নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনোনেশ দাস

সাধারণ মানুষ

মনোনেশ দাস › বিস্তারিত পোস্টঃ

পোষা কুকুর নিয়ে ফুটপাতে সুখের সংসার

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৮


পোষা মানেই ভালবাসার নিঃশর্ত বন্ধন। এক বৃদ্ধার জীবনে পূর্ণতা এনে দিয়েছে তার পোষা কুকর । এই বৃদ্ধা আর কুকুরের মাঝে এত গভীর সম্পর্ক যে, তারা একে অপরের খেলার সঙ্গীই শুধূ নয়, তারা জীবনকে ভালবাসতে শেখায়, দায়িত্ব নিতে শেখায় । বাঁচতে শেখায়, ক্ষমা শেখায়, আনুগত্য শেখায়।

ছেলে- বুড়ো সবাই ডাকেন কুকুর বুড়ি । তিনকুলে কেউ তার আছেন কিনা তা কারো জানা নেই । নাম না জানা এই বৃদ্ধার ঘর না থাকলেও আছে ফুটপাতে পোষা এক কুকর নিয়ে সুখের সংসার ।



ঠিকানা ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলা পৌরশহরের মসজিদ মার্কেটের সামনের ফুটপাত ।

গেলো দু’বছর হলো, স্থানীয়রা রাত হলে এখানেই পোষা কুকুর নিয়ে একসাথে ঘুমাতে দেখেন বৃদ্ধাকে । সারাদিন একসাথে তাদেও ঘোরাফেরা ।



কুকরটিকে মায়ের মমতা , স্নেহের হাত বুলিয়ে দিতে দেখা যায় বৃদ্ধাকে । কুকুরও বৃদ্ধার গালে গাল লাগিয়ে আদর করে । কেউ তাদেরকে উৎপাত করলে কুকরটি তেড়ে যায় । তখন বৃদ্ধার ইশারায় কুকুরটি নতজানু হয়ে ফিরে আসে তার কাছে । কখনও বৃদ্ধা অসুস্থ হয়ে পড়লে ঘেউ ঘেউ শব্দে বাতাস ভাড়ি করে তুলে ঐ কুকুর ।



এই বৃদ্ধাকে কারো কাছে হাতপেতে কখনও কিছু চাইতে দেখেননি কেউ । কেউ কিছু দিলে অথবা খাবার কুড়িয়ে এনে সিএন্ডবি অফিসের সামনে রান্না করে এসাথে খায় তারা । এভাবেই চলে যাচ্ছে ওদের সুখের সংসার ।

ফুলপুর প্রেসক্লাবের সভাপতি নাজিম উদ্দিন জানান, গেলো দু বছর ধরে পোষা কুকুরটিকে সাথে নিয়ে এখানেই দেখছি বৃদ্ধাকে ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৪৮

সচেতনহ্যাপী বলেছেন: ভালবাসার মহত্ব!!!
ভাললাগা একটি ঘটনা তুলে এনেছেন।।

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫২

মনোনেশ দাস বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.