নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সে এক আশ্চর্য জলপ্রপাত...

সাপের শরীর হয়ে আঁধারের গাছ/ কুয়াশার বন্যায় ডুবো দেবী মাছ!

মাহী ফ্লোরা

আমি আমিই....... আকাশজুড়ে চাঁদের আলো রূপার জলে আঁকা অন্ধকারের ঠোঁটের কোনায় নীলচে হাসি বাঁকা! তারা-আলোর রথ ছুটানো একটি ডজন ঘোড়া সমস্বরে বল্লো, এ নাও গোলাপ, মাহী ফ্লোরা। ......... মহাবিশ্বের শুভেচ্ছা পেয়েছি এভাবে!

মাহী ফ্লোরা › বিস্তারিত পোস্টঃ

তোমার চোখের থেকে ক ফুট দুরে আমি এখন দীর্ঘ বনবাসে!

১৯ শে মে, ২০১৩ রাত ১০:৪৪

1.

তোর সাথে যাই সমুদ্রদূর মাঝপথে ভরা গাঙ রাজ সাঁতারু ভয় কি তোর সাথে দেখা হবে কাল এমন কামনা তোর ছুঁয়ে দি ফুল আজ চলে যাক দ্রুত কাল তোর সাথ পাই কাল তোর হাত পাই হাতে পাই হাতের আঙুল !

2.

ধর ও পাশে আর নেই কেউ তোমার জন্য জেগে তুমি যাকে ঘুম ভেঙে ডাকো সব চেয়ে আগে ধরো সে আর ওপাশে থাকেনা তোমার অপেক্ষায়। তুমি ফুল হও অথবা সে হয় সবুজ পাতা তুমি নমনীয় নদী সে জলকাগজের নাও তুমি হলে পাখি অথবা ঠিক ধরো পাখি নও পাখিদের ঠোঁট সে তার দুখানা ডানা সবচেয়ে ভালবেসে গোপনে রাখে! ধরো ও পাশে আর কেউ থাকেনা জেগে ঘুমাবার আগে।



3.

সমস্ত চেতনা একটি নয়ন নীলা পাখির মত এখানে ঘুমিয়ে আছে। আকাশেরা যার কাঁধে রয়ে গেছে ইতিহাস হয়ে। ঘুমন্ত দায় কাঁধে নিয়ে যাযাবর হয়ে যাব। শুনেছি শুধুমাত্র মানুষই দিতে পারে অমর প্রতিশ্রুতি!



4.

তাহার শরীরে নাচ মেঘের মুদ্রা হয়ে ছিল!তুমি এলে আর বৃষ্টি সভায় নবোঢ়া অনুরাগ।তাহার শরীরে রাজকন্যা প্রজাপতি।তুমি এলে আর লজ্জারা পালালো!



5.

বাবুই পাখিটা আমার আয় তোর চঞ্চুতে মেঘ হয়ে থাকি! মেঘ মেঘ অথবা ঠিক মেঘ নয় একজন মানুষীর মনের আবেগ। চঞ্চুতে মেখে থাকি দিনরাত বাবুই পাখিটা আমার। চঞ্চুতে ঝুলে থাকি মন খারাপের ফুল হয়ে!



6.

আমার খুব ইচ্ছে তোমার বুকের ভেতর থাকা সোনালু মেঘটাকে ছুঁই। বৃষ্টি নামাই! এখনো যেসব কালো পাখিরা নেমে আসে পায়ের কাছে তাদের ভুলে থাকি অশুভ উপায়ে! আমার খুব ইচ্ছে তোমার বিষাদে।



7.

পশ্চিমে মেঘ সোনালুর ফুল হয়ে আকাশে। বৃষ্টি চোখে এসে কান্নার জল হয়ে যায়!



8.

সে আমাকে বোঝেনি আজ কি আলো নিশুতির আগে

সে বোঝেনি জমা ছিল কত কথা নিধু অনুরাগে! সে আমাকে বোঝেনি রাত কেটে যাবে আলো চাই আলো দেবে বিজুরি জাগাবে! সে আমাকে বোঝেনি আজ কে বোঝালো!



9.

কেন তার পাখি বন্দী রয়েছে ব্যস্ত ব্যস্ত খেলায়। কেন তার ব্যস্ততা খেলা হয়ে যায়না!



10.

আমাকে নিয়ে যাও কাগুজে আলো আমার মন ভালো নেই বিকেল হলেই!



11.

আমি অনেক দূরে থাকি। তুমি আমাকে ডাকো আমি আরো দূরে যেতে থাকি। যেমন স্রোতের টান মাছের মত আমার বুকের ভেতর ভাসতে থাকে। আমি যাই আরো দূরে সরে যাই।তোমাকে এত দূর থেকে কে ডেকেছে বলো?



12.

অতএব বন্ধ হোক ভ্রমরের অন্ধ ভ্রমন! তুমি হও কবিত্ব আমার। আজ এখনই কিছু ফুল ফুটবে। কবিতায় কবিতায়!



13.

মূলত এই ধূসর পথে তুমিই আমার প্রেমিক।একা আর নিঃসঙ্গ বৃষ্টি নামছে দরজার ওপাশে। আমি একদল ধনিক বৃক্ষের পাশে বসে আছি নিঃসঙ্কচে! কেন তুমি কাব্য হয়ে নামোনি রৌদ্র পথে। অথচ আজ কার জন্মদিবসে এত এত পাখি ওড়ে!

বৃষ্টির সাথে ঝরে গোলাপি বকফুল।



14.

জলঢাকা হাসো। আমি কি করে তোমাকে বলি এক শহুরে লোক বলে ছুটি নিলে ছুটি? আমি তোমাদের সাথি হব ছুটিকাটা ঘোড়া। তুমি জানতে মাজারের তল থেকে আমি এক পান খাওয়া রক্ত বুড়ির কাছে কিনেছিলাম মাটির ঘোড়া তারপর জানি ঘোড়া কত লাল । আকাশে দেখিনি বলে কতকাল উড়ে যায় জানিনিতো কার সে কার পাখা এক জোড়া!

জলঢাকা ছবি হও। হাসো!



মন্তব্য ৬৫ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৬৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৩ রাত ১০:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: অতএব বন্ধ হোক ভ্রমরের অন্ধ ভ্রমন! তুমি হও কবিত্ব আমার। আজ এখনই কিছু ফুল ফুটবে। কবিতায় কবিতায়! ভাল লাগলো ১ম +++

২০ শে মে, ২০১৩ সকাল ৯:৫৭

মাহী ফ্লোরা বলেছেন: onek thanks!

২| ১৯ শে মে, ২০১৩ রাত ১০:৫৮

স্বপনবাজ বলেছেন:
অতএব বন্ধ হোক ভ্রমরের অন্ধ ভ্রমন! তুমি হও
কবিত্ব আমার। আজ এখনই কিছু ফুল ফুটবে।
কবিতায় কবিতায়!
অনেক সুন্দর আপু।

২০ শে মে, ২০১৩ সকাল ১০:০১

মাহী ফ্লোরা বলেছেন: অনেক ধন্যবাদ!

৩| ১৯ শে মে, ২০১৩ রাত ১০:৫৮

লেখোয়াড় বলেছেন:
বা! অপূর্ব।
আমাদের দেশে লেখার মানটি সহজ ও উচ্চমানের হয়ে উঠছে।
যা আমরা হারিয়ে ফেলেছিলাম।

অনেক শুভকামনা।

২০ শে মে, ২০১৩ সকাল ১০:০২

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ!

৪| ১৯ শে মে, ২০১৩ রাত ১১:০৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বৃষ্টির সাথে ঝরে গোলাপি বকফুল।

বকফুল কি জিনিস? ছবি দেন :)

দারুন সব কবিতায় ভালোলাগা।

২০ শে মে, ২০১৩ সকাল ১০:০৮

মাহী ফ্লোরা বলেছেন: দাড়াও আগে একটা ভাল ক্যাম্রা কিনি! :(

৫| ১৯ শে মে, ২০১৩ রাত ১১:২১

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভালো লাগলো।

২০ শে মে, ২০১৩ সকাল ১০:১৩

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ!

৬| ১৯ শে মে, ২০১৩ রাত ১১:২৭

সায়েম মুন বলেছেন: 5.
বাবুই পাখিটা আমার আয় তোর চঞ্চুতে মেঘ হয়ে থাকি! মেঘ মেঘ অথবা ঠিক মেঘ নয় একজন মানুষীর মনের আবেগ। চঞ্চুতে মেখে থাকি দিনরাত বাবুই পাখিটা আমার। চঞ্চুতে ঝুলে থাকি মন খারাপের ফুল হয়ে!

কোনটা রেখে কোনটা বলি। যেটা পড়ি সেটাই তো ভাল লাগে। অনেক দিন পর আপনাকে দেখে ভাল লাগলো। আপনিতো আর আমাদের দেখতে আসেন না। আমাদের বাড়িগুলো বোধয় খুব নোংড়া। :P

২০ শে মে, ২০১৩ সকাল ১০:১৫

মাহী ফ্লোরা বলেছেন: যাব যাব কেবল তো ব্লগে এলাম! :D

৭| ২০ শে মে, ২০১৩ রাত ১২:০৩

ফারিয়া বলেছেন: ভালো লাগলো অনেক আপু অনুভুতিগুলো,
শিশির দিয়ে মন ধুয়েছ, কেমন আছো?
পদ্মপাতার খোলসে কিন্তু মুখটি লুকিয়োনা,
সতন্ত্র আড়াল হতে বেড়িয়ে কথাটি কও!

২০ শে মে, ২০১৩ সকাল ১০:১৮

মাহী ফ্লোরা বলেছেন: thanks apu!

৮| ২০ শে মে, ২০১৩ রাত ১২:০৫

কান্ডারি অথর্ব বলেছেন:

শিরোনাম পড়েই মুগ্ধ । চমৎকার পোস্ট

২০ শে মে, ২০১৩ সকাল ১০:১৯

মাহী ফ্লোরা বলেছেন: onek thanks!

৯| ২০ শে মে, ২০১৩ রাত ১:১১

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ভালো লাগলো অনেক :)

২০ শে মে, ২০১৩ সকাল ১০:৩০

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ!

১০| ২০ শে মে, ২০১৩ রাত ১:৩৯

বটবৃক্ষ~ বলেছেন: বাবুই পাখিটা আমার আয় তোর চঞ্চুতে মেঘ হয়ে থাকি! মেঘ মেঘ অথবা ঠিক মেঘ নয় একজন মানুষীর মনের আবেগ। চঞ্চুতে মেখে থাকি দিনরাত বাবুই পাখিটা আমার। চঞ্চুতে ঝুলে থাকি মন খারাপের ফুল হয়ে!

কি অদ্ভুত সুন্দর একেকটি স্ট্যাটাস যেন!! সবগুলোই অসাধারণ!
৭নং কমেন্টে ++++

২০ শে মে, ২০১৩ সকাল ১০:৩২

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ!

১১| ২০ শে মে, ২০১৩ সকাল ১১:০৯

আরজু পনি বলেছেন:

:D

দেখতে আসলাম...লাইক নাম্বার লাকি সেভেন B-)

২০ শে মে, ২০১৩ রাত ৯:৩৩

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ। :)

১২| ২০ শে মে, ২০১৩ দুপুর ১২:৪৩

সোমহেপি বলেছেন: ঝিম ধরে আসা হিমের কবিতা।এ কবিতা শেখায় নাচের স্থির মুদ্রা।

+++

২০ শে মে, ২০১৩ রাত ৯:৩৯

মাহী ফ্লোরা বলেছেন: চমৎকার মন্তব্যে ধন্যবাদ।

১৩| ২০ শে মে, ২০১৩ দুপুর ১:১৩

নস্টালজিক বলেছেন: আমার খুব ইচ্ছে তোমার বিষাদে।




সুন্দরম!




শুভেচ্ছা নিরন্তর!

২০ শে মে, ২০১৩ রাত ৯:৪০

মাহী ফ্লোরা বলেছেন: অনেক ধন্যবাদ।


শুভ রাত! :)

১৪| ২০ শে মে, ২০১৩ দুপুর ১:২২

হাসান মাহবুব বলেছেন: লেখা বরাবরের মতই সুন্দর। তবে প্রথমটা এরকম দাড়ি কমা ছাড়া লিখসেন কেন? পড়তে অসুবিধা হল। জলঢাকা নামে একটা ছোট্ট মফস্বলে ছিলাম ছোট্টবেলায়। উত্তরাঞ্চলে। সেখানে বৃষ্টি হলে জলে ঢেকে যেত আমাদের কলোনি। আমি কলার ভেলা বানায়া ঘুরতাম 8-|

২০ শে মে, ২০১৩ রাত ৯:৪৪

মাহী ফ্লোরা বলেছেন: ওইটা একটা নিরীক্ষা হামা। দুওকবার পড়লেই ভেতরের বাক্যগুলো টের পাওয়া যাবে হয়ত। তারপর ও ইচ্ছে মত জায়গায় থামা যায় কিনা এটাও দেখতে চাইছিলাম।

জলঢাকা নামে কোন একটা জায়গা আছে এটুকু আমি জানি। আর শব্দটাও এত সুন্দর! আমার খুব ভাল লাগছিল তাই ব্যবহার করেছি। উত্তরাঞ্চল মানেতো আমাদের দিকে। ঠিক কোথায় বলেন তো। কোন জেলায়?

ভাল ছিলেন?

১৫| ২০ শে মে, ২০১৩ দুপুর ১:২৪

রাইসুল সাগর বলেছেন: খবর কি তোমার মাহি আপু। কেমন আছো। আর তোমার মন কথনে অনেক অনেক ভালোলাগা। আর শুভকামনা যা থাকে তোমার জন্য সব সময়ে। ভালো থেকো।

২০ শে মে, ২০১৩ রাত ৯:৪৫

মাহী ফ্লোরা বলেছেন: আমি ভাল আছি ভাইয়া।

প্রতিশুভকামনা রইলো। :)

১৬| ২০ শে মে, ২০১৩ দুপুর ১:২৬

অপর্ণা মম্ময় বলেছেন: সবগুলোই সুন্দর !
৩ আর ৬ বেশী সুন্দর !
শুভেচ্ছা রইল ।

২০ শে মে, ২০১৩ রাত ৯:৪৭

মাহী ফ্লোরা বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।

১৭| ২০ শে মে, ২০১৩ বিকাল ৪:০৮

সোহাগ সকাল বলেছেন: ১২ নাম্বারটা সবথেকে বেশি সুন্দর।

২০ শে মে, ২০১৩ রাত ৯:৫০

মাহী ফ্লোরা বলেছেন: পাঠে অনেক ধন্যবাদ সোহাগ সকাল।

১৮| ২০ শে মে, ২০১৩ রাত ৯:৪৫

সায়েদা সোহেলী বলেছেন: ভালো লাগলো মাহী
৩, ৮ ,১১ একটু বেশী ভালো লেগেছে 8-|

আমার দুইটা ছোট রাজকন্যা আছে তার একজনের নাম মাহী :)

২০ শে মে, ২০১৩ রাত ৯:৫৩

মাহী ফ্লোরা বলেছেন: আরে দারুন তো। মাহী রাজকন্যার জন্য অনেক শুভকামনা।

চান্সে নিজেরে নিজে রাজকন্যা ডেকে নিলাম। B-))

১৯| ২১ শে মে, ২০১৩ রাত ১২:১৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেকদিন পর আপনার লেখা পড়লাম। :)
মুগ্ধপাঠ। ৩ এবং ১১ নাম্বারটা আমার বেশ ভালো লেগেছে। :)

২৪ শে মে, ২০১৩ বিকাল ৪:৫২

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ কাল্পনিক ভালৌবাসা!

২০| ২১ শে মে, ২০১৩ দুপুর ১:০০

অদৃশ্য বলেছেন:




চমৎকার সব লিখা... এর ভেতরে দু'তিনটি তড়িৎ আকর্ষন করে...


শুভকামনা কবি...

২৪ শে মে, ২০১৩ বিকাল ৪:৫৫

মাহী ফ্লোরা বলেছেন: thanks!

২১| ২১ শে মে, ২০১৩ রাত ৮:৪০

হাসান মাহবুব বলেছেন: নিলফামারী জেলায়। আপনি তো রাজশাহীর না? অনেক দূর ওখান থেকে।

২৪ শে মে, ২০১৩ বিকাল ৪:৫৬

মাহী ফ্লোরা বলেছেন: accha!

২২| ২২ শে মে, ২০১৩ রাত ৩:৫৮

একজন আরমান বলেছেন:
আমার খুব ইচ্ছে তোমার বুকের ভেতর থাকা সোনালু মেঘটাকে ছুঁই। বৃষ্টি নামাই! এখনো যেসব কালো পাখিরা নেমে আসে পায়ের কাছে তাদের ভুলে থাকি অশুভ উপায়ে! আমার খুব ইচ্ছে তোমার বিষাদে।

দারুন হয়েছে আপু।

২৪ শে মে, ২০১৩ বিকাল ৪:৫৬

মাহী ফ্লোরা বলেছেন: thanks roilo.

২৩| ২৩ শে মে, ২০১৩ দুপুর ২:৩০

হানিফ রাশেদীন বলেছেন: ভালে লাগলো। কেমন আছেন? ভালো আশা করি।

২৪ শে মে, ২০১৩ বিকাল ৫:০০

মাহী ফ্লোরা বলেছেন: valo achi. apni? :)

২৪| ২৪ শে মে, ২০১৩ রাত ২:৪৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: কয়েকটা বেশ সু্ন্দর - তয় ১ এর নিরিক্কা ভাল লাগে নাই

২৪ শে মে, ২০১৩ বিকাল ৫:০২

মাহী ফ্লোরা বলেছেন: thanks!

২৫| ২৪ শে মে, ২০১৩ রাত ১০:৩২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মাহী ফ্লোরা কবিতা কোম্পানি লিঃ এর সুন্দর কবিতা ।

২৫ শে মে, ২০১৩ রাত ৯:২৮

মাহী ফ্লোরা বলেছেন: hi hi ! thanku pathe!

২৬| ২৫ শে মে, ২০১৩ রাত ৯:২১

মুনসী১৬১২ বলেছেন: জলঢাকা আমার স্থায়ী নিবাসের আশেপাশে (দুই ঘরের মাইলের দূরত্বে)

২৫ শে মে, ২০১৩ রাত ৯:৩১

মাহী ফ্লোরা বলেছেন: bah sundor to

২৭| ২৬ শে মে, ২০১৩ রাত ১২:২৮

হানিফ রাশেদীন বলেছেন: পত্রিকাটা সংগ্রহ করেছেন তো? ''কুঁড়েঘর''?

৩১ শে মে, ২০১৩ সকাল ১১:০৬

মাহী ফ্লোরা বলেছেন: নাতো!

২৮| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৩:৪০

অদ্ভুত_আমি বলেছেন: সমস্ত চেতনা একটি নয়ন নীলা পাখির মত এখানে ঘুমিয়ে আছে। আকাশেরা যার কাঁধে রয়ে গেছে ইতিহাস হয়ে। ঘুমন্ত দায় কাঁধে নিয়ে যাযাবর হয়ে যাব। শুনেছি শুধুমাত্র মানুষই দিতে পারে অমর প্রতিশ্রুতি !

ভালো হয়েছে আপু :) :) :)

৩১ শে মে, ২০১৩ সকাল ১১:০৮

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ।:)

২৯| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৩:৪৪

মেহেরুন বলেছেন: দারুন। +++++++++++

৩১ শে মে, ২০১৩ সকাল ১১:১০

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ!

৩০| ২৭ শে মে, ২০১৩ রাত ১:০৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: লাকি সেভেন,,,,,,,,,,,,,,,,, অনেক দিন পর তোমার লেখা পড়লাম আপুনি,,,,,,,,,,,,ভাল লাগায় মন ভাল হয়ে গেল

৩১ শে মে, ২০১৩ সকাল ১১:১১

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ আপু। হ্যা ানেকদিন পর এলেন। ভাল ছিলেন? :)

৩১| ৩১ শে মে, ২০১৩ সকাল ১১:৫৪

দেহঘড়ির মিস্তিরি বলেছেন: সে আমাকে বোঝেনি আজ কি আলো নিশুতির আগে
সে বোঝেনি জমা ছিল কত কথা নিধু অনুরাগে! সে আমাকে বোঝেনি রাত কেটে যাবে আলো চাই আলো দেবে বিজুরি জাগাবে! সে আমাকে বোঝেনি আজ কে বোঝালো



মুগ্ধতার পরবর্তী অবস্থা কি ঘোর লাগা ??

মনে হচ্ছে সেই অবস্থায় আছি :)

ঝামেলা শেষ হলেই আপনার সবগুলো লেখা পড়ে ফেলতে হবে .........

৩১ শে মে, ২০১৩ রাত ৮:১৮

মাহী ফ্লোরা বলেছেন: মুগ্ধতার পরবরতি অবস্থা হচ্ছে এরকম মন্তব্য!

ভাল থাকবেন! :)

৩২| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ৮:১৫

হানিফ রাশেদীন বলেছেন: আমি তো খুব সম্ভব আপনার মেইলে বা কোথাও বলেছি যে, পত্রিকাটা বের হয়েছে, আপনার গল্প আছে, সংগ্রহ করেন। আচ্ছা, কিভাবে সংগ্রহ করতে পারেন, এখানে বা মেইলে জানান, বই মেলায় তো ষ্টলে ছিল এখন আজিজ ও কংকর্ডে আছে, এছাড়া আসার ঠিকানায় পাঠান যায়।।

১৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২১

মাহী ফ্লোরা বলেছেন: আমাকে [email protected] এখানে একটা মেইল করুন প্লিজ।

৩৩| ১৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

অপূর্ণ রায়হান বলেছেন: অনেক সুন্দর । ১৪ তম ভালোলাগা ++

ভালো থাকবেন সবসময় :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.