নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

solitude

মেরিনার

প্রকৃতির মাঝে নির্জনতায় একাকী থাকতে পছন্দ করি!

মেরিনার › বিস্তারিত পোস্টঃ

বলুন তো এটা কোন দেশ - ২

০৩ রা অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫২

[এই ছোট্ট ব্যাপার নিয়ে দু'টো পোস্টের প্রয়োজন ছিল না. কিন্তু প্রথম পোস্টে কিছুতেই আর ছবি যোগ করা গেল না। কেন বুঝলাম না! হয়তো আমার ছবিগুলোর সাইজ বড় - সে জন্য (একেকটা 2MB-রও বেশী)। তাই ২ ভাগে ভাগ করতে হলো। আগের পোস্টটা রয়েছে এখানে: Click This Link ]

একসময় যখন নিয়মিত ব্লগিং করতাম, তখন আপনাদের অনেক দেশের গল্প শুনিয়েছি, সমুদ্রের গল্প শুনিয়েছি। এখনো "সমুদ্রে জীবন" নামের ঐ সিরিজটার ১-১৮ পর্বগুলো এই ব্লগে রয়েছে। কেউ চাইলে দেখতে পারেন। ব্লগিং একপ্রকার ছেড়ে দিলেও, কয়েকবারই ভেবেছি "সমুদ্রে জীবন" সিরিজটার আরো কয়েকটি পর্ব হয়তো লেখা বা পোস্ট করা যায়। ....

আজ আপনাদের এমন একটা দেশের কিছু ছবি দেখাবো যেখানে আমি গত শীতে বেড়াতে গিয়েছিলাম। দেশটির অনেক ক’টি সমুদ্রবন্দর থাকলেও এবং সেসবের কয়েকটিতে জাহাজে করে গিয়ে থাকলেও, ব্যস্ততার কারণে বা সময় স্বল্পতার কারণে সে দেশে তখন ঘুরে বেড়ানো হয়নি। এবার গিয়ে তাই ইচ্ছামত ঘুরে বেড়িয়েছি। ছবিগুলো দেখে আপনাদের দেশের নামটা আন্দাজ করতে বলবো! দেখুন তো আপনার অনুমান সত্যি হয় কি না!



একটা প্রান্তরের মাঝখানে, middle of nowhere বিশাল পাথরের এটা স্তুপ। এটাকে ঘিরে এখানে একটা পার্ক গড়ে উঠেছে। দূর-দূরান্ত থেকে মানুষ পরিবার পরিজন নিয়ে এখানে বেড়াতে আসে।



আগের পোস্টে দেখানো “মেঘেদের দেশে” আসার রাস্তাটা দেখা যাচ্ছে পাহাড়ের ওপর থেকে।




একটা সমুদ্র সৈকত সামনে রেখে তোলা ছবি....




একটা পুরাকীর্তির সাইটের একটি দর্শনীয় অবস্থানের ছবি।



আরেকটা সমুদ্র সৈকত সামনে রেখে তোলা ছবি....



আরেকটি ঐতিহাসিক সাইটের ধ্বংসাবশেষ...



আরেকটা সমুদ্র সৈকত সামনে রেখে তোলা ছবি....



মেঘেদের দেশের আরেকটা ছবি...



একটা পরিত্যক্ত ঐতিহাসিক শহরের প্রতিবেশ...



কেবল-কার “পথের” একপ্রান্তের “কেবল-কার স্টেশনের” ছবি!



সমুদ্র সৈকতের আরেকটা ভিউ....



সমুদ্রতীরে অবস্থিত একটা বিশ্ববিদ্যালয়ের কেন্টিনের পাশে রাখা একটা শিল্পকর্মে “গন্ডোলা”র রেপলিকা..

মন্তব্য ২৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: পেরু কিংবা বলিভিয়া

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৮

মেরিনার বলেছেন: দক্ষিণ আমেরিকা আমার স্বপ্নের মহাদেশ ....আর পেরু আরো স্বপ্নময়......machu picchu-র দেশ। কিন্তু এটা পেরু নয়! আর বলিভিয়া তো হবার নয় ... কারণ বলিভিয়ার সমুদ্র নেই!

২| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৮

সুমন কর বলেছেন: ছবিগুলো সুন্দর এসেছে।

০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১২:০৭

মেরিনার বলেছেন: ধন্যবাদ!

৩| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১০:০৩

জুন বলেছেন: মরক্কো বা আলজেরিয়া

০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১৮

মেরিনার বলেছেন: না এবং না!!

৪| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১১:৫২

অন্ধবিন্দু বলেছেন:
মেরিনার,
ইহা মরোকো ! আপনার সমুদ্রের গল্প শুনেছিলাম। সিরিজটা আবার শুরু করেন।

০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৮

মেরিনার বলেছেন: না ইহা মরোক্কো না!

চেষ্টা করবো ইনশা'আল্লাহ্।

৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: সউদি আরব ;)

০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৯

মেরিনার বলেছেন: ঠিক!

৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ১:২৯

যান্ত্রিক বলেছেন: মদিনা, সৌদি আরব :)

০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২০

মেরিনার বলেছেন: সৌদী আরব... তবে মদীনার একটিও ছবি নেই এই ২টি লেখার কোনটিতেও!

৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমার তো আপনার মতো জাহাজ নেই! দেশে দেশে সাগরে মহা সাগরে ঘুরে বেড়াব! সেই সৌভাগ্য আর হবার সুযোগও দেখিনা :((

গুগল মামার দেশে একটু ট্যুর দিতেই পেয়ে গেলাম সূত্র! ;)

এখন বলেন হয়েছে কি না?

০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২১

মেরিনার বলেছেন: বিলকুল সহীহ্!

৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২১

হাসান রাজু বলেছেন: কুয়েত ।

০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২১

মেরিনার বলেছেন: না!

৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৫

হাসান রাজু বলেছেন: মদিনা ? আল-ঊলা ।

০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২২

মেরিনার বলেছেন: মদীনার কোন ছবি নেই....আল-উলার ছবি আছে!

১০| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪৬

মেরিনার বলেছেন: এই পোস্টের ছবিগুলোর এলাকাগুলো হচ্ছে যথাক্রমে :

১) আর-রাস
২) আবহা
৩) সুয়াল (KAUST)
৪) মাদাইন সালিহ্
৫) আল খোবার সৈকত ( PERSIAN GULF)
৬) খাইবার
৭) সুয়াল (KAUST)
৮) সুদাহ্, আবহা
৯) আল ঊলা
১০) আবহা
১১) সুয়াল (KAUST)
১২) সুয়াল (KAUST)

১১| ০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৪২

আমি বিপ্লবী বলেছেন: “গন্ডোলা”র রেপলিকা??

১২| ১০ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৫

থিওরি বলেছেন: সুন্দর।

১১ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২৮

মেরিনার বলেছেন: ধন্যবাদ!

১৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৮

মধুমিতা বলেছেন: আল উলা ঘুরতে গিয়েছিলেন ... ভালো লাগল দেখে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৭

মেরিনার বলেছেন: জ্বি, খুব বেশী সময় ছিলাম না সেখানে - একদিনের অর্ধেক। আল্লাহ্ একটা বিশেষ সুযোগ দিয়েছিলেন। দুই ভাগে সৌদী আরবের প্রায় ১৭,০০০ কি.মি. গাড়ীতে করে ঘুরে দেখেছিলাম ! আলহামদুলিল্লাহ্!

১৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৫

শাহাদাত হোসেন বলেছেন: ছবি গুলো চমৎকার।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৪

মেরিনার বলেছেন: ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.