নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে জানে জ্ঞানী গুণী তার কাছে শেখার আছে। মাথামোটার কাছে আমার কিছু শেখার নাই। আচরণে তার বংশের এবং ব্যক্তিক আভিজাত্য প্রকাশ পায়।সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীতে সবাই স্মার্ট

২৭ শে নভেম্বর, ২০২০ বিকাল ৩:০০

।পৃথিবীতে সবাই✓ স্মার্ট>
১| পড়াশোনা কমপাড়ে, অন্য কাজে দক্ষ
২| কথা কম বলে> কাজে প্রচণ্ড চালু
৩|দেখতে সরল সহজ> সবকিছুতে দক্ষ
৪|চেহারা কালো> মনটা ভীষণ সততা
৫|পড়াশোনা দক্ষ>বাহিরের কাজ পারে না
৬|কুশলি চাপাবাজি> বাইরে বোঝা যায় না
৭|নিজে সত্যবাদি> নিজকে দূর্বল ভাবে।

আল্লাহ সবারে একটা না একটা গুণ দিয়েছে
কেউকে ছোট ভাবার উপায় নেই!।
ছবি, কালের কণ্ঠ

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:০৮

রাজীব নুর বলেছেন: আমি স্মার্ট না।
কোনো জামা কাপড়ে আমাকে স্মার্ট লাগে না।

২| ২৭ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:২৩

ঠাকুরমাহমুদ বলেছেন: ভালো লিখেছেন।

৩| ২৭ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:৩১

আমি সাজিদ বলেছেন: বেশ ভালো বলেছেন।

৪| ২৭ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: ভালো বলছেন, কাউকেই ছোট করে দেখা উচিৎ নয়।

৫| ২৮ শে নভেম্বর, ২০২০ রাত ৩:২৪

ওমেরা বলেছেন: জী ঠিক বলেছেন, কেউই সব কিছু পারে না কিন্ত সবাই কিছু না কিছু পারে ।

৬| ২৮ শে নভেম্বর, ২০২০ ভোর ৪:০৯

অনল চৌধুরী বলেছেন: বাঘের আছে থাবা, হরিণের গতি,গিরগিটির রং পাল্টানেরা ক্ষমতা অঅর সজারুর বাঘের চোখ অন্ধ করে দেয়ার জন্য কাটা ছোড়ার দক্ষতা।
প্রকৃতি কাউকেই একেবারে শূণ্য হাতে পাঠায় না।

৭| ২৮ শে নভেম্বর, ২০২০ সকাল ৯:৩৩

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ তো মুসা দা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.