নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সে এক আশ্চর্য জলপ্রপাত...

সাপের শরীর হয়ে আঁধারের গাছ/ কুয়াশার বন্যায় ডুবো দেবী মাছ!

মাহী ফ্লোরা

আমি আমিই....... আকাশজুড়ে চাঁদের আলো রূপার জলে আঁকা অন্ধকারের ঠোঁটের কোনায় নীলচে হাসি বাঁকা! তারা-আলোর রথ ছুটানো একটি ডজন ঘোড়া সমস্বরে বল্লো, এ নাও গোলাপ, মাহী ফ্লোরা। ......... মহাবিশ্বের শুভেচ্ছা পেয়েছি এভাবে!

মাহী ফ্লোরা › বিস্তারিত পোস্টঃ

কথপকথন...

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৫

বলার বাকি ছিল শ্রাবন চলে যাচ্ছে!



ঈশ্বর আমার থেকে কিছু থাকা চুরি করেছিলো ওসব তার পূর্ব জন্মের পাপ। আমি মনে রাখিনি..

গভীরতা চাও?

জলের গভীর হতে সাহস যে আগে।

পাপ করেছো? ছুঁতে পারো অনায়াসে, জল ধরো নাও বরফেরা গলে গলে গ্যালো!



বাইরে শ্রাবন!



শ্রাবন শেষের বৃষ্টি

কেন তুমি হাওয়ায়?

বিস্ময়ে বিস্ময়ে প্রশ্ন সংক্রান্তিতে ফুলগুলি মিলিয়ে গেল না-বনে!



গন্ধাতীত এসব উত্তর!

দখলে এমন অনেক কিছুর স্রোত শরত্‍ তার কি করে থামাবে!

এখন-

পালাও। তোমার তো রহস্য প্রিয়!



যখন...

আমিতো প্রকাশ্যে গোপন করেছি সব!

চলে গেছে চলে যায় সে এবং তারা। তুমিওতো।

আর যারা প্রকাশিত গোপন তারা প্রকাশেই আছে!

কখনোতো তুমি আলো অনুভব করতে অন্ধকারে যাও!



অবশেষে গুচ্ছতা!

আজ অনেক কদম দেখেছি গাছে এবং হাতে দুরন্ত দস্যুতায় কেউ ছিঁড়ে নিয়ে যাচ্ছে প্রকাশ্যে !গোলাপ ভেবে সর্বস্ব ছুঁই অথচ তখন হাত ভর্তি রহস্য বেলি! দৃশ্যত যা পাচ্ছো তা দেবার মত কিছুই নয়..



ডাকছো?



নাম ধরে ডেকোনা জগত্‍ বিক্ষোভ করে

তুমি কেবল সেইদিকে যাও..

উত্তরসূরি টিয়া হাতের রেখা দ্যাখো হাতে নজর দিওনা..

বলো!



অকবি হয়ে যাচ্ছো নেশায়!

পালাতে পালাতে নিছক শ্রাবন অবশেষে সুর!



এখন...



জলের আক্ষেপ নেই নদীর ও। যা দিয়ে দি ফেরাবার পথ থাকেনাতো! তোমারতো নদী আছে। নেই? নাকি তুমিও নদীকে লিখে দিয়েছো অন্য কোন ডাকনামে?

মুখের দিকে কেন তাকালে? কেন চোখ নামিয়ে রাখোনি? কেন বৈধতা নিয়ে ভাবলেনা আগে? কেন চোখ অবাধ্য হয়? কেন প্রশ্ন আর সংশয় ছুঁড়ে ছুঁড়ে দাও তীরে? কেন ঝরতে বলো জল?



আমারতো-

এসে চলে গেলে ভয় হয় কিজানি কখন আলো গ্রাস করে তারে!



আহ!

অন্ধকারের প্রবল বাসনায় তোমার থেকে যাবার সাধ আমার চোখ পুড়িয়ে দিচ্ছে। জল তো বেদনাপ্রবন ই!

আলো কিন্তু একরকমের মুখোশ! তোমার চোখ ঢাকা পড়েনা..



এবং আমিও যাই!

অরন্য তো আমাকেও ডেকেছে নিশিদিন। যে রাখেনি যে পারেনি তার জোনাকশাখা ছেড়ে আমিওতো যাই..



আর..

তুমি যে সর্বনাশের হিসেব কষলে সহজে!



অথচ মানুষ অমানুষের মত বৈধতা দিতে শিখেছে!

তারপর থেকে প্রতিদিন আমার নামানুষ হতে ইচ্ছে করে..

মন্তব্য ৪৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
তুমি যে সর্বনাশের হিসেব কষলে সহজে!
এই শেষ লাইনটা সাংঘাতিক।

আমিতো প্রকাশ্যে গোপন করেছি সব!
চলে গেছে চলে যায় সে এবং তারা। তুমিওতো।
আর যারা প্রকাশিত গোপন তারা প্রকাশেই আছে!
কখনোতো তুমি আলো অনুভব করতে অন্ধকারে যাও!
অনবদ্য।

‘কথোপকথন’ জমজমাট লাগলো।

শুভেচ্ছা।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫০

মাহী ফ্লোরা বলেছেন: হা হা জমতে জমতে দই হয়ে গেছে ! :P


অনেক ধন্যবাদ ।

:)

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: নাম ধরে ডেকোনা জগত্‍ বিক্ষোভ করে
তুমি কেবল সেইদিকে যাও..
উত্তরসূরি টিয়া হাতের রেখা দ্যাখো হাতে নজর দিওনা..
বলো!

সুপ্রিয় মাহি ফ্লোরা কবিতায় ১ম প্লাস। ভাল লাগলো ।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৮

মাহী ফ্লোরা বলেছেন: সুপ্রিয় সেলিম আনোয়ার আপনাকে ধন্যবাদ! :#>

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৯

অনির্বাণ প্রহর বলেছেন: আমিতো প্রকাশ্যে গোপন করেছি সব!
চলে গেছে চলে যায় সে এবং তারা। তুমিওতো।
আর যারা প্রকাশিত গোপন তারা প্রকাশেই আছে!
কখনোতো তুমি আলো অনুভব করতে অন্ধকারে যাও !


আহ!
অন্ধকারের প্রবল বাসনায় তোমার থেকে যাবার সাধ আমার চোখ পুড়িয়ে দিচ্ছে। জল তো বেদনাপ্রবন ই!
আলো কিন্তু একরকমের মুখোশ! তোমার চোখ ঢাকা পড়েনা..



কথোপকথন ভাল লাগল।
প্রিয়তে রাখলাম, আবারো পড়তে চাই।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৫

মাহী ফ্লোরা বলেছেন: ভাল লাগায় প্রিত হইলাম! :)

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: জলের আক্ষেপ নেই নদীর ও। যা দিয়ে দি ফেরাবার পথ থাকেনাতো! তোমারতো নদী আছে। নেই? নাকি তুমিও নদীকে লিখে দিয়েছো অন্য কোন ডাকনামে?
মুখের দিকে কেন তাকালে? কেন চোখ নামিয়ে রাখোনি? কেন বৈধতা নিয়ে ভাবলেনা আগে? কেন চোখ অবাধ্য হয়? কেন প্রশ্ন আর সংশয় ছুঁড়ে ছুঁড়ে দাও তীরে? কেন ঝরতে বলো জল?


অসাধারন আপু!!! চমৎকার লাগল!!!!!

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৬

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ কাল্পনিক ভালোবাসা! :)

৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:


শুধু বলব মুগ্ধ হলাম ++++++++++

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৭

মাহী ফ্লোরা বলেছেন: কান্ডারী অথর্ব অনেক ধন্যবাদ!

৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন।
অদ্ভূত ভালোলাগায় আচ্ছন্ন হলাম।

মন্তব্য দিতে গিয়ে ভোগলাম।
২০ মিনিট প্রচেষ্টার পর সম্ভবত পোস্ট হচ্ছে মন্তব্য। :)

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৯

মাহী ফ্লোরা বলেছেন: তাইলে আরো দুইটা মন্তব্য দিয়া যাওয়া উচিত তুমার! :#)

৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৫

সানড্যান্স বলেছেন: আমরা রহস্য প্রিয় হইলে আপনারা সেবা প্রকাশনী।
ভালো লাগছে!

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২০

মাহী ফ্লোরা বলেছেন: হা হা ভালো তো!

৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৭

ছন্নছাড়া ছেলেটি বলেছেন: তুন কিছু শব্দ শিখলাম । বেশ ভাবগাম্ভীর্য্যপূর্ণ লেখা ।

পিলাস + দিলাম । :!> :!>

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২১

মাহী ফ্লোরা বলেছেন: তুন শব্দ ! :#> :#>

৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৩

নাজিম-উদ-দৌলা বলেছেন:
আপু, চমৎকার হয়েছে। :)

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৩

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ ভাইয়া! :)

১০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৬

সায়েম মুন বলেছেন: অবশেষে গুচ্ছতা!
আজ অনেক কদম দেখেছি গাছে এবং হাতে দুরন্ত দস্যুতায় কেউ ছিঁড়ে নিয়ে যাচ্ছে প্রকাশ্যে !গোলাপ ভেবে সর্বস্ব ছুঁই অথচ তখন হাত ভর্তি রহস্য বেলি! দৃশ্যত যা পাচ্ছো তা দেবার মত কিছুই নয়..
----বেশ বেশ! কত কঠিন করে বলে রে... দাঁত ভাঙ্গলে ট্রিটমেন্ট করানির টেকা দিতে হৈব। :P

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৯

মাহী ফ্লোরা বলেছেন: কি লরম দাতরে বাবা! :#)

১১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৬

একজন আরমান বলেছেন:
জলের আক্ষেপ নেই নদীর ও। যা দিয়ে দি ফেরাবার পথ থাকেনাতো! তোমারতো নদী আছে। নেই? নাকি তুমিও নদীকে লিখে দিয়েছো অন্য কোন ডাকনামে?
মুখের দিকে কেন তাকালে? কেন চোখ নামিয়ে রাখোনি? কেন বৈধতা নিয়ে ভাবলেনা আগে? কেন চোখ অবাধ্য হয়? কেন প্রশ্ন আর সংশয় ছুঁড়ে ছুঁড়ে দাও তীরে? কেন ঝরতে বলো জল?


এই জায়গাটুকু বেশ লেগেছে, সমাপ্তিটাও !

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৫

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ! :)

১২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৭

ছন্নছাড়া ছেলেটি বলেছেন: :P :P :P

ন' টা কোথায় হারালো টের পেলাম না ।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৩

মাহী ফ্লোরা বলেছেন: ন হারাইচে কন কি? সামুর মাতার উপরে এড দেন মিয়াবাঈ! ;)

১৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৮

হাসান মাহবুব বলেছেন: দারুণ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৪

মাহী ফ্লোরা বলেছেন: কেমন আছেন হামা?

১৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৬

পেন্সিল চোর বলেছেন: জোস লিখেন আপনি সত্যি! ভালো লাগছে

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৮

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ!

১৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালা লাগছে

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৩

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ!

১৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩০

প্রোফেসর শঙ্কু বলেছেন: অস্পৃশ্য রকমের ভালো।

মুগ্ধ।

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৪

মাহী ফ্লোরা বলেছেন: অনেক ধন্যবাদ।

১৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৪৬

সোনালী ডানার চিল বলেছেন:
খুব ভাললাগা রাখলাম.........

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৪

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ!

১৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:১১

নোমান নমি বলেছেন: মাহী এত সুন্দর লিখেন আপনি।
একটা অটোগ্রাফ দিবেন প্লিজ :D

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৮

মাহী ফ্লোরা বলেছেন: ইউ আর গ্রেইট নমি ডারলিঙ! B-))

১৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:১৪

নোমান নমি বলেছেন: অকবি হয়ে যাচ্ছি নেশায়!

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩১

মাহী ফ্লোরা বলেছেন: হইয়া যাও...

২০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

নস্টালজিক বলেছেন: অবশেষে গুচ্ছতা!
আজ অনেক কদম দেখেছি গাছে এবং হাতে দুরন্ত দস্যুতায় কেউ ছিঁড়ে নিয়ে যাচ্ছে প্রকাশ্যে !গোলাপ ভেবে সর্বস্ব ছুঁই অথচ তখন হাত ভর্তি রহস্য বেলি! দৃশ্যত যা পাচ্ছো তা দেবার মত কিছুই নয়..



জেম!

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০০

মাহী ফ্লোরা বলেছেন: শুভ সন্ধ্যা!

২১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

তুষার মানব বলেছেন: ভালো লাগলো

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০২

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ।

২২| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৯

মুনসী১৬১২ বলেছেন: শব্দ নেই জানা মন্তব্যের

২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০৫

মাহী ফ্লোরা বলেছেন: মানে কি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.