নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সে এক আশ্চর্য জলপ্রপাত...

সাপের শরীর হয়ে আঁধারের গাছ/ কুয়াশার বন্যায় ডুবো দেবী মাছ!

মাহী ফ্লোরা

আমি আমিই....... আকাশজুড়ে চাঁদের আলো রূপার জলে আঁকা অন্ধকারের ঠোঁটের কোনায় নীলচে হাসি বাঁকা! তারা-আলোর রথ ছুটানো একটি ডজন ঘোড়া সমস্বরে বল্লো, এ নাও গোলাপ, মাহী ফ্লোরা। ......... মহাবিশ্বের শুভেচ্ছা পেয়েছি এভাবে!

মাহী ফ্লোরা › বিস্তারিত পোস্টঃ

অতল তোমার সাক্ষাৎ পেয়ে...

১৩ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩৮

......





তুমিতো জানোনি সখা কি এমন হয়!

মানুষেই মমতা থাকে, আমারই ডাকনামে যখন তাকে তুমি ডাকো

মনে হয় নদী ডাকে, মনে হয় আগুনে পুড়ছে সে নিশ্চয়!

এখনো যে হৃদয় নিষিদ্ধ গোলাপে পায় ফুলের গন্ধ সে হৃদয়ের দোর বন্ধ রাখা ভালো।

মানুষের কাছে আসতে নেই। যত ভুল সব কাছাকাছি হওয়ার স্বাদে। যত বেশি আমাকে জানো তুমি ততই হৃদয় জড়িয়ে যায় দারুন বিবাদে!



এসব কিছুই আলো কিংবা অন্ধকারেই ভালো মানায় পুরুষ তোমার হাতে! আসমস্ত আমি দ্বিধায় আমার মন। সর্বাঙ্গ জুড়িয়া থাকে দগ্ধ বিষের সহন!



আমি কে! আমাকে ঘিরিয়া থাকো সুচেতনায়; অমন বিষের বেদীতে পা রেখে আমি নীল!



আমি আছি অথবা ঠিক নেই আমাকে রাখেনি সুমন ও তার কবিতায়!



আমি আর তাকে বলতে পারিনা; হৃদয়ে হৃদয়ে কতবার ডাকি গল্পের তানপুরা দেরাজে উঠিয়ে কতবার বলি আয় একসাথে হাত আঙ্গুলগুলি একসাথে সুর বুকের বেদনা নিঃশূন্যে বাজাই!



অতঃপর কেউ নেই। আমাকে লেখেনি চিঠি। কবিতাও। ঘন অন্ধকারে এক জোড়া শালিক। এমন কি হয়? পাখিদের ও পথ হারায়? পাখিরাও বাড়ি খুঁজে পায়না!



বুকের মধ্য জ্বলে যাচ্ছে চলে যাচ্ছে জুন। আরেকটা মধ্যবত্‍সরে পাহাড়ি নাবিক। চোখের সম্মুখে পথ শেষ হয়ে গেলে অপেক্ষা করতে থাকি তোমার!



কোথায় আমার তুমি শব্দ তোষণ!



নিয়মের দেয়ালে এসে প্রতিধ্বনির মত আমি তোমাকে পাই! তোমাকে হারাই। ভাবি তোমাকে হারালে; এত সহজে মানুষ হায়ায়?



পুড়িয়া গিয়াছি আবেগে।

আমাকে পাবার পথ নেই আর আমাকে হারাবার পথ খোলা আছে অনেকই!



নিঃশূন্য তুলোট বীজ যেখানে উড়িয়া গিয়াছি নদীর ওপার, ভিজিয়া গিয়াছি মেঘে!



তুমি কোন পথে যাও কোন পথে সেই ছড়িয়ে পড়েছে আষাঢ়!



সীমানার শেষ নেই বলেই কি যাযাবর হয় মানুষ আর পাখিরা হারিয়ে যায়?

মন্তব্য ৩২ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দূর্দান্ত।
মুগ্ধ পাঠ, কবি।

১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫০

মাহী ফ্লোরা বলেছেন: অনেক ধন্যবাদ। :)

২| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫০

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: কোথায় আমার তুমি শব্দ তোষণ!

নিয়মের দেয়ালে এসে প্রতিধ্বনির মত আমি তোমাকে পাই! তোমাকে হারাই। ভাবি তোমাকে হারালে; এত সহজে মানুষ হায়ায়?

পুড়িয়া গিয়াছি আবেগে।
আমাকে পাবার পথ নেই আর আমাকে হারাবার পথ খোলা আছে অনেকই!

নিঃশূন্য তুলোট বীজ যেখানে উড়িয়া গিয়াছি নদীর ওপার, ভিজিয়া গিয়াছি মেঘে!

তুমি কোন পথে যাও কোন পথে সেই ছড়িয়ে পড়েছে আষাঢ়!

সীমানার শেষ নেই বলেই কি যাযাবর হয় মানুষ আর পাখিরা হারিয়ে যায়

সিমপ্লি অসাম ।

১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০০

মাহী ফ্লোরা বলেছেন: অনেক ধন্যবাদ পাঠে !

৩| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫২

সায়েম মুন বলেছেন:
সীমানার শেষ নেই বলেই কি যাযাবর হয় মানুষ আর পাখিরা হারিয়ে যায়?
------সেটাই বোধয় নিয়ম। হারানোর গান বেজে উঠলো লেখায়। ভাললাগা রইলো কবিতায়।

১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০৪

মাহী ফ্লোরা বলেছেন: অনেক থেঙকু।

৪| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১১:১৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কি কঠিন রে বাবা !! ৩বার পরেছি ।
এত পরিশ্রমী কবিতা লিখে ,
কমেন্ট রিপ্লাই করার এনার্জি না থাকারই কথা =p~ =p~ =p~

১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১০

মাহী ফ্লোরা বলেছেন: হা হা হা এইটা একটা খাঁটি কথা। B-))

৫| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১১:২৭

স্নিগ্ধ শোভন বলেছেন:
সীমানার শেষ নেই বলেই কি যাযাবর হয় মানুষ আর পাখিরা হারিয়ে যায়

+++++

১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩১

মাহী ফ্লোরা বলেছেন: হুম!

৬| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১১:২৯

কান্ডারি অথর্ব বলেছেন:

সম্পর্ক এমন একটি দ্বায়বদ্ধতা যেখানে থাকে শুধু চাওয়া পাওয়ার হিসাব। মানুষ মানুষের সাথে যতই সম্পর্কে জড়াবে ততই চাইবে নিজের অধিকার প্রতিষ্ঠা করতে। আর তখনই শুরু হবে কম্প্রোমাইজ করার মানসিকতা আর সেটা করতে না পারলেই ভাঙ্গনের সূচনা হয়। তাই সম্পর্ক থেকে দূরে থাকাই যদিও আপাত দৃষ্টিতে ভালো মনে হয় কিন্তু মানুষ সামাজিক জীব বলেই একা থাকতে পারেনা। তাকে কোন না কোন সম্পর্কে জড়াতেই হয় নিজেকে। আর তাইতো হিসাবের খাতায় দুঃখের পরিমান বেশি হলেও তাকে সেই দুঃখের সাথেই আবার কম্প্রোমাইজ করেই জীবন যাপন করে যেতে হয় একান্ত অনিচ্ছা থাকার পরেও।

তবে সীমানার শেষ রয়েছে জীবনের শুধু সীমানা নেই সেই যাপিত জীবনের হয়ত তাই মানুষ যাযাবর হয় ঠিকই কিন্তু সে জীবন ভীষণ নিরাপত্তা হীন। পাখিদের চলার পথও তেমন অনিশ্চয়তার কারন সর্বদাই ঘুরছে কিছু শিকারি চোখ, সুযোগ পেলেই হত্যা করতে পিছপা হবেনা।

১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৫

মাহী ফ্লোরা বলেছেন: খুব সুন্দর লিখেছেন কান্ডারী!

৭| ১৪ ই জুলাই, ২০১৩ ভোর ৫:০৩

আরজু পনি বলেছেন:

শেষর লাইনটা বড্ড ভাবনায় ফেলে দিল ।
প্লাসায়িত ।।

১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৬

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ।

৮| ১৪ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৪৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: +++

১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৭

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ।

৯| ১৪ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৫৪

সোহাগ সকাল বলেছেন: অনেক সুন্দর লিখেছেন। আপনার লেখা বরাবরই চমৎকার।

১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৯

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ।

১০| ১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০৮

আমার মন বলেছেন: :) ভাবনায় পড়ে যায় এই ধরনের লেখা পড়ে, +

১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৪

মাহী ফ্লোরা বলেছেন: আমার মন কে ধন্যবাদ! :)

১১| ১৪ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:২২

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। শেষদিকে উড়িয়া, ভিজিয়া, চলিয়া জাতীয় শব্দ আনলেন কেন?

শুভবিকেল।

১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৬

মাহী ফ্লোরা বলেছেন: কেন যে আনলাম! এভাবে লিখতে ভাল্লাগছিল যে!

শুভ দুপুর! :)

১২| ১৪ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৭

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার এবং দুর্দান্ত !

১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৮

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ স্বপ্নবাজ!

১৩| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ৯:০৮

মামুন রশিদ বলেছেন: বেশ লাগলো ।

১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০৬

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ।

১৪| ১৫ ই জুলাই, ২০১৩ ভোর ৪:১৬

নস্টালজিক বলেছেন: সীমানার শেষ নেই বলে কিছু পাখিও বোহেমিয়ান হয়ে যায়!

১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০৯

মাহী ফ্লোরা বলেছেন: যাযাবর পাখি!

শুভ দুপুর।

১৫| ১৫ ই জুলাই, ২০১৩ ভোর ৬:০৩

একজন আরমান বলেছেন:
মুগ্ধ।

১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১০

মাহী ফ্লোরা বলেছেন: কৃতজ্ঞ!

১৬| ১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৬

অদৃশ্য বলেছেন:





পাখিরাও পথ হারায়... পাখিরাও বিবাগী হয়, তখন তারা বাড়ি খুঁজে পায়না...



শুভকামনা...

১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১১

মাহী ফ্লোরা বলেছেন: অদৃশ্য শুভকামনা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.