নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

......পরিচয়টা অপ্রকাশ্যই থাক.......

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ

......... ”ক্ষুদ্র করো না হে প্রভু আমার হৃদয়ের পরিসর, যেন সম ঠাঁই পায় শত্রু-মিত্র-পর .........

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ › বিস্তারিত পোস্টঃ

জঙ্গি, সন্ত্রাসী, আতঙ্কবাদী উপাদি গুলো কি শুধু মুসলমানদের জন্যই প্রযোজ্য?

০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:০৫


কোন গন সমুদ্রে গুলিবর্ষণ হলো অথবা বোমা মারা হলো,
ভোরের কোন এক সকালে জনপদে কুপিয়ে হত্যা করা কোন ব্যক্তির
লাশ পাওয়া গেল। আমরা ধরে নেই এটা কোন মুসলিম জঙ্গিগোষ্ঠীর কর্মকাণ্ড।
কয়েকদিন আগে লাস ভেগাসের একটি কনসার্টে গুলিবর্ষণ করে
যে ষ্টিফেন প্যাডক নামের এক লোক ৫৯ জন নিরিহ মানুষকে খুন করেছে
এবং ৫২৭ জন মানুষকে আহত করেছে সে কিন্তু মুসলিম নয়,
তার গায়ের রঙ কালো বা শ্যামবর্ণের নয়, তার গায়ের রঙ সাদা।
ধর্ম, রাজনীতি সংশ্লিষ্ট কোন হিংসে-বিদ্ধেষ নেই তার
এবং ইতিপূর্বে কোন সন্ত্রাসী কর্মকান্ডের রেকর্ডওও নেই
তবুও অসংখ্য নিরিহ মানুষকে খুন করেছে সে।
ষ্টিফেন প্যাডক লাস ভেগাসের কান্ট্রি মিউজিক কনসার্টে পাশের হোটেলের
৩২ তলার জানালা থেকে প্রায় ২২,০০০ মানুষের উপর গুলিবর্ষণ করেছে।
তার হোটেলের রুমে ২৩ টির মতো বন্দুক উদ্ধার করা হয়েছে
এবং তার গাড়ির ভিতর হাজারেরও বেশি বুলেট পাওয়া গিয়েছে।
এই সন্ত্রাসী হামলা করেছে একজন সাদা চামড়ার আমেরিকান।
১৯৮২ থেকে এই পর্যন্ত আমেরিকায় যতগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে
তার মধ্যে শতকরা ৫৪ ভাগ সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছে আমেরিকানরা।
তারা গুলিবর্ষণ করলে, বোমাবাজি করলে তাদেরকে কেন সন্ত্রাসী বলা হয়না?
এখনো ষ্টিফেন প্যাডককে বন্দুকধারী বলে আখ্যায়িত করা হচ্ছে।
মনস্তত্তবীদকে দিয়ে পরিক্ষা করানো হচ্ছে যে তার মাথায় কোন সমস্যা আছে কিনা।
তার মাথায় সমস্যা থাক আর সে এটা অজ্ঞতা বশতই করুক সে একজন সন্ত্রাসী,
সে একজন আতঙ্কবাদী। বাইশ হাজার মানুষের ভিতরে
ভয়াবহ আতঙ্ক সৃষ্টিকারিকে কেন আতঙ্কবাদী হিসেবে চিহ্নিত করা হচ্ছেনা।
জঙ্গি, সন্ত্রাসী, আতঙ্কবাদী হওয়ার জন্য কি মুসলমান হওয়া জরুরী?

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৫৪

আবু তালেব শেখ বলেছেন: ঠিক বলেছেন মুসলিম হলে হইতো আর একটা আফগান দেখতে হত। মুসলিম হলে সাথে সাথেই জংগি উপাধি পেত। আর প্যাডকের উপাদি বন্দুকধারী।

তবে হ্যা কিছু অনৈসলামিক সংগঠন যেমন আইএস এরা জংগি ছাড়া কি? মানুষ মারা এদের কাছে যেন ডালভাত ঠিক আমেরিকা যেমন বোমা মেরে নিরিহ মানুষ হত্যা করে

০৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:২২

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: আই এস কে তো অবশ্যই জঙ্গি উপাদি দেয়াটা যুক্তিযুক্ত।
কোন মুসলিম নামধারী কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করলে তার ক্রেডিটটা পুরো মুসলিম জাতির উপর চাপিয়ে দেয়া হয় এটাই হলো দুঃখ। আর অন্য ধর্মের কেউ হামলা করলে কেবলই তার পরিচয় থাকে একজন বন্দুকধারী।

মূল্যবান মন্তব্য পেশ করার জন্য ধন্যবাদ আপনাকে।

২| ০৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩০

আমার আব্বা বলেছেন: মৌলবাদ সকল ধর্মেয় আছে মিডিয়া একটি চিএনাট্য । মিডিয়ার মাধ্যমে আমরা এক জায়গা বা এক দেশের খবর জানি মিডিয়ার চিএনাট্য দিয়ে দুর থেকে সত্য উৎঘাটন করা কঠিন ।

০৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩০

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: হ্যাঁ ঠিক বলেছেন ভাই।
মিডিয়া আমাদের সামনে যেমন ভাবে খবরটি উপস্থাপন করে, তেমন ভাবে আমাদের মেনে নেয়া ছাড়া কোন উপায় থাকে না। তবে সকল মিডিয়া এক নয় এটাও অস্বীকার করা যাবে না।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ০৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৬

কালীদাস বলেছেন: কিছুদিন আগে বার্সেলোনায় যখন জঙ্গি হামলা চালানো হল, আমার নিজের স্প্যানিশ ফ্রেন্ডরাই ছোটখাট আন্দোলন শুরু করল- "হেট ফ্যানাটিক, নট মুসলিম" শিরোনামে। বেশিরভাগ দেশেই লোকাল লোকজন প্রায়ই খোঁজ নিয়েছে কোন সমস্যায় আছি কিনা মুসলিম হওয়ার কারণে, কারণ ওরা জানে এবং বুঝে কাউকে এভাবে ধর্মের জন্য ফ্যানাটিক ডাকলে সেটা পুরাই রেসিজম হয়ে যায়।

সমস্যাটা হল, এই ফ্যানাটিকরা যখন কাউকে খুন করে তখন যার যার স্রষ্টার নাম জিকির করে খুন করে। কেবল মুসলিম ফ্যানাটিক না, ক্রিশ্চিয়ান বা ইন্ডিয়াতে অনেক কট্টরপন্হী হিন্দুও সেইম কাজ করেছে। এখানেই ফ্যানাটিক আর নর্মাল মার্ডারের পার্থক্য। প্যাডক "হলি জিসাস" মাইকিং করে গুলি চালায়নি। চালালে মিডিয়া তাকেও ক্রিশ্চিয়ান ফ্যানাটিক বলত।

বেশ কিছু মিডিয়া এই জায়গাটায় কনফিউজিং নিউজ প্রচার করে সাধারণ লোকজনকে কনফিউজড করে ফেলে। ঠিক যেমনটা আপনার পোস্টের ভাষ্যে এসেছে।

০৮ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২৪

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: স্টিফেন প্যাডক মাইকিং করে গুলি চালায়নি ঠিক। তবে সে যে নিম্ন কণ্ঠে তার স্রষ্টার নাম উচ্ছারন করে গুলি চালায়নি এরই বা আপনি কি গ্যারান্টি দিতে পারেন? সে উচ্চ কণ্ঠেও যদি বলে থাকে তবুও তো শোনা যাওয়ার কথা না কারণ সে ৩২ তলার উপর থেকে গুলি চালিয়েছে।

যাইহোক আপনার মূল্যবান মন্তব্য পেশ করার জন্য আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.