নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন #আম জনতা...

রোমান্টিক বুইড়া

স্বপ্ন হাসিমুখের...!!!

রোমান্টিক বুইড়া › বিস্তারিত পোস্টঃ

ইন্ঠার্ভিউউ....ও আমি... ;-)

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৭

দোস্ত কাল একটা ইন্টারভিঊ দিমু দোয়া করিস।
- কস্কি কিসের ইন্টারভিঊ?? আর আমারে কস নাই ক্যা..?
.
- সুস্থ যন্ত্রনালয়ে সহকারী একটা পদে। কাল ইন্টারভিঊঊ...
- আইচ্ছা তাইলে আমিও দিমু সরকারী চাক্রী ট্রাই কইত্তে দোষ কি...
আমরা দু-দু খানা দুস্থ এক জায়গায় কাম কইল্লে বালই হইব। :-)
.
যাউকগা পরদিন ভদ্রলোক সাজিয়া গেলাম ইন্ঠারভিঊ দিতে।
জীবনের ১ম ইন্ঠার্ভিউ কিরাম যানি লাগিতেছে।
কিন্তু সুস্থ যন্তনালয়ের ইন্ঠারভিঊ গুলশান অইব
ক্যা মাথায় কাজ কইত্তেচে না।
.
পরক্ষনে আবার ভাবিলাম, ইন্ঠারভিঊ
গুলশান হোক আর গুলিস্থান হোক আমার কি।
আমার কাম দরকার সো কাম পাইলেই অয়।
.
ইন্ঠারভিঊর দিতে কত্ত ইশমার্ট পোলাপাইন ওয়েট কত্তেছে।
তাদের কাছে নিজেকে নিতান্তই নগন্য ব্যক্তি মুনে অইল।
.
সবাই সিরিয়াল দিয়া বইসা আছে বড় চোর'রা থুক্কু স্যার'রা আসব আর আমাদের টেস করব। :-D
.
ইতিমধ্যে ওয়েটিং রুমে সবাইরে চা কুপি দিয়া গেলেন।
চা'টা ঠান্ডা না হতেই ডাক পড়ল। মামুন খামিং
তো আমিও বুকে বল নিয়ে দরজা Fuck করিয়া বলিলামঃ
.
- ম্যা আই খামিং চ্যার..??
- ইয়েচ খামিং সিট ডাউন।
.
তারপর, হেতেরা আস্ক মেহ
- হঠিজ ইয়ুর নেম, ইয়ুর ফাদার মাদার নেম।
ইয়ুর এড্রেস ফাদার উয়ার্ক বক্কর চক্কর বহু কিছু।
বাঠ কামের কতা কিছু জিগায় না। :-/
.
আর এর মাঝে আরেকজন আমার কাগজপত্র
সার্টিফিকেট মার্কশীট গুলা ভেরিফাই করে নিচ্ছে।
মুনে মুনে রাগ হইল আমার চেহারা সুবিধার না হইতে পারে,
বাঠ আমি কি ২লম্বর নি যে জাল কাগজ লইয়া আমু। :-/
.
তারপর আরেকজন জিগাইতেছে:
তোমার জীবনের লক্ষ্য কি, আর ছোট
বেলা থেকে তুমি কি হইতে চাও।
.
যাক এতক্ষনে কামের কতায় আইলো তো আমিও বলিতেছিঃ
.
ছোট বেলায় প্রচন্ড আগ্রহ ছিল আমি এক্টর হমু,
তবে সেটা ফিলিমের না নাটকের সাইড এক্টর।
জোকিং পার্ট থাকপে আমি এক্তিং কইড়াই যামু।
সবাই আমার জোকিং পার্ট দেখার জন্য ব্যাপুক
আগ্রহ নিয়া বইসা থাকপে।
.
বাঠ আর হইল না,
হঠাত করে আমার লাইফ আমাকে নিয়ে জোকিং শুরু
করে দিল। আমি এক্টরের বদলে দর্শক হয়ে গেলাম।
.
তারপর ভাবলাম ইঞ্জিনিয়ার হমু ছোট খাট হলেও দেশে
একটা কাজ করুম মা বাবা বউ নিয়া একসাথে থাকুম, তাও হইতেছে না।
.
তাই এখন আর আমার লক্ষ্য ছোট নাই
বড় বড় জিনিসের দিকেই আমার নজর।
সেই লক্ষ্য ও উদ্দ্যেশ্য নিয়াই এখানে আসলাম
কাজ করার জন্য। বাকীটা আল্লাহর ইচ্ছে।
.
তারপর আমারে একখানা
ইংরেজী পত্রীকা দিয়া বলিতেছেঃ
এই অংশটা পড় এতে কি লেখা আছে।
.
(মনে মনে কই হাউয়ারর্পো ইংরেজী
পড়তে পারস না, ইংরেজী পত্রীকা লস ক্যা)
.
তারপর পড়লাম, আর তারা হা না কিছু না বলিয়াই
আমারে একখান কাগজ ধরাইয়া দিয়া আসিতে বলল।
মনে কষ্ট নিয়া আমরা দুই বন্ধুই চলিয়া আসিলাম।
চাকরী হইব কি হইবনা কিচ্ছু আন্দাজ করিতে পারলাম না।
আবার এই ভেবে ভাল লাগছে যে একটা অভিজ্ঞতা তো হইল। ;-)
.
৫ দিন পর ফোন আসল উনারা নাকি কয়েকজন সিলেক্ট করছে
অন্য একটা ঠিকানা দিল কাগজটা নিয়ে সেখানে দেখা করতে।
হায় হায় কাগজটা কই পামু, ওটা তো ঘাম মুইছা ফেলায়া দিছি। :-D
তবুও মনের আনন্দে নাচিতে নাচিতে চলিয়া গেলাম।
.
গিয়ে দেখি আমাদের মত আরো লোক আছে।
সেখানে কিছু লোক জব এর সিলেক্সান করতেছে।
আমরা গেলাম আর বলিতেছে তোমাদের জব টা হবে
প্রত্যেকে ৬ লাখ টাকা করে সম্মানি দিতে হবে।
.
মনে মনে বলি সালার বেটা গাড়ি ভাড়া কইরা আসাই
ভুল হইছে। ঘুস দিলে আর ইন্টারভিঊ দিলাম ক্যারে।
ঘুস দিতে পারলে তো আমি সচিব এর চাকরি করতাম
সাস্থ যন্তনালয়ে না।
.
তারপর তাদের আশার প্রদিপ জ্বালায়ে এক বুক
হাতাশা ও অভিজ্ঞতা নিয়ে
রাস্তার পথে
হাটিতে হাটিতে দুই বন্ধু গান ধরিলাম।
.
.
"ঘুস যেখানে চাকরী সেখানে তা কি যাননা।
একই বাধনে মামু-খালু বাধা দু জনে।
ঘুস ছাড়া চাকরী হবেনা" আহা আহা ওয়ে ওয়ে ... :v :v

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪০

আরণ্যক রাখাল বলেছেন: আহারে!
পরবর্তী ইন্টারভিউ এর জন্য শুভ কামনা!

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৫৫

আজমান আন্দালিব বলেছেন: রম্য হইলেও করুণ বাস্তবতা। ঘুষ, চাকরি, মামা -খালু...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.