নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মাহমুদুল হাসান ইমরোজ, ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক, ছোটবেলা থেকে খুব অল্পতেই তুষ্ট,কারো উপর অনধিকার চর্চা থেকে নিজেকে গুটিয়ে রাখতাম এখনও তেমনই আছি, কবিতা ভালোবাসি, কবিতার উপর প্রচণ্ড আবেগ ভালোবাসা......কবিতার সাথেই থাকতে চাই

মাহমুদ আল ইমরোজ

সাধারণ মানুষ তাই ভাবনাগুলো সাধারণ

মাহমুদ আল ইমরোজ › বিস্তারিত পোস্টঃ

একটি ক্যাকটাসের জন্য

০৯ ই আগস্ট, ২০১৫ রাত ১:১৩

বেলকনির নিশ্চল টবে ঠায় দাঁড়িয়ে
এক চিলতে মুগ্ধ হাসিতে প্রাণ জুড়াও;
অতি সঙ্গোপনে বেড়েই চলেছে তোমার ক্ষুরধার কাঁটাগুলো;
স্পর্শে মৃদু অনুভূতি কেঁড়ে নেই,
অজানা ইশারায় কেঁপে উঠে শিরদাঁড়া রাত্রির এক নিবেদন।

গহীন অরন্যে আলো আধাঁরের লুকোচুরি;
শানবাঁধানো ঘাটে নিস্তব্ধতায় এই নিভৃতচারী
পদ্মফুলের নির্যাসে নির্মল আনন্দে সদা মাতে।
তারপর আনমনে নয়নযুগলে ধরা পড়ে;
অনিন্দ্য রাজকন্যার রূপ।
চৈতী হাওয়া জড়িয়ে স্বাগত জানাই;
পদ্মফুলেল উষ্ণীশ পরিয়ে, দীর্ঘ প্রতীক্ষার অবসান।

অতি যত্নে রাখি;রৌদ্র-জল অবারিত জ্যোছনার আভায়,
বিহঙ্গের আনাগোনায় কোণঠাসা প্রাণে;
মায়াবী জাল জেগে থাকে,
টবের বৃত্তপথ পরিভ্রমণে মশগুল ত্রিনয়ন।
একটি ক্যাকটাসের জন্যে এতদূর।

অর্ধযুগের নিরন্তর ঘণ্টাধ্বনি থেমে যায় একদিন
রৌদ্রতাপের বিভীষিকায়,অসাড় কাঁটাগুলো শুধুই জেগে আছে,
অভিমানী স্মৃতিচিহ্ন বিদ্ধ করে সর্বদা।
নিষ্পলক নয়নে নিত্য চেখে রাখি,
এক চিলতে হাসির জন্যে স্মৃতিরাজ্যে উপনিবেশ;
জেগে থাকুক আর কিছুকাল।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.