নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনোনেশ দাস

সাধারণ মানুষ

মনোনেশ দাস › বিস্তারিত পোস্টঃ

ময়মনসিংহে মেয়েরা এবার অপ্রতিরোধ্য

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৮


ময়মনসিংহের ধোবাউড়ার কলসিন্দুরের মেয়েরা ফুটবল খেলে জয় করেছেন গোটা বিশ্ব । এবার জেলার ফুলবাড়ীয়ার মেয়েরা আত্নরক্ষার্থে অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন । সেখানকার বেগম ফজিলাতুন্নেসা কলেজের ছাত্রীরা শিখে নিয়েছেন মার্শাল আর্ট । ইভটিজার, বখাটে সন্ত্রাসীদের এখন থেকে নিজেরাই প্রতিরোধের কলাকৌশল জানেন তারা ।

আত্মরক্ষায় জন্য মার্শাল আর্ট শিখা অব্যাহত আছে একলেজের ছাত্রীদের ।
কলেজ সূত্রে জানা গেছে,এখানের মেয়েরা ক্যারাটে প্রশিক্ষণ নিয়েছে । শেখানোর জন্য প্রশিক্ষকও আছেন ।

অনেক শিক্ষার্থী ক্যারাটে শিখছেন । কলেজের অধ্যক্ষ জানান,‘‘আত্মরক্ষা এবং শরীর চর্চা মূলত এই দু’টি কারণেই কলেজে ক্যারাটে শেখানোর ব্যবস্থা করা হয়েছে।’’ প্রকল্পটি দীর্ঘস্থায়ী করতে সরকারি সহযোগীতা পেলে ভালো হয় মনে করেছেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা । প্রশিক্ষক ও প্রশিক্ষণ নেয়া মেয়েরা জানান, মিডিয়াতে প্রতিনিয়িত নারী নির্যাতনের খবর দেখতে পাই। মেয়েরা আত্মরক্ষা করতে জানলে তাঁরা প্রতিরোধ করতে পারবেন।
প্রশিক্ষণ নেয়া শিক্ষার্থীরা জানান, পায়ে হেটেও কলেজে যেতে হয়। আসার পথে অনেক সময় ছেলেদের কটূক্তি শুনতাম । তখন ভয়ে ভয়ে থাকতে হতো। নিজেদের আত্মরক্ষার জন্যই ক্যারাটে শিখছি আমরা।’’ ক্যারাটে শেখার পর সেই ভয় কেটে গেছে ।
ঐমেয়েদের অভিভাবকরা বলেন, ‘‘প্রশিক্ষণপ্রাপ্ত ওরা যে কোনও পরিস্থিতির মোকাবিলা করতে পারে। ওদের দেখে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠাগুলিও অনুপ্রাণিত হচ্ছে।’’

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫৮

ডঃ এম এ আলী বলেছেন: খুবই ভাল সংবাদ ।
বখাটে ছেলেদেরকে এই মেয়েরা ধরাশায়ী করেছে
এমন দু একটা ছবি দিতে পারলে ভাল হত ।
বুঝত বখ্টেরা খবর আছে !!!!

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫৮

চাঁদগাজী বলেছেন:


ওদের ক্যারাটে কোর্সে যাদের নাম আছে, তাদেরকে আপনার হবু বউয়ের তালিকা থেকে বাদ দিয়ে দেন।

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৫২

আমানউল্লাহ রাইহান বলেছেন:

৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৫৩

শিখণ্ডী বলেছেন: হায় হায় এরা দেখি বোরকা পরে নাই

৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৫৭

দোদূল্যমান বলেছেন: মার্শাল আর্ট জিনিসটা কিন্তু খুবই আবেদনময়ী। হিঃ হিঃ।

৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৫

মনোনেশ দাস বলেছেন: আপনাদের ধন্যবাদ জানাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.