নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সে এক আশ্চর্য জলপ্রপাত...

সাপের শরীর হয়ে আঁধারের গাছ/ কুয়াশার বন্যায় ডুবো দেবী মাছ!

মাহী ফ্লোরা

আমি আমিই....... আকাশজুড়ে চাঁদের আলো রূপার জলে আঁকা অন্ধকারের ঠোঁটের কোনায় নীলচে হাসি বাঁকা! তারা-আলোর রথ ছুটানো একটি ডজন ঘোড়া সমস্বরে বল্লো, এ নাও গোলাপ, মাহী ফ্লোরা। ......... মহাবিশ্বের শুভেচ্ছা পেয়েছি এভাবে!

মাহী ফ্লোরা › বিস্তারিত পোস্টঃ

বন্ধু তোমাদের ভুইলা গেছি (আমার জানি কে কে বন্ধু ছিল!)

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৯:৩৪

সারাদিন চইলা যাইতেছে। ঈমানে কইতাছি বেশ কয়েকবার ই মনে হইছে আজ বন্ধু দিবস। আমার কোন বন্ধু নাই। কোন মানুষের ই বা এইরকম ভাবতে ভাল লাগে!

আমি জানি আমার ও লাগেনা। তবু ভাবলাম। ভাবলাম এবং ভাবলাম। অবশেষে সিদ্ধান্তে পৌঁছায়াও গেলাম। কষ্ট কষ্ট ভাব নিয়া জাতিস্মর গানটা বহুবার শুনলাম। কবির সুমন এমন দরদ দিয়ে কানের কাছে গাইলো!



আসলে আমার উচিত ছিল আগে কি সুন্দর দিন কাটাইতাম এই একটা গানই সারাদিন শোনা। এইরকম বন্ধু দিবসে এস এম এস চালাচালি করতাম। ফিল করি আর না করি শুভেচ্ছা জানানোর মত বন্ধু তো ছিল। মানুষ যত বড় হয় তত বোধ হয় বন্ধুহীন হয়ে পড়ে।

না হইলে আমার কেন একজন বন্ধুর কথাও মনে হইলনা যারে বার্তা জানায়া কইতে পারি শুভেচ্ছা বন্ধু ।

অনেকেই কয় একদিন বন্ধু দিবসে কি হয়। সারা বছর ই বন্ধুদের। আমি ভাবতেছি একদিনেই আমি একটা বন্ধুর নাম মনে করতে পারলাম না সারাবছর তাইলে কি করতাম!



যাউক গা। নাই বইলা যে খুব বেশি হা হুতাশ আছে আমার তাও না। তয় যখন প্রায় সিদ্ধান্তে পৌঁছায়া গেছি ঠিক তখন ই নাটকীয় ভঙ্গিতে ফোনের মধ্যে আবেগময় একটা মেসেজ আসলো। আমি পুরা সেন্টি হয়া গেলাম।

গতবছর ফেব্রুয়ারীতে ছবি আমার বন্ধু থাইকা ছুটু ভাবি হয়া গেছে। আমার প্রিয় ভাই টারে দখল কইরা সে যে শত্রু হইয়া গেছে এইটা তো আর আমি তারে কইতে পারিনাই।

সে আমাদের গোল্ডেন মোমেন্ট মনে করে মেসেজটা পাঠাইসে। আমি বদলে গেছি এইটাও বলসে আর বলসে আমার পুরোনো আমি সে কখনোই পাবেনা যতক্ষন আমাকে না পাবে।



আমিও উত্তর দিয়া দিসি। কইসি থাপ্পড় খাবি তুই আমারে কান্দাইতেছোস ক্যান?





মন্তব্য ৬৪ টি রেটিং +১১/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৯:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: আহা বন্ধু যখন ভাবী?
বন্ধু হারা কন্যা এখন কোথায় যাবি (ছরি মেলাতে গিয়ে তু ই তোকারি আসছে)
বন্ধু দিবসের শুভেচ্ছা ।

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৯:৪৬

মাহী ফ্লোরা বলেছেন: বন্ধু দিবসের শুভেচ্ছা আপনাকেও।




অবশ্য এইটা মিথ্যামিথ্যি । আপনি আমার বন্ধু না। :#)

২| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১০:০৫

জুন বলেছেন: বন্ধু কেন ভাবী :-*
=p~

সুন্দর ভাব প্রকাশ মাহী ঠিক আপনার মতই।
+

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১০:১০

মাহী ফ্লোরা বলেছেন: সত্যি ওইটারে আমার শত্রু লাগে আমার ভাইটারে পুরাই দখল কইরা ফেলসে ডাইনী একটা! :!>


ভাল ছিলেন আপু? অনেক দিন পর! শুভকামনা। :)

৩| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১০:০৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দরী আমি কে? :)

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১০:১৭

মাহী ফ্লোরা বলেছেন: আপনারে ভুত লাগে। মৃত হুমায়ূন ফরিদী! /:)

৪| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১০:১৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভালো লাগল শত্রুতামি!

দ্বিতীয় প্লাস।

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১০:৩৭

মাহী ফ্লোরা বলেছেন: আরে প্লাস দিসে অন্যের কুনজর কাড়বেন না প্রোফেসর!

ঠকাস!

ঐটা স্যালুটের শব্দ। /:)

৫| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১০:১৮

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: বন্ধু দিবসের শুভেচ্ছা

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১০:৪৬

মাহী ফ্লোরা বলেছেন: আপনাকেও!

ফাও ফাও শুভেচ্ছা পাইতাছি! ভাল্লাগতাছে। B-))

৬| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১০:২২

সেলিম আনোয়ার বলেছেন: আমি কানকাটা রমযান আলী সুন্দরী দেখলে প্রাণ ফিরে পাই ঠা ঠা ঠা.....

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১০:৪৯

মাহী ফ্লোরা বলেছেন: ঠাঠাঠা কি হাসির শব্দ? আমি ভাবতাছিলাম বজ্রপাত হইতাছে!

উ বাপ ভুই পাইছি! :#)

৭| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১০:৩০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শুরু করলেন খুব হাসিখুশি ভাবে, মাঝখানেও আনন্দ ভালোই করলেন, শেষে এসে কী বললেন?

যাক, বেশি কিছু বলতে চাই না। বন্ধুদিবস বা দিবসগত রজনি আশা করি নির্মল আনন্দেই কেটেছে/কাটবে।


হে আল্লাহ, তুমি কোনোদিন আমার মুখের ভাত কেড়ে নিয়ে আর কাউকে খাইয়ে দিও না। আমিন ;)

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১০:৫৩

মাহী ফ্লোরা বলেছেন: কিয়ের হাসিখুশি কিয়ের আনুন্দ? :-*

প্রথম থেকেই ভায়োলিনে বেদানার সুর বাজতাছে । ওইটা ব্যাকগ্রাউন্ড মিজিক।

/:) /:)

হেহ আল্লায় আমার কতাও শুনবো। খালি দুয়া করিনা দেইখা আইজ বাইচা গেলেন! মুখের ভাত মুখেই থাকলো! ;)

৮| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১০:৪৯

আরজু পনি বলেছেন:

কাইন্দা দিলাম :(( :((

:P

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১০:৫৬

মাহী ফ্লোরা বলেছেন: এতক্ষনেএকটা বন্ধু পাইছি মনে হয়। :P

শুভেচ্ছা আপু। :)

৯| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১০:৫২

ফালতু বালক বলেছেন: বন্ধু যখন ভাবী ইইইইইইইইইইইইই B-)

আপু, শুভ কামনা।

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১০:৫৭

মাহী ফ্লোরা বলেছেন: জ্বী ভাবি কি আর বন্ধু থাকে আপনিই কন? :-/


শুভ কামনা ভাইয়া। :)

১০| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১১:১৩

আমার মন বলেছেন: আমি কি তোমার বন্দু না ? :-0
বন্দু হয়ে হাতটা বাড়াও............ । :-B

বন্ধুত্বের শুভেচ্ছা আপনাকে। B-) B-)

০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:২০

মাহী ফ্লোরা বলেছেন: হ বেবাকতি আমার ভন্দু! দুনিয়ার সকল মমিন ভন্দু ভন্দু! :-0

আপনাকেও শুভেচ্ছা। :)

১১| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১১:২৩

হাসান মাহবুব বলেছেন: বন্ধু দিবসের শুভেচ্ছা দিমু। তয় ফাও না। আমার সবগুলা পোস্টে একটা করে কমেন্ট করে আসেন B-))

০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:২৪

মাহী ফ্লোরা বলেছেন: হেহ ডারলিং তুমি ও আমারে ভন্দু বানাইতে চাও! তুমার না আমারে ভেলেন্টাইনে শুভেচ্ছা জানানির কতা? :!>


(আমারে শর্ত সাপেক্ষে শুভেচ্ছা! দিলাম সঙসারে অশান্তি লাগায়া অহন ঠ্যালা সামলান দেখি ;) :P =p~ )

১২| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১১:২৩

সায়েম মুন বলেছেন: মানুষ ক্রমশ বন্ধু-বান্ধবহীন হয়ে পড়ে। আবসোস করে আর কি করবেন। পুরনো সুখ স্মৃতিগুলো রোমন্থন করুন। বাই দ্যা বাই...আমারেও কেউ উইস করে নাই।

০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:২৬

মাহী ফ্লোরা বলেছেন: হহ দুনিয়াডা আগে কতইনা ভালা আছিলো! আহারে! /:)

১৩| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১১:২৪

সায়েম মুন বলেছেন: ওহ!

শুভেচ্ছা রইলো।

০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:২৯

মাহী ফ্লোরা বলেছেন: দেখছো দেখছো মিছামিছি ভন্দু হইলে এইরকমই হয়। কই আগে শুভেচ্ছা দিয়া কতা শুরু করবেন তানা। ত্যানা প‌্যাচানির পর শুভেচ্ছা মনে হইছে!

এইরকবম মাছের গন্ধ ওয়ালা আইশটা শুভেচ্ছা আমি হ্যান্ডওয়াশ গিফট না করলে নিই না! হুহ :-0

১৪| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১১:২৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আমারও বন্ধু নাই :)

বন্ধু কেন ভাবি নিয়া কি কবিতা হইবে?

০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:৩২

মাহী ফ্লোরা বলেছেন: আর কবিতা! হে ঝড়ো বাতাস তুমি আমার বন্ধুরে কেন ভাবী বানাইলা! ;)



সারাদিন খালি মাতার ভিতরে একটা লাইন ঘুরছে।




ভন্দু তুমি কই কই রে এ প্রানো বুজি যায়রে... :#) B-)

১৫| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১১:৫৩

এ কে রায় বলেছেন: মজা পাইলাম, তয় একখান বুঝি আছিল, দেহেন না যদি ভাবির ভাইরে পটাইয়া

০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:৩৩

মাহী ফ্লোরা বলেছেন: হেহ একেরায় ভন্দু তুমি অনেক ভালা! :#)

১৬| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১১:৫৬

এ কে রায় বলেছেন: মজা পাইলাম, তয় একখান বুঝি আছিল, দেহেন না যদি ভাবির ভাইরে পটাইয়া ভাবির শত্রু উনার ভাই রে ছিনাইয়া লওয়া যায় কিনা :#)

০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:৩৪

মাহী ফ্লোরা বলেছেন: কত্তগুলা কমেন্ট দিলা! বাঁইচা থাকো বাবা বাঁইচা থাকো! B-))

১৭| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০০

এ কে রায় বলেছেন: মজা পাইলাম। তয় একখান বুদ্ধি আছিল, দেখেন না যদি ছোট ভাবির ভাই রে পটাইয়া দখল করা যায়... তাইলে তো খেলা জমবো :#)

০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:৪০

মাহী ফ্লোরা বলেছেন: কুনু প্রব নাই হে তো আমার ছুটুকাল থাইকাই দখলে! :#)

১৮| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৩২

ভারসাম্য বলেছেন: বন্ধু ভাইটারে দখল করসে নাকি ভাই বন্ধুটারে দখল করসে? ... ভাইতো ভাইই আছে। বন্ধুটাই না ভাবী হয়া গ্যাছে! পাব্লিকরে উলটা বুঝান ক্যান?

এইডাতো এপ্রিল ফুল না... X((

০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:৪৪

মাহী ফ্লোরা বলেছেন: ইয়ে মানে আপনি না কইলে তো এইডা আমিও টের পাইতাম না যে এখন এপ্রিল ফুল না অগগাস্ট ফুল! ;) :-0

আপনি কি আমার বন্ধু? ইয়ে মানে তাইলে একটা শুভেচ্ছা দিতাম আর কি! :#)

১৯| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৪৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: আহারে বন্ধু ভাবি হইয়া গেল :((

০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:৪৫

মাহী ফ্লোরা বলেছেন: ভাবী হইলেও সে যে আমারে বন্ধু বইলা মনে রাখছে এইটাও একটা ব্যাপার! :(( :((

২০| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১:০৬

তারছেড়া লিমন বলেছেন: সব চেয়ে এপিক বার্তা পেয়েছি আমার বন্ধু অনন্যার কাছ থেকে.সে লিখেছে Kutta Happy friendship Day......এমন কথা বন্ধু ছাড়া কেউ কইতারবেনা B-) B-) B-) B-) B-) পরিশেষে আবার ..........শুভ হউক বন্ধুত্ব..............

০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:৪৭

মাহী ফ্লোরা বলেছেন: পুরাই এপিক। কুনু সন্দ নাই। B-)) B-))

শুভেচ্ছা! :)

২১| ০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:০৬

ভারসাম্য বলেছেন: মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে, একদিন কত করে ডেকেছি আজ হায় রুবি রায়,ডেকে বল আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি !!

থাউক, লাকপে না আপ্নের উইশ... :((

০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৯

মাহী ফ্লোরা বলেছেন: যাওকগা একটা উইশ বাইচা গেল। এইটা বেইচা কটকটি কিন্যা খামু! B-))

২২| ০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৩২

শাহেদ খান বলেছেন: ভাল্লাগল মাহী ! পোস্ট আর কমেন্টগুলাও !

বেশ জলি-মুডে লেখা। পাঠক হিসেবে আমিও অ্যান্জেলিনা জলি মুডে চলে গেলাম ! :)

০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫১

মাহী ফ্লোরা বলেছেন: শাহেদ ভুল ই কি হয়ে গেল নাকি? আমার থাপ্পড় খাওয়ার কথা শুনে বান্ধবি কিন্তু আর রিপ্লাই দেয় নাই! :(

২৩| ০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৬

ইখতামিন বলেছেন: :( :) :(

০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৫

মাহী ফ্লোরা বলেছেন: দুঃখ হাসি দুঃখ! হায় হায় ইখতামিন আপনার তো জটিল অবস্থা! এক্ষুনি পানি খেয়ে ফেলেন! /:)

২৪| ০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৪২

মেমনন বলেছেন: ধার নেবেন? আমার মেলা বন্ধু। B-))

শুভেচ্ছা, মাহী। :)

০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৮

মাহী ফ্লোরা বলেছেন: পাগল! বন্ধু কেউ ধার দেয়? পরে দেখবেন ধারের জিনিস আমার হইয়া গেছে। আপনি ধরনা দিয়াও বন্ধু ফেরত পাইতেছেন না! :-P


শুভেচ্ছা মেমনন! ভাল ছিলেন? :)

২৫| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০০

আমিনুর রহমান বলেছেন:



কান্তেই কান্তেই আছি :|| :|| :||

০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০৫

মাহী ফ্লোরা বলেছেন: হু সেই কান্নায় আমার পদ্মার পানি বাড়তেসে। প্লিজ আরেকটু কাঁদলেই আমি পানসিটা নদীতে নামাতে পারবো! :!>

২৬| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:

বন্ধু পাইলে মন্দ হইত না :)

০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০৭

মাহী ফ্লোরা বলেছেন: আপনার কি বন্ধুর অভাব? আয় হায় কি বলেন! #:-S

এই কে আছিস এই দিকে কিছু বন্ধু দিয়া যা... :-/

২৭| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১৩

সায়েম মুন বলেছেন:

ভালভাবে হাত ধূয়ে শুভেচ্ছা নিয়েন। #:-S

০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:২৯

মাহী ফ্লোরা বলেছেন: তোর সাবান কি স্লো নাকিরে বলার ও সুযোগ দিলেন না! =p~ =p~ =p~

২৮| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:১১

শাহেদ খান বলেছেন: আমার তো সেইরকম মজা লাগল ! মনে হচ্ছিল পিচ্চি মেয়ের মেজাজ-খারাপ কথা-বার্তা ! :)

০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৩

মাহী ফ্লোরা বলেছেন: আরে তখন তো তাই ছিল পরে তোমারে আপডেট দিলাম! #:-S

২৯| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৯

শাহেদ খান বলেছেন: মেজাজ-খারাপ থেকে এখন মন-খারাপ?

খারাপ না, একটা ধারাবাহিকতা'র মধ্যে আছে ! :-0

০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৯

মাহী ফ্লোরা বলেছেন: হ ওইখান থেকে দুশ্চিন্তা! সবই ধারাবাহিকতা। এইটা না থাকলে তো ভাল্লাগবেনা! /:)

৩০| ০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৩

রাতুল_শাহ বলেছেন: :)

০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:১১

মাহী ফ্লোরা বলেছেন: কি অবস্থা রাতুল! অনেকদিন পর! :)

৩১| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ৩:০৬

ফারিয়া বলেছেন: হাহাহা, আমার মায়ের কোন পুত্র সন্তান নেই, তাই আমার কোন বান্ধুবী ডাইনি হবার চান্স নাই! :!>
খিক্স! B-))
ঈদের অগ্রীম শুভেচ্ছা!

০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৫

মাহী ফ্লোরা বলেছেন: তোমার আঁকা ছবি দিয়া ঈদকার্ড না বানাইলে শুভেচ্ছা নিমুনা যাও! :-0

শুভেচ্ছা আপু। ভাল থাকা হোক খুব। :)

৩২| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৬

অদৃশ্য বলেছেন:




ঈদের শুভেচ্ছা রইলো কবি

শুভকামনা...

০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৯

মাহী ফ্লোরা বলেছেন: আরে এত্ত আগে আগে শুভেচ্ছা পাইয়া আমি ভুইলা যামুতো! :-/

আপনাকেও শুভেচ্ছা। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.