নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সে এক আশ্চর্য জলপ্রপাত...

সাপের শরীর হয়ে আঁধারের গাছ/ কুয়াশার বন্যায় ডুবো দেবী মাছ!

মাহী ফ্লোরা

আমি আমিই....... আকাশজুড়ে চাঁদের আলো রূপার জলে আঁকা অন্ধকারের ঠোঁটের কোনায় নীলচে হাসি বাঁকা! তারা-আলোর রথ ছুটানো একটি ডজন ঘোড়া সমস্বরে বল্লো, এ নাও গোলাপ, মাহী ফ্লোরা। ......... মহাবিশ্বের শুভেচ্ছা পেয়েছি এভাবে!

মাহী ফ্লোরা › বিস্তারিত পোস্টঃ

আমাকে যে পায় সে আগুনে পোড়ে আমাকে যে পায়নি সেও পোড়া আগুনের প্রিয়!

৩১ শে মে, ২০১৩ রাত ৯:৩৯

কোথায় গেলে শান্তি পাওয়া যায় কোথায় গেলে মৃত্যু আসে পাখির মত! আমি ঘুমিয়ে যাব।



২.

ধরো কোন এক সুগভীর রাতে তোমার ফোন বেজে উঠছে। কান্নায় জেগে উঠছে ঘুম। তুমি তখন কাজ করছিলে অথবা ঠিক কাজের মতই তোমার আশৈশব নিরবতা। হয়ত এসব কারনে আর ফোন ধরো নি।

মাঝে মাঝে খুব অবাক হয়ে ভাবি এত দূরে থাকো তুমি!



৩.

একটু করে খুলে যাচ্ছে পাপড়ী শতদল। অন্যায় হত খুব অন্যায়, যদি আজ আকাশ জুড়ে মেঘ না থাকতো, ধরো যদি আজ মেঘের করতো রোদ্দুরে ভয়!

একটা একটা করে ভেসে যাচ্ছে গোলাপ।গোলাপী রসের নিনিত নদীতে!

এসব ফুলেই আমরা থেকেছি প্রতিদিন,এসব ফুল ই আমাদের হৃদয়!



৪.

একটু আগেই বৃষ্টি হল জারুল পাতায় আটকালো তাই তোমার চোখের দৃষ্টি!স্রোতের তোড়ে থমকে গেলো আমার মহাকাল।



৫.

তখন আমার চুমুর নেশা বুনো নিমের ফুল

সিঁড়ি ঘরে হঠাত্‍ দেখা কাকতালীয় ভুল!

চলছি ফিরছি ঘুরছি সবই হচ্ছে ঢিলেঢালা

মেঘ ছিলোনা বৃষ্টি তবু সিঁড়িতে দোতলা!



৬.

কেন তুমি কাঁদো? যখন আমার চোখ থেকে ঝরে সোনালী বিকেল! আজ রাত নদী হয়। দৈর্ঘ্য প্রস্থ পেরিয়ে সেই উত্‍স হিমালয়। কেন তুমি কাঁদো বীর বলিষ্ঠ পুরান! আমি তার কান্নার দায় কাঁধে সুরাটে চলেছি।



৭.

আবার ও সেই বৃষ্টি সাত সমুদ্র পেরিয়ে তোমার জানালার কপাট খুলেছো খবর দিলো! আমি হাসলাম দেখে অভিমানে রোদ ভিজে যায়! কি করি বলোতো?

কতদিন এই পথ একাঙ্ক নাটিকার মত! হাঁটলাম। আমি হেঁটে হেঁটে পেরিয়ে গেলাম বৃষ্টি শপথ। গোলাপী শরবতে আমাদের ঠোঁট ভেসে রইলো যেন জীবন্ত রাঙামাছ!

এখন গোপন চাদরে অনাদরে পড়ে আছে একটি বিষন্ন বাবলা ফুলের হলুদ আদুরে নথ!



৮.

তুমি এলে। কান্ডজ্ঞানহীন হৃদয় বলে বসলো সমস্ত পেলাম!

চলে গেলে ভাবি কোথাও কিছু ভুল রয়ে গেল কি? জানানো হলোনা হৃদয়ের মাঝে কয়েকশো জোনাকি কি ঘন অপেক্ষায় রুদ্রাক্ষের মালা হয়ে যায়!



৯.

শ্বাপদ অরন্যে যার নাম লেখা হৃদি খুলে রাখা অনন্ত কুন্ডলে! পাখিরাতো উড়বেই। কে জানতো তোকে বেঁধে রাখা মানে আমার স্বাধীনতা হরণ?



১০.

সমস্ত ভালবাসা ভাবনার কাছে সমর্পিত আর তাই বিরহী হয়ে যাই। তুমি আছো খুব কাছে আছো এশহরটা দেখে, হিংসুটে রাতদিন।আজ আকাশে মেঘ নেই। তারাদের ঘুম নেই। আমিওতো জেগে আছি অরন্যে কদিন!



১১.

জলে না নেমে কেউ টের পাবেনা কুশিতল হিম। করতলে জালে রেখা আঁকা কবিতিকা । খুব খুঁজেছি আরো বেশি ঘুম।যতটা ঘুমুলে তোমার থেকে দূরে থাকা যায়! ভুলে থাকা যায় কাব্যের দায়।

জলে নেমে তাই টের পেয়েছি রাঙামাছ কাঁদে। মাছরাঙা পাখিটাও শব্দের জটে আজ দারুন বিবাদে!



১২.

ছুঁই ছুঁই করে তোমার হাতটা /আঙুলে বকুল গোলাপও সাতটা

তোমার আকাশে আঁধারের তারা নেই/আমাদের প্রেম শুরু হতে চায় আজ এখানেই!



১৩.

আজ দেখলাম পথের উপর সোনালু ঝরে যায়। আমার জন্য তার হাত কৃষ্ণচূড়াময় ততক্ষন !এইটুকু স্মৃতিওতো সারাদিন সুগন্ধি। নিরবে তনুময়! যতক্ষন জলের ধারায় ভেসে যাচ্ছে কোমল রাঙামাছ!!



১৪.

ঘুমন্ত মুখের চেয়ে পবিত্র আর কিছু নেই। আমার সন্তান এখন ঘুমুচ্ছে! এক বাল্যসখা তার মুখ এঁকেছিলো জোড়া আয়নায়। আমি দেখেছি আয়না ভেঙে যায় ঠুনকো আঘাতে! চিরে যায় হৃদয়িক সাধ। এসব স্মৃতিকে লাগে ঘুমন্ত মুখ নতুন প্রভাতে।



১৫.

মায়ের বুকের থেকে কিছু দুধ ধানের শিষের কোলে কে দিয়েছে ঢেলে, আমি এই পথে হাঁটছি কোমল আর করুন রজনীভর স্যাঁত্‍স্যাঁতে জোছনায়! স্বয়ং ইশ্বর এসে নামেন আজ হলুদ ভুট্টার ক্ষেতে বুদ্ধপূর্ণিমায় ! এক জোড়া আগুন চোখের মাঝে আমার খুব ভয় করে হাঁটতে।



১৬.

এক বৃষ্টি বিকেলের কথা মনে পড়ে যায়। বই এর ভেতর চিরকুটে চিঠি। মনে পড়ছে এখন আর মন ভিজে যায়। দেখো সেরকম চিরকুটে আমার হৃদয় কেমন আটকে আছে। তুমি চিঠি দেবে দেবে বলে ফিরছো। আগামী তিনদিনের ডাক বন্ধ। আজ বিকেলে যদি বৃষ্টি নামে!



১৭.

এই বিজন বনে তুমি ছাড়া আমি একা বিষন্ন ওক গাছ! বৃষ্টি আসবে এখন।লাল ফুলে তোমার রাগ ঢেলে দাও। তবু এসো। আমার খুব একা লাগছে।



১৮.

তুমি আর নেই কোথথাও নেই। বুকের মধ্যে ঢুকে বসে আছো মন। চোখের পাওনা মিটিয়ে দিলে দ্বিধায়। আমি ঘুমিয়ে ঘুমিয়ে পালিয়ে এলাম ঘর। আমার যা কিছু আপন ছিল সবই এখন পর!



১৯.

ঘুম ছুঁয়েছো দুমুখো আঙ্গুলে। আমার চোখের সাথে কত কথা কত ভাবের ব্যস্ততা। এখন তখন কখন কখন আসবে? চলো ঘুম ঘুম চোখ পাড়ি দিয়ে জঙ্গলে চলে যাই!









মন্তব্য ৩৮ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৩ রাত ৯:৪০

লেখোয়াড় বলেছেন:
+++++++++++++++++++

৩১ শে মে, ২০১৩ রাত ১০:০৪

মাহী ফ্লোরা বলেছেন: এত প্লাস!

২| ৩১ শে মে, ২০১৩ রাত ৯:৪৮

স্বপ্নবাজ অভি বলেছেন: অসাধারণ ! +

৩১ শে মে, ২০১৩ রাত ১০:০৪

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ!

৩| ৩১ শে মে, ২০১৩ রাত ৯:৪৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
একরাশ মুগ্ধতা।

৩১ শে মে, ২০১৩ রাত ১০:০৮

মাহী ফ্লোরা বলেছেন: একরাশ ধন্যবাদ!

৪| ৩১ শে মে, ২০১৩ রাত ১০:০০

রাতুল_শাহ বলেছেন: বেশ সুন্দর ।

৩১ শে মে, ২০১৩ রাত ১০:০৯

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ রাতুল!

৫| ৩১ শে মে, ২০১৩ রাত ১০:০১

শশী হিমু বলেছেন: 'কবিতিকা' কী?

মুগ্ধতা নিয়ে পড়ি যতবার মাহী ফ্লোরার ব্লগে আসি :)

ভালোলাগা রইলো :)

৩১ শে মে, ২০১৩ রাত ১০:১২

মাহী ফ্লোরা বলেছেন: কবিতিকা হচ্ছে ছোট কবিতা!

এটা নস্টালজিকের পোষ্ট থেকে পাওয়া। নতুন শব্দ ভান্ডার! তুমি দেখোনি ভাইয়া? জলদি দেখে আসো। :)

৬| ৩১ শে মে, ২০১৩ রাত ১০:০৫

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: কোথায় গেলে শান্তি পাওয়া যায় কোথায় গেলে মৃত্যু আসে পাখির মত! আমি ঘুমিয়ে যাব।

এক কথায় অসাধারণ!

৩১ শে মে, ২০১৩ রাত ১০:১৩

মাহী ফ্লোরা বলেছেন: অনেক ধন্যবাদ!

৭| ৩১ শে মে, ২০১৩ রাত ১১:২২

আরজু পনি বলেছেন:

টুকরো কাব্য দারুণ!

০১ লা জুন, ২০১৩ সকাল ৯:১৬

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ আপু। কেমন আছেন?

৮| ৩১ শে মে, ২০১৩ রাত ১১:৩৭

ভারসাম্য বলেছেন: খুব খুঁজেছি আরো বেশি ঘুম।যতটা ঘুমুলে তোমার থেকে দূরে থাকা যায়! ভুলে থাকা যায় কাব্যের দায়।

জলে নেমে তাই টের পেয়েছি রাঙামাছ কাঁদে। মাছরাঙা পাখিটাও শব্দের জটে আজ দারুন বিবাদে!

কোথায় গেলে শান্তি পাওয়া যায় কোথায় গেলে মৃত্যু আসে পাখির মত! আমি ঘুমিয়ে যাব।


+++++ |-) । শান্তির ঘুম!! ......... |-)

০১ লা জুন, ২০১৩ সকাল ৯:২৯

মাহী ফ্লোরা বলেছেন: হু শান্তির ঘুম! :)

৯| ৩১ শে মে, ২০১৩ রাত ১১:৪১

মামুন রশিদ বলেছেন: মুক্ত পদ্যে ভালোলাগা ++



গল্প পাচ্ছিনা অনেক দিন ।

০১ লা জুন, ২০১৩ সকাল ৯:৩১

মাহী ফ্লোরা বলেছেন: শীঘ্রই পাবেন গল্প!

১০| ০১ লা জুন, ২০১৩ রাত ১২:৩৮

কান্ডারি অথর্ব বলেছেন:

++++++++++

০১ লা জুন, ২০১৩ সকাল ৯:৩৬

মাহী ফ্লোরা বলেছেন: thank you!

১১| ০১ লা জুন, ২০১৩ রাত ২:১৩

সায়েম মুন বলেছেন: সুন্দর। কিছু একটা লিখতে ইচ্ছে করলো বলে। #:-S

আমি এখন ঘুমুতে চাই। রাত্রী অনেক হলো ডাহুক। কান্না থামাও। পরিত্যক্ত হৃদয়ের কোটরে কিছু শ্রান্তি জমে আছে। ঘুমুতে দাও। মাছরাঙা রং নিয়ে আকাশ ঘুমায়। সরোবরে শীতল ঢেউ হোঁচট খায়। একীত্ব ব্যাপনের অভিপ্রায়ে বাতাস সিংহাসনে বসে রয়। ঘুমাতে দাও ডাহুক। ভুলের খাঁচায় বন্দীত্ব ধরে রেখোনা। সরোবরে ডিঙ্গী। বৈঠা পড়ে আছে। শীতল কন্ঠ বন্ধ করে ঘুমাতে যাও।

০১ লা জুন, ২০১৩ সকাল ৯:৪১

মাহী ফ্লোরা বলেছেন: লেখার ভেতর কন্ট্রাডিকশন টের পাচ্ছি! একবার ঘুমাতে চাই,দাও বললেন একবার ঘুমাতে দাও!

শুভ সকাল! :)

১২| ০১ লা জুন, ২০১৩ সকাল ৮:১৯

ফারিয়া বলেছেন: অসাধারন ছোটগল্প কিভাবে লেখতে হয় আপনার কাছ থেকে শিখতে হবে! B-) মুগ্ধ আমি আপনার লেখা পড়ে। আচ্ছা আপু, সুরাট কি? শব্দটা প্রথম শুনলাম, আদৌ বাংলা শব্দ নাকি?

০১ লা জুন, ২০১৩ সকাল ৯:৪৮

মাহী ফ্লোরা বলেছেন: সুরাট একটা নগরের নাম আপু। আর এটা ছোট গল্প নাকি? :P

১৩| ০১ লা জুন, ২০১৩ সকাল ৯:৩৯

আরজু পনি বলেছেন:

ঘুমঘোরে ভালই আছি :P

০১ লা জুন, ২০১৩ সকাল ৯:৪৯

মাহী ফ্লোরা বলেছেন: জেগে ওঠো নটবর! :P

১৪| ০১ লা জুন, ২০১৩ সকাল ৯:৫৯

অন্তহীন বালক বলেছেন: নস্টালজিক হয়ে গেনু! কেমন যেন কাব্যিক পরিবেশ থেকে ঘুরে এনু।।
ভালো লাগলো।

০১ লা জুন, ২০১৩ সকাল ১০:৫৯

মাহী ফ্লোরা বলেছেন: শুনে আপ্লুত হয়ে গেনু!

১৫| ০১ লা জুন, ২০১৩ সকাল ১১:১৪

সায়েম মুন বলেছেন: কন্ট্রাডিকশন কই। চাই। তাই ডাহুককে দিতে বলা হয়েছে। ডাহুককেও ঘুমাতে বলা হয়েছে। /:)

একটু মনোযোগী হন। :P

শুভসকাল!

০১ লা জুন, ২০১৩ দুপুর ১২:০৯

মাহী ফ্লোরা বলেছেন: একবার দাও বললেন আরেকবার যাও বললেন যে! :P

১৬| ০১ লা জুন, ২০১৩ দুপুর ১২:২১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আহ কি চমৎকার লিখা !
++++++++++++++

০১ লা জুন, ২০১৩ দুপুর ১:৫৬

মাহী ফ্লোরা বলেছেন: আহহ কি চমৎকার মন্তব্য! :P

১৭| ০১ লা জুন, ২০১৩ দুপুর ২:১৫

ভারসাম্য বলেছেন: @ সায়েম মুন, কানে তুলা দিলেইতো হয়। খামাখা ডাহুকের দোষ দ্যান ক্যান? অবশ্য তারেই ঘুমাইতে যাইতে পরামর্শ দেওয়াটা ঠিকই আছে। ;)

@ মাহী, সামু ভাই'র লেখায় কিন্তু কন্ট্রাডিকশন নাই। আর থাকলেও সমস্যা কী? কন্ট্রাডিকশন থাকলেইতো ভাল লাগে আমার কাছে। 8-|

অফটপিকঃ আপ্নের লেখা কিন্তু আমার অনেক ভাল লাগে । :P

০১ লা জুন, ২০১৩ বিকাল ৪:২৬

মাহী ফ্লোরা বলেছেন: :)

১৮| ০১ লা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

হাসান মাহবুব বলেছেন: ৫ আর ১৬ সবচেয়ে সুন্দর।

০১ লা জুন, ২০১৩ রাত ১১:১৭

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ অনেক বেশি! শুভরাত!

১৯| ০৯ ই জুন, ২০১৩ সকাল ১১:২২

চতুষ্কোণ বলেছেন: ৪, ৫, ১৬, ১৭বেশ লাগলো। কেমন আছেন?

২০| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১০:১২

শাহরিয়ার রিয়াদ বলেছেন:

তখন আমার চুমুর নেশা বুনো নিমের ফুল
সিঁড়ি ঘরে হঠাত্‍ দেখা কাকতালীয় ভুল!
চলছি ফিরছি ঘুরছি সবই হচ্ছে ঢিলেঢালা
মেঘ ছিলোনা বৃষ্টি তবু সিঁড়িতে দোতলা!



এই কয়টা লাইন ভাল লাগল খুব। বাকিটাও জোসসস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.