নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে জানে জ্ঞানী গুণী তার কাছে শেখার আছে। মাথামোটার কাছে আমার কিছু শেখার নাই। আচরণে তার বংশের এবং ব্যক্তিক আভিজাত্য প্রকাশ পায়।সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতা তুমি বড় অসহায়

২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:২৭

যেই অধিকারে স্বাধীন হয়েছি
কতটুকু মেলে- সেই অধিকার?
চাকরির পদে বৈষম্য নীতি
জালিয়াতি দেখে করি হাহাকার।

অফিসে ডুকলে ঘুষ লেনদেন
খপ্পরে পরে আম জনতায়,
রক্ত জোয়ারে স্বাধীনতা পাই
তবু কেন আজ- অসহায়।

শয়তান এসে সুবিধা উসুলে
নীল নকশাটা আঁকে,
উকিল মহুরী চুষে চুষে খায়
মামলা সূত্র থাকে।

বিচারের নামে চলে অবিচার
নিউজ থাকছে আড়ালে,
নির্দোষ জনে করে অপরাধী
জীবন নিঃস্ব করালে।


এইসব নাকি স্বাধীন দেশের
শহীদে রক্ত দাবি,
স্বাধীন দেশের জাতি পরাধীন
খুলে না ভাগ্য চাবি।

খাদ্য ভেজাল হু হু বাড়ে দাম
স্বাধীনতা তুমি বড় অসহায়,
হারামী বাঙালি করে ধূলিসাৎ
কুড়াল মেরেছে পায়।


রাষ্ট্র বিরোধী ভাষার বিরোধী
কুলাঙ্গারের দল,
বংশ তোদের রাজাকার এর
মস্তষ্ক ভরা মল।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:২৩

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫১

এম ডি মুসা বলেছেন: নুর সাহেব ধন্যবাদ।

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কবিতায় নৈতিকতা ঝরে পরছে। দারুন লিখেছিসরে ভাই। এভাবে আরো লিখ---অনেক অনেক দোয়া রইলো।

২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫১

এম ডি মুসা বলেছেন: ঠিক আছে আপু

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩০

সোনাগাজী বলেছেন:



এর আগের কবিতায় মন্তব্য নেয়ার অপশন বন্ধ রাখা ঠিক হয়নি; সেটাতে শিরোনামে ভুল আছে, "মুক্তিযুদ্ধ" হবে।

২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫০

এম ডি মুসা বলেছেন: ঠিক আছে। তবে মন্তব্য বন্ধ রাখছি। দু'টো একি বিষয়ে। জনাব। তবে। বানান ঠিক করেছি।

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০২

বাউন্ডেলে বলেছেন: জাতি স্বাধীন আছে- এ বিষয়ে কোন সন্দেহ নাই। তবে মোল্লা-অগ্নি তারেক গং আইনের অধিনে আছে। অনথ্যায় আম জনতার স্বাধীনতা বিনষ্ট করতে পারে অগ্নি সন্ত্রাসীরা। ফালতু বচনের বিহারি মার্কা কবিতা।

২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:০৪

এম ডি মুসা বলেছেন: দেশ বিরোধী দলের দমন করে শান্তির জন্য দেশ স্বাধীন হয়নি। দেশের অধিকার কতটুকু পায়, ১৯৭১ সালে বাংলাদেশের এত রাজনৈতিক দল ছিল না - মানুষ একমাত্র অধিকার পেতে যুদ্ধ করছে। আপনার মন্তব্য গিলু হীন। মোল্লা অরজগতা তৈরি করে বা বাকি যারা করে সব অরজগতা দমন করাই স্বাধীনতা রক্ষার করার অংশ। আরো মৌলিক অধিকার সব সংবিধানের ১৯নং অধিকার ২৯ অধিকার এছাড়া.. সকল অধিকার সঠিক ভাবে না হলে... স্বাধীনতা চেতনা অসহায় হয়ে পড়ে। স্বাধীনতা অর্জনের রক্ষা করা কঠিন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে না পারলেও স্বাধীনতা বৃথা হয়ে যাবে। এর পরে ভেবে চিন্তে সকলের দায়িত্ব নিয়ে মন্তব্য করবেন। গিলুহীন মন্তব্য করবেন না।

৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৫২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ভালো লিখেছেন।

তবে, এখনো কিছু বানান ভুল আছে। যেমন- 'ডুকলে' এর জায়গায় মনে হয় 'ঢুকলে' লিখতে চেয়েছিলেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.