নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে জানে জ্ঞানী গুণী তার কাছে শেখার আছে। মাথামোটার কাছে আমার কিছু শেখার নাই। আচরণে তার বংশের এবং ব্যক্তিক আভিজাত্য প্রকাশ পায়।সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

তপন বাগচীর একটি কবিতা চাঁদোয়া

১৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:০৪


চাতালে দাঁড়িয়ে কাঁদে মিহিন বাতাস
চুমুরিরা ঝরে পড়ে জোছনার গায়
চাঁদমারি চুপচাপ নীল নীরবতা
চামচিকা উড়ে যায় অদূরে ছায়ায়।

চাঁচর চুলের মেয়ে গোপন ক্ষুধায়
চুম্বনের ঘ্রাণ মাখে মুখের ভূগোলে
চরকাবাজির স্রোতে ভেসে যাই একা
চকসা আকাশ থাকে অদৃশ্যের কোলে।

চাঁদোয়ার তেজে আমি অহরহ পুড়ি
চণ্ডীদাস রক্ষ কর প্রেমের মাধুরী।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:০৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

তিনি এ্ক সময় এই ব্লগে লিখতেন।
এখন কোথায় আছেন বলতে পারবেন?

১৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:২৪

এম ডি মুসা বলেছেন: তিনি বাংলা একাডেমীর ডেপুটি পরিচালক।
তিনি এখানে লিখতেন কিনা আমার জানা নাই।
তার লিংকটি খুঁজে বের করে দিলে তার ইনবক্সে আমি জানাতে পারবো।
আপনি চাইলে ফেসবুকে তাকে এড করতে পারেন

২| ১৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:১৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এখানে তার ব্লগ লিঙ্ক।

https://www.somewhereinblog.net/blog/tapanblog

১৭ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৩

এম ডি মুসা বলেছেন: লিংকটা ওপেন হয় না আর উনি অনেক ব্যস্ত আছেন মনে হয়!! বেশিরভাগ দেখি লাইভ অনুষ্ঠানে।
বিভিন্ন প্রোগ্রাম করেন বিভিন্ন গুণীদের সাথে তাদের সহযোগীদের সাথে কবিদের সাথে।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৪৪

এম ডি মুসা বলেছেন: বলেছি তিনি বলেছেন, এইতো ভাই।

৩| ১৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:০০

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১৭ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৪

এম ডি মুসা বলেছেন: অনেক ধন্যবাদ রাজীব নূর ভাই

৪| ১৭ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:০২

নেওয়াজ আলি বলেছেন: ভালো লাগলো ।

১৭ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৪

এম ডি মুসা বলেছেন: নবান্নের পাকা ধানের রাশি রাশি শুভেচ্ছা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.