নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\n

মা.হাসান

মা.হাসান › বিস্তারিত পোস্টঃ

একটি (প্রায়) মৌলিক গল্প

২২ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৪৮




নীল পাখি নাক বাহিয়া বাঁশ গাছের উপরে উঠিয়া তাহার তেলের ভান্ড দেখিয়া আসিল (কৈ মাছ কান বাহিয়া গাছে উঠিতে পারে, যেহেতু গল্প মৌলিক কাজেই নাক বাহিয়া উঠিতে হইবে)। তাহার তেলের ভান্ডের উপরে আজকাল অনেকেরই নজর পড়িয়াছে। ডোডো পাখি গাছ তলায় বসিয়া কাঁঠাল এর ডান্ডা খাইতেছিল (পাঁঠা কাঁঠালের পাতা এবং ছাল খায় , পাখি এসব খায় না। তবে যেহেতু গল্প মৌলিক, কাজেই ডান্ডা খাওয়াইতে হইবে। গল্প যে মৌলিক তাহা বুঝাইবার জন্য শুরুতে মাঝে মাঝেই বন্ধনির মাঝে বিরক্তিকর এইরুপ বক্তব্য আসিবে, ধীরে ধীরে পাঠক অভ্যস্থ হইবে এবং সাথে সাথে এইরূপ বক্তব্য কমিয়া আসিবে)। ডোডো পাখি কহিল ---'বাবা নিলু একটু সরিষার তেল দিবি। বড্ড আটা জড়িয়ে যাচ্চে।'
নীল পাখি কহিল--'ও তেল বিক্রির জন্য নহে।'
--'ও মলো যা, তোর কাছে কিনতে চাইলো কে। আমি এই জায়গার সিনিয়র মেম্বার। একটু মাঝে সাজে ভেট-টেটওতো দিতে পারিস।' কথার মাঝে কাক গাছের উপরের ডাল হইতে ডোডো পাখির মাথায় পটি করিয়া দিলে ডোডো পাখি চিৎকার করিয়া উঠিল--'ও ভায়রার ঝি (সম্মন্ধির পুত মৌলিক গালি না, গল্প মৌলিক তাই গালিও মৌলিক) জায়গাটাকে বস্তি বানিয়ে ফেললে। বলি এভাবে পটি করতে আছে। ডায়াপার ব্যবহার করতে পারিস না?'
--'কেন তুমি কি ডায়াপার পরেই পটি করো নাকি?' কাক এর জবাব।
--'যতসব মুখে মুখে জবাব দেয়া বাবুরা এয়েচেন। দাঁড়া আজ ঋভু পাখি আসুক। বলে যদি পিটিয়ে বাড়িছাড়া না করেছি তবে আমার নাম ডোডো না।'
--'হাসালে মাইরি।' নিঝু পাখি বলিল। 'ঋভু দাদা না তোমাকে মেরে মেরে তেত্রিশ বার এলাকাছাড়া করেছিল! প্রতিবারই নাকে খত দিয়ে ভালো হয়ে যাব বলে বন্ড সই দিয়ে ফিরে এসেছো।'
--'দেখ নীঝু তেত্রিশ বারের খোটা দিবি না বললাম। যতসব কলোনিয়াল মানসিকতা। এমনভাবে বলচিশ যেন নিজে মার খাস নি কোনো দিন। গতবারই না কান ধরে উঠবস করার সময় বললি বড়দের মার না খেলে বড় হওয়া যায় না? তাছাড়া নাইনটিন সিক্সটি ফাইভের যুদ্ধের পর সরকার এই সম্পত্তির রিসিভার দেওয়ার সময় (মৌলিক) সিনিয়র হিসেবে আমারিতো রিসিভার হওয়ার কতা। মাঝখান থেকে ঋভেটা কেমন করে ঢুকে পড়ল। তোর সাথে বকবক করতে করতে দাঁতের পোকা বেরিয়ে গেল (মৌলিক)। তা মুখ পোড়া নিলু, তেল টা দিবি কিনা।'
--'কেন তোমার কাঁঠাল তো শেষ। তেল দিয়ে কি করবে?' শিলু পাখির ফোড়ন।
--'না ভাবছিলাম একটু শুকনো লঙ্কা আর রসুনের কোয়ার সাথে তেলটা মিশিয়ে একটা মালিশ বানাবো।'
--'ওতো গায়ে ব্যাথার মালিশ, তোমার আবার কি হলো?' কাউলা পাখির উদ্বিগ্ন প্রশ্ন।
--'আর বলিস নে বাপু, সেদিন ছ্যাতালাইট মাথায় দিয়ে... ।'
--'স্যাটেলাইট! ও আচ্ছা, তুমি না স্যাটেলাইট ডিজাইন কর।' ডোডো পাখির মুখের কথা কাড়িয়া নিয়া তাতু পাখির সংযোগ।
--' আ মলো যা। বলছিলাম ছ্যাতালাইট এর কতা, এর মধ্যে স্যাটেলাইট এল কিভাবে? আর স্যাটেলাইট ডিজাইন করি সে কতা কি ক্যানেস্তারা পিটিয়ে বলে বেড়াতে হবে? বলি বাতাসেরও তো চোক আচে (মৌ)। গুপ্তচরেরা চার্দিক ঘুরে বেড়াচ্চে, কেউ শুনে ফেললে তকন?'
-- 'ছাতা লাইট লাইট এর কথা কি বলছিলে বুঝলাম না তো, তাতুটার জ্বালায় কতা কওয়া মুশকিল।' সাটু পাখির সামাল দেয়ার চেষ্টা।
--'সে আর বলিস নে বাপু। এই বর্ষার মাঝে রাত বিরাতে বড় বাইরে পেয়ে গেলে ছাতা মাতায় দিয়ে নয় বাইরে গেলুন, অন্ধকারটা সামলাবো কি করে বল দিকিনি? সেজন্য ছাতার সঙ্গে কিছু এলইডি লাইট লাগিয়ে নিয়েছলুন (ছ্যাতালাইট অ্যামাজন অনেকদিন থেকেই বিক্রি করছে এটা মৌলিক না তবে, বর্ষার দিনে ছ্যাতালাইট মাথায় দিয়ে বড় বাইরে করতে যাওয়া মৌলিক)। তা বাপু লাইটগুলো ছাতার ভেতরের দিকে লাগিয়েছলুন, বাইর থেকে দেকে তো বোঝা যায় না, ওদিক দিয়ে যাওয়ার সময় পিছন দিকে গদাম করে কে যেন একটা দিয়ে দিল। বড় ব্যথা রে বাপ। দেনা একটু তেল।


'কইলুম তো, এ তেল দেয়া যাবে না।' নীল পাখির একই স্বরে জবাব। ভদ্রলোকের এক কথা।
--'বস্তির লোকজন সব, পাঁচশ বারো ঘর ঘুরে, চুরাশি বাড়ি থেকে ভিক মেগে তবে না ঐ ১৬ ছটাক তেল পেয়েচে, তার আবার ডাট কতো। তুমি চিন্তা করোনা ডোডো দাদা, আমরা পালা করে তোমায় মালিশ করে দেব।' কলা পাখির প্রলেপ।
--'হু, মালিশ করে উলটে যাবি। কত দেকলুম। তোর খামারে কত অ্যামিবা,প্লাংটন, কোনদিন মনে করে দুটো এনেছিলি, ডোডো দাদা খাবে? এয়েচেন আমার মালিশ করনে ওয়ালা। হুহ।
বেলা চড়ে গেল । তোদের সাতে কতা কয়ে মাতাটাও গরম হয়ে গেল। ও নিলু দেনা একটু সরষের তেল, চান্টা সেরে আসি।'

--' বললুম তো ছাগলের পেটে মাখন সয়না (মৌ) এই তেল তো্মার সইবে না।' ।
--'কি এত বড় আস্পদ্দা!! আমারে তুই ছাগল বললি!!!'
--' কে তোমারে ছাগল বলল? আমার এটা কি তেল না মাখন? এটা মাখন হলে তুমিও ছাগল। যত সব প্রশ্ন ফাঁস জেনারেশন। বাংলা ভাষাও বোঝে না।'
রাগে ডোডোর জিভ হইতে ধোয়া বাহির হইতে লাগিল (মৌ)। এমন সময় এন্ডাপাখি আসিয়া বলিল--'ডোডো দাদা। এই নাও গিরিজ। যাও জলে ডুব দিয়ে আসো। ও ব্যাটা নীলুর তেলে বড় ভেজাল।'
--'ওমা কিরিচ দিয়ে আমি কি করব রে ?আমি কি বন্ড নাকি।'
--'আরে কিরিচের কথা কে বলছে ?চোখের মাথা খেয়েছ, কানের ও কি মাথা খেয়েছো। এটা হল গিরিজ।তেলের চেয়ে অনেক বেশি কনসেনট্রেটেড জিনিস। লুব্রিকেশন অনেক ভালো। তাছাড়া তেল মেখে তো সবাই চান করতে পারে, গ্রিজ মেখে কয়জন চান করে। এটার মধ্যে মৌলিক মৌলিক ভাব আছে।'
--'যা, মেলা বক বক করিস নে, তোর মত লিলিপুটের মুখে মৌলিক শব্দ মানায় না। পারিস তো শুধু মুড়ি ভাজা রচনা লিখতে (ম)।'


--' দেখো ডোডো দাদা, ওরকম লিলিপুট লিলিপুট কোরোনা।তুমি কতটা ব্রবডিংনাগ জানা আছে। দেখছো না ব্যাটা নীলুটা বস্তির ছেলে গুলোর সাথে প্যাক্ট করেচে । ওর কাছে তুমি তেল চাও কোন আক্কেলে। বেটা বস্তির ছেলে যদি তেলের সাথে কিছু মিশিয়ে দেয়। তোমার সাথে তো ঋভু দাদার ভালো খাতির। ঋভু দাদাকে বলে ওদেরকে এখান থেকে খেদিয়ে দাও না।'
--'তা যা বলচিস। ঋভেটা আমাকে অবশ্য খুব মানে, সেদিনই বলছিল আমার মধ্যে একটা পাখবিক ( ) ভাব আছে। আচ্ছা গিরিচই সই। দে একটু দিকুনি, এখন একটু মেকে চানটা সেরে আসি।'

লেখা উৎসর্গ আমার কাছে অর্থহীন মনে হয়। কাউকে লেখা উৎসর্গ করার বিশেষ আগ্রহ আমার নেই। তবে এ লেখাটা আমাদের গুপ্তচর লেখক পদাতিক চৌধুরী কে উৎসর্গ করলাম। দীর্ঘদিন ধরেই তিনি ছাইপাশ লিখে যাচ্ছেন, মৌলিক কিছু লিখতে পারছেন না। এ লেখা থেকে তিনি যদি মৌলিক কিছু লেখার প্রেরনা পান তবে এ লেখা সার্থক হবে।

মন্তব্য ৮৫ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৮৫) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:০৩

পদাতিক চৌধুরি বলেছেন: আপাতত লাইক করেই সিরিয়াল বুক করলাম। পড়াশোনা করে আবার আসছি।

২২ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৩১

মা.হাসান বলেছেন: যাকে পোস্ট উৎসর্গ করা তিনি প্রথম পদধূলি দেওয়ায় অত্যন্ত আনন্দিত হলাম। বিস্তারিত মন্তব্যের অপেক্ষায় রইলাম।

২| ২২ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:১৩

চাঁদগাজী বলেছেন:


@পদাতিক চৌধুরি ,

১ নম্বর মন্তব্য; আপনি "পোষ্ট না পড়ে লাইক দিলেন কেন"? এগুলো কি ব্লগিং?

২২ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৩৪

মা.হাসান বলেছেন: অন্যের পোস্টে আসিয়া তৃতীয় কাউকে ব্লগিং শিক্ষা দেওয়া যদি ব্লগিঙের অংশ হয় তবে পোস্ট না পড়ে লাইক দেওয়া ব্লগিঙের অংশ হইতে কোন বাধা দেখিনা।

এক কাজ করুন না কেন ব্লগিংয়ের বিষয়ে একটি কোর্স খুলুন। যারা যারা আপনার নিকট থেকে সার্টিফিকেট লাভ করবে তারাই শুধু ব্লগের লেখা এবং মন্তব্য করার অধিকার রাখবে।

৩| ২২ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৩৭

জুন বলেছেন: কি একটা ম্যাও প্যাও লেখা যে লিকেচেন মা হাসান :|
মাইরি বলচি এই লেখার আগামাথা কিচুই বুঝতে পার্চি না :-/
মনে হয় আমি প্র ফা জে :(
পিলাচ দিতেও বড্ড নজ্জা পাচ্চি গো :``>>

২২ শে জুলাই, ২০১৯ রাত ৮:০৪

মা.হাসান বলেছেন: সত্যি করে বলছি এই ম্যাওপ্যাও পোস্টে আপনাকে একেবারেই আশা করিনি। প্লাসের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা । আমারও একটু লজ্জা লজ্জা লাগছে। :`>

৪| ২২ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৪৫

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, " অন্যের পোস্টে আসিয়া তৃতীয় কাউকে ব্লগিং শিক্ষা দেওয়া যদি ব্লগিঙের অংশ হয় তবে পোস্ট না পড়ে লাইক দেওয়া ব্লগিঙের অংশ হইতে কোন বাধা দেখিনা।

এক কাজ করুন না কেন ব্লগিংয়ের বিষয়ে একটি কোর্স খুলুন। যারা যারা আপনার নিকট থেকে সার্টিফিকেট লাভ করবে তারাই শুধু ব্লগের লেখা এবং মন্তব্য করার অধিকার রাখবে। "

-যেই রকম আপনার পোষ্ট, সেই রকমই আপনার উৎসর্গ। যাকে উৎসর্গ করেছেন, উনি "না পড়ে লাইক" দিয়েছেন; এগুলো কমনসেন্সের ভেতর পড়ে না। ব্লগিং'এর একটা মান আছে, সন্মান আছে!

২২ শে জুলাই, ২০১৯ রাত ৮:০৬

মা.হাসান বলেছেন: একটি কিনলে একটি ফ্রি। ব্লগিং এর শিক্ষার কোর্স করলে কমন সেন্সের কোর্স ফ্রি, খুব ভালো চলবে।

৫| ২২ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯

রাজীব নুর বলেছেন: আপনার পোষ্টে আসতে ইদানিং ভয় ভয় করে। মন্তব্য করতেও সাহস পাই না।

২২ শে জুলাই, ২০১৯ রাত ৮:১২

মা.হাসান বলেছেন: আপনি সুরভী আপার কাছ থেকে টাকা ধার নিয়ে ফেরত দেওয়ার আশা রাখেন । আপনি সাহসী পুরুষ, সাহসের অভাব আছে বলে মনে করি না। আপনার জন্য সব সময়েই অনেক অনেক শুভকামনা।

৬| ২২ শে জুলাই, ২০১৯ রাত ৮:০৬

চাঁদগাজী বলেছেন:


@জুন,

১ নং মন্তব্য দেখেন, এই ধরণের ডামী পোষ্ট, "না পড়েই" একজন লাইক দিয়েছেন।

২২ শে জুলাই, ২০১৯ রাত ৮:১৬

মা.হাসান বলেছেন: সত্যিই সেলুকাস যারা বেকার ভাতা তুলিয়া খায়, তাহারাই বেকার সমস্যার সমাধান কল্পে লেকচার দেয়। যাহাদের নিজেদের কমন সেন্স নাই তাহারাই অপরকে কমন সেন্স শিক্ষা দিতে চায়।

কিছু ডোডো পাখি পোস্ট রিফ্রেশ করিয়া পোস্টকে আলোচ্য পোস্টে নিয়ে যায়, কিছু ডোডো পাখি কমেন্টের পর কমেন্ট করিয়া ম্যাওপ্যাও পোষ্টকে আলোচিত পোস্ট বানাইয়া ফেলে।

৭| ২২ শে জুলাই, ২০১৯ রাত ৮:১৪

ঢাবিয়ান বলেছেন: ডোডো পাখি হেব্বি মাইন্ড করসে =p~ । প্রশ্ন ফাশ জেনারেশনদের যন্ত্রনায় ব্লগটা এক্কেবারে বস্তি হয়ে গেল B:-/

২২ শে জুলাই, ২০১৯ রাত ৮:২৬

মা.হাসান বলেছেন: সত্ত কইছেন। ব্লগে অহন মনে হয় দুই খান কেলাস থাকা দরকার। একখান ডোডোপাখিদের জন্য, বিজনেস কেলাস, আর একখানা বস্তির ম্যাওপ্যাও মিয়াদের লাইগা ধ্যাধধ্যাড়া কেলাস। ডোডোদের থেইকা ছাট্টিপিকেট না লইলে বিজনেস কেলাসে কাউরে এন্ট্রি দেওন ঠিক অইবো না।

আপনি বিশিষ্ট এক দার্শনিক, জাতির বিবেকের ফেসবুক থেকে কোট করে একখানা পোস্ট দিছিলেন সেইটা কই গেল?

৮| ২২ শে জুলাই, ২০১৯ রাত ৮:১৬

চাঁদগাজী বলেছেন:


পোষ্ট হিসেবে, আপনার লেখাটার মান খুবই নীচু; ব্লগের মান বাড়াতে পারে, সেই ধরণের পোষ্ট লেখার চেষ্টা করেন।

২২ শে জুলাই, ২০১৯ রাত ৮:৩২

মা.হাসান বলেছেন: আপনার চোখের সমস্যা তাই আগে পড়তে পারেন নাই মনে হয়। আমি অন্য পোস্টে আগেই বলেছি আমি ডোডো পাখিদের জন্য লিখি না।

৯| ২২ শে জুলাই, ২০১৯ রাত ৮:২১

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, " সত্যিই সেলুকাস যারা বেকার ভাতা তুলিয়া খায়, তাহারাই বেকার সমস্যার সমাধান কল্পে লেকচার দেয়। যাহাদের নিজেদের কমন সেন্স নাই তাহারাই অপরকে কমন সেন্স শিক্ষা দিতে চায়।

কিছু ডোডো পাখি পোস্ট রিফ্রেশ করিয়া পোস্টকে আলোচ্য পোস্টে নিয়ে যায়, কিছু ডোডো পাখি কমেন্টের পর কমেন্ট করিয়া ম্যাওপ্যাও পোষ্টকে আলোচিত পোস্ট বানাইয়া ফেলে। "

-এটি আপনার পোষ্ট; সামনের পাতায় আরো অনেকের পোষ্ট আছে; ব্লগারেরা আপনার পোষ্টের মান দেখুক ও বলুক; সেটা যদি আপনাকে সাহায্য করে!

২২ শে জুলাই, ২০১৯ রাত ৮:৩৬

মা.হাসান বলেছেন: আপনি এক কাজ করেন না কেন দিনের শেষে এক এনালাইটিক্যাল পোস্ট দেন। প্রথম পাতায় আসা কোন পোস্টকে ১০এ ০ দিলেন বা মাইনাচ দিলেন বলে দেন। আমার মতো লোকদের অনেক উবগার হয়।

১০| ২২ শে জুলাই, ২০১৯ রাত ৮:২২

চাঁদগাজী বলেছেন:


হাবিজাবি লিখে নিজকে হাসির পাত্র করছেন, সাথে সাথে ব্লগের মান কমাচ্ছেন!

২২ শে জুলাই, ২০১৯ রাত ৮:৩৮

মা.হাসান বলেছেন: প্যাঁচার হাসি বড় দুর্লভ। লোকে ভেংচি ভেবে ভুল করে।

১১| ২২ শে জুলাই, ২০১৯ রাত ৮:৩৪

জুন বলেছেন: @ প্রিয় ব্লগার চাঁদগাজী আপনাকেই বলছি,
আপনার কিছু কিছু রাজনৈতিক লেখা ছাড়া সামাজিক বিষয় নিয়ে যা লিখেন তা অতুলনীয়, আর সেই লেখালেখিগুলোর শুধু আমিই নই আরো অনেকেই তার দারুন ভক্ত । আপনি আমি আমরা আরো অনেকেই আছি ব্লগের এই দুর্দিনে ব্লগটাকে চালিয়ে নেবার সংগ্রামে। আমি মনে করি আপনার মতন একজন বিজ্ঞ ব্যাক্তি এত কঠোরভাবে কিছু না বলে একটু মিষ্টি করে বলে দেখুনতো কাজ হয় কি না ? যেমন করে আপনি ঐ মেয়েটিকে চা খেতে টাকা দিয়েছিলেন ? কি যেন মেয়েটির নাম ? মনে পরছে না ।
আর প্রথম প্লাস, পড়ে পরবো এগুলো আমাদের ভেতর কিছু আন্তরিক সম্পর্ককেই তুলে ধরে । এতে কি এমন ক্ষতি হয় বলুন ? এটা তো আর পরীক্ষার খাতা নয়। তাছাড়া কত ব্লগার চলে গেছে সবাই তাদের ভুলে গেছে। আমরাও চলে যাবো , আমাদেরো সবাই ভুলে যাবে । আমরা বেশিরভাগই খুব খুব সাধারন লিখিয়ে । যে কদিন আছি থাকি না একটু আন্তরিক আর মিষ্টি সম্পর্ক নিয়ে পরস্পরের সাথে ?
আশাকরি আমার লেখায় আপনি কিছু মনে করবেন না ।

২২ শে জুলাই, ২০১৯ রাত ১০:১২

মা.হাসান বলেছেন: এই জন্য আপনাকে এত শ্রদ্ধা করি ।

১২| ২২ শে জুলাই, ২০১৯ রাত ৮:৩৫

ঢাবিয়ান বলেছেন: বিজনেস কেলাস, আরেকটা প্রশ্ন ফাশ জেনারেশন কেলাস হইলে মনে হয় যথার্থ হয় এই ব্লগের জইন্য ।

জাতীয় দার্শনিক, জাতির বিবেকের পোস্ট কি বেশিক্ষন রাখা ঠিক? ঋভু দাদা কখন এসে আবার বান মারে ঠিক আছে? =p~

২২ শে জুলাই, ২০১৯ রাত ৯:৪০

মা.হাসান বলেছেন:


বাণ সমস্যা সমাধানে তান্ত্রিক এর সাহায্য নিতে পারেন। প্রশ্ন ফাঁস জেনারেশন এর ব্যাপারে আমার কিছু জিজ্ঞাসা আছে। ব্লগের বিবেক এর নিকট ১৪ নম্বর মন্তব্যের জবাবে জিজ্ঞাসা রেখে যাবো। সুযোগ থাকলে দেখে নিয়েন।

১৩| ২২ শে জুলাই, ২০১৯ রাত ৮:৩৬

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় মা. হাসান ভাই,

কি বলবো, হেসে হেসে এই পেটের নাড়ি ব্যাথা হয়ে গেছিল।তখন যে মন্তব্যটা মনে মনে ভেবেছিলাম, সন্ধ্যা বেলার সবে প্রার্থনায় দাঁড়িয়ে শেষ মুহূর্তে কোনোক্রমে এই পোস্টে নিজের উপস্থিতির জানান দেই। আপনি পারেনও বটে মাইরি।

তবে আপনারা যাই বলুন, মৌলিক লেখা আমার দিয়ে হবে না। আমি কপি পেস্ট্রিতে অভ্যস্ত। বড়দের জোড়াতালি দিয়ে দুই একটা বড় ধারাবাহিক করতে পারি এই যা। কাজী মৌলিক লেখা হবে না- এ কথা হলফ করে বলে দিলাম। হাহাহাহাহা.....

শুভকামনা ও ভালোবাসা জানবেন।

২২ শে জুলাই, ২০১৯ রাত ৯:৪৭

মা.হাসান বলেছেন: ডোডো পাখি দের ঠোক্কর এর কারণে পেটে ব্যথা হলে পেটে ক্রিকেটের প্যাডের মতো অ্যাবডোমেন গার্ড লাগানোর চিন্তা করতে পারেন। আপনাকে নিয়ে কিঞ্চিৎ আশা ছিল হয়তো চেষ্টা করলে মৌলিক লেখা লিখতে পারবেন। হাল ছেড়ে দিয়েন না। আপনি এক কাজ করতে পারেন, ডোনাল্ড ট্রাম্পের টুইট গুলো নিয়মিত পড়তে পারে। কোন এক ব্লগের সিনিয়ার এক ব্লগার নাকি নিয়মিত ওগুলোর ড্রাফট লিখে দেন। অনেক শুভকামনা।

১৪| ২২ শে জুলাই, ২০১৯ রাত ৮:৩৬

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, " আপনার চোখের সমস্যা তাই আগে পড়তে পারেন নাই মনে হয়। আমি অন্য পোস্টে আগেই বলেছি আমি ডোডো পাখিদের জন্য লিখি না। "

-লিখেছেন তো আপনার ওস্তাদের জন্য (১ নং কমেন্ট), উনি "না পড়েই" লাইক দিয়ে দিয়েছেন; যেমন লেখা, তেমন লাইক।

২২ শে জুলাই, ২০১৯ রাত ৯:৫৪

মা.হাসান বলেছেন: ব্লগার পদাতিক চৌধুরী আমার ওস্তাদ না। ব্লগে ওস্তাদ একজনই আছেন। তিনি তো আবার পদাতিক চৌধুরীকে ব্লগারই মনে করেন না।

আপনার ন্যায় বিজ্ঞ লোকের কাছে আমার একটা জিজ্ঞাসা ছিল। পিগমিদের সাথে কাদের সাদৃশ্য বেশি --সেই সব প্রশ্ন ফাঁস জেনারেশনের লোকদের যারা নিজের মনের ভাব প্রকাশ করতেই জানে না, নাকি ৭২ এর ফ্রিষ্টাইল পরীক্ষার্থী সেই জেনারেশনের লোকদের যারা নিজেদের মনের ভাব প্রকাশ একবারে করতে পারে না, আট- দশটা মন্তব্য লাগে মনের ভাব প্রকাশ করতে?

১৫| ২২ শে জুলাই, ২০১৯ রাত ৮:৩৮

চাঁদগাজী বলেছেন:



জুন বলেছেন: "@ প্রিয় ব্লগার চাঁদগাজী আপনাকেই বলছি, ... "

-ওকে, ঠিক আছে জুন!

২২ শে জুলাই, ২০১৯ রাত ১০:০৫

মা.হাসান বলেছেন: আপনি অত্যন্ত সিনিয়র একজন ব্লগার। ব্লগের অনেক সমৃদ্ধ সময় দেখেছেন। এমন একটা সময় ছিল যখন ব্লগে ভালোপোস্ট আসলে তাতে শ এর বেশি লাইক পড়েছে, কয়েক হাজার ভিউ হয়েছে। অথচ মাস দুয়েক আগে রোজার মধ্যে দেখেছি এই ব্লগে পোস্টে ১০০ ভিউ হওয়াই খুব কষ্টকর ছিল। আমি নিজে কয়েক মাস আগে দেখেছি ব্লগে প্রথম পাতায় পোস্ট দিলে কয়েক ঘণ্টার মধ্যে তা পেছনের পাতায় চলে যেত। এখন একটা পোস্ট প্রথম পৃষ্ঠায় ২৪ ঘন্টার উপরে ও থাকে। আগের টিকে থাকার জন্য ব্লগাররা ব্লগে ভালো মানসম্পন্ন লেখা দিতেন। ব্লক উঠে গেলেও ব্লগের সেই সুদিন আসবে বলে মনে হয় না। আপনি সেই দিনগুলো ফিরে পেতে চান, আমরা সবাই চাই। কিন্তু কিছু বিষয় আছে যেগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে। কিছু বিষয় আছে বয়স হয়ে যাওয়ার মতো, ভালো না লাগলেও মেনে নিতে হয়।
শুভকামনা ।

১৬| ২২ শে জুলাই, ২০১৯ রাত ৯:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

ডোডো পাখির জ্বলুনি দেখে হাসতে হাসতে মরি মাইরি!
শর্সের তেল না পেয়ে গিরিজেই কাম চালালো ;) ভাবনা অিত (মৌ) বটে :P =p~ =p~ =p~

অসাধারন রম্য ভায়া।

কতজনরে কতকিছু পাইয়ে! (মৌলিক) দিলেন ;)

+++

২২ শে জুলাই, ২০১৯ রাত ১০:১৮

মা.হাসান বলেছেন: ভৃগু ভাই- জুন আপা, চাঁদগাজী ভাই বা আপনার মতো সিনিয়র একজন ব্লগারের একটা কমেন্টই একটা পোস্টকে অনেক সমৃদ্ধ করতে পারে। অনুপ্রেরণাদায়ক মন্তব্য ও লাইকের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

১৭| ২২ শে জুলাই, ২০১৯ রাত ৯:৪৯

তারেক ফাহিম বলেছেন: আম থেকে অাঁশ বেশি দেখছি।

মুল কথা নিয়ে কেউ আলোচনা-ই করলো না, আমি উত্তর দিমু কেমনে :P

তবে কিছু আনকমন শব্দ পড়ে রম্য রম্য ভাব নিয়ে পড়ে আছি। #:-S

২২ শে জুলাই, ২০১৯ রাত ১০:৩৯

মা.হাসান বলেছেন: তারেক ফাহিম ভাই, আমরা সবাই রেসিপ্রসিটি তে বিশ্বাসী। শুধু নিয়েই যাব, দিব না, তা হয় না। এইজন্য সবাই পকেট দু-একটা বাঁশ নিয়ে ঘোরে। মন্দ কি। মূলকথা অর্থাৎ মৌলিক বিষয়ে অনেক বেশি বেশি আলোচনা হয়ে গেছে, এজন্য এটা নিয়ে না ঘাটালেই ভালো। অনেক শুভ কামনা।

১৮| ২২ শে জুলাই, ২০১৯ রাত ৯:৫৪

আনমোনা বলেছেন: হাসতে হাসতে মরি যাচি। =p~
মৌ পারিনা তাই চুরি করা কতা দিয়েই মনের কতা বলচি। :-P

২২ শে জুলাই, ২০১৯ রাত ১০:৫০

মা.হাসান বলেছেন: পিলিচ মইরেন না। তাইলে কিন্তু ৩০২ ধারায় কেছ খাইয়া ফালামু, সিধা রিমান্ড এন্ড ডিম থেরাপি।

১৯| ২২ শে জুলাই, ২০১৯ রাত ১০:১৭

আনমোনা বলেছেন: পদাতিক চৌধুরি বলেছেন: আপাতত লাইক করেই সিরিয়াল বুক করলাম। পড়াশোনা করে আবার আসছি

আপনি সত্যি তেলের ভান্ড নিয়ে বসে থাকেন নাকি? :P

আমি দুঃখিত আপনি কিছুদিন আগে একটি বাজে পোষ্টে মন্তব্যের শিকার হয়েছিলেন বলে। আমিও একটু দোষী ছিলাম, ক্ষমা চাইছি।
তবে না পড়ে কমেন্ট বা লাইক করা একটু বিপদজনক । ;)

২২ শে জুলাই, ২০১৯ রাত ১১:৫৭

মা.হাসান বলেছেন: ভাইয়া আনমনা, ব্লগার জুন আপার ১১ নম্বর মন্তব্য এবং পদাতিক চৌধুরীর ১৩ নম্বর মন্তব্য দেখার জন্য অনুরোধ করলাম। কয়েকদিন আগে ব্লগার পদাতিক চৌধুরী একটি পোস্টে দ্রুত মন্তব্য করে বিব্রতকর অবস্থায় পড়ে গিয়েছিলেন। আমি মনে করি না আমার পোস্ট উনি পোস্ট না পড়েই লাইক করেছেন। যেমনটা জুন আপা বলেছেন, ব্লগে আসলে অনেক ব্লগারের মধ্যে এরকম একটা সম্পর্ক গড়ে উঠেছে যে অনেকেই কোন একটা নতুন পোস্ট আসলে এর এক নম্বর মন্তব্যকারী হতে চান। এ নিয়ে একটা প্রতিযোগিতার কালচারও ও গড়ে উঠেছে। আমি বিষয়টাকে পজিটিভলি দেখি। তবে সবাই একভাবে নাও দেখতে পারেন।
ব্লগে একটা কমেন্ট কোন সময়ে এসেছে এটা দেখা যায়, কিন্তু লাইক কোন সময়ে দেয়া হয়েছে এটা দেখার কোন উপায় নেই। কাজেই ঠিক কটায় এ পোস্টে উনি লাইক দিয়েছেন বলা সম্ভব না। তেলের বিষয়ে বলি, আমার একাধিক পোস্ট আছে যেখানে ব্লগার পদাতিক চৌধুরীর লাইক নেই, বিষয়টা আমার পোস্টে যেয়ে যাচাই করে আসতে পারেন। পদাতিক চৌধুরীর লেখার মান দেখতে চাইলে ওনার শেষ পোস্টে যেয়ে ঘুরে আসতে পারেন । যেমনটা এ লেখায় বলা হয়েছে, এই লেখাটা পোস্ট করা পর্যন্ত ওনার শেষ লেখায় ৫১২ ভিউ, ৮৪টা কমেন্ট, ১৬ টা লাইক ছিল।

পোস্টের টাইম লাইনে দেখা যায় এই পোস্টটা ৬ টা ৪৮ মিনিটে করা হয়েছে। যারা একটু পুরানো তারা ভাল করে জানেন এটা ঠিক সময় না। । এটা নির্দেশ করে ওই সময় যখন পোস্টটা প্রথম এডিটরে লেখা হয়। কাজে কেউ যদি কোনো পোস্টকে দু ঘন্টা ধরে লিখে তারপরে পোস্ট করে, এটা দু ঘন্টা আগের টাইমলাইনে পোষ্ট হয়ে যাবে এবং এই দুই ঘণ্টার মধ্যে কোন নতুন পোস্ট আসলে এই পোস্টটা ওই পোস্ট গুলোর পেছনে চলে যাবে। এজন্য বেশিরভাগ ব্লগার কোন একটা পোস্ট লেখার পরে নতুন একটা উইন্ডো খুলে তাতে নতুন করে পেস্ট করে পোস্টটা ছাপায়। এই পোস্টটা মূলত ব্লগে এসেছে ছটা ৫০ বা ৫১ মিনিটে । ওই সময় ঢাকায় মাগরিবের আজান দিচ্ছিল। যেহেতু পোস্টটা আমি ব্লগার পদাতিক চৌধুরীকে উৎসর্গ করেছি, ৬-৫১ মিনিটে ওনাকে আমি একটি ইমেইল করে পোস্টটা পড়ার অনুরোধ করি। উনি যেখানে থাকেন ঢাকার সাথে সেখানকার সূর্য ডোবার সময় এর পার্থক্য পাঁচ মিনিট এর কাছাকাছি। আমার জানা মতে উনি নিয়মিত নামাজ পড়েন। আমি অনুমান করি আমার ইমেইল পাওয়ার পর উনি দ্রুত একটা কমেন্ট করে পোস্টটা পড়ে লাইক করে এরপরে নামাজে যান।
একজন ব্লগার কিভাবে পোস্টে কমেন্ট করবেন বা লাইক দিবেন এটা একান্তই ব্যক্তিগত ব্যাপার বলে মনে করি। ব্লগে দু একজন ব্লগার আছেন যারা অনেক সময়ই পোস্ট না পড়েই ক্যাচাল লাগিয়ে দিতে পছন্দ করেন। ব্লগে কিছুদিন থাকলে এদেরকে চিনে যাবেন । তবে কাউকেই ব্লগিং শেখানো আমার দায়িত্ব বলে আমি মনে করি না।

২০| ২২ শে জুলাই, ২০১৯ রাত ১০:৩৫

এমজেডএফ বলেছেন: সবার দৃষ্টি আকর্ষণ করছি
চাঁদগাজী আপনার এই পোস্টে বলেছেন:
"হাবিজাবি লিখে নিজকে হাসির পাত্র করছেন, সাথে সাথে ব্লগের মান কমাচ্ছেন! "

ব্লগের মান বাড়ানোর উদাহরণ দেখেন:

লিঙ্ক: যদি তুমি আমাকে ভুলে যাও - নেরুদার কবিতা

২৩ শে জুলাই, ২০১৯ রাত ১২:২৬

মা.হাসান বলেছেন: ফারুক ভাই, লগার লতিফ (ল) ভাই এর ব্যাপারে এ ধরনের মন্তব্য ওনার এটাই প্রথম না । ব্লগার মুক্তা নীলের সেফ হওয়া নিয়ে ব্লগার নীল আকাশ ভাই একটা পোস্ট দিয়েছিলেন। তাতে এমন কিছু চরম আপত্তিকর মন্তব্য আসে যে মডারেটর বাধ্য হয় হস্তক্ষেপ করতে। মহামান্য মডারেটর ওই পোস্টে অনেকগুলো আপত্তিকর মন্তব্যই মুছে দেন, তবে ওই শব্দ সম্বলিত মন্তব্যটি রেখে দেন এবং ওনার সম্পর্কে মন্তব্য করেন যে উনি এই বিজ্ঞ এবং মানবিক গুণসম্পন্ন ব্লগার। সকলের রুচিবোধ সমান না। আমি বর্তমানে ওনার পোস্ট বা মন্তব্য পড়ার প্রয়োজন মনে করিনা। তবে আমার পোস্টে কেউ মন্তব্য করলে তার জবাব দেওয়া সৌজন্যবোধের অংশ বলে মনে করি। ল ভাই বা অধিকাংশ ব্লগার তাদের সৌজন্যবোধের কারণে ঝামেলা এড়াতে চান, খারাপ শব্দ ব্যবহার করতে চান না বা জানেন না। তবে আমি রেসিপ্রসিটিতে বিশ্বাস করি।
কষ্ট করে পাঠ শেষে মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

২১| ২২ শে জুলাই, ২০১৯ রাত ১১:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: গল্প পড়ার,আগে মন্তব্য পইড়া লাইছি হা হা হা
কাউ কাউ ঝাঁঝা মন্তব্যই ত বিনোদন।

অবশ্য গল্পটা কি কাউকে বাঁশ দিয়ে লেখা নাকি
আমি অত জ্ঞানি এমন গল্পের মার প্যাঁচ বুঝি না।

ও মলো যা কথাটি একটা সিরিয়ালে শুনতাম স্টার জলসায়

২৩ শে জুলাই, ২০১৯ রাত ১২:৫৪

মা.হাসান বলেছেন: শেক্সপিয়ার না ক্যাঠায় জানি কইছিল না, যে বেডা কবিতা ভালা পায়না সে মানুষ খুন করবার পারে? অহন বোঝেন আমি কত খারাপ।
তবে আমি কিন্তু ভালো লোকজনদের সঙ্গেও মিশি। আমার এক দোস্ত আছে আপনার অফিসের সিনিয়র সিস্টেম এনালিস্ট (DGM), অসম্ভব ভদ্র মানুষ। আমারে আগে যাইতে কইতো। আমি কইছি সুইফট এর সার্ভার রুমে গুগলের স্টেডিয়া খেলতে দিলে যামু, নাইলে যামুনা । এরপরে ডরাইছে। আপনি তো সারাদিন ক্যামেরা নিয়া থাকেন, সিরিয়াল দেখার সময় কখন পান!!
বাঁশের কারবারটা ভালা না, সকলের পকেটেই দু চারটা আছে, ব্যবসা কইরা সুবিদা নাই।
পুস্টে আসায় অনেক ধন্যবাদ। পিলাচের জন্য আরো বেশি।

২২| ২২ শে জুলাই, ২০১৯ রাত ১১:৫২

মুক্তা নীল বলেছেন:
হাসান ভাই ,
পোস্টে ব্যাপক বিনোদিত হইলাম ।
আমার প্রিয় দাদাকে উৎসর্গ করায় আনন্দিত । অনেক শুভকামনা।

২৩ শে জুলাই, ২০১৯ রাত ১:২০

মা.হাসান বলেছেন: উৎসর্গ তো বৃথা গেল , উনি তো মৌলিক পোস্ট লিখতে পারবেন না বলে বলে দিলেন :(

বিনোদন এর কৃতিত্ব আমার না। ভাড়ামির জন্য ডোডো পাখি কে একটা মেডেল দেয়াই যায়।
আপনার জন্যও অনেক শুভ কামনা।

২৩| ২৩ শে জুলাই, ২০১৯ রাত ১২:০৭

বলেছেন:
প্রশ্ন ফাঁস জেনারেশন সাথে ডোডো পাখির মৌলিক প্রতিযোগিতা ---------------

২৩ শে জুলাই, ২০১৯ রাত ১:২৪

মা.হাসান বলেছেন: প্রশ্নফাঁস জেনারেশন অনেক আগেই ওয়াকওভার দিয়া পালাইয়াছে, মৌলিকতার প্রশ্নে ডোডো পাখির আশেপাশেও কেউ নাই

২৪| ২৩ শে জুলাই, ২০১৯ রাত ১২:২৮

নীল আকাশ বলেছেন: মৌলিক গল্প তো! আসুন আমরা এবার একটু মৌলিক আলোচনা করি!

হাসান ভাই, আমি আপনার উপর সিরিয়াস মাইন্ড খেয়েছি। এই গল্প আপনি আমার নামে দিতে পারতেন।
ব্লগে আমার লাস্ট গল্প (ভালবাসার মরণ) পড়ার পর জনৈক ডোডো পাখি বলেছে --অবশ্যই আপনার লেখা প্রাপ্ত বয়স্কদের জন্য, পর্ণ মর্ণ সবই আছে, হয়তো; আমার মতে আপনি যা টাইপ করছেন, এগুলো লেখা নয়, অন্য কিছু।

ডোডোপাখির এই ম্যাওপ্যাও মন্তব্য পড়ে আমি বেশ ভয় পেয়েছি। আগের বার নির্বাচনের কথা বলায় জেনারাল করছিল, এবার নিশ্চয় পর্ণ লেখার জন্য পুরাপুরি ব্যান করে দেবে। ব্লগের বাইরে পড়তে দিলাম ঘটনা কি জানতে? আসলেও আমি কি পর্ণ লেখক হয়ে গেলাম নাকি? পড়ার পর যা বলল তা হচ্ছে ক্লাস ৪/৫ পোলাপাইন প্রেম করলেও নাকি এরচেয়ে....ইজ্জত পাংচার হয়ে গেল! ধ্যাত আর প্রেম কাহিনীই লিখব না!

সে যাক কিন্তু, ডোডো পাখি অল্পবয়সী মেয়েদের হাত টানাটানি আর ৫% ভোটের দলের তেলবাজী বাদ দিয়ে কেনই বা গিরিজ মাখাতে এই পোস্টে হাজির সেটা বরং ঋভু পাখিই বলতে পারবে!

শুভ রাত্রী।

২৩ শে জুলাই, ২০১৯ রাত ১:৫৩

মা.হাসান বলেছেন: বস্তিতে তো নীলদের আধিক্য। কাজেই আপনি মাইন্ড করিয়েন না।নিক পরিবর্তনের সুযোগ থাকলে আমি আমার নাম মাঃ হাসান থেকে বদলায়ে নীল হাসান রেখে দিতাম।

পদাতিক ভাই মৌলিক লেখা লিখতে পারেন না বলে ওনার পোস্টে বলেছিলাম মৌলিক লেখা কি ভাবে লিখতে হয় তা নিয়ে একটা পোস্ট দেব। সে জন্যই এই পোস্ট। এখন তো দেখছি পর্ন লিখতে আপনার সমস্যা। এই বিষয়ে আমার একেবারেই জ্ঞান নেই। তবে মাহমুদুর রহমানের ওই জঘন্য পোস্ট আসার পর কয়েকজন সিনিয়র ব্লগারের মন্তব্য থেকে বুঝেছি এই বিষয়ে ওনাদের ব্যাফক জ্ঞান আছে। ওনারা হয়তো ব্লগ কে আলোকিত করতে পারবেন।
অনেক শুভ কামনা।

২৫| ২৩ শে জুলাই, ২০১৯ রাত ১২:২৯

আনমোনা বলেছেন: লেখক বলেছেন: ভাইয়া আনমনা.......
......
একজন ব্লগার কিভাবে পোস্টে কমেন্ট করবেন বা লাইক দিবেন এটা একান্তই ব্যক্তিগত ব্যাপার বলে মনে করি। ব্লগে দু একজন ব্লগার আছেন যারা অনেক সময়ই পোস্ট না পড়েই ক্যাচাল লাগিয়ে দিতে পছন্দ করেন। ব্লগে কিছুদিন থাকলে এদেরকে চিনে যাবেন । তবে কাউকেই ব্লগিং শেখানো আমার দায়িত্ব বলে আমি মনে করি না।


না এটা পুরোই ব্যক্তি্গত ব্যাপার। আর ব্লগিং সবাই নিজ দ্বায়িত্বেই করে। আমি শুধু এর বিপদজনক দিকটাই বলেছি।

আর উনার লেখা আমারও ভালো লাগে। আমার ব্লগে প্রথম মন্তব্যও তাঁর। তাঁকে আঘাত করে আমি কিছু বলতে চাইনি। তবু যদি ভুল কিছু বলে থাকি, একজন নতুন ব্লগারকে ক্ষমাসুন্দর দৃষ্টিতেই নাহয় দেখলেন।

আপনার লেখাটা সত্যি ভালো হয়েছে।

২৩ শে জুলাই, ২০১৯ রাত ২:১৮

মা.হাসান বলেছেন:
আপনার সঙ্গে সহমত এমনটি হওয়া বিপদের কারণ হতে পারে ।
ব্লগার পদাতিক চৌধুরীকে দেখেছি যাদের লেখা প্রথম পাতায় আসে না, ভেতরে আসে, তাদের লেখা খুঁজে বের করে পড়ে সুন্দর মন্তব্য রেখে এসেছেন।
লেখা ভালো লেগেছে জেনে প্রীত হলাম। সম্প্রতিক সময়ে নতুন যাদের লেখা দেখছি তাদের মধ্যে স্বর্ণবন্ধন, বাঙালি ঋষি এবং আপনার লেখা ভালো লাগে। ব্যক্তিগত ব্যস্ততার কারণে সময় করতে পারি না বলে অধিকাংশ সময় মন্তব্য করার সুযোগ হয় না।
আপনার মন্তব্যে আহত করার মতো কিছু ছিল না, কাজেই দুঃখ প্রকাশ করার প্রয়োজন দেখি না।
ফিরে এসে মন্তব্য করায় ( এবং লাইক দেয়ায়)অনেক ধন্যবাদ।

২৬| ২৩ শে জুলাই, ২০১৯ রাত ১২:৩৮

নীল আকাশ বলেছেন: ডোডো পাখি এসেছে কিন্তু এর সহদর / সহদরী মনতাশা গেল কই!
৩৩টার মধ্যে কয়টা আসল?
ডোডো পাখির মন্তব্য পড়ার পর ছুড বেলায় শুনা এক গল্প মনে পইরা গেল গ্যা-
একদা এক দ্যাশে এক সুই ছিল। এক চালুনি ছিল। একদা চালুনি সুইয়ের বাসায় যেয়ে কলিংবেল দেয়। কিন্তু সুই চালুনীরে দেখে বিরক্ত হয়ে দরজা না খুললে চালুনী বাথ্রুমের জানালা দিয়ে গলা ঢুকিয়ে বলে-
"ও সুই তোর পশ্চাত দেশে একটা ফুটা দেখা যায়!"

শুভ রাত্রী।

২৩ শে জুলাই, ২০১৯ রাত ২:২৫

মা.হাসান বলেছেন: মাল্টি নিক এর ব্যাপারে ব্লগার চাঁদগাজী এক জায়গায় বলেছেন উনি একটি নিক চালু থাকা অবস্থায় আরেকটি নিক খুলেন না, শুধুমাত্র একটি নিক ব্লক হয়ে গেলেই আরেকটি নিক খোলেন। ওনার কথা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়। তবে সিনিয়র ব্লগাররা নিঃসন্দেহে এ ব্যাপারে আমার চেয়ে বেশি জানেন।
জুকস এ পিলাস।
অনেক শুভেচ্ছা।

২৭| ২৩ শে জুলাই, ২০১৯ রাত ২:১৩

কাওসার চৌধুরী বলেছেন:



প্রায় কেন? আলবৎ মৌলিক গল্প এটি। ডোডোপাখি বলে মৌলিক কোন পাখি আছে কিনা জানি না। তবে ছবিটা হেব্বি হইচে মাইরি। ডোডোপাখির মতো সিনিয়র পাখির মাথায় কাকের পটি করা চরম বেয়াদীর শামিল। কাকটা নিশ্চিত ডোডোপাখির ক্ষমতা সম্বন্ধে ওয়াকিবহাল নয়। এতো কম কনট্রোল থাকলে ডায়াপার পরে মগডালে উঠা উচিৎ ছিল।

গল্পটি যেহেতু মৌলিক তাই ডোডোপাখিরর সাথে ছোট্ট পাখিদের বেয়াদবী একটু আধাটু মাইন্যা নিলাম। তৈলটা মৌলিক থুক্কু খাঁটি তো!

২৩ শে জুলাই, ২০১৯ রাত ২:৪১

মা.হাসান বলেছেন: ডোডো পাখি রা চাট্টিফিকেট না দিলে তো পোস্ট মৌলিক বলা যায় না। কাক বস্তির ছেলে, ডায়াপার কেনার পয়সা কোথায় পাবে? প্রিমিয়াম ক্লাসের লোকেরাই নাহয় ডায়াপার পরে পটি করুক।
তেল এর দিন শেষ, গ্রিজের দিন শুরু LIQUI MOLY কোম্পানির গ্রিজ ব্যবহার করুন।
অনেক শুভকামনা।

২৮| ২৩ শে জুলাই, ২০১৯ রাত ২:৪১

আরোগ্য বলেছেন: মুই তো ভাবচিলাম এই মৌলিক পোস্টখানা ডোডোপাখি বা ঋভুদাকে নিবেদন করিবেন। তয় যাই হোক আমার ভাইটিকে উৎসর্গ করিবার জইন্যে ধইন্যবাদ। ডোডোপাখির বয়স পাকসে তাই তাহার প্রলাপে মুই মাইন্ড খাই না, মুইর সমস্যা ঋভুদারে লইয়া। অতিশীঘ্র একখান চশমা কিন্যা দিতে হইবে যাতে উভয় চক্ষে সমান দেখে।

২৩ শে জুলাই, ২০১৯ রাত ২:৫৫

মা.হাসান বলেছেন:

আপনার পুস্ট বা কমেন্ট পিরায়ই আমারে বাক্যহারা কইরা দ্যায়। । মোর নিজের চশমা খানই পাল্টানো লাগবো। ডাটি ভাইংগা গ্যাছেলো, দড়ি দিয়া ঝুলাইয়া রাখছেলাম। যেই হানে ফুডা কইরা দড়ি ঝুলাইছিলাম সেই জায়গাটাই ভাইঙ্গা গেছে গা।

হেগো লাগান প্রিমিয়াম কেলাসের মানুষেরে পুস্ট উচ্ছুগ্গু করলে ব্লাসফেমি হইয়া যাইবো গা।

২৯| ২৩ শে জুলাই, ২০১৯ রাত ৩:০৭

মানতাশা বলেছেন: @নীল,হাজির /:) ।পাখির চোখে নজর রাখছি কিন্তু ;) গল্প চুরি,থিম চুরি কারা করে ভাবছি উন্মোচন করিবার মোক্ষম সময় এসেছে।হজমের সমস্যায় আদা।স্বাস্থ্য টিপস (১৮+ নীল আকাশের শিরোনামে থেকে অনুপ্রাণিত হইয়া এই শিরোনাম দেওয়া হয়েছে।
হজমের সমস্যা সমাধানে খাদ্যতালিকায় অবশ্যই আদা রাখুন। এটি বমি এবং বমিবমি ভাব প্রতিরোধেও কাজ করে। এর মধ্যে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল ও প্রদাহরোধী উপাদান হজমে সাহায্য করে।
হজমে সমস্যা হলে দিনে দুই থেকে তিন কাপ আদার চা খেতে পারেন। দেড় কাপ পানিতে এক চা চামচ আদা কুচি দিন। একে চুলায় ১০ মিনিট ফুটতে দিন। পানীয় থেকে আদা কুচিকে বের করে ফেলুন। সামান্য মধু দিন। এরপর পান করুন।
দুই চা চামচ আদার রস এবং এক চা মামচ মধুর দুই কাপ গরম পানিতে মেশান। দিনে দুই বা তিন বেলা এটি খান।
হজম ভালো করতে খাওয়ার পর ছোট একটি আদার টুকরোও চিবুতে পারেন।
খবর:এনটিভির
**********************************************************************************************************************

{@পদাতিক- আপনার চোখ এবং কর্ণদ্বয় খোলা রাখিবেন । না বুঝে লাব্বাইক বলার সুফল তো ভোগ করলেনই।
@চাঁদগাজী -মাথা ঠান্ডা করতে হবে । গরম হলে বিপদ। তাপমাত্রা কিন্তু ৪৫+ থাকবে সারা বছর।
@জুন লাইক
@ মা.হাসান বিনয় জ্ঞানীর ভূষন}

২৩ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:৪৯

মা.হাসান বলেছেন: ব্লগে ভিউ, লাইক বা কমেন্টের উপর নির্ভর করে পোস্ট প্রসবকারিকে কোন পয়সা দেয়া হয় না, এর পরেও ব্লগে কিছু সন্দেহজনক নিক দেখা যায় যাদের মাল্টি বলে অনুমান করা হয়। ব্লগে অ্যাকাউন্ট খুললে পোস্ট দিতে হবে বা কমেন্ট করতে হবে এমন কোন বাধ্যবাধকতা নেই, তার পরেও বলি, গত ন মাসে আপনার অ্যাকাউন্টে পোস্ট না দেখে বা কম কমেন্টের সংখ্যা দেখে যদি কেউ আপনার নিক কে মাল্টি বলে তবে তাকে কি দোষ দেয়া যায়? আপনার নিকটিকে আমার মাল্টি বলে মনে হয় না। অনুমান করি আপনি পুরাতন পাপী। ব্লগে আগেও ছিলেন, ২০১৩-২৪? নাকি আরো আগের ব্লগার আপনি? আগের অ্যাকাউন্ট কি ব্লক? না পাসওয়ার্ড ভুলে গেছেন? নাকি পরিচয় গোপন রাখতে চান? যা হোক সেটা আপনার ব্যাপার। আপনার লেখার হাত ভালো, কাজেই পোস্ট দিলে সামগ্রিক ভাবে ব্লগ উপকৃত হবে।
কারো নামে চুরির অপবাদ দেয়া খুব খারাপ, প্রমান না করতে পারলে এটা খুব জঘন্য। কাজেই যা বলছেন প্রমান করুন, সবাই হাত তালি দেবে, না পারলে সমস্যা।
ব্লগে কেউ ভালো কবিতা লিখেন, কেউ ভালো বিশ্লেষনধর্মী লেখা লিখেন, কারো গদ্য অনবদ্য, কেউ ক্যাচাল প্রিয়, সব মিলিয়ে এই ব্লগ পাড়া। সবাইকে একই রকম হতে হবে এমন কথা নেই। তবে ব্লগের নীতিমালা মেনে চলা উচিৎ। যার বিনয়ী হওয়া দরকার সে হোক, আমি যতক্ষণ ব্লগের নীতিমালা না ভাঙছি দূর্বিনিত হওয়ায় সমস্যা দেখছি না।

৩০| ২৩ শে জুলাই, ২০১৯ সকাল ৮:২১

কালো যাদুকর বলেছেন: হা হা হা। পেটে এবডুমিনাল প্যাড দিছি, তবুও পেটে হাসতে হাসতে ব্যাথা হয়ে গেল।
আমার মনে হয় ডোডো পাখিও এই রম্য পড়ে ওনেক মজা পেয়েছে।
:) :D B-)

২৩ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:৫৭

মা.হাসান বলেছেন: যাদুকর ভাই, ডোডো পাখির ঠোটে ইনফেকশন, ডাক্তার হাসতে মানা করেছে। আপনার পেটে ব্যথার জন্য দুঃখিত। শরিষার তেল, গ্রিজ ও ডোডো পাখির ডিমের কুসুম ৩০%:৩০%:৪০% অনুপাতে মিশিয়ে পেটে পুলটিশ দিয়ে দেখতে পারেন। বৃহত ডোডো শাস্ত্রতে এই নিদান লেখা আছে।

৩১| ২৩ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৪৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনি সুরভী আপার কাছ থেকে টাকা ধার নিয়ে ফেরত দেওয়ার আশা রাখেন । আপনি সাহসী পুরুষ, সাহসের অভাব আছে বলে মনে করি না। আপনার জন্য সব সময়েই অনেক অনেক শুভকামনা।

ধন্যবাদ। ভালো থাকুন।

২৩ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:০০

মা.হাসান বলেছেন: রাজীব ভাই, আপনি একজন অমায়িক, পরিচ্ছন্ন ব্লগার। সাম্প্রতিক সময়ে মাননীয় টেলিযোগাযোগ মন্ত্রীর বিষয়ে উষ্মা প্রকাশ করা ছাড়া আপনাকে কখনো কারো উপর মন খারাপ করতে বা রাগতে দেখিনি। সবসময়েই আপনার জন্য স্যালুট ও শুভকামনা ।

৩২| ২৩ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৫১

বিষন্ন পথিক বলেছেন: কমেন্ট প্রতিউত্তরে কামান দাগায়া প্লাস :)

২৩ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:০৩

মা.হাসান বলেছেন: আপনাকে আবার আমার পাতায় পেয়ে প্রীত হলাম। প্লাসের জন্য কামান দাগানো ধন্যবাদ ও শুভকামনা। :)

৩৩| ২৩ শে জুলাই, ২০১৯ সকাল ১০:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আগে সিরিয়াল দেখতে পারতাম । বাসায় গিয়ে আর এখন দেখা সম্ভব হয় না। বাচ্চারা বড় হইছে
পড়াশুনা বাড়ছে, টিচারের পর টিচার আসে ড্রইং রুমে টিভি খুলতে পারি না। তাই টিভিও দেখা হয় না। শুক্রবারে ক্রাইম পেট্রোল দেখি এই যা।
আগে ভাবছিলাম বাচ্চা বড় হইলে ঝামেলা থাকবে না। এখন দেখি ঝামেলা বাড়ছে। দুনিয়ার কাপড় ময়লা করে । সারা ঘরে জিনিসপত্র অগুছালো রাখে.... তাও যদি মেয়ে হইতো মাইর টাইর দিয়া হেল্প নিতাম । দুই পোলার থাইকা তেমন হেল্প পাই না। আর এরা ময়মনসিংগা...। মেয়েদের কাজ করতে চায় না ভাই :( দুক্ষু কপালে ।

ডিজিএম স্যারের নাম কী। এখনও কী আছেন ?

২৩ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৩১

মা.হাসান বলেছেন: টিভি ড্রইং রুমে ক্যান। একটা থাকবে রান্না ঘরে, একটা বেডরুমে।

উঠন্তি মূলা পত্তনে চেনা যায়। পুলা গুলান বড় হইয়া কি রকম বদ হইবো তা ছুডু বেলা দেইখা বুঝা যায়। আমরা এক পোলা নিয়া আমরা দুইজনে ক্লান্ত হইতাম, পোলার কোনো ক্লান্তি ছিল না। স্কুল যাওয়া শুরুর পর কিছুটা শান্তি। যাদের দুইটা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি।
শুধু ময়মনসিংগা না, আরো অনেক জায়গার লোক আছে যারা ঘরে এক গ্লাস পানি ঢাইল্যা খাইতে পারে না। আমার ডাব্বুর মা ডাব্বুরে সোজা রাখার জন্য মাঝে মাঝে (সব সময় না) কিছু ট্রিক্স খাটায়, যেমন টেবিল না গুছাইলে আইজ রাইতে কম্পিউটার বন। এটা কিছুটা কাজ করে, খুব বেশি না, তবে আমরাও এর চেয়ে বেশি একপেক্ট করি না।

আমরা বুড়া হয়া গেছি, আমাগো কয়েকজন্য কিলাসমেট এর মইদে দাদি-নানি হয়া গেছে (বাল্য বিবাহ)। আমার ক্লাসমেটের নাম অহিদুল ইসলাম টিপু। ৪ বছর আগে ছিল সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট, এর পর আর প্রোমোশন হইছে কি না জানা নাই। তয় সে কিন্তু আসলেই খুব নরম ভালো মানুষ। বনানি কলোনিতে থাকে।

৩৪| ২৩ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
রম্যর মত মনে হল।

গল্পটার রূপক অর্থগুলো যুগউপযোগী।

২৩ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৪০

মা.হাসান বলেছেন: মাইদুল ভাই, কেমন আছেন?
বড় কষ্টরে ভাই, লিখছিলাম পদাতিক ভাইয়ের জন্য । ভাবছিলাম উনি লাইন বাই লাইন বিশ্লেষন করবেন কোনটা মৌলিক, কোনটা না, কোনটারে বদল করা দরকার, কিন্তু তিনি একবারে ওয়াকওভার দিয়ে দিলেন।
যা হোক, আপনার ভালো লাগায় আমি প্রীত। অনেক শুভকামনা।

৩৫| ২৩ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:২৯

ঢাবিয়ান বলেছেন: ডোডো পাখির হজমশক্তি দেইখা টাস্কি খাইলাম। এমন কঠিন বাঁশ হজম করে উল্টো অন্যদের জন্য হজমের ঔষধ নিয়ে হাজির হয়েছেন =p~ =p~

২৩ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৪৫

মা.হাসান বলেছেন: আমার মনে হয় ঐটা মেড ইন জিঞ্জিরা ডোডো, অরিজিনাল ডোডো না। আর এর চেয়ে কঠিন জিনিস খাইয়া হজমের অভ্যাস ওনার হয়া গেছে। মডুরা ওনারে ভালা পায়, তাই মাঝে মাঝেই ভালো মন্দ খাওয়ায় । :P

৩৬| ২৩ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:৩৬

আখেনাটেন বলেছেন: ও মাগো, এ যে দেকচি ডোডোদের মিলনমেলা। বিরাট আন্দুলুন ও চৈ হৈ। :-P

মিচরীয় ডোডোর পক্ষ থেকে চকলকে চালাম। :P

২৩ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৫১

মা.হাসান বলেছেন: এখানে কলিকাতার ডোডো ছিল, দেশি ডোডো ছিল, আমেরিকান ডোডোতো যাইতেই চাইতেছিল না, বিলাতি ডোডোও নিচে দেখা যায়, আপ্ রিকার ডোডোর অভাপ চিল, আপনি আসাতে পূরণ হলো।
অনেক দন্যবাত।

৩৭| ২৩ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:৫৬

ভুয়া মফিজ বলেছেন: দারুন লিকেচেন। এক্কেবারে জ্বালিয়ে দিয়েচেন মাইরি!

আমাদের গুপ্তচর লেখক পদাতিক চৌধুরী কে উৎসর্গ করলাম। হে হে হে......! প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি, আমিও বহুদিন ধরে মৌলিক কিচু লিকতে পাচ্চি নে!! :P

২৩ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:১৫

মা.হাসান বলেছেন: ওস্তাদ ডোডোকে উচ্ছুগ্গু না করিয়া গুপ্তচর ভাইটিকে পোস্ট উছ্ছুগগু করায় ওস্তাদ মাইন্ড করিয়াছেন, কাজেই আপনাকে পোস্ট উৎসর্গ করা যাবে না :(

মৌলিক লেখা প্রসবের জন্য নিচের মিকচার খাইতে পারেন-আধা সের ডোডো পাখি, এক মুঠ লিলিপুট আর এক চিমটি প্রশ্নফাঁস জেনারেশন মিলাইয়া ঘুটা দিয়া কলোনিয়াল মানসিকতার গ্লাসে ঢালিয়া খাইবেন। সেবনের পূর্বে বোতলের গায়ে ট্রাক্টর মার্কা দেখিয়া লইবেন। বিফলে মুল্য ফেরৎ। ডোনাল্ড টিরাম নিজেও এই মিকচার সেবন করেন।
যে জায়গায় জ্বলিতেছে সেখানে ৩০ নম্বর মন্তব্যের জবাবে বর্নিত পুলটিশ লাগাইতে পারেন।
সম্প্রতিক ঘুরাফিরার বিষয়ে শিঘ্রই পুস্ট দিবেন আশা করি। জয় ডোডো পাখিদের জয়।

৩৮| ২৪ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৪৭

নীল আকাশ বলেছেন: পুরান পাগলে ভাত পায় না নতুন পাগলের আমদানি। আমার এই লেখাটা পড়ে আসুন। কার দৌড় কোন পযন্ত দেখেই বুঝবেন!
গল্পঃ মিথিলা কাহিনী ১ - একজন বন্ধ্যা মেয়ে বলছি!

২৪ শে জুলাই, ২০১৯ রাত ১০:৪৫

মা.হাসান বলেছেন: নীল আকাশ ভাই, পাঁঠাদের চিন্তা কোথায় খাইবে, কোথায় ল্যাদাইবে। আপনি অনেক বছর ধরে ব্লগে আছেন। এইরকম অনেক পাঁঠা দেখেছেন। পাঁঠাদের কথা সিরিয়াসলি নিয়েন না।
অনেক শুভকামনা।

৩৯| ২৫ শে জুলাই, ২০১৯ দুপুর ১:৩৬

নীল আকাশ বলেছেন: আরে দূর ভাই, এই সব হাস মুরগীর কথায় আমি পাত্তা দেই নাকি। আমি এসেছিলাম আপনাকে একটা গল্প পড়তে দেয়ার জন্য। এটা আপনি মিস করেছেন। এটা পড়লেই বুঝবেন আসল কাহিনী কোথায়! ভুলে আরেকটা গল্পের লিংক দিয়ে গেছি। এটা পড়ুন।
গল্পঃ স্বাধীনতা আমার অহংকার!

২৭ শে জুলাই, ২০১৯ রাত ১:১৬

মা.হাসান বলেছেন: নীল আকাশ ভাই, স্বাধীনতা আমার অহংকার গল্পটা আপনি পোস্ট দেওয়ার পর পরেই খানিকটা পড়েছিলাম, কিন্তু আমার কিছু সমস্যা আছে বলে পুরোটা পড়ে মন্তব্য করতে পারছি না। যখন বয়স কম ছিল তখন ডঃ নীলিমা ইব্রাহিমের বইটাও পড়েছি। উনি নিজে রিহ্যাবিলিটেশন সঙ্গে জড়িত ছিলেন। তাঁর অবদানের জন্য আওয়ামী লীগ সরকার ২০০০ সালে তাকে একুশে পদক প্রদান করে। ওনার বই এ বর্ণিত একটা তথ্য ও মিথ্যা না, এই বিষয়ে যারা ক্যাচাল করে তারা অর্বাচীন।

এখন ও প্রতিদিন পত্রিকা খুললেই মানুষের মৃত্যু, হত্যা, পিটিয়ে মারা, জঘন্য সব অপরাধের খবর হেডলাইনে দেখি। শিশু ও নারী নির্যাতনের খবর দেখি। এ সমস্ত খবর এর ভিতরে যাওয়ার মানসিক সাহস বা শক্তি আমার নাই। যখন বয়স কম ছিল তখন যাও পেরেছি এখন আর পারি না। পড়তে গেলে কান্না পায়। কাজেই আপনার ওই গল্পটা পুরোটা পড়ে কমেন্ট করার অপারগতা ক্ষমা করতে বিনীত অনুরোধ করছি।

৪০| ২৭ শে জুলাই, ২০১৯ রাত ৩:২৫

দ্যা বাকের ভাই বলেছেন: পিলাচ দিতেও বড্ড নজ্জা পাচ্চি গো

২৯ শে জুলাই, ২০১৯ সকাল ১১:১২

মা.হাসান বলেছেন: মন্তব্যের জবাব দিতে বিলম্বের জন্য দুঃখিত, কিছু সময়ের জন্য অন্যত্র ব্যস্ত ছিলাম।
পিলাচ অনেকেই দেতে পারে, ইহার ভিতর মৌলিক কিছু নাই, আপনি ডিভিশন বা মাল্টিপ্লিকেশনের কথা ভাবিতে পারেন B:-/
অনেক ধন্যবাদ।

৪১| ২৭ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:০৭

নীল আকাশ বলেছেন: হাসান ভাই,
আমি কি রকম লিখি সেটা বুঝানোর জন্য পড়তে বলেছিলাম। পড়েছেন যেহেতু আর লাগবে না।
ধন্যবাদ।


২৯ শে জুলাই, ২০১৯ সকাল ১১:১৮

মা.হাসান বলেছেন: নীল আকাশ ভাই, আমি আপনার 'শবনম কাহিনী ১ - কুসুম কুসুম প্রেম' এর পর থেকে সব লেখা (কবিতা ছাড়া)ই পড়েছি (আমার সোনা জান পাখি ও স্বাধীনতা আমার অহংকার শেষ করতে পারি নি)। অনেক সময় মন্তব্য করার সময় বের করতে পারি না বলে দুঃখিত। ব্লগে যে কয়েকজন লেখকের লেখা গল্প পড়ে আনন্দ পাই আপনি তার মধ্যে একজন।
অনেক শুভকামনা ।

৪২| ২১ শে এপ্রিল, ২০২১ রাত ৯:১৮

ঢুকিচেপা বলেছেন: একটি (প্রায়) মৌলিক গল্প পঠিত হইল।
প্রচ্ছদ সেল্ফি দারুণ হয়েছে।

২২ শে এপ্রিল, ২০২১ দুপুর ১২:২৩

মা.হাসান বলেছেন: একটি (প্রায়) মৌলিক গল্প পঠিত হইল।
ধন্যবাদ, ধন্যবাদ। রিপোর্ট ফ্ল্যাগের দুই পয়েন্টা বাম পাশে ক্লিক করার জন্য আরেকটা ধন্যবাদ।

প্রচ্ছদ সেল্ফি দারুণ হয়েছে।

টবুটো টুলে টেল ডেইনি।
(গ্রিজই নাকি নতুন ফ্যাশান)

৪৩| ০৭ ই জুলাই, ২০২১ রাত ৯:৪৫

খায়রুল আহসান বলেছেন: পাঠকের এত খরার দিনেও আপনার গল্পের পরিসংখ্যান গল্পের মৌলিকতার প্রতি ইঙ্গিত দিচ্ছে। ৯১২ বার পঠিত, ৪২+৪২ টি মন্তব্য, ১৬টি 'লাইক' - এর পরে আর কে বলবে যে গল্পটি মৌ্লিক নয়!

জুন এর ১১ নং মন্তব্যটা খুব ভাল লেগেছে। একটা মন্তব্যে ৮টা 'লাইক' পাওয়া বেশ বড় অর্জনই বটে।

আপনি বহুদিন থেকে ব্লগে অনুপস্থিত। কেমন আছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.