নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খামখেয়ালী পথিক

চাঁদের অরণ্য

চাঁদের অরণ্য › বিস্তারিত পোস্টঃ

চলুন সম অধিকার নিয়ে কথা বলি

১৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৫



যদি কোন মেয়ে কোন ছেলেকে আঘাত করে, তাহলে মেয়েটি সাহসী।
যদি কোন ছেলে কোন মেয়েকে আঘাত করে, তাহলে ছেলেটি শয়তান, নির্দয়, বিকৃত মানসিকতার অধিকারী।

যদি কোন মেয়ে হঠাৎ কোন ছেলেকে চুমু খায়
তাহলে মেয়েটি রোমান্টিক।
ছেলেটি করলে বিকারগ্রস্থ।

যদি কোন মেয়ে ছেলেটির উরুসন্ধির দিকে তাকায়, তাহলে মেয়েটি ফ্লার্ট করছে।
যদি কোন ছেলে কোন মেয়ের বুকের দিকে তাকায় তাহলে সেটা অপমানজনক, ছেলেটির মস্তিস্ক বিকৃত, লুইচ্চা।

মেয়েটি যদি বলে- চল খাবারের বিলটি ভাগ করে পরিশোধ করি, তাহলে মেয়েটি স্বাধীনচেতা
আর ছেলেটি যদি বলে- তাহলে ছেলেটি সস্তা, ছোটলোক।

মেয়েরা যদি ছেলেদের ওয়াশরুমে ভুল করে চলে যায়,
তাহলে এটা সামান্য একটা ভুল।
ছেলেদের ক্ষেত্রে তা হবে বিকৃত রুচির অধিকারী।

মেয়েরা কাজ করলে বলবে, সাহায্য করুন। ছেলেরা কাজ করলে, এটা স্বাভাবিক।

পুলিশের কাছে ছেলেটা যদি বলে, সে আমার উরুসন্ধিতে হাত দিয়েছে! তবে কে শোনে কার কথা?
পুলিশের কাছে মেয়েটা যদি বলে, সে আমার বুকে হাত দিয়েছে! তবে আর দেখতে হবে না, শানটিং কাকে বলে।

মন্তব্য ২১ টি রেটিং +২/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৯

মোটা ফ্রেমের চশমা বলেছেন: আপনার পোস্টের উদ্দেশ্য কি ভাই? ছেলে হিসেবে নিরাপত্তাহীনতায় ভুগছেন সমঅধিকার নেই বলে?

১৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২১

চাঁদের অরণ্য বলেছেন: উদ্দেশ্য চরম সইত্য নিয়ে একটু নাড়াচাড়া করা আরকি :-/

২| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনি কোন ঘটানার মুখোমুখি হয়ে ছিলেন?

১৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

চাঁদের অরণ্য বলেছেন: এইটা বলা ঠিক হবে না ;)

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩২

চাঁদগাজী বলেছেন:



আপনি সমস্যায় আছেন, পুরুষ নারী মিলে মানব সমাজ চলছে।

১৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭

চাঁদের অরণ্য বলেছেন: সমতার ক্ষেত্রে একটু গ্যাপ কিন্তু আছেই, সেটা কোথা্নও রীর ক্ষেত্রে আবার কোথাও পুরুষের ক্ষেত্রে। সবকিছুতে এত সিরিয়াস হবার কি আছে??? :D

৪| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

মানুষ বলেছেন: কোন মেয়ে আপনার বিচিতে হাত দিয়েছে? :-*

১৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

চাঁদের অরণ্য বলেছেন: কেন তারে পাইলে কি করবেন? :P

৫| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫

ভাবুক কবি বলেছেন: যে যাই বলুন না কেন, বাস্তবতা আসলেই এমন।

১৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৬

চাঁদের অরণ্য বলেছেন: আসলেই! B:-/

৬| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনার নাম দেখে লিঙ্গ বুঝা যায় না। যদি আপনি পুরুষ হন, তাহলে সাবধান থাকুন। কারণ, আপনার পোস্টেই সাবধান থাকার ইঙ্গিত আছে। হাঃ হাঃ হাঃ।

১৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৬

চাঁদের অরণ্য বলেছেন: হাঃ হাঃ হাঃ

৭| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০১

একজন সত্যিকার হিমু বলেছেন: এমন অপ্রিয় সব সত্য কথা বলার জন্য আপনাকে থ্যাংকু :D

১৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৮

চাঁদের অরণ্য বলেছেন: থ্যাঙ্কু ২ :D ;) :P

৮| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

চাঁদগাজী বলেছেন:



তরুণরা দেশ ও সমাজের বিশৃংলার শিকারে পরিণত হয়েছে; তদের আচরণ, ভাবনা, সমকালীন বিশ্ব থেকে অনেক পেছনে; এতে আপনার নামও আছে।

৯| ১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩৭

আহা রুবন বলেছেন: এই সমস্যা থেকে বাচতে বোরকা পরতে পারেন।

১০| ১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩৮

সাকিব এ হাসান বলেছেন: যেহেতু আপনি নারীনন তাই আপনার জন্য এই পোষ্ট প্রযোজ্য নয়। একদল মাগীবাজ আপনাকে যা ইচ্ছা তাই বলবে কিন্তু এই একই লেখা যদি কোন নারী পোষ্ট করত তবে মাগীবাজরা নিজের বাপেরজাতি উদ্ধার করে দিত আর নারীকে তেল মাইরা ভাষায় দিত। যা সত্য তা সত্যই এবং যা মিথ্যা তা মিথ্যাই হোক সে নারী বা পুরুষের ক্ষেত্রে, আর সমঅধিকার বলতে আমি এটাই বুঝি।

১১| ১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:০১

আবুল কালাম সরদার বলেছেন: কোথায় সমঅধিকার ভাই।।। আপনি তো একজন নারীর বিপরীতে তিনজন পুরুষ এর ছবি দিয়েছেন,,, এতে কি বুঝায় বলুন তো??????একজন নারীকে নিয়ে তিন জন পুরুষে টানাটানি!!!!!!!!!!!!!
আগে ঠিক করুন ছবির সাথে ক্যাপশনের তারপর লিখুন

১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৪১

চাঁদের অরণ্য বলেছেন: এখানে মোটেও একজন নারীকে নিয়ে তিনজন পুরুষ টানাটানি করছেনা। চোখ দিয়ে দেখুন, একজন নারীর শক্তি তিনজন পুরুষের সমান দেখাচ্ছে।

১২| ১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:০৭

রাজীব নুর বলেছেন: হুম---

১৩| ১৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৯

ধ্রুবক আলো বলেছেন: কথা গুলো বেজায় সত্য, ভালো লাগলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.