নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্মার্টনেস নিয়ে চলতে চেষ্টা করি। গঠনঃ লম্বা তবে স্লিম। ফিগার তৈরীর পায়তারা সর্বদাই।আড্ডায় বেশি কথা বলতে ভাল লাগে।ব্যাচেলর জীবন তাই এলোমেল তবে বেকার স্টিকারটা কাধেঁ নেই।সেক্রিফাইজ্ড লাইফ লিড করতে ভাল লাগে। \npersonal email : [email protected]

ভাবের পোলা

সত্যিকারের মনের সন্ধানে আজও আছি ..............

ভাবের পোলা › বিস্তারিত পোস্টঃ

১ লা বৈশাখের সারাবেলা

১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫৯

ঘুম থেকে উঠেই বেরিয়ে পরলাম টি এস সি , ছবির হাট, রমনা , শাহাবাগ ইত্যাদি জায়গায় ঘুরলাম আমরা দুই জন খুবই ভাল ভাবেই দিনটা পার করলাম । দেখলাম মানুষ কতোটা সুখে শান্তিতে দিনটা পালন করতে পারে তবে আমাদের শান্তিটা ছিলো ইকটু ভিন্ন ধরনের । যখন দেখলাম ছেলে মেয়েরা খুবই হাসি-মজা করছে তখন আমার কাছে খুবই হিংসা লাগছিলো কারন আমাদের সাথে কোন মেয়ে বন্ধু নাই ,আমি আর আমার ডিপার্টমেন্টের সিনিয়র ভাই ছিলাম । তাই মনে তৃপ্তি পাওয়ার জন্য বেছে নিলাম অন্য উপায় - গরিবদের দান ২-৫টাকা করে দিলাম । আসলেই এ এক অন্য তৃপ্তি যা লিখে বুঝানো যাবেনা ।

আসলে ত্যাগেই সুখ । সারা দিন একজন মেয়ে বন্ধুর জন্য খুবই খারাপ লাগছিলো কারন এতো মেয়েদের ভিড়েও আমার একজন মেয়ে বন্ধু নাই কিন্তু শেষ বিকেলে এই খারাপ লাগার কষ্টোটা অনেক কমে গিয়েছিলো কারন কিছু টাকা গরিবদের দেয়ায় তাদের ইকটু হাসি মনের মধ্যে থাকা কষ্টোকে মুছে ফেলেছে । তখনই বুঝলাম এটাই মনের তৃপ্তি ।

এটাই বেচে থাকার অর্থ । অসহায় মানুষের পাশে দাড়ানোর মজাই আলাদা ।



শুধু একটা কথাই বলবো ‘’মানুষ মানুষেরই জন্য’’



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:১৩

ছাসা ডোনার বলেছেন: আসলেই ভাইজান, মানুষ মানুষেরই জন্য এইটা চিরসত্য কথা। সাবাস আপনি খুবই ভাল

২| ২৪ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩৯

সাধারন এক মেয়ে বলেছেন: বেলা শেষে এটাই সত্য প্রমানিত হয় মানুষ মানুষেরই জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.