নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনোনেশ দাস

সাধারণ মানুষ

মনোনেশ দাস › বিস্তারিত পোস্টঃ

কালোর মাঝে আলো ময়মনসিংহে ওসি কামরুল

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০২


বয়স শতকের কোঠায়। পেশায় ভিক্ষুক । ময়মনসিংহ শহর এলাকায় সম্প্রতি হঠাৎই উদয় হন কষম আলী । হরহামেশা ভবঘুরে ভিক্ষাজীবী মানুষদের যে কোনও রাস্তায় যখন তখন দেখা যায়। কষম আলী এমনই একজন দেখতে লাগলেও তিনি অনেকটাই আলাদা।
কথা বার্তায় নিজস্ব আদলে তৈরি তার নীতি-আদর্শ কোতয়ালী মডেল থানা ওসি মো: কামরুল ইসলামের মুখে ঘোরছে ।
কষম অবস্থাপন্ন সম্ভ্রান্ত পরিবারের ছেলে । সততা তাকে একদিন আর্থিকভাবে গরিব করে দেয় । তার পাঁচ ছেলে ও এক কন্যা সন্তান থাকলেও খোঁজ- খবর নেয় না । বার্ধক্যের সুযোগ নিয়ে অবশিষ্ট সম্পতি ছেলে- নাতিরা কেড়ে নিয়ে বাড়ি থেকে বেড় করে দিয়েছে ।
তাও বেশি দিন হয়নি । গত্যন্তর না দেখে ভিক্ষাবৃত্তি । ভিক্ষা করলেও অভিজাত্যের ছাঁপ তার চোখে - মুখে । কষম কারো কাছে হাত পেতে ভিক্ষা নেয় না । যারা তার কষ্ট দেখে তারাই কেবল তাকে ভিক্ষা দেন । কষমের এই বিষয়গুলি ফাঁকি দিতে পারেনি কোতয়ালী মডেল থানার ওসি মো: কামরুল ইসলামের ।
সমাজের সর্ব স্তরের কালোর মধ্যে এখনও যে কিছু আলোর রেখা আছে, ওসি কামরুল ইসলাম সেটাই প্রমাণ করলেন । যে সমাজের মুষ্টিমেয় কিছু অংশের অত্যাচারে জীবনের শেষ বেলায় অন্ধকার ঘনিয়ে এসেছিল কষমের জীবনে, তারই অন্য একটি অংশ তাকে হারিয়ে যেতে দেয়নি । ওসি কামরুল ইসলামের মত মানুষ আছে বলেই সমাজ আজও চলছে।
ওসি কামরুল ইসলাম জানান, পরিবার থেকে বঞ্চিত ১০০ বছরের বৃদ্ধ মো: কষম আলীর দায়িত্ব নিয়ে আজ আমি অনেক খুশি।
প্রসঙ্গত , বৃহস্পতিবার এই কষমের দায় দায়িত্ব নিয়েছেন ওসি মো: কামরুল ইসলাম ।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৬

মাহিরাহি বলেছেন: মন ভালো করে দেবার মত সংবাদ।

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৭

সোহানী বলেছেন: ভালোলাগলো এমন একটি নিউজে।

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৯

চাঁদগাজী বলেছেন:


ভালো হলো

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৩

ডঃ এম এ আলী বলেছেন: খুব ভাল লাগল সচিত্র সংবাদটি দেখে ।
তাদের জন্য দোয়া রইল ।

৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৩

খায়রুল আহসান বলেছেন: লেখাটি পড়ে খুব ভাল লাগলো। ওসি কামরুলকে তার এ সহৃদয়তার জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা!
লেখককেও ধন্যবাদ, এমন একটা ভাল উদ্যোগের কথা সবাইকে জানানোর জন্য।

৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৭

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: জানানোর জন্য ধন্যবাদ। খারাপ খবর দেখতে দেখতে অনুভূতিই ভোঁতা হয়ে গেছে।

৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪০

মনোনেশ দাস বলেছেন: মন্তব্যের জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.