নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গানের ভুবন

গানের ভুবনেআমি আজ পথচারি,ক্ষমা করে দিও যদি না তোমায় মনের মত গান শুনাতে পারি....

এম.ডি অভ্র

আমি অভ্র.. ছোট বেলা থেকে আমি একটু দুষ্ট প্রকৃতির ও বিনোদন প্রেমি।ভালোবাসা নিয়ে একটু বেশি ঘাটাঘাটি করি।তাছাড়াও ফোনে নুতন নুতন মুখের সাথে কথা বলতে ভালো লাগে এখন তা ছেলে হোক বা মেয়ে হোক....

এম.ডি অভ্র › বিস্তারিত পোস্টঃ

তুমি আর কৃষ্ণচুড়া

২৩ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:১৮

নিশ্চয়ই তুমি ভালো আছ আর আমি তো আমার মতোই , কিন্তু আমার কৃষ্ণচুড়া গাছটি ভালো নেই! তাঁর কান্না আমি থামাতে পারছিনা। যেদিন তোমাকে প্রথম দেখেছি সেদিন ই গাছটি আমি রোপণ করেছিলাম আজ সেই গাছটি বড় হয়েছে ফুলে ফুলে গাছটি লাল হয়ে গেছে,যেভাবে তোমার দুটি গাল হয়েগিয়েছিল যেদিন তোমার সাথে প্রথম কথা হয়! কথা ছিল তুমি আসবে, গাছটি কিছুটা সান্ত্বনা পাবে কিন্তু তুমি আসোনি। আমি গাছটিকে সান্ত্বনা দেয়ার জন্য তোমার সেই প্রিয় গানটি

( কৃষ্ণচুড়া লাল হয়েছে ফুলে ফুলে তুমি আসবে বলে) হাজার বারের বেশি বার শুনেছি আমি জানি তুমি আসবেনা কারন তোমার কাছে আজ আমি বিরক্তিকর। তাই একটা ছোট অনুরোধ তোমার কাছে, তুমি তোমাদের বাসার সামনে দাড়িয়ে আমার কৃষ্ণচূড়া গাছটির দিকে একবার তাকিয়ে তোমার প্রিয় “ কৃষ্ণচূড়া লাল হয়েছে” গানটি শুনবে দূর থেকে সান্ত্বনা দেয়ার চেষ্টা করো আমার বিশ্বাস তোমার সান্ত্বনায় গাছটি কিছুটা শান্ত হবে!!!তোমার সেই শান্তনায় আমার কৃষ্ণচুড়া গাছটি লাল হয়ে মিশতে চাইবে নীল আকাশের বুকে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.