নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I am a simple man with simple thoughts. I have some believes, so I respect others too.Try to learn sth in deep and try to teach too. I believe \" Dream big, aim high, do whatever you suppose to do, one day you will be successful\" - ex us air c

ম্যাভরিক০৫

ম্যাভরিক০৫ › বিস্তারিত পোস্টঃ

শ্রীমঙ্গল ভ্রমণ, সাথে আরোও অনেক কিছু

১০ ই মার্চ, ২০১৮ রাত ১১:৫১

ভিডিওটি না দেখালে এখানে ক্লিক করুন
কয়েকদিন আগে, আমি মৌলভীবাজারে্র কয়েকটি স্থানে গিয়েছিলাম। যদি কেউ দু'দিনের একটি শর্ট ট্যুর দিতে চান, এবং আপনি ইতিমধ্যে সিলেট এবং এর আশেপাশেও ভ্রমণ করে ফেলেছেন; চিন্তা করবেন না, আপনার মতো ভ্রমণকারীদের জন্য আরো জায়গা অপেক্ষা করছে।


তার আগে আমি নিচে আমার ঘুরতে যাওয়া যায়গা গুলোর সংক্ষিপ্ত তালিকা নিচে দেয়া হলোঃ

১। লাওয়াছড়া প্রাকৃতিক বন ( সাতরঙা চা খেতে ভুল্বেন না, খুব ভালো না লাগলেও লাইফ টাইম স্মৃতি )



২। মাধব কুন্ড জলপ্রপাত

৩। শ্রীমঙ্গল


৪। ডানকান ব্রাদার্স চা এস্টেট

৫। শ্রীমঙ্গলে পশু আশ্রয়স্থল

৭। রাবার গার্ডেন

৭। হোটেল গ্র্যান্ড সুলতান


৮। মৌলভীবাজার জেলা

কীভাবে যাবেন?:

ঢাকা থেকে সিলেট ৪ টি আন্তঃনগর ট্রেন রয়েছে। শুধু ইন্টারনেটে রেলওয়ে roaster চেক করুন এবং একটি টিকেট বুকিং দিন। যদি আপনি দিনের বেলায় ভ্রমণ করেন, তবে শ্রীমঙ্গল ও লাওয়াছড়ার কাছাকাছি ঘুমিয়ে ট্রেনের জারনির বেস্ট পাড়তটুকু মিস করবেন না। আপনার মনে হবে ট্রেনটি পাহাড়ের মধ্য দিয়ে একটি সাপের মতো একেবেকে চলছে, দুইপাশে সবুজ চা বাগান , কিংবা রাবার গার্ডেন। কিন্তু মনে রাখবেন, এত সুন্দর দৃশ্য দেখতে গিয়ে ভুলেও ক্যামের বা মোবাইল নিয়ে হাত জানালা দিয়ে বাইরে নিবেন না; অনেক সময় ছিন্তাইকারিরা দূর থেকে চাকু বা দা ছোড়ে মারে।
আপনি বাস থেকেও ভ্রমণ করতে পারেন; এটি শ্রীমঙ্গলে পৌঁছানোর জন্য ৫ ঘন্টাড় মত লাগে।

খাদ্য (আমার জন্য ভ্রমণের সময় এটাও গুরুত্বপূর্ণ)
লাঞ্চ: সাতকড়া-শ্রীমঙ্গলেই পাবেন
ডিনার: পানসি-মৌলভীবাজার, এত কম দামে এত সুস্বাদু খাবার এযুগে আর কোথাও পাবেন না। হরেক রকমের ভরতা আছে, রুটি বা নান না খেয়ে ভাত খেলেই বুদ্ধিমানের কাজ করবেন।

যেসব জিনিষ আপনি বাড়িতে আনতে পারেন:
১। আসল চা, বিশুদ্ধ এবং সত্যিই অসাধারণ স্বাদের
আমি গুপ্ত চা ঘর, (রেল স্টেশনের পাশেই) থেকে 1 প্যাক কিনেছি, দাম 450 টাকা প্রতি কেজি।
২। আরও কিছু জিনিস যা আপনি পছন্দ করতে পারেন, শটকোরা (বড় লেবু)

সামগ্রিকভাবে এটি একটি সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটি অসাধারন ভ্রমণ ছিল।
বর্ষা ঋতুতে গেলে আরও জায়গা দেখা যেতে পারতো। তার পরেও, আমি বলব, আপনার এই বসন্তেও একবার আনারস বাগান বা রাবার বাগান দেখার জন্য ঘুরে যাওয়া উচিত।

[যদি আপনার কোনও প্রশ্ন থাকে, তবে দয়া করে মন্তব্য বিভাগে আমাকে বলুন]

আমার ইউটিউব ভিডিওটি দেখতে ভুল্বেন না।
শ্রীমঙ্গল Train journey
ধন্যবাদ।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৮ রাত ১২:১৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কোথায় থাকলে সুবিধা হবে?? ২ দিন থাকা-খাওয়াতে জনপ্রতি কেমন খরচ হবে??

২০ শে মার্চ, ২০১৮ রাত ১০:৩৪

ম্যাভরিক০৫ বলেছেন: িসেব করি নাই, আনুমানিক ৩০০০টাকা

২| ১১ ই মার্চ, ২০১৮ সকাল ১০:০৯

রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট।

৩| ১২ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৪১

সুমন কর বলেছেন: ছোট হলেও ভালো পোস্ট। ধন্যবাদ।

২০ শে মার্চ, ২০১৮ রাত ১০:৩৩

ম্যাভরিক০৫ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.