে আজ, সে আমার সন্তান!

আমি কাঁদছি এবং কাঁদছি। আমার মাথার উপর ভেঙে পড়েছে আট তলা ভবন।

ঈশ্বর তোমার কোলের শিশুটিকে জন্ম দিতে গিয়ে দেখেছি রক্তে ভেসে গেছে সমগ্র উল্লাস।

তুমি কি করে রক্ত মেখে বসে আছো মন?



৭.

খুব কাঁদলে মাথা ঠুকে ঠুকে। তোমার শরীর কথায় কথায় বাড়ে। তুমি তার কতটুকু পারো আটকাতে? ঈশ্বর দূষিত হন প্রতিদিন ঝড়ে। চুল বাড়ে নখ বাড়ে। তুমি খুব ভাবো এ তোমার শরীর!



আর মাত্র কদিন। ঘাটে দাঁড়িয়ে অপেক্ষা করো তরী'র!



৮.

এই গোপন পরবাসে তুমি একটি নীল কৃষ্ণচূড়া! সৌন্দর্য তোমার হাতে টিকে যাওয়া জলক্ষেত্র। আর মেঘ উন্মুখ জলের উত্‍স। ফুল ফোটা তোমাকে দেখাই গগন আলী।

তোমার জন্য এসব থমকে ছিল। গাঙ্গুরিয়া বাজার গুড়ের সন্দেশ যাত্রা দূর অথবা আমাদের মিতালী!



৯.

তারপর আর কিছু নেই। আমি চাইনি বলে সবুজের বন আরক্তিম বিবাদে।নীল চুড়ি ধোঁয়াটে হায়ায়।যে কথাটি কখনো বলতে পারিনা। কেন আমার হাত কেঁপে ওঠে প্রেমিকের মুখ আঁকতে।



১০.

গাছে ফুল মানালেও তোমার হাত বড় একাকী। সমস্ত স্মৃতি হয়ে থাকে নাগালের বাইরে ফোটা শ্বেত হৈমন্তী ! প্রেম বিষাদের। প্রেম বসন্তের। এই বৈশাখ যথেষ্ট দরদের তথাপি প্রেমে প্রতিদিন বাড়ে আমাদের ভুল। ইচ্ছে করে সূর্যটাকেও একদিন হাতে ছিঁড়ে আনি। অসম্ভব! বাগানের আত্মা কাঁদছে। তুমি রোজ রোদ্দুরে যাও।

কেন আমার ইচ্ছে আয়নার লাল ফুল মরদেহ ঘিরে থাক।

আমি ঘিরে থাকি থোকা থোকা কৃষ্ণচূড়ায়।

সবুজ পাতা আমার জন্য তুমি একবার কাঁদো।



১১.

তুমি কখনো পারোনি। তোমার কাছে কথারা ঠিক অন্ধকারের রাত।বন্য হাওয়া, মিথ্যে অভিজাত।তুমি কখনো পারোনি।কখনো পারোনা কথা রাখতে। অথচ আমাকে দেখো কেমন এখনো তোমাকে নিয়েই কথার খেলা খেলছি আমি।



তুমি তা কখনো পারোনি জানি!



মন্তব্য ৪০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

প্রথম পাঠ।
প্রথম মুগ্ধতা।
২৪ শে এপ্রিলের ঝুলন্ত শার্টের চাঁদ হয়ে যাওয়া,
চাঁদ দেখলেই ভাবাবে অনেকদিন।।

১১ ই মে, ২০১৩ দুপুর ১২:২৩

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ!

২| ৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৪

লেখোয়াড় বলেছেন:
টি এস সির কয়েকজন লেখকের লেখা খুব ভার লাগে।
কবিতা আর গদ্য একসাথে মিশে যাওয়া, নতুন প্যাটর্ন।

ধন্যবাদ কবি।

১১ ই মে, ২০১৩ দুপুর ১২:২৪

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ!

৩| ৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫০

ৎঁৎঁৎঁ বলেছেন: গত চব্বিশে এপ্রিল তোমার শার্টের বিচ্ছিন্ন বোতামটি আকাশে চাঁদ হয়ে ঝুলছিল।

সুন্দর!

১১ ই মে, ২০১৩ দুপুর ১২:২৪

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ!

৪| ৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৪

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: আহঃ মুগ্ধ পাঠ্য!!!!

চমৎকার। :( :( :(

১১ ই মে, ২০১৩ দুপুর ১২:২৫

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ!

৫| ৩০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৫

সায়েম মুন বলেছেন: :(

১১ ই মে, ২০১৩ দুপুর ১২:২৭

মাহী ফ্লোরা বলেছেন: কিহে?

৬| ৩০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৩

শের শায়রী বলেছেন: আপনার গল্প মানেই পড়ার পড় কিছুক্ষন মাথার মধ্যে শব্দ গুলো জীবন্ত বেচে থাকে।

ভাল থাকুন

১১ ই মে, ২০১৩ দুপুর ১২:২৯

মাহী ফ্লোরা বলেছেন: :)

৭| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:১৩

হাসান মাহবুব বলেছেন: কিছু বিষাদ হোক শব্দশপথ। ভালো লাগা রইলো।

১১ ই মে, ২০১৩ দুপুর ১২:৩০

মাহী ফ্লোরা বলেছেন: onek thanks!

৮| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৯

ভারসাম্য বলেছেন: ঈশ্বর তোমার কোলের শিশুটিকে জন্ম দিতে গিয়ে দেখেছি রক্তে ভেসে গেছে সমগ্র উল্লাস।
তুমি কি করে রক্ত মেখে বসে আছো মন?



রক্ত ঝড়ার দিন এলে আবারও সেই একই প্রশ্নের পুনঃরোক্তি করি।
ভুলে যাই ভুলেছিলাম আমাদের রক্তেই রাঙা ছিল ঈশ্বরের অতীত।
আমরাই রক্ত দিয়ে তাকে আরো রক্ত ঝরানোর দিয়েছিলাম অনুমতি।
আজ তবে এই প্রশ্ন কেন মন? আরেকটি রক্তঝরা দিন ফিরে এল বলে!

আজকের রক্তমাখা ঈশ্বর ফিরে গেলে আসবেন আরেক ঈশ্বর।
তাঁর অতীতও আমাদেরই রক্তে রাঙানো ছিল তাও জানা। অজানা কেউ ঈশ্বর হয়ে এলে তিনি ভাঙবেন অতীতের সব রেকর্ড। তবু আমরাই আমাদের রক্ত দিয়ে গড়ি ঈশ্বরের আসন। আবার সে আসন ভাঙি। পারলে ঈশ্বরকেই ভাঙি। তারপর আবার কোন রক্ত ঝরার দিন এলে একই প্রশ্নের স্বগতোক্তি করি।

সব পাখিই বাসা ছেড়ে খাঁচায় বাসা বেঁধেছিল। খাঁচাও ভেঙে গেছে কবে। তবু সব পাখি ঘরে ফেরে। কোন মনই পোষ মানেনি আজো। পোষ মানা মন পাখি হয়ে উড়ে চলে যায়।


গদ্যকবিতা ভালই লাগে দেখছি। অনেক সহজ। +++

১১ ই মে, ২০১৩ দুপুর ১২:৩২

মাহী ফ্লোরা বলেছেন: হ্যা খুব সহজ! লিখতে থাকুন

৯| ০২ রা মে, ২০১৩ সকাল ১১:৩৭

ভালো পোলা বলেছেন: আপনার ভক্ত হয়ে গেলাম । অনেক দিন পর সত্যি অনেক বেশি ভাল লাগল ।

১১ ই মে, ২০১৩ দুপুর ১২:৩৩

মাহী ফ্লোরা বলেছেন: শুনে খুশি হলাম! ধন্যবাদ আপনাকে

১০| ০২ রা মে, ২০১৩ দুপুর ২:৩২

নস্টালজিক বলেছেন: তুমি কখনো পারোনি।
তোমার কাছে কথারা ঠিক অন্ধকারের রাত।
বন্য হাওয়া, মিথ্যে অভিজাত...




চমৎকার!



শুভেচ্ছা, ফ্লোরা!

১১ ই মে, ২০১৩ দুপুর ১২:৩৬

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ রইল

১১| ০৩ রা মে, ২০১৩ রাত ১১:১১

ভিয়েনাস বলেছেন: কুটি কুটি লেখায় মিশে আছে বিষাদের ছোঁয়া.....

১১ ই মে, ২০১৩ দুপুর ১২:৩৭

মাহী ফ্লোরা বলেছেন: কুটি কুটি এটা আবার কি!

১২| ০৩ রা মে, ২০১৩ রাত ১১:২৭

সোহাগ সকাল বলেছেন: ছয় নাম্বারটা বেশ!

১১ ই মে, ২০১৩ দুপুর ১২:৩৮

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ!

১৩| ১৪ ই মে, ২০১৩ রাত ৮:০৩

শেখ আমিনুল ইসলাম বলেছেন: ৪ বেশি ভালো লাগল। ধন্যবাদ।

১৯ শে মে, ২০১৩ রাত ৯:৩৬

মাহী ফ্লোরা বলেছেন: অনেক ধন্যবাদ!

১৪| ১৬ ই মে, ২০১৩ সকাল ১০:০৩

অদৃশ্য বলেছেন:




কবি মাহী ফ্লোরার লিখাগুলো আমার ভালো লাগে... তার লিখাগুলোই আমি রহশ্যের গন্ধ পাই... আরও অনেক কিছুই তার লিখাতে দৃশ্যমান হয়... সেই অনেক কিছু যে যে যার যার মতো বুঝে নিলেই ভালো হয়...


আমার শততম পোষ্ট দিয়েছি... সময়করে পড়ে আসবেন... মন্তব্যটা তেমন জরুরী নয়...


শুভকামনা কবি

১৯ শে মে, ২০১৩ রাত ৯:৫৩

মাহী ফ্লোরা বলেছেন: অনেক অনেক শুভকামনা আপনার জন্য ও।

১৫| ১৯ শে মে, ২০১৩ রাত ৯:৩৭

স্বপনবাজ বলেছেন: মুগ্ধ পাঠ!

১৯ শে মে, ২০১৩ রাত ৯:৫৪

মাহী ফ্লোরা বলেছেন: thank you so much!

১৬| ১৯ শে মে, ২০১৩ রাত ৯:৫১

শাহেদ খান বলেছেন: আকাশের দিকে হাত বাড়িয়ে অপেক্ষা করছি কখন তুমি হাজার মাইল দূর থেকে আমার হাতের উজ্জ্বল তারাটিকে লক্ষ্য করো।
হাত বাড়াও। আমার কষ্ট তোমার অপেক্ষা হোক। তারাটি হোক স্বপ্ন।


স্বপ্নময়তায় বিভোর !

দারুণ, মাহী !

১৯ শে মে, ২০১৩ রাত ৯:৫৫

মাহী ফ্লোরা বলেছেন: শাহেদ! কই যে হারায় যাও! :(

১৭| ২১ শে মে, ২০১৩ রাত ৮:২৯

শাহেদ খান বলেছেন: মাহী। এখন চায়না'তে আছি। আষাঢ়ের শেষে'র দিকে হয়তো দেশে ফিরব।

এখানে এফবি-ও চলে না। ব্লগে আসা হতো না। তাই যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম। গত কয়েকদিন ধরে আবার ব্লগে লিখছি।

কেমন আছো, পোয়েট?

২৪ শে মে, ২০১৩ বিকাল ৪:৪৪

মাহী ফ্লোরা বলেছেন: কিহ! তুমি চায়না' য় কি করতেছো? কখন গেলা?

আমি ভাল আছি। চায়নাতে এফবি বন্ধ? হা হা দারুন তো!

১৮| ২৫ শে মে, ২০১৩ বিকাল ৪:৫৫

শাহেদ খান বলেছেন: এখানে এফবি বন্ধ তো এত খুশি হওয়ার কী আছে ! :-P

জ্ঞান অর্জন করতে সুদূর চীন দেশে আসা। 'রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট'-এর ট্রেনিং ! (বিষয়টা শুনে যত ভারি মনে হচ্ছে, মূল ঘটনা ততটা না! ) /:) |-)

২৫ শে মে, ২০১৩ রাত ৯:২৭

মাহী ফ্লোরা বলেছেন: ghotona j ki alla malun. jauner age aktabar janau nai. aso deshe tmr khobor ache! :-/

১৯| ২৬ শে মে, ২০১৩ রাত ১২:০৩

শাহেদ খান বলেছেন: :-* প্রকাশ্যে হুমকি নাকি?

দেখি, চশমা লাগায় দেখি ! B:-)

B:-/ হাহ হা !

৩১ শে মে, ২০১৩ সকাল ১১:০৮

মাহী ফ্লোরা বলেছেন: /:) চশমা লাগাও আর যাই লাগাও তোমার খবর আছেই! এহ ড্যাং ড্যাং করতে করতে চায়না চলে গেছে!

২০| ২৮ শে মে, ২০১৩ সকাল ১০:০০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর !!!

৩১ শে মে, ২০১৩ সকাল ১১:০৯

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.