নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সে এক আশ্চর্য জলপ্রপাত...

সাপের শরীর হয়ে আঁধারের গাছ/ কুয়াশার বন্যায় ডুবো দেবী মাছ!

মাহী ফ্লোরা

আমি আমিই....... আকাশজুড়ে চাঁদের আলো রূপার জলে আঁকা অন্ধকারের ঠোঁটের কোনায় নীলচে হাসি বাঁকা! তারা-আলোর রথ ছুটানো একটি ডজন ঘোড়া সমস্বরে বল্লো, এ নাও গোলাপ, মাহী ফ্লোরা। ......... মহাবিশ্বের শুভেচ্ছা পেয়েছি এভাবে!

মাহী ফ্লোরা › বিস্তারিত পোস্টঃ

মেঘ বৃষ্টিতে সাতটি ইচ্ছে

১০ ই জুলাই, ২০১৩ সকাল ১১:১৬

মেঘ বৃষ্টিতে সাতটি ইচ্ছে ....



শহরে তোমার বৃষ্টিও নেই দৃষ্টিও না বলে আজ

জলে নেমে গ্যাছে সাতটি কৌতুহলে! আজকাল বড় ভুলো মনা মেঘ রাতটিও খুব একা-

বৃষ্টির মেঘ বৃষ্টির মেঘ যাচ্ছে তোমাকে দেখা!



উড়ে গ্যালে মেঘ পাখির মত? ইচ্ছেরা আজ দূরে সরে গেছে বৃষ্টি ভেজার ক্ষত বুকে নিয়ে আঁখির ভেতর!



ঐ নীল টিপ মেঘের প্রদীপ জ্বলছে শূন্য কপালে;

তোমার শহরে বৃষ্টি আসেনা সাতটি ইচ্ছে জলের গভীর একটি ছিল বৃষ্টি ভেজার ঝরে গেলো খুব অকালে!

তোমার শহরে বৃষ্টিরা নেই আজকে কদিন-

বৃষ্টিরা নেই মেঘ করা মন বৃষ্টি অধীন;

মন ভাল নেই

মন্তব্য ৩০ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৩ সকাল ১১:২৪

সায়েম মুন বলেছেন: আপনার মিষ্টি কবিতা পড়ে তো আমার মন ভাল হয়ে গেল। ফাঁকিবাজ কবি থেকে নিয়মিত হয়ে যান এখানে।

অট. গরীবের বাড়ীতে নেমতন্ন রইলো। 8-|

২| ১০ ই জুলাই, ২০১৩ সকাল ১১:২৫

জামিনদার বলেছেন: বৃষ্টিরা নেই মেঘ করা মন বৃষ্টি অধীন।
চমৎকার ভাললাগা।

৩| ১০ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৩২

আমিনুর রহমান বলেছেন:


চমৎকার কবিতা +++

৪| ১০ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৪৪

সোমহেপি বলেছেন: সুন্দর কবিতা

৫| ১০ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০৬

অনির্বান বলেছেন: দারুন!

নিয়মিত হয়ে যান এখানে!

৬| ১০ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১৫

~মাইনাচ~ বলেছেন: সুন্দর কবিতা



তবে
তোমার শহরে বৃষ্টি আসেনা সাতটি ইচ্ছে জলের গভীর একটি ছিল বৃষ্টি ভেজার ঝরে গেলো খুব অকালে!

এটা বুঝলামনা

৭| ১০ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩১

দিনমণি বলেছেন: besh valo likhen to............

৮| ১০ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৫

অপর্ণা মম্ময় বলেছেন: বাহ ! উদাসী মেঘেরা ভুল করেও যদি ঢুকে পড়ে মনের খোলা জানালা গলে ,ক্ষতি কি !!

ভালো লাগলো কবিতা

৯| ১০ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৩

অদৃশ্য বলেছেন:




''দৃষ্টিও না বলে আজ
জলে নেমে গ্যাছে সাতটি কৌতুহলে!''

কবি, ভাবছিলাম সাতটি ইচ্ছার কথা... কি কি হতে পারে...


খুবই ভালো লেগেছে আমার... খুব মন ছোয়া হয়ে গেলো... মনটা কি আমারো খারাপ হয়ে গেলো !


শুভকামনা...



১০| ১০ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৪৯

মামুন রশিদ বলেছেন: সুন্দর ।

১১| ১০ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
মন ভালো না থাকার কবিতা পড়ে মন ভালো হয়ে গেলো।
ভালো লাগলো কবিতা।
শুভকামনা, কবি।

১২| ১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:২৩

ভারসাম্য বলেছেন: কোথায় যেন ছেদ পড়েছে! লেখায় না। সম্পর্কে? তাও না।

কোথায় তবে ছেদ পড়েছে? বৃষ্টির লোভ দেখিয়ে সটকে পড়েছে মেঘ কোন আকাশে! বৃষ্টির আশায় মেঘের পিছে পিছে ছুটে হারিয়েছি আমার উঠোন। নাকি আমার উঠোনেই বসে ছিলাম মিছে বৃষ্টির আশে!

দ্বিধাগ্রস্ত মন তবু ছুটে চলে মেঘের পিছে পিছে। নিজ উঠোনেই বসে অথবা অন্য আকাশে। ইচ্ছেরা বেঁচে রয় ভুল মেঘ বা ভুল উঠোন অথবা ভুল আকাশের নীচে।

+++

১৩| ১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:২৫

সমুদ্র কন্যা বলেছেন: সাতটি ইচ্ছে পূরণ হোক। তারপরও যদি মন ভাল না থাকে তাতে ক্ষতি নেই।

ভাল লাগল কবিতা।

১৪| ১০ ই জুলাই, ২০১৩ রাত ৮:১৪

মুনসী১৬১২ বলেছেন: মায়াময় ঘোর বৃষ্টির দৌড়

১৫| ১১ ই জুলাই, ২০১৩ রাত ১:৩০

মাসুম আহমদ ১৪ বলেছেন: বেশ ভালো লাগলো কবিতাটা

১৬| ১১ ই জুলাই, ২০১৩ ভোর ৫:০৪

ৎঁৎঁৎঁ বলেছেন: সুন্দর!

১৭| ১১ ই জুলাই, ২০১৩ ভোর ৫:২৫

ৎঁৎঁৎঁ বলেছেন: সুন্দর!

১৮| ১১ ই জুলাই, ২০১৩ ভোর ৬:০৯

মনিরা সুলতানা বলেছেন: কবিতায় ভাললাগা :)

১৯| ১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:১৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: ছোট কবিতা ভাল।

২০| ১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:১৪

শুকনোপাতা০০৭ বলেছেন: ভালো লাগল :)

২১| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১২:২৬

প্রত্যাবর্তন@ বলেছেন: আপনার অনেক ভাল কবিতার ভীড়ে এটা মোটামুটি

২২| ১২ ই জুলাই, ২০১৩ রাত ২:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:

চমৎকার কবিতা ++++

২৩| ১২ ই জুলাই, ২০১৩ ভোর ৪:০৫

রোমেন রুমি বলেছেন: সুন্দর!

২৪| ১২ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০১

মাহী ফ্লোরা বলেছেন: সকলকে ধন্যবাদ। :D /:) :P

২৫| ১২ ই জুলাই, ২০১৩ রাত ৯:২৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কমেন্টের রিপ্লাই না দেখলে কমেন্ট করতে ভাল লাগে না । X(( X((

১২ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪২

মাহী ফ্লোরা বলেছেন: ইয়ে মানে আমি কত কষ্ট কইরা টাইম বের কইরা পুষ্ট দি রিপ্লাই দেওনের টাইম পাইনা! ই ই ই একটা কমেন্ট কইরা যান পিলিজ লাগে :(( :(( :((

২৬| ১২ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫৮

সানড্যান্স বলেছেন: বৃষ্টি দেখলে একই সাথে তীব্র আনন্দ আর তীব্র বেদনার একটা অনুভূতি হয় আমার, আপনাদের কারু হয়?

১২ ই জুলাই, ২০১৩ রাত ১০:২৪

মাহী ফ্লোরা বলেছেন: আনোখা অনুভব! উপভোগ্য খুব তাইনা?

২৭| ০৩ রা আগস্ট, ২০১৩ দুপুর ২:০৯

শাহেদ খান বলেছেন: চমৎকার ! কেমন অদ্ভূত একটা ছন্দ...

'তোমার শহরে বৃষ্টিরা নেই আজকে কদিন-
বৃষ্টিরা নেই মেঘ করা মন বৃষ্টি অধীন;
মন ভাল নেই'

লাইন গুলোতে বিশেষ ভাল লাগা !

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৯:০৬

মাহী ফ্লোরা বলেছেন: অনেক ধন্যবাদ শাহেদ!
সুন্দর সুন্দর গল্প গুলো তোমার হাতের ভেতর আসুক। শুভকামনা। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.