নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মাহমুদুল হাসান ইমরোজ, ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক, ছোটবেলা থেকে খুব অল্পতেই তুষ্ট,কারো উপর অনধিকার চর্চা থেকে নিজেকে গুটিয়ে রাখতাম এখনও তেমনই আছি, কবিতা ভালোবাসি, কবিতার উপর প্রচণ্ড আবেগ ভালোবাসা......কবিতার সাথেই থাকতে চাই

মাহমুদ আল ইমরোজ

সাধারণ মানুষ তাই ভাবনাগুলো সাধারণ

মাহমুদ আল ইমরোজ › বিস্তারিত পোস্টঃ

কবিতা: মুশকিল মন

১৫ ই মার্চ, ২০১৬ ভোর ৪:২০


মন মানেনা কিছুতেই
মন কী যে চায়,
মনের সাথে আড়ি দিয়ে
পাইনা কোনো সায়।

মনটা আমার উড়ুউড়ু
ভবের আঙ্গিনায়,
পাল্লা দিয়ে নাগাল পেতে
ডাকি আয় আয়।

মনটা হলো ডাব্বুস ঘুড়ি
ভনভন করে উড়ে,
নাটাই দিয়ে টানতে গেলে
ক্ষ্যাপার মতো রূঢ়ে।

মনকে আমি খাঁচার ভেতর
রাখি কী করে?
খাঁচার ভেতর মনপাখি
যাবেতো মরে।

মনকে বলি মেনে চল
আমার যা সাধ্য,
বিনিময়ে দিয়ে যাব
একগুচ্ছ পদ্য।

মন আমায় ভনে সুধায়
থাকব কেন ঘরে,
স্বাধীনতা আমার ও আছে
তাই হব ভবঘুরে।

আমি এখন কী যে করি
পাইনা কিছু ভেবে,
মনটা নিয়ে মুশকিল আছান
কী করে হবে!

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৬ ভোর ৬:৪০

আহমদ ফয়েজ বলেছেন: খুব সুন্দর লেখা,

১৭ ই মার্চ, ২০১৬ রাত ১:১৩

মাহমুদ আল ইমরোজ বলেছেন: ধন্যবাদ

২| ১৫ ই মার্চ, ২০১৬ সকাল ৮:২৪

অগ্নি কল্লোল বলেছেন: ভালো লাগলো।

১৭ ই মার্চ, ২০১৬ রাত ১:১৩

মাহমুদ আল ইমরোজ বলেছেন: ধন্যবাদ

৩| ১৫ ই মার্চ, ২০১৬ সকাল ৯:০৪

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

১৭ ই মার্চ, ২০১৬ রাত ১:১৩

মাহমুদ আল ইমরোজ বলেছেন: ধন্যবাদ

৪| ১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:১২

বিজন রয় বলেছেন: ভাল লাগল।
++++

১৭ ই মার্চ, ২০১৬ রাত ১:১৪

মাহমুদ আল ইমরোজ বলেছেন: ধন্যবাদ

৫| ১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:২০

শামছুল ইসলাম বলেছেন: সুন্দর।

১৭ ই মার্চ, ২০১৬ রাত ১:১৪

মাহমুদ আল ইমরোজ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.