নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মঞ্জুর চৌধুরী

আমি ঝন্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ-সমূখে যাহা পাই যাই চূর্ণি’। আমি নৃত্য-পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি হাম্বার, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চল-চঞ্চল, ঠমকি’ ছমকি’ পথে যেতে যেতে চকিতে চমকি’ ফিং দিয়া দিই তিন দোল; আমি চপলা-চপল হিন্দোল। আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পান্জা, আমি উন্মাদ, আমি ঝন্ঝা! আমি মহামারী আমি ভীতি এ ধরিত্রীর; আমি শাসন-ত্রাসন, সংহার আমি উষ্ন চির-অধীর! বল বীর - আমি চির উন্নত শির!

মঞ্জুর চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

বেহেস্তে মেয়েরা কী পাবে?

০২ রা জুলাই, ২০১৫ রাত ১১:৪৫

বেহেস্তের বর্ণনা করতে গেলে শুধু হুরের বর্ণনা করা হয়। সত্তুরজন করে পরমা রূপসী, অনন্ত যৌবনা নারী, যাদের রূপের বর্ণনা করা মর্ত্যের মানুষের পক্ষ্যে সম্ভব নয়!
এতে ছেলেরা খুশি হয়ে গেলেও মেয়েরা স্বাভাবিকভাবেই প্রশ্ন করেন, "আমাদের কী হবে?"
হুজুররা বেশ কনফিডেন্সের সাথে বলেন, "তোমরা তোমাদের স্বামীদের পাবে।"
মহিলারা তখন দীর্ঘশ্বাস ফেলে ভাবেন, "ওখানেও গ্যান্দার বাপ?"
আসলেই কী তাই? মেয়েরা কী শুধুই তাঁদের স্বামীদের পাবেন? আর কিছু নয়? আল্লাহ এমন করলেন কেন? ফেয়ার না!
কথা এগুবার আগে একটা তথ্য দেই। নিজেই উত্তর পেয়ে যাবেন।
এই ব্যপারে সবাই একমত হবেন যে দশ বছরের শিশু থেকে শুরু করে একশ বছরের বৃদ্ধ, যেকোন বয়সী পুরুষকে যদি প্রশ্ন করা হয় "স্বর্গে কোন জিনিষটা ছাড়া তোমার একেবারেই চলবে না?"
সে নির্ঘাত জবাব দিবে, "সুন্দরী রমনী!"
কেউ কেউ আলগা ভদ্রতা দেখাতে বলতে পারেন, "গল্পের বই" অথবা "স্পোর্টস।" ভুরু কুঁচকে তাকাতেই সে স্বীকার করবে, "ওকে আই অ্যাডমিট, হুর!"
পৃথিবীতে সকল পুরুষ ভাই ভাই, এদের স্বভাবে কোন হেরফের নাই।
কিন্তু মেয়েদের যদি একই প্রশ্ন করেন, তাহলেই উত্তরের বৈচিত্র্যতা দেখতে পাবেন।
"আমি আমার বাবার সাথে থাকতে চাই।"
"আমার ভাইবোনদের পেতে চাই।"
"আমার সন্তান যেন আমার সাথে থাকে।"
"ফেসবুক!"
"মোবাইল ফোন!"
"হৃত্বিক রোশন!"
লিস্ট লম্বা হতে থাকবে। স্বামীর নাম আসবে হয়তো অনেক নিচে। আদৌ আসবে কিনা কে জানে! স্বামীর তাতে মাথা ব্যথা নেই। সত্তুরজন হুরের কল্পনাতেই সে মগ্ন।
সমস্যার কথা হচ্ছে, মেয়েদের এই লিস্টেরও বয়সের সাথে সাথে পরিবর্তন ঘটে। স্কুল পড়ুয়া এক মেয়ে হয়তো বলবে, "গল্পের বই।" (ভুরু কুচকানোর কিছু নেই, ধরে নেয়া যেতে পারে মেয়েটি সত্যি বলছে। ছেলে হলে অবশ্যই বিশ্বাস করতাম না।)
সেই একই মেয়ে কলেজে উঠলে মত পাল্টাবে, "মেকাপ! আর পারফিউম। আর জুয়েলারী।"
এই মেয়ে আরেকটু বড় হলে বিয়ের পরে, "কাজের লোক!"
কথা হচ্ছে, মাত্র তিরিশ খন্ডের কুরআনে মেয়েদের এই লম্বা লিস্ট বর্ণনা করতে গেলে কুরআনের সাইজ আরও অনেক লম্বা হতো। কাজেই আল্লাহ সুরাহ ফুসসিলাতে বলেছেন, "And you will have therein whatever your souls desire, and you will have therein whatever you request [or wish]" (আয়াত ৪১)
মানে হচ্ছে যা চাইবেন, তাই পাবেন। টেনশনের কিছু নেই।

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৫ রাত ১১:৫৭

ইমরান আশফাক বলেছেন: পারফেক্ট।

০৩ রা জুলাই, ২০১৫ রাত ১২:১৯

মঞ্জুর চৌধুরী বলেছেন: ধন্যবাদ!

২| ০৩ রা জুলাই, ২০১৫ রাত ১২:১১

চাঁদগাজী বলেছেন:

লজিক্যাল

০৩ রা জুলাই, ২০১৫ রাত ১২:১৯

মঞ্জুর চৌধুরী বলেছেন: :)

৩| ০৩ রা জুলাই, ২০১৫ রাত ১২:২৫

চাঁদগাজী বলেছেন:


হুরের গল্প ইসলামকে কোথায় নিচ্ছে?

৪| ০৩ রা জুলাই, ২০১৫ রাত ১২:২৯

শতদ্রু একটি নদী... বলেছেন: আমরা এক আইটেমেই খুশী আর ওদের আইটেম লিস্ট অসীম। অবিচার হইলোনা ব্যাপারটা?

৫| ০৩ রা জুলাই, ২০১৫ রাত ১২:৩৭

নিয়েল হিমু বলেছেন: আমি চোখ বন্ধ করে হুরদের অশ্বিকার করে দিব, আমার হুর তো................

৬| ০৩ রা জুলাই, ২০১৫ রাত ১২:৫৭

হানিফঢাকা বলেছেন: The Quran has lots of translation problem. Its becoming very difficult to understand translated Quranic verse just by reading it. Either have to learn Arabic, or every time have to go through severe process checking of the meaning of the word with its root.

I must say "It is shame for us that even today we are not able to produce a single unbiased translation of Quran in any language. Everyone translated it according to his sects"

৭| ০৩ রা জুলাই, ২০১৫ রাত ১:২৬

তাশমিন নূর বলেছেন: এক কথায় ফ্যাড়কা খতম। :-)

৮| ০৩ রা জুলাই, ২০১৫ রাত ৮:৫২

ঢাকাবাসী বলেছেন: ভালই!

৯| ০৩ রা জুলাই, ২০১৫ রাত ৯:৩৬

ফা হিম বলেছেন: আমার কিন্তু বই চাই, সত্যিই চাই। বোনাস হিসেবে আরো কিছু দিলে আপত্তি নাই যদিও ;)

১০| ০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১২:০১

বোকামানুষ বলেছেন: হুজুররা বেশ কনফিডেন্সের সাথে বলেন, "তোমরা তোমাদের স্বামীদের পাবে।"
মহিলারা তখন দীর্ঘশ্বাস ফেলে ভাবেন, "ওখানেও গ্যান্দার বাপ?"


এইটুকু পড়ে হাসতে হাসতে কাহিল :D

কিন্তু ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল কোন মেয়ে যদি বলে আমার স্বামী শুধু আমার কোন হুর টুর চলবে না আমি তাকে কারো সাথে শেয়ার করবো না তখন কি হবে? আমি আসলেই জানতে চাইতেছি কারণ আমার মতো অনেকেই এই প্রশ্ন টা নিয়ে চিন্তিত

১১| ০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১২:০৫

তার ছিড়া আমি বলেছেন: যা চাইবেন, তাই পাবেন। টেনশনের কিছু নেই।

১২| ০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১:১৬

ভয়ংকর বিশু বলেছেন: মেয়েরা ৭২টা ছেলে হুর পাবে যাদের সেক্স পাওয়ার অফুরন্ত। ছেলেরা যে সুবিধা পাবে মেয়েরাও তা পাবে। সমান সমান।ব্যাভিচারে ভরে উঠবে বেহেস্ত।

১৩| ০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:১২

মুদ্‌দাকির বলেছেন:

দারুন লিখসেন ভাই :) :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.