নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুব আশাবাদী । বারবার হোচট খেলেও উঠে দাঁড়াই।

মোহেবুল্লাহ অয়ন

সুন্দর একটি শিরোনাম লিখতেই হবে?

মোহেবুল্লাহ অয়ন › বিস্তারিত পোস্টঃ

তিন গোয়েন্দার নবীন-প্রবীণ ভক্তরা কই? ছোট একটা গল্প লিখায় হাত দিয়েছি। পড়ে মতামত জানান। :)

২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৪

গ্রীনহিলসের এক রাত। দূর থেকে দেখা যাচ্ছে এক মোটাসোটা লোক একটূ কুজো হয়ে কি যেন করছে। টিটুর সাথে এগিয়ে গিয়ে দেখল এ আর কেও নয়। স্বয়ং ঝামেলা মানে আমাদের ফগ! আর এটা নিশ্চয়ই তোমাদের বলা লাগবে না ফগের পা টিটুর খুবই পছন্দের জিনিস! একটু গর গর করতেই ফগ চমকে উঠে ঘুরে তাকিয়ে টিটুকে দেখেই উল্টে পড়ে যাচ্ছিল। ওদিকে কিশোর চেইনটা একটু হালকা করল যাতে টিটু কিছুটা সামনে এগিয়ে গিয়ে দন্ত প্রদর্শন করতে পারে। ফগ দ্রুতই বলে উঠল- ‘কুত্তা সামলাও’। বব অনেক কষ্টে হাসি চেপে রাখল। অন্ধকার ছিল বলে রক্ষা। মুসা বলল-‘ কি ব্যাপার মিস্টার ফগ? হাতে কি?’
এতক্ষণে সবাই খেয়াল করল ফগের মুঠোয় কি যেন।
‘ঝামেলা! পুলিশের ব্যাপারে নাক গলাতে এসো না।’ ফগের হুমকি।
‘আরে! মুসার দেখি খাবার ছাড়াও অন্যকিছুর ওপর নজর পরে। নাকি এটাও কোন খাবার ভেবেছিলে?’ রবিনের সকৌতুক মন্তব্য।
দেখ রবিন, আমি বেশি খাই তা অস্বীকার করব না। তবে আমার কিন্তু ফগের মত ওরকম ঝুলন্ত ভুড়ি নেই। বলেই সাদা দাঁত বের করে হাসতে লাগল মুসা
ফগ বোধহয় মুসাকে ধরার জন্য হাত বাড়িয়েছিল। ঠিক তখনই কিশোর বলল-‘ মিস্টার ফগ। আপনি বোধহয় কিছু নিয়ে ভীষণ চিন্তিত। নাহলে রাস্তার পাশে এরকমভাবে ওই জিনিসটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতেন না।’
ফগ হয়ত ভাবল এদের কাছে সমাধান পাওয়া যেতে পারে। যদিও তার আঁতে ঘা লাগছিল সাহায্য চাইতে তবুও চাকরির কথা ভেবে ওদের কাছে সাহায্যের প্রয়োজন মনে করল। তার আগে ভাবল একটু গরম দেখিয়ে নেই। ‘ঝামেলা! সবসময় আমার পিছে লেগে থাক কেন? যেখানে যাই সেখানেই হাজির হও কেন?’ ফগের গরম গরম প্রশ্ন।
বব বলল- ‘তুমি কি চোর-ডাকাত নাকি যে আমরা তোমার পিছে পিছে ঘুরব? আমাদের সময়ের দাম আছে। তোমার মত ঝামেলার পিছে ঘুরি না আমরা। ছোট একটা শহর। তাই ঘুরতে ফিরতে দেখা হতেই পারে।’
ফগ কিছু বলার আগেই কিশোর ববকে ধমক দিয়ে বলল- ‘বব। এ তোমার চাচা। সম্মান দিয়ে কথা বল। মিস্টার ফগ আমরা আসল কথায় আসি এবার।’
ওদের সামনে বাড়িয়ে দিতেই সবাই দেখল একটা মোবাইল ফোন। মাত্র কয়েকমাস আগে একটি প্রতিষ্ঠান পুরো বিশ্বে বাণিজ্যিক ভাবে মোবাইল ফোন ছেড়েছে। তিন গোয়েন্দার প্রত্যেকের বাসায়ই কিনা হয়েছে। ওরা টিপেটুপে সব দেখে ফেলেছে। এখন আর আগ্রহ নেই।
ফগ বলল-‘থানা থেকে সব পুলিশকে দেয়া হয়েছে আজকে। সমস্যা হল বসের নাম্বার কিভাবে এ ফোনে টুকে রাখতে হয় তা ভুলে গেছি। সবাইকে একবার দেখানো হয়েছিল। প্রথমে ভেবেছিলাম এটাতো আমাদের ববের থেকেও বলদ কোন ছেলে পারবে। কিন্তু বের হয়ে দেখি ভুলে গেছি। বয়সের দোষ। অনেক কিছুই মনে থাকে না। আজকের মধ্যে যদি বসের নাম্বার এ ফোনে সেভ করতে না পারি তাহলে কাল কপালে খারাপি আছে। তোমরা পারবে?’
কিশোর বলল- ‘এটা ব্যাপার না। আমাদের সবার বাসায় আছে। দিন নাম্বারটা। সেভ করে দিচ্ছি।‘
ফগ খুশিমনে দিল। ফেরত দেয়ার সময় কিশোর বলল-‘যেহেতু আমরা একে অপরের পরিচিত আর কেসে আমাদের সাহায্য লাগে তাই আমাদের নাম্বারটা তিনটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে সেভ করে দিলাম যাতে ফোন করতে পারেন। আর এই দেখুন আপনার বসের নাম্বার সেভ করা হয়েছে।’
ফগ ছো মেরে নিয়ে নিল রাগের মাথায় কোন কিছুর দেখাদেখির ধার না ধরে। বলল-‘ শয়তানের দল! সব জায়গায় তামাশা কর না? আমি অবশ্যই তোমাদের অভিভাবকদের সাথে কথা বলব।’ বলেই গট গট করে চলে গেল।
কিশোর সবার দিকে ঘুরল। ‘একটু আগে আমরা কি ভাবছিলাম? এবারের ছুটিটা বোরিং হবে ,তাই না?’
মুসা বলল-‘কিশোর তোমার ওই মঙ্গল গ্রহের মংগলি ভাষা শুনলে হতাশায় আমার আজকে বেশি খাওয়া লাগবে। তার চেয়ে ইংরেজিতে বলে ফেল।’
চল হাটতে হাটতে বলি। একটু পর চারজনের সম্মিলিত হাসি শুনতে পেল রাস্তার অনেকেই। সাথে কি টিটুও যোগ দিয়েছিল? কি জানি! মনে হচ্ছে সামনে মজার কিছু ঘটাবে এই প্রাণের তিন বন্ধু।

বিঃদ্রঃ- ইহা সম্পূর্ণই আমার নিজের লিখা। কেও কপি-পেস্ট করে নিজের নামে চালায় দিলে তার ইহকাল আর পরকাল দুটার ক্ষতিই কামনা করি।

মন্তব্য ১৪৫ টি রেটিং +৯/-০

মন্তব্য (১৪৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:০০

শাহরিয়ার কবীর বলেছেন: প্রথম হয়েছি চা দেন। =p~

২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:০৩

মোহেবুল্লাহ অয়ন বলেছেন:


আপনি নাকি উদাসী হয়ে গেছেন? :P

২| ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:০৯

শাহরিয়ার কবীর বলেছেন:
উদাসী হবো না কেন, আমার গার্লফ্রেন্ড মইরা গেছে। :( :( তার কুলখানির দাওয়াত রইল । আসবেন কিন্তু..... :) :)

২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:১৪

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এত সুন্দর চা দেইখা এখনো উদাসী আছেন?

৩| ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:১২

মনিরা সুলতানা বলেছেন: লেখা তো জমছে , জলদি বাকি টুকু কপি পেস্ট করে দেন !!!!
আসতাছি ।

২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:১৮

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আফা, বাকিটুকু লেখিই নাই। আজকে এটুকুই মাথা থেকে বের হইছে। বাকিটুকু চিন্তা করতে হবে।

৪| ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:১৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভাই, আপনি যে এখনও জুস খাওয়া বাচ্চাই আছেন তা কি আর প্রমাণ করার প্রয়োজন আছে? আদ্যিকালের বাচ্চাদের জন্য লেখা তিন গোয়েন্দার কাহিনীর সাথে আপনাকে দেখে আর কি কিছু বলে দিতে হবে? =p~

২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:২৬

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: মাসুদ রানার ইটিশ-পিটিশ কাহিনি লিখলে খুশি হইবেন? :#)

৫| ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:২১

মনিরা সুলতানা বলেছেন: আহা মাথা থেকেই কপি করে ব্লগের পাতায় পেস্ট করেন ।

লেখায় কিশোর ফ্লেভার আছে !!!

২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:২৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এটা তো রকি বীচের কাহিনী না। তাহলে আরেকটু ম্যাচিউরড করতাম। গ্রিনহিলস মানেই মজা আর কৈশর। :)

৬| ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:২৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: হাঃ হাঃ হাঃ। মাসুদ রানায় ইটিশপিটিশ আগে ছিল। ইদানীং আর তা নেই। লোকটা ভাল হয়ে গেছে। :)

২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৩১

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: হ্যা, আগের সেই হার্ডকোর রানা নেই। তবে একেবারে সম্প্রতি যে গুলা বের হইছে সেগুলা হয়ত ভাল হতে পারে। এখন দুইজন মিলে নাকি লিখে। কাজী আনোয়ার আর তার ছেলে।

৭| ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমি যতদূর জানি কাজীদা এখন আর লিখেন না। শুধু সম্পাদনা করেন। এজন্যই নতুন বইগুলিতে কাজীদার নামের সাথে আরেকজনের নাম থাকে। কখনও নিজের ছেলের, কখনও ইসমাইল আরমানের নাম।

২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৭

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ওয়েস্টার্ণ পড়েন। এই জনরা টা অবহেলিত থেকে গেল সেবার ইতিহাসে। :(

৮| ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: একটা সময় ছিল যখন যে কোন বই গোগ্রাসে গিলতাম। ওয়েস্টার্ন আর থ্রিলার আমার প্রিয় ছিল। মাসুদ রানার শ'চারেক বই এখনও উইপোকাদের উদরপূর্তির কাজে লাগছে।

২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৬

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: সময় আমাদের কত কিছু বদলে দেয়। এখন সম্রাট ভাই কবিতা লিখে। দুঃখের কবিতা, সুখের কবিতা।

৯| ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৫

শাহরিয়ার কবীর বলেছেন: ভেবেছিলাম চা খাবো আর গল্প পড়বো !!! তার কোনটা হল না,,,, এবার যাই, আমি আমার নিজের ঘরে কয়ডা ভাত খেয়ে আসি।। :) পরে গল্প পড়বো।।

২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৮

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: পড়েন। দেখেন, আপনার তিগোর কিছু মনে আছে কিনা।

১০| ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৯

নাইট রাইটার বলেছেন: ভালো হয়েছে। সিরিয়ালভাবে লেখতে থাকুন।

২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:০২

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: উৎসাহের জন্য ধন্যবাদ। :)
আপনার ব্লগে গিয়ে কোন পোস্টই পেলাম না। :(

১১| ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:১৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অয়ন ভাই লিখছে তাই পড়তে হয় তা হলে আমি রহস্য বেদে নাই, শুধুই প্রকৃতি আর প্রেম জীবন বোদ কিংবা সময় পরিচিতি। আপনার লিখার প্রশংসা করি।

৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:২৬

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আরে না সুজন ভাই। আমি লিখেছি দেখে পড়বেন না। গল্প পড়বেন গল্প পড়ার উদ্দেশ্যে। :D

১২| ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:২৪

ভ্রমরের ডানা বলেছেন:

চমৎকার লিখেছেন ভাই!

৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:২৭

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: থ্যাংকু থাংকু থাংকু! :)

১৩| ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৯

উম্মে সায়মা বলেছেন: আমি তিন গোয়েন্দার প্রবীণ ভক্ত অয়ন ভাই :)
অনেকদিন পর কিশোর পাশা, মুসাদের পেলাম। লেখা চালিয়ে যান.....

৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:২৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: থ্যাংকু আফা। আপনাদের কমেন্টে দায়িত্ব বেড়ে গেল। ভাল করে লিখতে হবে।

১৪| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ৩:২২

নূর-ই-হাফসা বলেছেন: গল্প ভালো হয়েছে । চালিয়ে যান ।
সত্যি কথায় আসি , ফ্রেন্ড আর কাজিনরা যখন কমিকসের আর তিন গোয়েন্দা বই নিয়ে মেতে ছিল তখন ৭ অথবা ৮ টা বই সামনে নিয়ে ৩দিনে ৪টার মতো শেষ করে হাপিয়ে উঠেছিলাম । এরপর তিন গোয়েন্দার প্রতি আর আকর্ষন হয় নি ।
তবে আপনার লেখা ভালো হয়েছে ।

৩০ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৩৭

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ধন্যবাদ। তাহলে তখন কি পড়তেন বেশি? নাকি পড়তেনই না? আমি অবশ্য তিগো একা একাই পড়েছি। আশেপাশে বই পড়ার মত কেও ছিল না।

১৫| ৩০ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪৩

মোস্তফা সোহেল বলেছেন: তিন গোয়েন্দা শেষ কবে পড়েছি মনে নাই।অনেক আগে পড়েছি দু-চারটি।একটির নাম মনে নেই, পড়ে খুবই ভাল লেগেছিল।
আমাদের থানাতে আগে তিন গোয়েন্দার বই পাওয়া যেত না।জেলা শহরে পাওয়া যেত।তাই তেমন পড়তে পারিনি।

আপনি গোয়েন্দা কাহিনি লিখুন তবে নাম গুলো পরিবর্তন করে দিতে পারতেন।মানে মুসা-রবিন-কিশোর বাদে আপনি অন্য নাম ব্যবহার করতে পারতেন।
লিখতে থাকুন।আশা করি ভাল হবে।

৩০ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫১

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: সেবা প্রকাশনীতে বেশিরভাগ চিঠি ঢাকার বাইরে থেকে আসত। অনেকেই অনেক দূর থেকে বই কিনত, টাকা জমিয়ে বই কিনত, পরের বইয়ের জন্য অপেক্ষা ইত্যাদি অনেক কিছুই লিখত।

না, এই নামই থাক। এই নামগুলোর মধ্যে এক ধরণের ভালোলাগা আছে। উৎসাহের জন্য ধন্যবাদ।

১৬| ৩০ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫৪

মোস্তফা সোহেল বলেছেন: নাম পরিবর্তন করে দিতে বলেছি কারন তাতে সতন্ত্র ভাবটা থাকত।

৩০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:০২

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমি তো আগে তেমন লেখালিখি করি নাই। তাই এখন এগুলার অবলম্বনে লিখি। পরে ভাল লেখক হতে পারলে সুইচ করব।

১৭| ৩০ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫৫

মোস্তফা সোহেল বলেছেন: আর এই নাম গুলো খুবই জনপ্রিয় তাই লেখা পড়তে গিয়ে আপনার নাম মনে হবে না মনে হবে পুরাতন লেখকের লেখায় পড়ছি।

৩০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:০৪

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কি কন! আপনার এরকম মনে হইছে? B:-)

১৮| ৩০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৮

মোস্তফা সোহেল বলেছেন: হ মনে হইতাছিল রকিব হোসেনের তিন গোয়েন্দা পড়তাছি ;)

৩০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫১

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনার মন্তব্য পড়ে আমি-

কিশোরের মত ঠোটের নিচ টেনে টেনে চিমটি কাটছি।
মুসার মত খাইছে বলছি।
আর রবিনের মত বই ঘেটে খুজতে চাচ্ছি আপনার প্রতিউওর কি দেয়া যায়।

১৯| ৩০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:০৯

মোস্তফা সোহেল বলেছেন: তিন জনের প্রতিমন্তব্য কি হয় আমি তাহা দেখিবার জন্য অধীর আগ্রহে বসে আছি।

৩০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এখনো ভেবে বের করতে পারছি না। :(

২০| ৩০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৯

টারজান০০০০৭ বলেছেন: একসময় আমিও লেখার চেষ্টা করিয়াছিলাম , লিখিয়া মনে হইল , ইহা উইপোকা ছাড়া আর কেহ পড়িবে না ! তাই তাহাদেরই দিয়া দিয়াছি ! এই বয়সে তিন গোয়েন্দা না লিখিয়া প্রাপ্তবয়স্কদের জন্য মাসুদ রানা লিখিতে পারিতেন ! (তবে গুপ্ত মহাশয় নহে !) :D

৩০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: মাসুদ রানা লিখতে হলে অনেক কিছু জানতে হয়। সেই সামর্থ্য আমার নাই। যে জায়গায় সেবা ই ১/২ টা মৌলিক লিখে বাকিগুলো বিদেশি গল্প থেকে নিচ্ছে সেখানে আমি কে?

২১| ৩০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৪

নূর-ই-হাফসা বলেছেন: আপনি এখনো ৩ গোয়েন্দা পড়েন ? আমি ঐ সময় টা রূপকথা ,ঈশপের , আর ভূত বিষয়ক বই পড়তাম ।
তিন গোয়েন্দা চেষ্টা করেছিলাম সবার এতো আগ্রহ দেখে । কিন্তু ৪টা পড়ার পর আর ভাল্লাগে নি । আমার শুধু মিসির আলি কে ভালো লাগে । স‍্যার হুমায়ুন আহমেদ যদি আরো কয়েকটা মিসির আলি বই আমাকে দিয়ে যেতেন ।
আপনার পরের পর্ব আসতে কি আরো মাস খানিক লাগবে ?

৩০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এখন তো আর তিন গোয়েন্দার সেই আগের সময় নেই। খোজাখুজি করে যেই বই গুলো পড়া হয় নাই সেগুলা পেলে পড়ি। না লাগলে আর কি করার! আমার আবার ফ্যান্টাসি,সামাজিক উপন্যাস একেবারে বিশ্রী লাগে। আমার সবচেয়ে ভাল লাগে প্রবন্ধ পড়তে। তারপরে থ্রিলার, রহস্য কাহিনী। মিসির আলি ভাল। আমি সব পড়ি নাই।বেশ কয়েকটা পড়েছি।

দেরি হতেও পারে। লিখার পর যদি সন্তুষ্ট হই তাহলে পোস্ট করব।

২২| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৬

জেন রসি বলেছেন: তিন গোয়েন্দা সিরিজের কয়েকটা বই পড়েছি। আপনি ভক্ত বুঝাই যাচ্ছে। তা জমজমাট সব গল্প লিখতে থাকুন। :)

৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:০৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ব্লগে তিন গোয়েন্দা দেখি অনেক কম মানুষ পড়েছে। অথবা তাদের কাছে এই পোস্ট হয়ত যায় নাই। এনিওয়ে, উৎসাহের জন্য ধন্যবাদ। :)

২৩| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:২৮

শাহরিয়ার কবীর বলেছেন: আবার গল্প পড়তে আসলাম!!! :)

৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৬

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। :-P

২৪| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:০০

শাহরিয়ার কবীর বলেছেন: এটা কেমন কথা !!! :) B-)

৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:০৪

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এটা চাঁদ্গাজীর কথা। =p~

২৫| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:০৪

আবু তালেব শেখ বলেছেন: ভাই ব্লগ তো শিশুরা পড়েনা তাহলে শিশুদের গল্প বাদ দিয়ে বড়দের গল্প লেখেন। এসমস্ত কাল্পনিক কাহিনী এখন বিরক্তিকর।

৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:০৭

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ভাই, খুজে দেখেন। কয়েকজন ঠিকই পড়তে চায়। এমন কত পোস্ট দেখলাম মাইনষে পড়েও কমেন্ট ও করেনা। =p~
এনিওয়ে,আপনার সন্তান এখন ভাল আছে?

২৬| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪২

কুঁড়ের_বাদশা বলেছেন: ওস্তাদ, গেয়েন্দা কাহিনি নিয়ে লেখা ভাল লেগেছে!! :) :)

০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমি তো মুশকিলে পইড়া গেলাম। :P একজনে কয় এগুলা লেইখা আমি বাচ্চা হইয়া গেলাম, আবার কেও কয় লেখা ভাল লাগছে, আবার কেও কয় বিরক্তিকর শিশুদের গল্প। কই যামু।

২৭| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫২

কুঁড়ের_বাদশা বলেছেন: ওস্তাদ,আমার কাছে ভাল লেগেছে।আর আমি এবার এস,এস সি পরিক্ষা দিমু। আমি যে এখনো অবুঝ শিশু। আমি এখন এতো কিছু কি ভাবে বুঝবো !! :)

০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৩

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আরে শিষ্য, তুমি তো সসচ দিবা। আর আমাকে যে বলা হয়েছে আমি পিএসসি পরীক্ষা দিচ্ছি।

২৮| ০১ লা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০১

আবু তালেব শেখ বলেছেন: সব লেখার প্রশংসা সবসময় করতে হয় না।মাঝে মধ্যে সমালোচনা করতে হয় , তাতে লেখক আরো ভাল কিছু লেখা উপহার দিতে পারে । আমার কমেন্টাও ঠিক এরকম। আমার কথায় কষ্ট পেলে আমি দুঃখিত। আশা করি ভাল আছেন।
এবং আমার সোনামনি সুস্হ আছে ইনশাআল্লাহ

০১ লা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৭

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমি কষ্ট পাই নাই। এটা পাবলিক প্লেস। এখানে সব মেনে নিতে হয়। তাই আমি কাওকে বলি না যে "আপনি আমার পোস্টে কমেন্ট করবেন না"। আমি ভাল-খারাপ দুই মন্তব্যই গ্রহণ করি। আপনি একটা মন্তব্য পাবেন না যেখানে আমি খারাপ রিপ্লাই দিয়েছি। আর সামুতে বেশ কিছু ভাল ভাল পোস্ট আসে যেগুলা পড়াই হয় না। এর কারণ মনে হয়, পোস্টদাতা কারো পোস্টে মন্তব্য করে না , কারোও ব্লগে যায় ও না। এ লেখার এগেইনস্টে কমেন্ট পাব সেটা জেনেই পোস্ট করেছি।

০১ লা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১১

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এখানে তো ইনশা আল্লাহ হবে না মনে হয়। এটা দিয়ে সামনে কোন কাজ বা ভবিষ্যতে যা করা হবে তখন ইনশা আল্লাহ বলতে হয়। এখানে মে বি মাশা আল্লাহ বা আলহামদুলিল্লাহ ব্যবহার করলেই মানানসই হবে। আল্লাহই ভাল জানেন।

২৯| ০১ লা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩৯

আবু তালেব শেখ বলেছেন: মাশা আল্লাহ হবে
আপনিই ঠিক বলেছেন।

০১ লা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪১

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: :)

৩০| ০২ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০৪

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: এটা কি সিরিজ?

মনে হচ্ছে অসমাপ্ত। বাকীটা লিখলে দারুন হবে।

০২ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৮

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এটাকে সিরিজ বলা যাবেনা। হ্যা অসমাপ্ত। বাকিটা লিখার ইচ্ছা আছে। গল্পটা এখনো পুরোপুরি দাঁড় করাতে পারছি না।

৩১| ০২ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০২

আখেনাটেন বলেছেন: স্কুল ও কলেজ লাইফে মাসুদ রানা ও ওয়েস্টার্নের পাঁড় ভক্ত ছিলাম। তিন গোয়েন্দা বাচ্চা পোলাপানের মনে হত। তাই বেশি পড়া হয় নি।

০২ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১২

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ওয়েস্টার্ণ সিরিজটাই সেবার সবচেয়ে অবহেলিত সিরিজ। :( ওয়েস্টার্ণের রাফ এন্ড টাফ বৈশিষ্ট্যই সবচেয়ে আকর্ষণীয় জিনিস। এখনো ভাল বইয়ের অপেক্ষায় থাকি। সম্প্রতি পড়া হয়েছে ডেথ ট্রেইল আর কার্তুজ।

৩২| ০২ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২২

আখেনাটেন বলেছেন: এই শতাব্দীর শুরু দিকে রাজশাহীর সোনাদীঘির মোড় থেকে পুরাতন প্রতি বই সাতটাকা দরে (ফেরত দিলে পাঁচটাকা পাওয়া যেত, মানে দুইটাকা ভাড়া) একগাঁদা (পনের থেকে বিশটা) করে কিনে নিউ ডিগ্রী হোস্টেলে আনতাম। একটানা পড়ে কয়েকদিন পরেই আবার দৌড় কিনতে। শীতকালে টানা সাতদিন গোসল না করারও রেকর্ড আছে এই বই পড়তে গিয়ে। :P সে সময় মাসুদ রানা ও ওয়েস্টার্নের পড়ি নি এমন বই ছিল না। একাডেমিক পড়াশুনা হেল বানিয়ে ফেলেছিলাম। :((

০২ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৮

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: বই নিয়ে এই প্যাটার্ণের ঘটনা মনে হয় প্রত্যেক বই পড়ুয়াদেরই আছে। :-B তিন গোয়েন্দার প্রথম বই পড়তে গিয়ে দুপূরের খাবারের কথাই ভুলে গেছিলাম। ক্ষুধাও লাগেনি। তবে আপনাকে গোসল না করার জন্য একটা পুরষ্কার দেয়াই উচিত বলা যায়। !:#P

৩৩| ০২ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

আমি তুমি আমরা বলেছেন: গল্পটা অফলাইনে পড়েছিলাম আগেই। তখন মন্তব্য করা হয়নি।

হাইস্কুলে থাকতে (ক্লাস সিক্স থেকে এইট) প্রচুর তিন গোয়েন্দা পড়া হয়েছে। কিন্তু রকিব হাসান লেখা ছেড়ে দেয়ার পর থেকে আর পড়া হয়নি। এমন না যে শামসুদ্দিন নওয়াবের লেখা পড়ার চেষ্টা করিনি। করেছি, কিন্তু সেই আগের ফ্লেভারটা পাইনি। তাই আর আগ্রহ জাগে নি।

এবার আসি গল্পের ব্যাপারে। গল্পের শুরু হিসেবে চমৎকার। রকিব হাসানের লেখার ফ্লেভারটা অনেকটাই আনতে পেরেছেন। এজন্য আপনাকে একটা ধন্যবাদ দিতে চাই।

এবার আসি চরিত্রের ব্যাপারে। ঝামেলা পড়ার পরই প্রথমে মাথায় এসেছিল শুঁটকি টেরির কথা। পরে দেখি শুঁটকি না, ফগ। ফগ বলে কি কোন পুলিশ ছিল? যতদূর মনে পড়ে পুলিশ চীফ ছিলেন ইয়ান ফ্লেচার। অন্যকোন পুলিশ চরিত্রের কথা মনে নেই।

টিটুর কথা মনে পড়ছে না। কুকুরের কথা ভাবতে গিয়ে শুধু রাফিয়ানের কথাই মনে পড়ল।

গল্পটা আশা করি তাড়াতাড়িই শেষ করবেন। চেনা চরিত্রগুলো- জিনা, রাফিয়ান, মেরীচাচী, রাশেদ চাচা, বরিস, ভূত থেকে ভূতে ইত্যাদি গল্পে আসলে খুশি হব।

অপ্রয়োজনে অনেক বড় মন্তব্য করলাম। আশা করছি রাগ করবেন না।

ধন্যবাদ :)

০২ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ভাই, অনেকে তো এই পোস্টের বিরুদ্ধেই মন্তব্য করছে। তাতেই রাগি নাই। আর আপনি তো খুব সুন্দর একটা মন্তব্য করছেন। বলা যায় এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে সুন্দর মন্তব্য। :)

শামসুর লেখা কেউই পড়তে চায় না। আসলে হয়ত এখন আর তিগোতে কনভার্ট করার মত বই পায় না সেবা। কি জানি! রকিব হাসান কেন ছেড়ে দিছিল তা কিশোর আলোর এক সাক্ষাৎকারে বলছিল।

তাহলে আপনার বোধহয় শুধু রকি বীচের কথাই মনে আছে। ফগের সব কাহিনী গ্রীনহিলসে। ও ওখানকার পুলিশ। গ্রীনহিলসে তিগোর হেডকোয়ার্টার ও নেই মানে মোবাইল ট্রেইলারটা নেই। আর এখানে টিটুই থাকে কুকুর হিসেবে।

এই গল্পটা ছোট হবে। অন্য কোন গল্পে আনার চেষ্টা করব উক্ত চরিত্র গুলা। ওমরের কথা মনে আছে? তাকে নিয়ে একটা লিখতে চাচ্ছি। কিন্তু এটা করা বেশ কঠিন। কারণ এডভেঞ্চার গল্প লিখতে বেশ পড়াশোনা লাগে। ডক্টর মুনের কথা মনে আছে? তাকে নিয়েও একটা প্লট মাথায় ঘুরছে। আর সেই বিখ্যাত বুদ্ধিমান চোর শোঁপার কথা মনে আছে?

মন্তব্যই তো প্রাণ। মন্তব্য না পেলে কি আর ব্লগিং করে ভাল লাগে?

আপনাকেও আন্তরিক ধন্যবাদ। :D

৩৪| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৮

আমি তুমি আমরা বলেছেন: ওমর শরীফের কথা মনে আছে। ওকিমুরো কর্পোরেশন, দক্ষিনে যাত্রা, গ্রেট কিশোরিয়োসো-অনেকগুলো উপন্যাসেই ছিল তার উপস্থিতি।

ডক্টর মুনের কথা মনে নেই। কোন গল্পে ছিল এই চরিত্র?

০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৬

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: সম্ভবত মায়া নেকড়ে তে আছে। আরোও কয়েকটা গল্পে আছে।

৩৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৬

মৌমুমু বলেছেন: ছোট বেলায় তিন গোয়েন্দা, ভূতের গল্প আর রূপকথার গল্পগুলো খুব পড়তাম। যদিও এখন বই পড়া না হলেও এই তিন টাইপসের মুভি খুব দেখা হয়। পোষ্টটা পড়ে ভালো লাগলো অয়ন ভাইয়া।
ভালো থাকবেন।

০৩ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৫২

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনাকে দেখলেই আমার খালি মাশার কথা মনে পড়ে। :P
ধন্যবাদ পড়ার জন্য।

৩৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২৩

মৌমুমু বলেছেন: হাহাহা !! ভালো বলছেন! :)
শখ করে একবার নিজের ছবি প্রোফালে দিয়ে যেই কাহিনী হলো!! তাই মাশাকেই প্রোফাইল পিকচার করে নিলাম।

০৩ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫১

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: অনলাইনে কোন মেয়েরই ছবি দেয়া উচিত না। বিকৃত মানসিকতার লোকের অভাব নাই অনলাইনে।

৩৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০১

কুঁড়ের_বাদশা বলেছেন: ওস্তাদ, কিতা খবর??? :) :) :)

০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০৩

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: শিষ্য, আমি দেখলাম তুমি কনস্ট্যান্ট লাইট এর ব্লগে হরতাল এর ঘোষণা দিয়ে আসছ। আমি একটা উপায় লিখে দিয়ে এসেছি। ওটা দেখেছ?

৩৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০৪

কুঁড়ের_বাদশা বলেছেন: দেখি নাই ...দেখি গিয়ে !!! আমার ভালবাসার মানুষ সোফিয়া বেদখল হয় গেল !!! :( :P

০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২৬

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: শিষ্য,তুমি লিখায় ভুল করেছ। ভালোবাসার "মানুষ" হবে না। রোবট হবে।

৩৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১৮

নূর-ই-হাফসা বলেছেন: অয়ন ভাই নতুন পর্ব আসতে আর কতদিন লাগাবেন ।

০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২৭

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ইয়ে মানে, আমি তো এখনো লিখাই শুরু করি নাই।

৪০| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪২

নূর-ই-হাফসা বলেছেন: আপনি কি জানেন আপনি যে বাচ্চাকে শিষ্য বানিয়েছেন , সে নাকি এস এস সি পরীক্ষা দিবে না ।
আমি বলাতে বানিয়ে বানিয়ে কি সব বুঝালো ।

০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমি দেখেছি আপনার ব্লগে গিয়ে ও আপনার সাথে অযথাই বক বক করেছে। শিষ্যর এমন আচরণ আমার পছন্দ হয় নাই।

৪১| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০১

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনি এবার শুরু করেন কিশোর/গোয়েন্দা উপন্যাস লিখা।

একসময় প্রচুর পড়েছি। এইতো গত মাসেও পুরান একটা মাসুদরানা সিরিজের বই পড়লাম। ভালই লাগে।

০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০৬

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এটার দ্বিতীয় পর্ব লিখতেই আটকে যাচ্ছি! আর উপন্যাস। তাও উৎসাহের জন্য ধন্যবাদ।

আমিও কয়েকমাস ধরে পুরান মাসুদ রানা পড়ছি। মাসুদ রানা ৫২ বছর ধরে চলছে।

৪২| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

নূর-ই-হাফসা বলেছেন: ধন্যবাদ বুঝতে পারার জন্য । :)

০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫০

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: :)

৪৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১০

কুঁড়ের_বাদশা বলেছেন: ওস্তাদ আমি হাজির।

০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১১

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এখন তো পাঠশালা বন্ধ শিষ্য।

৪৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৩

কুঁড়ের_বাদশা বলেছেন: ""আমি দেখেছি আপনার ব্লগে গিয়ে ও আপনার সাথে অযথাই বক বক করেছে। শিষ্যর এমন আচরণ আমার পছন্দ হয়"'
ওস্তাদ, আমি আপনার বাড়া ভাতে ছাই দিলাম নাকি? চিন্তা করেন না নৌকা ঘুরে যাবে না। :-B

০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৫

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: শিষ্য, তুমি তো "নাই" শব্দটা বাদ দিছ। এরকম ভুল কোট করলা কেন?
না ছাই দেও নাই। তবে আমাদের সাবধানে থাকতে হবে। নাহলে কখন কোন ঝামেলায় জড়িয়ে যাবা বুঝতেই পারবা না। অনাকাঙ্খিত ট্যাগ লেগে গেলে আক্ষেপ করেও লাভ হবে না। :#)

৪৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫১

মনিরা সুলতানা বলেছেন: নতুন পর্ব কবে আসবে ?

০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৫

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এখনো লিখাই শুরু করি নাই। দেরী হবে বেশ। :(

৪৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

ছোটবেলায় মাসুদরানাকে একবেলায় শেষ করতাম। এখনও মিস্ করি, কিন্তু পড়তে আর ইচ্ছে হয় না। সময়ও পাই না।

ভালো লেখেছেন। চলতে থাকুক! :)

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩২

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমার মনে হয় সময়ের চেয়েও বড় সমস্যা আমাদের "পড়তে ইচ্ছা না হওয়া"।

৪৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৮

কুঁড়ের_বাদশা বলেছেন: ওস্তাদ,শুভ সকাল। :P

০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৫

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: শুভ বৃষ্টিভেজা সকাল শিষ্য। B-)

৪৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৯

কুঁড়ের_বাদশা বলেছেন: আমি যেখানে আছি সেখানে এখন রাত ওস্তাদ। :P

০৯ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২০

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমার শিষ্য বিদেশে ছড়ায় গেছে ভাবতেই অনেক আনন্দ হচ্ছে। কয়জন মুরিদ পাইলা? =p~

৪৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৯

কুঁড়ের_বাদশা বলেছেন: কত রাজার মরণ হল নারীর কারণে.... খালি নারী মুরিদ পাই,ওস্তাদ। =p~ কিন্তু নিজের মরন কি আর নিজে দেখা যায়। :)

০৯ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২৩

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আরে শিষ্য, তুমি দেখি এ যুগের মাসুদ রানা হয়ে গেলা! এত নারী মুরিদ!

৫০| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৪

কুঁড়ের_বাদশা বলেছেন: ওস্তাদ, একখানা প্রসিদ্ধ কবিতা লিখিয়াছি আমার ব্লগে । :)

১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৪

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এখানে আসার আগেই দেখলাম। খাড়াও পইড়া নেই।

৫১| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১৫

অনিক_আহমেদ বলেছেন: মোবাইল নিয়ে সমস্যা....ভালোই তো লিখেছেন। পরের পর্ব কোথায়??

১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: লিখিই নাই, লিখব কিনা তাও জানি না।

৫২| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:২২

অনিক_আহমেদ বলেছেন: কেন রে ভাই? গল্প লেখায় হাত যেহেতু দিয়েছেন সো লিখে ফেলুন। এত আলসেমি করলে চলে? হয়ত কোনো দিন সেবা আপনাকে ভাড়াও করে ফেলতে পারে....

১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:২৫

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: লিখতে গিয়ে আটকে যাচ্ছি। ঠিকমত বানাতে পারছি না। সেবা ভাড়া করলে খুবই ভাল হইত আমার। :D
আপনার কি খবর। নতুন কোন পোস্ট দেখলাম না।

৫৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৩২

অনিক_আহমেদ বলেছেন: আটকে গেলে গুগোল করুন। ভিনদেশি পাবলিকরা প্লট তৈরীর বহুত মাল মশলা দিয়ে রেখেছে।

পরীক্ষায় আক্রান্ত। তাই নয়া কিছুর দর্শন পাচ্ছেন না।

১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৩৬

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: পরীক্ষা শেষে আশা করি ভাল একটা গল্প লিখবেন।

৫৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০২

পবন সরকার বলেছেন: ভালো লাগল।

১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১০

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ব্লগে এসে পড়ার জন্য ধন্যবাদ। :)

৫৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৪

অলিউর রহমান খান বলেছেন: আমি সব থেকে বেশী গল্প পড়তে পছন্দ করি।
গল্প আমার কাছে নেশার মতো মনে হয়।

আশা করেছি আপনি আরও গল্প আমাদের উপহার দিবেন।
খুব ভালো হয়েছে।
চমৎকার!

ধন্যবাদ ভাই।

১৪ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪১

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: গল্প পড়তে আমারো ভাল লাগে। তবে লেখালেখিতে এখনো খুব ভালো নই। আমার লিখার ইচ্ছা আছে। অবশ্যই চেষ্টা করব আরো গল্প লিখার। আপনাকেও ধন্যবাদ।

৫৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন: তিন গোয়েন্দা'র গল্পগুলো তো কপি পেস্ট ফ্রম 'ফাইভ ডিটেক্টিভস'।

১৪ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪৫

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: না, ফাইভ ডিটেক্টিভস নামে বই নাই। দা থ্রি ইনভেস্টিগেটরস, ফেমাস ফাইভ, হার্ডি বয়েজ এগুলা থেকে তিগো লেখা হয়েছে। কপি হলেও কিন্তু জনপ্রিয়তায় কখনোই ভাটা পড়ে নাই। তাছাড়া বইয়ের শুরুতে লেখা থাকে বিদেশি কাহিনীর ছায়া অবলম্বনে।ঠিক হুবুহু কপি-পেস্ট ও বলা যায় না। একটু এদিক-সেদিক করেই লিখা হয়।

৫৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৬

শাহরিয়ার কবীর বলেছেন: কেমন আছেন? কিছুদিন ধরে একটু নিজের কাজে ঝামেলায় আছি। তারপর কি খবর আপনাদের। :)

১৪ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০৭

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আছি মোটামুটি। আমি তো ভেবেছিলাম, আপনি স্বেচ্ছায় গুম হয়ে গেছেন।

৫৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০৯

শাহরিয়ার কবীর বলেছেন: হা, হা, হা ...এখনো গুম হয়নি, তবে যে কোন দিন হতে পারি । :)

১৪ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১২

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: জীবিকার কাজে?

৫৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১৩

শাহরিয়ার কবীর বলেছেন: জীবন জীবিকা ছাড়া জীবনের কি আছে? :)

১৪ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২৫

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: সেটাই, মানুষ যাই করে নিজের সার্ভাইভ এর জন্য। বিলাসিতা হইল তাদের, যাদের আজাইরা টাকা বেশি থাকে। যেমন সৌদির প্রিন্সরা।

৬০| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৪৬

রূপক বিধৌত সাধু বলেছেন: তিন গোয়েন্দা পড়া হয় নি, তবে আপনার লেখাটা ভালো লাগলো। পরবর্তীতে আরও ভালো আশা করি।

১৫ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: পড়া হয় নাই তাও লেখা ভাল লেগেছে দেখে আপনাকে ধন্যবাদ। :)

৬১| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৯

নূর-ই-হাফসা বলেছেন: অয়ন ভাই দেখেছেন ঐ পোষ্ট টা ? এখনো কোন কিছুই ঠিক হলো না । আর একটা জিনিস বুঝলাম না । রেসপন্স তেমন কেউ করছেই না । ব্লগার এর সংখ্যা কি এতই কম । অবাক লাগল ।

১৫ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: হ্যা, দেখেছি। হতে পারে ঢাকায় খুব কম ব্লগার থাকে অথবা ব্লগাররা নিরাপত্তার দিকটা ভাবছে। :|

৬২| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:২৯

শামচুল হক বলেছেন: ভালো লিখেছেন।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩৩

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: থ্যাংক্স! :)

৬৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৮

কুঁড়ের_বাদশা বলেছেন: ওস্তাদ কোবেতে লিখিয়া!! :)

১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১১

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: শিষ্য, আজকে ভূমিকম্প হয় নাই। ইতি আপা আমাদের ভয় পাইছে। :>

৬৪| ২০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩

চাঁদগাজী বলেছেন:


সামান্য সুচনা আছে, সামান্য ভিত্তি আছে, আপাতত প্লট নেই, কাহিনী নেই।

গোয়েন্দা কাহিনী হতে হয় ঘটনাবহুল, সামনে কি কিছু আছে?

২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৫

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: হ্যা, এটাতো একেবারেই সামান্য সূচনা। ঘটনা যা হবে তা তো আগামী পার্টে। লাস্ট লাইনে তো হিন্ট দিয়েই রেখেছি। পরের পার্ট বানাতে গিয়ে আটকে গেছি। কিছু অংশ বানাতে পেরেছি। তারপর আর ভাবিই নাই এই গল্প নিয়ে।

৬৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৯

আটলান্টিক বলেছেন:
‘আরে! মুসার দেখি খাবার ছাড়াও অন্যকিছুর ওপর নজর পরে। নাকি এটাও কোন খাবার ভেবেছিলে?’

লাইনটা চরম হয়েছে।লাষ্ট যে তিগো পড়েছিলাম সেটার নাম ছিল মেবি "অথৈই সাগর" আপনার লেখাটা সেই সময়ের কথা মনে পড়ে গেল।হোষ্টেলে লুকিয়ে লুকিয়ে পড়তাম।লেখাটা অসাধারণ হয়েছে।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৫২

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আরেকজন তিগো ভক্ত পেলাম। অথৈ সাগর আমার সবচেয়ে প্রিয় বই তিগোর মধ্যে। আমি চাচ্ছিলাম, গল্পের মধ্যে আগের সেই তিগোর ফ্লেভার আনতে। আপনি ধরতে পেরেছেন। থ্যাংক্স ম্যান! মনে হচ্ছে আপনি তিগোর সব বই পড়তে পারেন নাই।এখন বোধহয় আগের সেই মুড ও নাই পড়ার।

৬৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০৩

আটলান্টিক বলেছেন: জ্বি ভাই আমি তিগোর সব বই পড়তে পারি নাই সেটাই এক বিরাট আফসুস।যখন রকিব হাসান তিগোর বই গুলো লেখতো তখন ভাল লাগতো পরে নওয়াব সাহেব যখন তিগো লেখা শুরু করেন তখন আর বিরক্ত হয়ে পড়ি না।তিগো না পড়লেও এখন নিয়মিত মাসুদ রানা পড়ি।এইতো গত সপ্তাহেই "বিদায় রানা" পড়ে শেষ করলাম।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমিও বর্তমানে একটা রানা পড়ছি। পিশাচ দ্বীপ। হুম, রকিব হাসান লেখা ছেড়ে দেয়ার পর তিগো শেষ হয়ে যায়। আসলে অনুবাদ করার মত এত বই তো আর বছরের পর বছর পাওয়া সম্ভব না। তিগো বন্ধ করে দিলেই ভাল হয়।

৬৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১২:১৩

মোটা ফ্রেমের চশমা বলেছেন: আচ্ছা! এইটা কি আপনি ফেবুর কোন গ্রুপে দিয়েছিলেন?

০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১২:১৮

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: link

হুম, এই গ্রুপে।

৬৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১২:২০

মোটা ফ্রেমের চশমা বলেছেন: আ আ আ আ! নাহ! আমি এই গ্রুপের মেম্বার না। বই লাভারজ পোলাপাইন/পাঠকের রাজ্যে গ্রুপে আছি। সেখানে দেখেছি বলে মনে হচ্ছে। ঠিক শিওর না :| ভুলও হতে পারে।

০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১২:২৪

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: বই লাভার্সে আমিও আছি! কত ভালো গ্রুপ টা কেমন ভাবে মরে গেল! ১৩ না ১৪ তে জানি একবার গেট টুগেদারেও গিয়েছিলাম।

৬৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩৭

মোটা ফ্রেমের চশমা বলেছেন: বই লাভারে এখন নতুন কেনা বইয়ের ছবি পোস্ট হয় বেশি আর রিভিউ আসে কম। আপনি ইংরেজি বইয়ের প্রতি আগ্রহী হলে Litmosphere গ্রুপটায় জয়েন দিন। প্রচুর পাঁড় পাঠকের দেখা পাবেন আর অনেক ভালো ভালো বইয়ের সন্ধান পাবেন।

০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৬

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আচ্ছা, আপনার ফ্যাণ্টাসি ভালো লাগে? আমার একদম বিশ্রী লাগে!

৭০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৬

মোটা ফ্রেমের চশমা বলেছেন: ভালো লাগে ভাই। আসলে আমি ভালো বই পেলেই খুশি। নির্দিষ্ট কোন জনরার ভক্ত নই। তবে রিসেন্টলি কয়েকটা ফ্যান্টাসি বই ধরেছি। বেশ ভালো লাগছে- Grisha Trilogy,ACOTAR Trilogy, Six of Crows Duology

০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৩

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আর্টেমিস ফাউল নিয়ে বেশ মাতামাতি হয়েছিল। আপনি যেগুলা বলছেন সেগুলার নাম এখনই শুনলাম।

৭১| ০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:১০

অজানিতা বলেছেন: হা হা। অনেক মজা পেলাম। :-B
ধন্যবাদ লেখার জন্য।
আরো লেখা আশা করছি। :)

০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:১৫

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: মজা পেয়েছেন দেখে আমারো আনন্দ লাগছে। :D

আরো লেখা! উমমমম, ঠিক আছে। চেষ্টা করব।

৭২| ২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৫

সৈয়দ তাজুল বলেছেন: ভালো লাগল

২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৮

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ধন্যবাদ ভাই ব্লগে এসে পুরান একটি পোস্ট পড়ার জন্য। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.