নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সে এক আশ্চর্য জলপ্রপাত...

সাপের শরীর হয়ে আঁধারের গাছ/ কুয়াশার বন্যায় ডুবো দেবী মাছ!

মাহী ফ্লোরা

আমি আমিই....... আকাশজুড়ে চাঁদের আলো রূপার জলে আঁকা অন্ধকারের ঠোঁটের কোনায় নীলচে হাসি বাঁকা! তারা-আলোর রথ ছুটানো একটি ডজন ঘোড়া সমস্বরে বল্লো, এ নাও গোলাপ, মাহী ফ্লোরা। ......... মহাবিশ্বের শুভেচ্ছা পেয়েছি এভাবে!

মাহী ফ্লোরা › বিস্তারিত পোস্টঃ

গল্পটা এখনো বলিনি মেঘ

১৮ ই জুন, ২০১৩ রাত ৯:১০

দৃশ্যত কিছুদিন পিছিয়ে গেল তোমার কাছে যেতে। অদৃশ্য নবনীল মেঘ! তোমাকে গল্পটা কখনো বলিনি। এই আঙ্গুলে ভীরু হাতের স্পর্শ ছিলো। আমাকে ধরে ধরে পার হয়ে গেল সে অহল্যা নগরী!

আলো ছিলো। আর প্রাচীন নক্ষত্রের নিচে এক জোড়া সোডিয়াম বাতি, মানুষ ছিলো, মানুষের ভিড়ে কিছু মানুষের মত প্রানী। তোমাকে বলিনি নবনীল মেঘ আমার হৃদয়ের আলোতে পঞ্চমুখী পদ্মের কথা! সে কি উজ্জ্বল রাত! সে কি দূর্বিসহ আকাঙ্খা আমাদের।

তোমার ঈর্ষা হয় মেঘ? তোমার ঈর্ষা হয় তোমাকে?

একদিন তুমি ছিলে সেই হাত।

পথের উপর থেকে অনাহুত এক ফুলওয়ালীর দৃশ্যত অদৃশ্য হয়ে যাওয়ার গল্প তোমাকে বলিনি মেঘ? তুমি ছিলে সেই দিন। দিনান্তে যার প্রতিদিন একেকটি মুখ্য ভ্রমর মাথার পাশে বসে থেকে তাড়া দেয়। আরো এগিয়ে যাও। আরো বেশি এগিয়ে। তোমাকে বলিনি মেঘ আমাদের ঈর্ষার গল্প।

কষ্টের নিনিত ঘটনা। নবনীল তুমি উড়িষ্যার ঘন মেঘ! এখনো তোমাকে গল্প বলার যে লোভ তাকে চাপা দিয়ে রাখে মাটি, চিতলের মাছ। খেজুর কাঁটায় বোনা শীতলের পাটি কোন এক মৃতের শরীরে জড়ায়। তোমাকে না পেয়ে যে চলে গেছে অনন্ত দূর নক্ষত্রের দেশে। তোমার পড়শী হয়ে আছে আজ আর কাল নিশি।



তোমাকে গল্পটা আর বলিনি। অদৃশ্যে হৃদয়কে আমি সেদিনই করেছি শেষ!

মন্তব্য ৪৯ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৪৯) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১৩ রাত ৯:৩৮

অপু তানভীর বলেছেন: তোমাকে গল্পটা আর বলিনি!!
আসলেই আমাকে গল্পটা কেউ বলে নাই ! :(

১৮ ই জুন, ২০১৩ রাত ৯:৪০

মাহী ফ্লোরা বলেছেন: কেমন আছো ভাইয়া? :)

২| ১৮ ই জুন, ২০১৩ রাত ৯:৪৬

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:

তোমাকে গল্পটা আর বলিনি। অদৃশ্যে হৃদয়কে আমি সেদিনই করেছি শেষ! :(

১৮ ই জুন, ২০১৩ রাত ৯:৪৮

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ রইলো।

৩| ১৮ ই জুন, ২০১৩ রাত ৯:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মনে হয় , মেঘ ব্যাটা শ্রোতা হিসেবে তেমন সুবিধার নয় ।
বলেন , আমরাই নাহয় শুনি ? =p~ =p~ =p~ =p~

১৮ ই জুন, ২০১৩ রাত ১০:৩১

মাহী ফ্লোরা বলেছেন: ইশ! আপনি এত মজায় থাকেন খুব ভাল্লাগে। :)

৪| ১৮ ই জুন, ২০১৩ রাত ১০:১৪

ভারসাম্য বলেছেন: খেজুর কাঁটায় বোনা শীতলের পাটি কোন এক মৃতের শরীরে জড়ায়।

মৃতের জন্য ওইটুকুও বরাদ্দ থাকে তাও। নিখোঁজদের যে কি হয়!

অদ্ভুত সুন্দর আপনার লেখা!

১৮ ই জুন, ২০১৩ রাত ১০:৩৭

মাহী ফ্লোরা বলেছেন: অনেক ধন্যবাদ।

৫| ১৮ ই জুন, ২০১৩ রাত ১০:৩৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: নাইস ওয়ান

২১ শে জুন, ২০১৩ সকাল ১০:১১

মাহী ফ্লোরা বলেছেন: অনেক ধন্যবাদ।

৬| ১৮ ই জুন, ২০১৩ রাত ১১:০০

সায়েম মুন বলেছেন: সুন্দর। না বলা গল্পটা তো আর শোনা হলো না। সূচনাটুকু আমরাই না হয় শুনে গেলাম।

উড়িষ্যার ঘন মেঘ না হয়ে আমাদের এখানকার কোন ঘন মেঘ হতে দোষ কি। এই যেমন বান্দরবানের। #:-S

চিতলের মাছটা কি?

নিনিত শব্দটার অর্থ জানালে খুশী হতাম।

আপনি একজন দাগী আসামী। শুধু চুপে চুপে এসে পোস্ট দিয়ে লাপাত্তা হয়ে যান। :-0

২১ শে জুন, ২০১৩ সকাল ১০:৩৪

মাহী ফ্লোরা বলেছেন: দাদা পরে ডিটেইলে উত্তর দিমুনে। কাইল থাইকা "ফাইনাল দোয়া কইরেন গো!

৭| ১৮ ই জুন, ২০১৩ রাত ১১:১৫

রাজীব নুর বলেছেন: হুম ।

২১ শে জুন, ২০১৩ সকাল ১০:৩৬

মাহী ফ্লোরা বলেছেন: ঘুম!

৮| ১৯ শে জুন, ২০১৩ রাত ১২:৩৫

আরজু পনি বলেছেন:

আমার ঈর্ষা হয় :(

২১ শে জুন, ২০১৩ সকাল ১০:৩৮

মাহী ফ্লোরা বলেছেন: আমারে? :#> :P :#) B-)
কারে ? :-/

৯| ১৯ শে জুন, ২০১৩ সকাল ৯:৪২

কান্ডারি অথর্ব বলেছেন:

প্লিজ গল্পটা বলেই ফেলুন। :(

২১ শে জুন, ২০১৩ সকাল ১০:৩৯

মাহী ফ্লোরা বলেছেন: উম না! :(

১০| ১৯ শে জুন, ২০১৩ সকাল ১১:০০

নস্টালজিক বলেছেন: তুমি ছিলে সেই দিন। দিনান্তে যার প্রতিদিন একেকটি মুখ্য ভ্রমর মাথার পাশে বসে থেকে তাড়া দেয়।




গল্পটা বলা হয়ে গেছে এভাবেই!



শুভেচ্ছা, ফ্লোরা!



ভালো থাকো নিরন্তর!

২১ শে জুন, ২০১৩ সকাল ১০:৪১

মাহী ফ্লোরা বলেছেন: দৃশ্যে অদৃশ্যে বেঁচে থাক সুন্দর। বেঁচে থাক আলসেমিতে আর বেঁচে থাক পরিশ্রমে অবলীলায়!

কৃতজ্ঞতা!

১১| ১৯ শে জুন, ২০১৩ সকাল ১১:২৭

ৎঁৎঁৎঁ বলেছেন: তোমার ঈর্ষা হয় মেঘ? তোমার ঈর্ষা হয় তোমাকে?
একদিন তুমি ছিলে সেই হাত।


ভালো লাগা!

২১ শে জুন, ২০১৩ সকাল ১০:৪২

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ।

১২| ১৯ শে জুন, ২০১৩ সকাল ১১:৩৩

বটবৃক্ষ~ বলেছেন: তোমাকে বলিনি নবনীল মেঘ আমার হৃদয়ের আলোতে পঞ্চমুখী পদ্মের কথা! সে কি উজ্জ্বল রাত! সে কি দূর্বিসহ আকাঙ্খা আমাদের।
তোমার ঈর্ষা হয় মেঘ? তোমার ঈর্ষা হয় তোমাকে?
একদিন তুমি ছিলে সেই হাত।


:(

২১ শে জুন, ২০১৩ সকাল ১০:৪৩

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ।

১৩| ১৯ শে জুন, ২০১৩ দুপুর ১:০৮

সোহাগ সকাল বলেছেন: অনেকদিন পর কবিতা লিখলেন।

"তোমাকে গল্পটা আর বলিনি। অদৃশ্যে হৃদয়কে আমি সেদিনই করেছি শেষ!"

আহ! কি সুন্দর একটা লাইন! এইটাকে কি কবিতা বলবো, নাকি কবিতার চাইতেও ভালো কিছু আছে? :)

২১ শে জুন, ২০১৩ সকাল ১০:৪৪

মাহী ফ্লোরা বলেছেন: thank u so much! :)

১৪| ১৯ শে জুন, ২০১৩ বিকাল ৩:১১

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগা রইলো।

২১ শে জুন, ২০১৩ সকাল ১০:৪৫

মাহী ফ্লোরা বলেছেন: :)

১৫| ১৯ শে জুন, ২০১৩ রাত ৮:১৩

সেলিম আনোয়ার বলেছেন: না বলা গল্প শনা হলো না।অদৃশ্য হৃদয়ের মৃত্যু না জানালে বুঝতামনা। অদৃশ্য হৃদয়টা কি আবার জীবন্ত হতে পারে না? সে ই রকম কোনো রোপোর কাঠি সোনার কাঠি বা জিয়ন কাঠি থাকলে বোধকরি অদৃশ্য হৃদয় আবার বেচে উঠবে।

২১ শে জুন, ২০১৩ সকাল ১০:৪৬

মাহী ফ্লোরা বলেছেন: sundor bolechen! :)

১৬| ২১ শে জুন, ২০১৩ রাত ১২:০৮

শাহেদ খান বলেছেন: চমৎকার ! অনেকদিন পর মাহী'র একটা পোস্ট পড়লাম যেটা সেই আগের 'মাহী'র মত !

কাব্যময়তার পাশাপাশি প্রাচীন নক্ষত্রের উজ্জ্বল রাত - মাঝরাতে অন্ধকারে বসে এসব দৃশ্যময়তা পড়তে এত ভাল লাগছিল ! মোহময়।

+

২১ শে জুন, ২০১৩ সকাল ১০:৪৯

মাহী ফ্লোরা বলেছেন: কিন্তু আমি পুরান মাহী হইতে চাইনা নতুন মাহী হইতে চাই ! :-/

১৭| ২২ শে জুন, ২০১৩ রাত ১২:৩৬

আমি তুমি আমরা বলেছেন: হু্‌ম্ম, কত গল্পইতো বলা হয় নি :(

০৪ ঠা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

মাহী ফ্লোরা বলেছেন: হুম! :(

১৮| ২২ শে জুন, ২০১৩ দুপুর ২:৪০

চাঁন মিঞা সরদার বলেছেন: সুন্দর

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৮:১৪

মাহী ফ্লোরা বলেছেন: অনেকদিন পর!

১৯| ২৪ শে জুন, ২০১৩ বিকাল ৫:৫২

অদৃশ্য বলেছেন:




আপনার কিছু কিছু কবিতা মাঝে মাঝে খুব টানে... এই লিখাটি ছিলো তেমন...

দেখছি আপনিও অনিয়মিত... তবুও আছেন এটাই ভালো... এভাবেই থাকুন... আর আমাদের অথবা নিজের জন্যই লিখুন...

শুভকামনা...

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৮:১৯

মাহী ফ্লোরা বলেছেন: নিয়মিত হতে চাই আবার ও। ব্যাস্ততা হতে দেয়না। ভাল থাকা হোক অদৃশ্যে!

২০| ২৪ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০০

অদৃশ্য বলেছেন:




কবি

আপনার এলাকায় তো চরম গরম... কখনো ফ্রাই হচ্ছি কখনোবা সেদ্ধ ...
আর গতকাল এলেকট্রিসিটি যা করলো... রাগে পদ্মায় ঝাপিয়ে পড়তে ইচ্ছা হচ্ছিলো...

আফসোসের ব্যপার হলো, সেই পদ্মাতেও জল নাই... কাশবনে সাঁতরে কি আর সে তৃপ্তি পাওয়া যায়... উল্টো কাশবনের বাতাসগুলোই যেন আমার শরীরে সাঁতরায়...

উত্তাপের শহড়ে সর্বদা ভালো থাকুন
শুভকামনা...

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৮:২৫

মাহী ফ্লোরা বলেছেন: পদ্মায় পানি বেড়েছে এখন! আহ আমার পদ্মা! আমার নদী!

২১| ২৫ শে জুন, ২০১৩ বিকাল ৫:৩০

রাতুল_শাহ বলেছেন: :)

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৮:২৫

মাহী ফ্লোরা বলেছেন: :)

২২| ২৬ শে জুন, ২০১৩ বিকাল ৩:৪৮

~মাইনাচ~ বলেছেন: গল্প বলেত গিয়ে থেমে যাওয়া ভাল না, বলে ফেলুন

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৮:২৬

মাহী ফ্লোরা বলেছেন: একদিন সময় করে বলেই ফেলব।

২৩| ২৬ শে জুন, ২০১৩ রাত ১০:২৯

নিরপেক্ষ মানুষ বলেছেন: ++++++

২৪| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ৯:১০

শাহরিয়ার রিয়াদ বলেছেন:
গল্পটা বলেন।

২৫| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ৯:১৩

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: গল্প শুনমু.............. বলেন

২৬| ০৭ ই জুলাই, ২০১৩ সকাল ১০:২১

সায়েম মুন বলেছেন: আপনি কি আর লিখেবেন না বলে প্রতিজ্ঞা করেছেন। :-0

১০ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৪৭

মাহী ফ্লোরা বলেছেন: পরীক্ষা শেষ হইয়া আমি আইলসা হইয়া গেচি! :!>

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.