নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন #আম জনতা...

রোমান্টিক বুইড়া

স্বপ্ন হাসিমুখের...!!!

রোমান্টিক বুইড়া › বিস্তারিত পোস্টঃ

আজ বাংলাদেশের মন খারাপ, লাল-সবুজের মন খারাপ.... :-(

০৭ ই মার্চ, ২০১৬ রাত ৮:২৬

সকালে রিক্সায় করে বের হলাম, রিক্সাটা ধীর গতিতেই
চলছে। কারন, রিক্সাওয়ালার ও মন খারাপ।
.
কিছুক্ষন পার্কে হাটা হাটি করলাম,
মনে হচ্ছে পার্কের গাছগুলার ও মন খারাপ।
.
গলির মুখের চায়ের দোকানটি ও বন্ধ
আজ তার ও মন খারাপ।
.
ক্যাম্পাসের মাঠে সবাই গোল হয়ে ঠিকি বসে আছে,
কিন্তু আড্ডা জমছেই না কারন তাদের সবার মন খারাপ।
.
বাসায় ফিরেই বুঝতে পারলাম,
পাশের ফ্ল্যাটের রোমিও'র ও মন খারাপ।
সেও আজ ইয়ো ইয়ো গান শুনছেনা।
.
পিচ্ছি ইয়াদের পাখিগুলো আজ কিচিরমিচির
শব্দ করছেনা তাদের ও মন খারাপ।
.
ছাদের উপর লাল-সবুজের পতাকাটাও বাতাসে
দোল খাচ্ছেনা, আজ তার ও মন খারাপ।
.
অফিসে কাজের চাপে একমুহুর্তও দম ফেলার সুযোগ নাই,
আজ কোন কাজে ই ভাল লাগছেনা আজ তার ও মন খারাপ।
.
পিচ্ছি বোনটা খেলার কিছু বুঝেনা। তারপর ও
বার বার জিজ্ঞেস করে ভাইয়া বাংলাদেশ জিতবে তো...??
আজ তার ও মন খারাপ।
.
খেলা পাগল ভাইটা সেই কাল রাত থেকে
না খেয়ে আছে। তার মন খারাপ।
গতরাতে লাল-সবুজের টাইগার'রা হেরে
গেছে তাই সবার মন খারাপ।
.
হা লাল-সবুজের বাহকদের কাছে
বরাবরের মত আমাদের একটু প্রত্যাশা বেশিই থাকে।
উত্তেজনা বশত আজে বাজে কথাও বলে ফেলি।
.
ভাইরে তার জন্য তোরা আমাদের ক্ষমা করে দিস।
কি করব তোদের মত আমরাও তো লাল-সবুজ ভালবাসি।
.
রাস্তা থেকে অফিস, দেশ থেকে বিদেশ
সব লাল-সবুজের আজ মন খারাপ।
কারন আজ বাংলাদেশের মন খারাপ।
.
আমরা ভাল খেলেই হেরে গেলাম।
ব্যাপার না খেলায় জয় পরাজয় থাকবেই।
টাইগাররা ভবিষ্যতে আরো ভাল করবে
আমাদের ১৮ কোটি মানুষকে আবারো
এক কাতারে দাড় করাবেই। সেই শুভ কামনায়।
.
চলো বাংলাদেশ.....

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩০

বিজন রয় বলেছেন: জয় একদিন হবেই।

আমরা কি ১৮ কোটি হয়েছি?

০৭ ই মার্চ, ২০১৬ রাত ১১:৩০

রোমান্টিক বুইড়া বলেছেন: আখাম্বা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.