নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সে এক আশ্চর্য জলপ্রপাত...

সাপের শরীর হয়ে আঁধারের গাছ/ কুয়াশার বন্যায় ডুবো দেবী মাছ!

মাহী ফ্লোরা

আমি আমিই....... আকাশজুড়ে চাঁদের আলো রূপার জলে আঁকা অন্ধকারের ঠোঁটের কোনায় নীলচে হাসি বাঁকা! তারা-আলোর রথ ছুটানো একটি ডজন ঘোড়া সমস্বরে বল্লো, এ নাও গোলাপ, মাহী ফ্লোরা। ......... মহাবিশ্বের শুভেচ্ছা পেয়েছি এভাবে!

মাহী ফ্লোরা › বিস্তারিত পোস্টঃ

জোছনা বিলাসে...

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৯







আমি যেন কারো কাছে যাব। একা খুব একা হব শুধু।



আমি যেন

জলকুয়াশার বিকেল হলে কারো বোকা বোকা প্রশ্ন ভেজাই!



আমি যেন ভীড় খুব ভীড় পথ হয়ে কারো কাছে যাই। একা খুব একা হতে চেয়ে!





২.

বিকেলের এতটুকু জলে একটা পিচ্ছল মাগুর মাছ খেলা করে।



বিস্মৃতি ও বিস্মৃতি সেসব ভাবতে বলিনাই কারু কে,

সেদিনও সাপদড়ি খেলা এভাবেই ঘর থেকে পথ আর পথ থেকে ঘরে এসে হাঁটু গেড়ে বসেছিলো।



বুকের ভেতর কোনো বিকেল বাস করেনা। তাই মাগুর মাছ গুলো একটানা নৈঃশ্বব্দের কাছে বন্দী।





৩.

জাগতিক বিষন্নতা শেষে কেবলই বাড়ে স্মৃতিকাতরতা, কাঠ গোলাপের ঘুম! ছবির দেশে কবিতার দেশে সারাদিন বৃষ্টি শেষে যেমন বাড়ে অন্ধকার। এখনই চাঁদ উঠবে। সমস্ত কোলাহল এক বগিতে চেপে ছুটে যাবে ট্রেন। দরজায় মুখ নিয়ে দাঁড়াবে ঘুমের শেষে জলপিঁপে তারা।

জাগতিক বিষন্নতা কেবলই নীল রোগা পারিন্দে। শুশ্রুষার পরে সেই বৃষ্টির দিনে যে বলেছিলো

আমাকে এখনি একবার বুকে নাও!



জল বেড়ে গ্যালে বাড়ে ঢেউ। এলোতা মেলোতা ঘুমে সবুজ পাতারা!





৪.

এই ভয়াবহ সৌন্দর্য্যের রাত আমাকেও করছে তুলে পাতাল বিনাশী। ঘোর অবিরাম ঘোরে জোছনা হয়েছে দেখি তালপাতার সিপাই ।

জোছনার মাঠে নাচে ধীর লয় তালে কলাবাঈ! এমনই উদার নিঃসঙ্গতা আমার...



হে সুন্দর আমাকে নিয়ে যাও জোছনার কাছে! আমিও চন্দ্রবিলাসী। অধ্যায় শেষে আমার ও প্রেম হয়ে যায় স্মৃতির সাথে। বিস্মৃতি এসে জ্বালিয়ে দিয়ে যায় ঘর। হে সুন্দর আমার ও অন্তর পুড়ে যায় গোলাপে।





৫.

একজন সকাল এরকম ভোরে নেমে এসেছিলো দোতলা থেকে! একজন ভোর কোলে তুলে তাকে সকাল থেকে ছুঁয়ে ছুঁয়ে গেলো রোদ্রের দিকে। একজন মন... একজন মন ভালবাসাটাকে ফিরিয়ে দিয়ে এখন কেবল ই অরন্যবাস। একজন চোখ এখন কেবলই অরন্য প্রবাসী!















মন্তব্য ৩৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
প্রথম কবিতাটি বড্ড আপন ঠেকলো।
নিজেকে বড্ড একা মনে হয় বলেই হয়তো।

বুকের ভিতর বিকেল বাস করেনা, একটা নৈঃশব্দ জলাধার বয়ে যায়। যেখানে আমি বসে থাকি একা, অসহায়।

ভালো লাগলো, কবি।

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:২১

মাহী ফ্লোরা বলেছেন: হঠাৎ মনে হচ্ছে খুব মন খারাপ তোমার!


শুভকামনা সবসময়!

২| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: কিছু লাইন বুঝিনি, আর কিছু লাইন পড়তে পড়তে শব্দকারিগরিতে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। শেষ করে বুঝলাম, কথাগুলো আপন অনেক।

ভালো লাগল, কবি।

২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪০

মাহী ফ্লোরা বলেছেন: অনেক ধন্যবাদ রইল!

৩| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: মুগ্ধপাঠ ! অনেক ভালা পাইছি!

২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৬

মাহী ফ্লোরা বলেছেন: অনেক ধন্যবাদ!

৪| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৩

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৯

মাহী ফ্লোরা বলেছেন: অনেক ধন্যবাদ পাঠে!

৫| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৪

কান্ডারি অথর্ব বলেছেন:



এই ভয়াবহ সৌন্দর্য্যের রাত আমাকেও করছে তুলে পাতাল বিনাশী।



দারুণ মুগ্ধ পাঠ্য।


২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:০৭

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ কান্ডারী!

৬| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৪৬

শরীফ ফয়সাল বলেছেন: হ্যালো, হ্যালো রাতুল, শুনতে পাচ্ছ, হ্যালো?
এভাবে ডেক না ফ্লোরা, যা বলতে চাও বলো।
ভালো আছো?
ভালো থাকার কি কথা ছিল, অন্তত সেদিনের পর?
তুমি কি কেবল আমাকেই দোষ দিয়ে যাবে রাতুল?
শুরুটা তোমার ছিল ফ্লোরা। শেষটাও...
মানছি, তাই বলে তোমার কি কোনো দায় নেই?
আমি নির্দয় নই, তোমায় কখনো না তো করিনি..
রাতুল আমি বাধ্য হয়েছিলাম, নিরুপায় ছিলাম।
আমি তো তোমায় বাধা দেইনি ফ্লোরা।
তুমি আরেকবার চেষ্টা করে দেখতে পারতে।
আজ, এখন তুমি এ কথা বলছো? তখন তো শুনতে চাওনি।
আমার বোঝায় ভুল ছিল, আমি কি ভুলের ঊর্দ্ধে রাতুল?
ভুল শোধরানোর সময় পেরিয়ে গেছে ফ্লোরা।
তোমায় ফোন দেই, বিরক্ত হও রাতুল?
বিরক্তি আমায় স্পর্শ করে না ফ্লোরা। অনুভুতিহীন আমি..
ভালো থেকো রাতুল।
ফ্লোরা, ভালো সেতো বহু দূর। আমার পৃথিবী আজ হারিয়েছে সব সুর...

২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:১১

মাহী ফ্লোরা বলেছেন: হা হা! ভাল তো। কিন্তু একটু ভুল হইছে যে ভাইয়া রাতুলের জায়গায় ফয়সাল বসায়া লেখেন আরেকবার, নাইলে ফ্লোরা রে বন্যা বানাই দেন। :#>

৭| ২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩৬

সায়েম মুন বলেছেন: একজন সকাল এরকম ভোরে নেমে এসেছিলো দোতলা থেকে! একজন ভোর কোলে তুলে তাকে সকাল থেকে ছুঁয়ে ছুঁয়ে গেলো রোদ্রের দিকে। একজন মন... একজন মন ভালবাসাটাকে ফিরিয়ে দিয়ে এখন কেবল ই অরন্যবাস। একজন চোখ এখন কেবলই অরন্য প্রবাসী!
---------ভাল লাগলো কবি। ভাল থাকুন। নিয়মিত লিখে যান। শুভসকাল।

২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৮

মাহী ফ্লোরা বলেছেন: অনেক ধন্যবাদ পাঠে। কেমন আছেন মুনাপ্পি! B-))

৮| ২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩১

নেক্সাস বলেছেন: মুগ্ধপাঠ

২৪ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

মাহী ফ্লোরা বলেছেন: নেক্সাস!

৯| ২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩০

সায়েম মুন বলেছেন:
ভাল নাই ফ্লোরাপ্পি! দৌঁড়ের উপর আছি। আপনি কিরামাছেন?

২৪ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

মাহী ফ্লোরা বলেছেন: এতু দোউড়াইতেসেন ভুড়ি টুড়ি কি কমসে এক আধটু? :#)

১০| ২৪ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

অপূর্ণ রুবেল বলেছেন: ভাল তো!

২৬ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:১০

মাহী ফ্লোরা বলেছেন: হু খারাপ না!

১১| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৮

হাসান মাহবুব বলেছেন: এলোতা মেলোতা ঘুমে সবুজ পাতারা!

নতুন শব্দ!

২৬ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:১২

মাহী ফ্লোরা বলেছেন: পাঠে ধন্যবাদ হামা!

১২| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৬

মুনসী১৬১২ বলেছেন: সুন্দর সুন্দর

২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০৩

মাহী ফ্লোরা বলেছেন: সেই সেই!

১৩| ১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪০

শাহেদ খান বলেছেন: এত গাঢ়, এত মোহময়, মায়াবতী...

১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫২

মাহী ফ্লোরা বলেছেন: অনেকদিন পর শাহেদ!

১৪| ২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:২৬

গুরুজী বলেছেন: লেখালেখি কম হয় আজকাল?

২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৭

মাহী ফ্লোরা বলেছেন: হ তগো দুয়ায় প‌্রায় হয়না কইতে গেলে! :(

১৫| ২৩ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৬

আমি ময়ূরাক্ষী বলেছেন: আমি যেন কারো কাছে যাব। একা খুব একা হব শুধু।

আমি যেন
জলকুয়াশার বিকেল হলে কারো বোকা বোকা প্রশ্ন ভেজাই!

আমি যেন ভীড় খুব ভীড় পথ হয়ে কারো কাছে যাই। একা খুব একা হতে চেয়ে!


মায়াময় লেখা।

২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৮

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ রইলো।

১৬| ২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৬

কালীদাস বলেছেন: কবিরে ইদানিং ইন্যাক্টিভ মনে হয় 8-|

২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৯

মাহী ফ্লোরা বলেছেন: এইটা সত্য! :#)

কেমন আছেন স্যার?

১৭| ২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:১২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর যে এত সুন্দর যদি তোমার মত কারিগর না হত বুঝতাম না।

২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০০

মাহী ফ্লোরা বলেছেন: তা যা বলেছেন! :P

১৮| ২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৩

জোবায়দা খানম বলেছেন: বিকেলের পিচ্ছিল জলে মাগুর মাছ খেলা করে দেশী না বিদেশী :)

২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০১

মাহী ফ্লোরা বলেছেন: আপনার কোনটা পছন্দ? :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.