নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন #আম জনতা...

রোমান্টিক বুইড়া

স্বপ্ন হাসিমুখের...!!!

রোমান্টিক বুইড়া › বিস্তারিত পোস্টঃ

ডিম দিবসে ডিম চাই, ডিমের কোন বিকল্প নাই....:-P

১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২৮

হাঁস-মুরগির ত্যাগের ফসল ডিম।
অথচ প্রচার বিমুখ হাঁস-মুরগি
কোনো কালেই আলোচনায় থাকে না। আমরা শুধু কথা
বলি তাদের ডিম নিয়ে। কিন্তু কেন?
:-/
.
প্রিয় বন্ধুগণ,
আজকের দিনে অন্তত পক্ষে তাদের কথা শুনি।
জানার চেষ্টা করি, ডিম নিয়ে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কী।
.
আর আমাদের সাথেই আছে
বিশিষ্ট সেলিব্রেটি, মিসেস "মুরগী কবির"
আমরা তার কাছ থেকেই শুনি বিস্তারিত।
.
- তো মুরগী সাব দিনকাল কেমন চলে,
৩ টাকার ডিম দিতে এত ক্যাচাল ক্যান??
.
- কোন অবস্থা নাই, বাঙ্গাল আসলেই কাঙ্গাল হইয়া গেছে
ঢাকায় এমন এক্টা ডিম মেলায় আমার সব ফাকিস্থানি
ডিম ভাইঙ্গা তচনচ কইরা ফেলাইছে... :-/
.
- ওহ সো স্যাড, কথায় আছে
'সহজে ভাঙ্গা যায় এমন জিনিশের তালিকায়
প্রথমেই আছে মানুষের মন, তারপর ডিম।
তো আপনারা ষ্টিলের জাতীয় ডিমের
পাড়লে কি এমন ক্ষতি হইত ???
.
- চায়নাতে অলরেডি আমাদের কাজ চলতেছে অচিরেই
আপনারা তার সুফল ভোগ করবেন। মেস, হোষ্টেলে
থাকা ছাত্র সমাজকে তাদের জাতিয় খাদ্য ডিম রক্ষার্থে
এগিয়ে আসার আহবান জানাচ্ছি।
.
- ছাত্রজীবনে পরীক্ষায় খারাপ করলে টিচাররা
আন্ডা বা ডিম দিয়ে অপমান করে থাকে।
সেটা কি ডিমের অপমান নয়??
.
- হ্যাঁ ওইসব শিক্ষকদের
অবশ্যই ডিম থেরাপি দেওয়া উচিত।
যে ডিম খাওয়া যায়না বিক্রি করা যায়না সেটা দেওয়া
নিশ্চই লোক দেখানো হয়রানি মূলক কাজ।
এটা ডিমের মানহানি ছাড়া আর কিছুই নয়। :-/
.
.
- তো ডিমের আলাদা একটি ব্যবহারও আছে।
কোন অনুষ্ঠান বা বক্তৃতা পছন্দ না হলে শ্রোতারা
পচা ডিম নিক্ষেপ করে মনের ভাব বুঝিয়ে থাকেন।
সেটাকে হাঁস-মুরগী সমাজ কিভাবে দেখে??
.
- আসলে ডিম নিয়ে আপনারা যা করেন তা
নিতান্তই মুরগীধিকার লংঘন। একটা ডিম পাড়তে
কতটা ফাটে তা ওরা মূর্খের দল কি বুঝবে।
.
অবশ্য আজকাল পচা ডিম দুস্প্রাপ্য বিধায়
এক্ষেত্রে ভালো ডিম নিক্ষেপ করা হয়।
এখানে ভেজাল হিসেবে ভালো ডিম
ব্যবহারের নিন্দা জানাই। :-/ :-/
.
- ইদানীং ডিম চাহিদার তুলনায় অপ্রতুল।
সে জন্য ডিমের দাম শুধু বাড়ছেই।
এ সংকট সমাধানে কি কি পদক্ষেপ নিলেন?
.
- আমি নিজে উদ্যোগী হয়ে হাঁস-মুরগির
নেতাদের সঙ্গে আলোচনা করছি।
সরকারি সহযোগিতা পেলে তারা তাদের
উৎপাদন বাড়াবে। সে ক্ষেত্রে স্লোগান হতে পারে।
প্রতিদিন তিনটি ডিমের কম নয়, এক হালি পাড়লে ভালো হয়। :-)
.
- মুরগী কবির, আপনি নিশ্চই জানেন,
রিমান্ড নিয়ে অপরাধীদের ডিম থেরাপি দেওয়া হয়।
এ বিষয়ে যদি কিছু বলতেন???
.
- সমাজের অপরাধ দমনে
এটা হাঁস-মুরগীর ডিমের বিরাট সাফল্য।
একমাত্র আমরাই সল্প সময় গর্ত থেকে সত্য
বের করে আনার অস্ত্র ডিম সাপ্লাই দেই।
.
ডিম থেরাপি খেয়েছে
এমন ভদ্রলোকের অভিজ্ঞতা শুনে
মনে মনে অপরাধ না করার শপথ করে বলি
আহ ডিম, আহারে ডিম থেরাপি।
.
- বর্তমান বিশ্বে কত ধরনের ডিম আছে?
সাধারনত আমরা কত ধরনের ডিম দেখতে পাই?
.
- হাঁস মুরগী, গরু ছাগল, কুত্তা বিলাই এর
বাইরে আছে বিভিন্ন পাখির ডিম, টিকটিকির ডিম।
.
তবে যে ডিমের কথা আমরা সবাই বলি,
ছোট বেলা থেকে যে কোন ব্যর্থতায় বলি,
সেইটা হলো ঘোড়ার ডিম। যা আজ পর্যন্ত কেউ দেখিনি।
অচিরেই আমরা আপনাদের সামনে
সেই ডিম হাজির করব... :-)
.
- অচোদারন মুরগি কবির ভাই,
আপনার সাথে যতই কথা বলি, আন্ডা নিয়ে
আলোচনা করি ততই আন্ডার উপ্রে ক্রাশ খাই।
আমরা ভোক্তারা সব সময় আন্ডার সাফল্য কামনা
করি, এগিয়ে যাক মুরগী কবির এগিয়ে যাক দেশ...:-D
.
- তাই তো বলতেছি
কোন কথা হবেনা আমাদের স্লোগান একটাই,
"সান্ডে হো অর মান্ডে, রোজ খাও আন্ডে"। :-D :-P
.
.
বিদ্রঃ ইহা সম্পূর্ণই ব্যাঙ্গাত্বক রম্যরঙ্গ মাত্র,
এলার্জি/চুলকানি রোগীরা দূরে থাকুন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.