নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

DEATH IS BETTER THAN DISGRACE

রসায়ন

রসায়ন › বিস্তারিত পোস্টঃ

ইগো আর ডিগনিটির দোলাচল | মতামত পোস্ট

২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:১৩

EGO is one of the biggest barrier to success !

ইগো মানুষকে শুধু আটকাতে জানে । সাধারণ সরি বললে একটা বিরাট সমস্যার সমাধান হয়ে যেতে পারে, অথচ ঐটা মুখ দিয়ে বের হয়না শুধু এই ইগোর কারণে ।

দুই গ্রুপই সমাধান চায় কিন্তু কেউই আগ বাড়িয়ে সমাধানে এগোতে চায়না সেটাও শুধু এই ইগোর কারণে ।

আমার রেজাল্ট ভালো, ভালো বিশ্ববিদ্যালয়ে পড়েছি চাকরি তো এমনিই হবে, পড়ার কি দরকার । ক্লাস সেভেনের অংক করবো এখন ? অবশেষে বেকার , কারণটাও সেই একই: ইগো ।

ইগো যেমনভাবে ক্ষতিকর তেমনি ডিগনিটি (Dignity) বা আত্মসম্মান থাকাটা খুব জরুরি । ইগো আর ডিগনিটি এক নয় । ডিগনিটি মানুষকে তার স্বকীয়তা বজায় রেখে চলতে সাহায্য করে । জীবনের সকল পর্যায়েই এটা গুরুত্বপূর্ণ। নতজানু হয়ে নয়, মাথা উঁচু করে নিজের মতামত জানিয়ে বেঁচে থাকাটাই হলো ডিগনিটি । অন্যকে সম্মান দিয়ে নিজের সম্মানের জায়গাটা ধরে রাখাই হলো ডিগনিটি । অন্যদিকে ইগো হলো, নিজেকে মহাপন্ডিত মনে করা । আরেকজনকে প্রয়োজনে খাটো করে নিজেকে বড় বানানোটাই হলো ইগো।
ইগো কমিয়ে ডিগনিটির দিকে মনোযোগ দেয়া দরকার ।

Ego breaks you and Dignity makes you :)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:২০

রাজীব নুর বলেছেন: ইগো মানুষকে শুধু ঠকায়।
আমার কোনো ইগো নেই।

২| ২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:২৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি সরি বলা শিখেছি, অনেক সময় খামোখা সরি বলি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.