নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে জানে জ্ঞানী গুণী তার কাছে শেখার আছে। মাথামোটার কাছে আমার কিছু শেখার নাই। আচরণে তার বংশের এবং ব্যক্তিক আভিজাত্য প্রকাশ পায়।সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতা সেই দিনগুলি

০৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৯


আমি অগ্নিঝরা ১৯৭১ দেখিনি
আমি শুনেছি স্বাধীনতার গান,
ইতিহাস পাতায় গুন গুনিয়ে
মনে মনে পড়েছি শহীদের বলিদান।
আমি ২৬মার্চ গভীর রাত্রের
অপারেশন সার্চ লাইট দেখিনি
আমি অনুভব করছি মানুষ পোড়া সেই গন্ধ
আর বুকচিরে অন্ধ্রপ্রদেশ চিৎকার।
আমি শুনেছি লাশ খুঁজে পায়নি কেহ! কেহ!
বাঙালির করবে যে বডির সৎকার।
আমি শেরে বাংলার বাঘের গর্জন দেখিনি
আমি বোঝেছি সে ছিল বীরত্ব অম্লান,
হক! বাঙালির মুক্তির অবিশ্বাস্য এক অবদান।
আমি বঙ্গবন্ধুর ৭ইমার্চ ভাষন চোখে দেখিনি,
কন্ঠস্পষ্ট শুনেছি সংগ্রাম তারি মুক্তির সংগ্রাম শ্লোগান।
মৃত্যু ভয় কার্পণ্য হয়নি এগুতে পিছপা -
করে গেছে সোনার বাংলা দান।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৮

শাহিন-৯৯ বলেছেন: ভাল হয়েছে। শহীদ হবে, ৭ই মার্চের হবে।

০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০১

এম ডি মুসা বলেছেন: জি ধন্যবাদ

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২৯

আইশা কবির বলেছেন: খুব সুন্দর!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.