নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন #আম জনতা...

রোমান্টিক বুইড়া

স্বপ্ন হাসিমুখের...!!!

রোমান্টিক বুইড়া › বিস্তারিত পোস্টঃ

ব্রা-দ্বার আমাকে রেপ করবেন না...??

১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২০

সেই দিন এক মেয়ে মেসেজ দিল, (ইংরেজীতে)
ব্রাদার, "এই নিয়ে চারটে মেসেজ করলাম,
বাট এখনও তুমি আমাকে রেপ করলে না’?
.
যতক্ষনে বুঝলাম ইংরাজি হরফে ‘rep’ হল ‘reply’-এর
সংক্ষিপ্তকরণ, ততক্ষনে শরীর ঘামিয়ে গেল।
.
ফেসবুকে বিচিত্র সংক্ষিপ্তকরণের ছড়াছড়ি।
শুরুতে o.m.g. দেখলে ভাবতাম বোধহয়
লিখতে চাইছে ‘ও মাগো’, এখন বুঝেছি ওটা
বিস্ময়যুক্ত ‘ও মাই গড’! ভাবলেই ভাল লাগে।
.
‘hate’ লেখা দেখে ভাবি আমি কি এতই ঘৃণ্য?
পরে বুঝতে পারি ওটা হল ‘হাতে’।
এভাবেই ক্রমাগত শিখতে থাকি ই-ভাষা।
.
কত সংক্ষেপে লেখা যায়, তার যেন প্রতিযোগিতা
শুরু হয়ে গেছে। একটি নমুনা পেশ করি,
‘O-P-C-A-D-K-S-O’। কিছু বুঝলেন?
এটা হলঃ- ‘ও পিসি, এদিকে এস’। :-P
.
হাহাহা, রীতিমত গবেষণার করার মত।
খ্যাতনামা ব্যক্তির জন্মদিন বা মৃত্যুদিন এলেই হল।
মৃত্যুদিনের হলে তো কথাই নাই, খালি কমেন্ট আসবে ‘RIP’
হায় আল্লাহ এই রিপ টা আবার কি..?? এই রিপ হল ‘রেস্ট ইন পিস’।
শান্তিতে থাকার কী অশান্তিকর প্রার্থনা প্রয়াস। :-D
.
শুধু কি ভাষার জটিলতা?
ফেসবুকিয়ানরা এক-একজন একেক টা মাল।
কেউ লাইক বিশেষজ্ঞ। এঁরা বেশি কথা না বলে
পাইকারি হারে লাইক করেই যায়।
.
কারও হয়ত বাবা মারা গেল,
সে বেচারা কাঁদোকাঁদো ভাষায় জানিয়েছে মৃত্যুসংবাদ।
ব্যস, লাইক মাস্টার সেটিও দিলেন লাইক করে।
সাথে " মাম্মাহ লাইক ব্যাক" কমেন্ট ফ্রি... :-D
.
এক সম্প্রদায় খালি গান শুনিয়ে বেড়ান।
দিবস ও রজনী তাঁরা যেন ব্রত নিয়েছেন‘
তোমায় গান শোনাব’ শতকরা কত ভাগ যে
সেগুলি শোনেন বলা মুশকিল।
এত সময় কই, কিন্তু তাই বলে অমুক দাদা গান
দিয়েছেন আর আমি সামান্য কান দেব না?
সে তো অভদ্রতা, চরম বেয়াদবি।
.
আর এক কিসিমের ফেসবুকিয়ান আছেন,
যাঁদের বলা হয় স্ট্যাটাসটিয়ান।
এঁরা নিশ্বাস নেয় আর স্ট্যাটাস প্রসব করেন।
ডেলিভারী স্পিড ঘন্টায় ৪২০কিঃমি।
এঁরা কারও উত্তর বা মতামতের হুটকি মারে না।
.
এঁদের ফ্রিমেল দের স্ট্যাটাস হল এইরকমঃ -
‘বড্ড মাথা ধরেছে’, 'বমি বমি ভাব' পরমুহূর্তেই ‘উফ্ কী দিল!’
কে দিলেন, কাকে দিলেন, কী দিলেন?? তা কেউ
জানতেও চায় না; তবু তিনি শুধু স্ট্যাটাস দিয়ে যান।
কারন তাদের ফিলিংস সব সময় প্রেগ্নেন্ট... :-/
.
ই-রাজ্যের আর এক বাসিন্দার নাম ট্যাগনেশিয়ান।
এঁরা আপনারে না চিনলেও ভচ্ছত করে
যে কোন পুটু আপনার টাইমলাইনে ভইরা দিবই।
আর এডাশিয়ানদের কথা না বলাই বাল। উনারা
ছাগলের ৩ নং বাচ্ছার মত ফেসবুকে লাফাইবো আর বলব
"এড মি আই এম বলদ" "পাছায় আছি পাছায় মেরো" :-/
.
আর আছেন কমেন্ট মাস্টার।
তিনি যেখানে পারেন, কমেন্ট দিয়ে বেড়ান।
চেনা-অচেনার ধার ধারেন না। হুম হাম,
ওহ ইয়াহ, ইয়েচ, ‘থ্যাঙ্কইউ মাম্মাহ’! এই সব তার দখলে।
কিন্তু কাকে থ্যাঙ্ক ইউ, কেন থ্যাঙ্ক ইউ..??
ওসব প্রশ্ন করা ই-দেশে অপ্রাসঙ্গিক।
.
এই হল আমাদের ইলেক্ট্রিক দুনিয়া,
ই-দুনিয়ায় এখনও যাঁরা পা রাখেননি,
আসুন নারী-পুরুষ অবাধে ‘মলে মলে যোগ দিন’
আর আপ্নাদের দেখে আমিও মলের সুখে গান গাই
.
‘আহা E আনন্দ আকাশে বাতাসে…’। :v
.
.
মূল ধারনাঃ ইন্টারনেট।
রসাক্ত এডিটঃ বুঈড়া।

মন্তব্য ৩৪ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৪

অজ্ঞাত অন্বেষা বলেছেন: 'Valo laglo, Apnke Onk 10x' :p ;) BTW আপনি বুঝি E-নগরের নাগরিক নন?

১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪২

রোমান্টিক বুইড়া বলেছেন: এ হল "আমাদের" ই দুনিয়া তার মানে আমি এর বাইরে...??

২| ১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৪

আরণ্যক রাখাল বলেছেন: আপনি কোন দলের?

৩| ১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২০

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হা হা, আশা করি আপনি এর মধ্যেই আপনার সিস্টারকে রেপ করে ফেলেছেন... ;) :P

১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৪

রোমান্টিক বুইড়া বলেছেন: ও ইয়াহ, অলরেডি রিপ্লাই দিয়ে দিলাম।
বাট রেপ টা খুলে বলিনি... :-P

৪| ১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২২

দিগন্ত জর্জ বলেছেন: OMG!! vry nc.....

আরেকটা দল আছে, "এ্যাড ম্যা, আই এ্যাম ব্লক"।
"পাশে আছি পাশে থাকবো, একটিভ লাইকার। "

মজা পেলাম। ভালো বলেছেন।

১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৫

রোমান্টিক বুইড়া বলেছেন: ব্রা-দ্বার ভুলে গেলাম... আচ্ছা ফেসবুকে এডিট করে দিব... :-)

৫| ১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৪

টোকাই রাজা বলেছেন: :-/ :-/

৬| ১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১০

রাশেদ রাহাত বলেছেন: হা হা হা... ধারুন লিখেছেন।

৭| ১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৪

রোমান্টিক বুইড়া বলেছেন: ওহ নু নু....

৮| ১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২০

মহা সমন্বয় বলেছেন: LOL.. =p~ দ্রুত চ্যাট করার ফঁন্দি এটা.. এগুলাতে ভুল ধরতে হয় না.. :P : ভুল ধরলে সাইন করতে পারবেন না। ;)

১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৬

রোমান্টিক বুইড়া বলেছেন: ওহ ইয়েচ... ব্রা দ্বার....

৯| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৮

তার আর পর নেই… বলেছেন: পুরো এসএমএস টাই যে দেখবার মন চায়, যেইখানে ব্রাদার টা ক্যামনে লিখলো, চারটা -ক্যামনে লিখলো,
আসলে হইছে কি জানেন? খালি Rep শব্দ টাই ধইরান বইসা আছেন। তা এই Rep শব্দটির মানে জানেন? নাইলে একটা কাজ করেন, সার্চ দিয়া দেখেন, যেই Rep নিয়া খুশিতে আটকানা হইছেন ওই শব্দটার বানান হইছে rape।
আমার কাছে মনে হয় কি জানেন? এইটা আপনি লিখেছেন। পরে আচ্ছামত গালি খেয়ে এখন ব্লগে আইসা শোক ভুলতেছেন।

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০০

রোমান্টিক বুইড়া বলেছেন: ও ব্রা, rap নিয়ে খুশিতে আছে কে..??
আমি তো আপনার মত নেগেটিভ "rape" ভাবিনি
শুধুমাত্র ভাষার ব্যাবহার টা বুঝাতে চাইলাম।

আপনি যদি এত বুঝেন ই তাহলে এই
ব্লগ ছেড়ে অন্য ব্লগে বিদ্যা জাহির করেন।
ধন্যবাদ।

১০| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৯

নিমগ্ন বলেছেন: ঘটনা হইলো ম্যালা আগে সেম লেখা ফেসবুকে পড়ছিলাম। তো আপনি কপি পেস্ট করেনই যদি ক্রেডিট দিলে কি হয়?? কমে যায়, নিজের মান?

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৬

রোমান্টিক বুইড়া বলেছেন: হাহাহা, এবাঊটে আছে দেখে নিন... :-)

১১| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩০

রুদ্র জাহেদ বলেছেন:
জগত অ্যাবাসার্ড পাগলামোতে ভরে যাচ্ছে!!!

১২| ১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৬

জীবিত থাকিয়াও মৃত বলেছেন: কি আর কমু, ভাষার ব্যবহার দেখলে প্রায় সময়ই চিন্তা করি এভাবে কতদুর যে যাইব।
GDM মানে কি? অনেকেই দেখি এটা বলে :(

১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৯

রোমান্টিক বুইড়া বলেছেন: এটা হল গুড মড়নিং.... :-(

১৩| ১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৮

প্রকৌশলী মোঃ জুলফিকার আলী জুয়েল বলেছেন: প্রথম আলোতে আনিসুল হক লিখেছিলেন এটা। আপনি মনে হয় একটু মডিফাই করেছেন শেষের অংশটা। ক্রেডিট টা লিখে দিলে ভালো হতনা?

"আমি যাহাই লিখি সব কাল্পনিক ও ভিত্তিহীন, কপি পেষ্ট সু-শীল ব্রা-দ্বার রা নিজেদের গায়ে মাখিয়ে, নিজেদের চেতনায় চুলকানী ধরাবেন না। ধন্যবাদ।" - এইটা লিখলে তো এটা বোঝা যাচ্ছেনা যে লেখাটা আসলে কার?

অসাধারন একটা লেখা।

১১ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২০

রোমান্টিক বুইড়া বলেছেন: ধন্যবাদ...

১৪| ১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৪

তাল পাখা বলেছেন: VG. TQ

১৫| ১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৪

রাফা বলেছেন: আপনার পোষ্ট পড়েছিলাম প্রথমেই কিন্তু কমেন্ট করা হয় নাই।শিরোনাম হয়েছে যাকে বলে ঝাক্কাস।
হেসেছি পো্স্ট পড়ে তাই হাস্যমূখি ধন্যবাদ,রোমান্টিক বুইড়া। :P

১৬| ১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৩

সরদার হারুন বলেছেন: আমি বুঝলাম " হিং,টিং,ছট "

১৭| ১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৫

লিও কোড়াইয়া বলেছেন: এগুলোকে বলে ইন্টারনেট স্ল্যাং। এই লিংকে আরও অনেক পাবেন!
https://en.wiktionary.org/wiki/Appendix:English_internet_slang

১৮| ১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪১

তাহসান আহমেদ বলেছেন: ধুর....

কপি পেষ্ট ফেবুতে যায়া করেন।

১১ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২১

রোমান্টিক বুইড়া বলেছেন: ধুর বাল

১৯| ১১ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৭

শাহেদ চৌধুরী বলেছেন: হা হা হা। tnx u. vlo blsn

২০| ১১ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০১

ঢাকাবাসী বলেছেন: ভাল লিখেছেন।

২১| ১১ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৪

আবু শাকিল বলেছেন: ব্লগ ছেড়ে অনেক দিন E দুনিয়ায় অবাধ বিচরন করলেন।
অভিজ্ঞতা মন্দ না :)

২২| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৪

ধ্রুব নয়ন চৌধুরী বলেছেন: অসাধারণ বলেছেন।

২৩| ১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪২

চার্ত্রুজ-বী বলেছেন: ভাল জিনিস দিলেন ভাই। আজকাল প্রায়শঃই এমন সব দেখা যাচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম বা মোবাইল ফোনে ইংরেজী দিয়ে বাংলায় ম্যাসেজ লিখতে গিয়ে অনেকেই তাড়াহুড়ায় আবার কেউ বা অজ্ঞাতে মাঝেমধ্যে এমন সব শব্দ লিখে বসেন যা অন্যদের বোধগম্য ( বা ধাতস্ত ) হতে একটু সময় লাগে। যেমন "ভাগিনা" লিখতে গিয়ে বেশিরভাগ মানুষই vagina লিখে বসেন, অথচ একটু সতর্ক হলেই তা vageena, bhagina অথবা bhageena লেখা যেতে পারে।

২৪| ১৩ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৩

তাহসান আহমেদ বলেছেন: বাল যদি তুমার মাতৃভাষা হয় তাইলে ঠিকাছে নাহলি আমি যদি বলা শুরু করি জাগায় পুয়াতি হয়ে যাবা। নিজে লিখতি পারো না? না পারলি পোস্ট করো ক্যান? অন্যগো তা পড়তি পারো তো। বেকুব কুনহানের।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৫

রোমান্টিক বুইড়া বলেছেন: ও মনু নিচে হাত মাইরা দেখ,
নূ নূ আছে নাকি খেইচ্ছা তাও খসাইছ.. :-/

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.