নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গানের ভুবন

গানের ভুবনেআমি আজ পথচারি,ক্ষমা করে দিও যদি না তোমায় মনের মত গান শুনাতে পারি....

এম.ডি অভ্র

আমি অভ্র.. ছোট বেলা থেকে আমি একটু দুষ্ট প্রকৃতির ও বিনোদন প্রেমি।ভালোবাসা নিয়ে একটু বেশি ঘাটাঘাটি করি।তাছাড়াও ফোনে নুতন নুতন মুখের সাথে কথা বলতে ভালো লাগে এখন তা ছেলে হোক বা মেয়ে হোক....

এম.ডি অভ্র › বিস্তারিত পোস্টঃ

নেইমার আর মেসির সম্পর্ক কি?বন্ধু না শত্রু?চলুন জানা যাক।

২৮ শে জুন, ২০১৪ রাত ৮:৪২

চারিদিকে চলছে আর্জেন্টিনা ও ব্রাজিলের যুদ্ধ। ঘরে ঘরেই তর্ক বিতর্ক চলছে কে সেরা সেটা নিয়ে। আর এই তর্ক বিতর্ক গড়াচ্ছে মারামারি এমনকি খুনাখুনি পর্যন্ত। কিন্তু যেই মেসি আর নেইমারকে নিয়ে এতো প্রতিযোগীতা আর এতো মারামারি চলছে, তাদের নিজেদের মধ্যে সম্পর্কটা কী রকম? তাঁরা কি বন্ধু নাকি চির শত্রু?



2ফুটবলের মাঠে কখনো একসাথে একই দলের হয়ে খেলা হয়, আবার কখনো নিজের দেশের হয়ে বিপরীত দলে। কিন্তু যেই দলেই খেলা হোকনা কেন মেসি ও নেইমারের মধ্যে বরাবরই আছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।দুজনেই দুজনের সাথে খুনসুটিতে মেতে ওঠেন। সেই সঙ্গে দুজনেই দুজন সব বিষয়ে বেশ সাহায্য করেন।



3বিশ্বকাপে নেইমারের সাথে প্রতিদ্বন্দ্বিতা আছে কিনা সেই প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে মেসি বলেন – “নেইমারের সঙ্গে লড়তে আসিনি বিশ্বকাপে। ও আমার সতীর্থ। আমার বন্ধু। মানুষ হিসেবেও দারুণ। আমাদের মধ্যে খুব ভাল সম্পর্ক। জানি ব্রাজিল আর আর্জেন্টিনার মধ্যে লড়াই হবে মাঠে, আমাদের মধ্যে নয়”।



4মেসি প্রসঙ্গে নেইমার বলেন, “মেসির সঙ্গে আমার বন্ধুত্ব দারুণ। মেসি বিশ্বসেরা একজন কিংবদন্তী খেলোয়াড়। তাকে আমি শ্রদ্ধা করি”। বিশ্বকাপে মেসির সাথে নেইমারের তুলণা করার বিষয়টিও নেইমার ভালো চোখে দেখছেন না।



5দুজনের মধ্যে এই অকৃত্রিম বন্ধুত্বটাকে ভক্তরা যেন নষ্ট করে দেয়ারই চেষ্টা করছেন। বিষয়টি নিয়ে এই দুই তারকাই বিরক্ত। মেসি এই প্রসঙ্গে বলেছেন যে “বিশ্বকাপের এই এক মাসের জন্য আমাদের সম্পর্ক নষ্ট করবেন না। কারণ বছরের বাকি অংশে আমাদেরকে বার্সেলোনার হয়ে একসাথে খেলতে হবে”।



বি.দ্র:সকল ফুটবল বিতর্কি দের জন্য এই তথ্য টি গুরুত্ব পূর্ন মনে করছি{পাঠকরা কি বলেন}নিচে মেসি+নেইমারের কিছু বন্ধুত্ব পূর্ন মহর্ত.>>>

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০১৪ রাত ৯:০০

ম্যাংগো পিপল বলেছেন: ঠিক ..........

২৮ শে জুন, ২০১৪ রাত ৯:৩৫

এম.ডি অভ্র বলেছেন: ধন্যবাদ ম্যাংগো পিপল

২| ২৮ শে জুন, ২০১৪ রাত ৯:৪৩

আয়রন ম্যান বলেছেন: মনে হয় মেসি নেইমারকে নিয়ে এই বাংলাদেশের যত লাফালাফি হয় বিশ্বের আর কোথাও এমন হয় না।
যদিও মেসি বা নেইমার-এর এই বাংলাদেশ শব্দটা এখন পর্যন্ত মুখে উচ্চারণ করার প্রয়োজন হয়েছে কিনা সন্দেহ।

২৮ শে জুন, ২০১৪ রাত ১১:৩৫

এম.ডি অভ্র বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।নেইমার বলেছে কি না আমার জানা নেই।তবে মেসি বলেছিল বাংলাদেশ নামে কোন দেশ আছে বলে আমার মনে হয়না।

৩| ২৯ শে জুন, ২০১৪ দুপুর ১২:৫৮

ডি মুন বলেছেন: অন্ধ ভক্তদের উচিত এই পোস্টের কথাগুলো তাদের আয়নার সামনে ঝুলিয়ে রাখা।

পোস্টে ভালোলাগা রইলো। ভালো থাকুন নিরন্তর।

৪| ২৯ শে জুন, ২০১৪ দুপুর ১:১৪

এম.ডি অভ্র বলেছেন: ধন্যবাদ আপনাকে আপনার সু চিন্তিত মতামত প্রকাশ করার জন্য।ভালো থাকুন সবসময়।

৫| ২৯ শে জুন, ২০১৪ রাত ৮:১০

আব্দুল মোমেন বলেছেন: যথার্থ

৩০ শে জুন, ২০১৪ রাত ১২:৫২

এম.ডি অভ্র বলেছেন: ধন্যবাদ......মন্তব্যর জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.