নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সে এক আশ্চর্য জলপ্রপাত...

সাপের শরীর হয়ে আঁধারের গাছ/ কুয়াশার বন্যায় ডুবো দেবী মাছ!

মাহী ফ্লোরা

আমি আমিই....... আকাশজুড়ে চাঁদের আলো রূপার জলে আঁকা অন্ধকারের ঠোঁটের কোনায় নীলচে হাসি বাঁকা! তারা-আলোর রথ ছুটানো একটি ডজন ঘোড়া সমস্বরে বল্লো, এ নাও গোলাপ, মাহী ফ্লোরা। ......... মহাবিশ্বের শুভেচ্ছা পেয়েছি এভাবে!

মাহী ফ্লোরা › বিস্তারিত পোস্টঃ

তোমাকে জাগাবো স্বদেশের নামে

১৭ ই জুলাই, ২০১৩ রাত ১০:০২

হে শ্রীস্বত্তা তোমাকে জাগাবো স্বদেশের নামে: মাহী ফ্লোরা



আরেকবার জাগাবো তোমাকে এই ঘুম মৃত্যু আর পূর্নিমা থেকে। যে নদীকে লিখে দি নামে বেনামে সে নদী আজ চন্দ্রকলা। জানো নাকি ঘুমাচ্ছে আজ শহুরে প্রদীপ সমস্ত বাতি। তোমাকে জাগাবো দিন আর রাত্রির বিনিময়ে।

আরেকবার!

আমি আর কাউকে ভাবিনি। সমস্ত চরাচর এক হুলো বেড়ালের মত তাকিয়ে থাকে আর থাকে হিংস্রতায়। অনায়াসে আমি ঘুমুতে যাই।

আমাকে ঘুমুতে দেখে যদি তুমি জাগো! এই ঘুম পড়ে থাকা

স্মৃতিরা পাহাড়ী সৈনিক। জেগে আছে যৌবন হয়ে। তোমাকে আরেকবার জাগাবই দেখে নিও। তোমাকে জাগাবো স্বদেশের নামে!

মন্তব্য ৩৭ টি রেটিং +১২/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১০:০৪

পরিবেশ বন্ধু বলেছেন: খুব সুন্দর পংতিমালা
ভাল লাগল

১৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩৪

মাহী ফ্লোরা বলেছেন: অনেক ধন্যবাদ পরিবেশ বন্ধু!

২| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১০:০৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন।
মুগ্ধ পাঠ।

১৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩৬

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ!

৩| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১০:১০

লেখোয়াড় বলেছেন:
কে জাগাবে?

শ্রীস্বত্তা বানানটি কি ঠিক?

১৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩৮

মাহী ফ্লোরা বলেছেন: আপনি জাগাবেন আমি জাগাবো আমরা জাগাবো!

৪| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: নাইস

১৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩৯

মাহী ফ্লোরা বলেছেন: Thank you!

৫| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তোমাকে আরেকবার জাগাবই দেখে নিও। তোমাকে জাগাবো স্বদেশের নামে!


সুন্দর ! সুন্দর !!

১৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৩

মাহী ফ্লোরা বলেছেন: অনেক ধন্যবাদ"।

৬| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:১৩

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

১৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫০

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ।

৭| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:২৯

ৎঁৎঁৎঁ বলেছেন: তোমাকে আরেকবার জাগাবই দেখে নিও। তোমাকে জাগাবো স্বদেশের নামে!

সুন্দর! ভালো লাগা!

১৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫১

মাহী ফ্লোরা বলেছেন: Thank you!

৮| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫৩

তাসজিদ বলেছেন: এখনি সময়, দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবার
পবিত্র মাটির রক্তের ঋণ পরিশোধ করবার

১৮ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫৭

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ।

৯| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:২৩

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: তাসজিদ বলেছেন: এখনি সময়, দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবার
পবিত্র মাটির রক্তের ঋণ পরিশোধ করবার

১৮ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫৮

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ।

১০| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১:১৮

স্নিগ্ধ শোভন বলেছেন:
তোমাকে আরেকবার জাগাবই দেখে নিও।
তোমাকে জাগাবো স্বদেশের নামে!



++++

১৮ ই জুলাই, ২০১৩ রাত ১০:০০

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ।

১১| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ৩:০৪

১৯৭১স্বাধীনতা বলেছেন: চমৎকার------

স্মৃতিরা পাহাড়ী সৈনিক। জেগে আছে যৌবন হয়ে।--------ঠিক।

১৯ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৩১

মাহী ফ্লোরা বলেছেন: thanks!

১২| ১৮ ই জুলাই, ২০১৩ সকাল ১০:১৫

সায়েম মুন বলেছেন: স্মৃতিরা পাহাড়ী সৈনিক। জেগে আছে যৌবন হয়ে।
---সুন্দর!

হে শ্রীস্বত্তা তোমাকে জাগাবো স্বদেশের নামে: মাহী ফ্লোরা :-*

১৯ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৩৯

মাহী ফ্লোরা বলেছেন: কি? এইটা কবিতার নাম আর আমার নাম। :/

১৩| ১৮ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৩৪

সমুদ্র কন্যা বলেছেন: ভাল লাগা রইল।

১৯ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৪২

মাহী ফ্লোরা বলেছেন: অনেক ধন্যবাদ আপু।

১৪| ১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০১

প্রোফেসর শঙ্কু বলেছেন: উদ্যমী কথামালা চমৎকার।

১৯ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৪৪

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ প্রফেসর!

১৫| ১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:১৯

কান্ডারি অথর্ব বলেছেন:

স্মৃতিরা পাহাড়ী সৈনিক। জেগে আছে যৌবন হয়ে।
---সুন্দর!

১৯ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৫৩

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ কান্ডারী।

১৬| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩৭

শাহেদ খান বলেছেন: ভাল্লাগলো, মাহী। নতুন এবং অন্যরকম লাগলো !

+++

১৯ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৫৩

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ শাহেদ। ভাল থাকা হোক।

১৭| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ৯:১৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: দশম প্লাস মাহী ফ্লোরা :)

১৯ শে জুলাই, ২০১৩ সকাল ১১:০১

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ পথিক।

১৮| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ২:৪৪

আরজু পনি বলেছেন:

সুন্দর ভাবনা ।।

১৯ শে জুলাই, ২০১৩ সকাল ১১:১৪

মাহী ফ্লোরা বলেছেন: অনেক ধন্যবাদ আপু।

১৯| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১১:২২

ফারিয়া বলেছেন: ছোট্ট লেখা আপুনি? কেনো এতো হিংসা, একটু বেশি লেখেন না কেনো?
কেউ চুরি করছে নাকি মুগ্ধতা?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.