নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে জানে জ্ঞানী গুণী তার কাছে শেখার আছে। মাথামোটার কাছে আমার কিছু শেখার নাই। আচরণে তার বংশের এবং ব্যক্তিক আভিজাত্য প্রকাশ পায়।সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের দুশ্চিন্তা

০৩ রা জুলাই, ২০২০ রাত ৯:৪৩




কেমন হবে চিত্র দৃশ্য এই বাংলাদেশ
ভুলে যাবে চেতনা যেই ত্যাগের কথা।
কেমন হবে এই বাঙালি আর বাংলাদেশ
খণ্ড করবে ইতিহাস কে হাতে ধরে।


যদি কোনো জুলুম বাজের হয় আগমন
মুছে ফেলে এই ইতিহাস পাতা থেকে
যদি কোন দুষ্টু চক্রের হয় আগমন
যদি দেশের সত্য বাদি হয় দুর্বলের।

শেখ মুজিবের সন্তান যদি না সরকার হয়
তাহলে কি বদলে যাবে এই ইতিহাস
মুক্তি যুদ্ধার সন্তান যদি না সরকার হয়
খণ্ড হবে শহীদের দাম বাংলা থেকে?

কেমন হবে এই বাঙালির বাংলাদেশে।।
আমার খুবই সংকোচের ভয় বুকটা কাঁপে

সকল যুগের ছেলের মেয়ের তাই কর্তব্য ।
মনে রাখার বুঝতে হবে মূল্য ত্যাগের
ঘরে ঘরে নব প্রজন্মে নতুন আলোর
রাখতে-হবে এই চেতনার বুকটায় ধরে।

এই দেশেরই মন্দ ঘটা হয় চারদিক
শহীদ জনের মূল্য ত্যাগের হবে খণ্ড ।
চাই না আমি এই দেশের জুলুম বাজের
চির নতো এই বাংলাতে থাকুক মাথা।
চিরজীবী বাংলা দেশটা জলুক সূর্য
রক্ষা করুক সোনার বাংলা সোনার মাটি।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০২০ রাত ১০:১০

বিজন রয় বলেছেন: দেশ নিয়ে আপনার চিন্তাটা আমার মনে ধরেছে।

২| ০৩ রা জুলাই, ২০২০ রাত ১০:২২

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর একটী কবিতা পাঠ করলাম।

৩| ০৪ ঠা জুলাই, ২০২০ রাত ১২:৫২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সকল ছেলের সকল মেয়ের তাই কর্তব্য ।
....................................................................
নতুনদের হাতে আগামী দিনের পতাকা তুলে দিতে হবে ।

৪| ০৪ ঠা জুলাই, ২০২০ রাত ১:৪০

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর লেখা

৫| ০৪ ঠা জুলাই, ২০২০ বিকাল ৩:৪৪

ইসিয়াক বলেছেন: সুন্দর কবিতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.