নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের জন্যে ্

শেখ মামুনুর রশিদ

চল নব উদ্দ্যমে সৃষ্টির অভিযাত্রায়, চল পাল্টাই…

শেখ মামুনুর রশিদ › বিস্তারিত পোস্টঃ

সন্ধিহান

০৫ ই মার্চ, ২০১৬ রাত ১২:৫০

খুব দোডানায় পড়ে গেছি, জানো !
কিছুতেই হিসাব মেলাতে পারছিনা
কোনটা সত্যি ?
ওরা তোমার সম্পর্কে যা বলছে,
নাকি তোমার সম্পর্কে
তুমি আমাকে যা বলেছ।
কোনটা সত্যি ?
যে ভালোবাসা তুমি আমায় দেখিয়েছ
নাকি সবকিছুই অভিনয় ছিল-
তার যে প্রমান আমায় দেয়া হচ্ছে।
বলো,কোনটা মিথ্যে ?
তোমার বলা সেই কথাগুলো,
নাকি বর্তমানে তুমি যা করছো।

বলো,বলো কোনটা সত্যি ?
যেগুলোকে মিথ্যা বলা হচ্ছে,
নাকি যেগুলোকে সত্যি বলা হচ্ছে।

বুঝতে পারছিনা,
আমার মাথায় কিছুই ঢুকছে না।
আসলে সত্যিটাও কি সত্যি ?

মানুষ বদলে যায়-একথা সবাই বলে
কিন্তু আসলেই কি মানুষ বদলাতে পারে?
প্রশ্নের পিঠে প্রশ্ন,কোন জবাব নেই
আর যে জবাব আসছে
তাও আবার নতুন প্রশ্নের জন্ম দিচ্ছে।

সবকিছুতেই আমার সংশয়
কোনটা সত্য,কোনটা মিথ্যা
মিথ্যেটা আসলেই মিথ্যে কিনা
কার সত্য, সত্য নয়
কার মিথ্যাই সত্য

উহ্....., চারপাশে ঘুরছে অবিশ্বাস
তাহলে বিশ্বাস করবো কাকে ?

আমি আজ মহাসন্দিহান !

----সমাপ্ত

(প্রতি- পুতুল, ছদ্মনাম।)

কাব্যগ্রন্থ- #অবুঝ মন ও একটি নারী।(প্রকাশিতব্য)

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:০২

বিজন রয় বলেছেন: ভাল লাগল।
+++++

২| ০৬ ই মার্চ, ২০১৬ রাত ১২:০০

শেখ মামুনুর রশিদ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.