নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন মানুষ-মানুষের কল্যাণে কাজ করি,মানুষের কথা বলি।।

শিবলী আখঞ্জী

শিবলী আখঞ্জী › বিস্তারিত পোস্টঃ

রূপের রানী খাগড়াছড়িকে নিয়ে একটি কবিতা

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪২

পাহাড়ি কন্যা
----------------------------------------
স্বচ্ছ পানির ঝিরি ঝর্ণা
পাহাড়ি কন্যার চোখে
মিষ্টি দুধের নহর আছে
পাহাড়ি কন্যার বুকে--
তাহার উর্বরা দেহটির মাঝে
চালায়ে লাঙল চাষ
ফলায় জুম্ম রবিশস্য
রসালো ফলের গাছ--
ময়না টিয়া পাখিরা বাসা বেঁধেছে কন্যার খোঁপায়
নিঃশ্বাসে তার আম মুকুলের
নেশাময় ঘ্রাণ ছিটায়
তাঁর অঙ্গের মাঝে অঙ্গা রাখলে
মনে হয় বেহেস্তি নাঙ--
ফিসফিসিয়ে বলে সে আমায়
মুইতরে হুস্ পাঙ্

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৬

বিজন রয় বলেছেন: সচ্ছ পানির ঝিরি ঝর্ণা, স্বচ্ছ হবে।

কেমন আছেন?

কবিতায় +++++

২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৩১

শিবলী আখঞ্জী বলেছেন: ভুল ধরিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩

ভাবুক কবি বলেছেন: ভাল লাগলো

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১১

শিবলী আখঞ্জী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

৪| ১৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১০

নুর ইসলাম রফিক বলেছেন: শিবলী আখঞ্জীে কেমন আছেন?
আমি আপনার এই সুন্দর কবিতাটি বেশ কিছুদিন আগে পাঠ করেছি আপনার প্রোফাইলে।

আপনি যে একটিভ আছেন তা আমার ধারনা বাহিরে ছিল।
আজ আপনার সরব উপস্থিতি দেখে অনেক ভাল লাগলো।

ওহে প্রতি উত্তর করতে আপনার সমস্যা হচ্ছে।
আপনি মন্তব্যকারীর মন্তব্যের ডান দিকে হলুদ রঙ্গের একটি বাকানো তীর চিহ্নিত আইকন দেখতে পাবেন।
এই আইকনে ক্লিক করলেই আপনার জন্য প্রতি উত্তর বক্স ওপেন হবে।
এই বক্সে আপনি আপনাকে করা মন্তব্যের প্রতি উত্তর করতে মন্তব্যকারীর কাছে একটি নোটিস পোছে যাবে।

এভাবেই আপনি সবগুলি মন্তব্যের প্রতি উত্তর করতে পারবেন।

আপনি যেভাবে প্রতি উত্তর করেছেন এভাবে প্রতি উত্তর করলে মন্তব্যকারী কোন নোটিস পাননা।
তাই উনি বা উনারা জানতেও পারেননা উনারা আপনার প্রতি উত্তর পেয়েছেন কিনা।

সর্বদা ভাল থাকবেন। রইলো আপনার জন্য অনেক অনেক শুভ কামনা।

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:১৫

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.