নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\n

মা.হাসান

মা.হাসান › বিস্তারিত পোস্টঃ

জেল-জুলুম দিয়া মহামানবদের আটকানো যায় না

০১ লা মে, ২০২১ রাত ৯:১১



লকডাউনে পূর্ব প্রস্তুতি না থাকায় মালা জোগাড় করিতে পারিলাম না। কতৃপক্ষ আগে থেকে জানাইলে মালা কেনো, ব্যান্ড পার্টির ব্যবস্থা করিবার চেষ্টা করিতাম।

শুধু জামিন পাওয়া যথেষ্ট নহে। মামলা বাতিল চাই। বেকসুর খালাস চাই। শুধু তাহাই নহে, যাহারা নিয়মিত গান-কবিতা-ছড়া ইত্যাদির মাধ্যমে মহামানবদের চরিত্রে কালিমা লেপন করিতেছে তাহাদের বিরুদ্ধে অ্যাকশন চাই।

জামিনপ্রাপ্ত হিরো পূর্বের ন্যায় দিনে পাঁচ-ছয়টি ভালো জিনিস পয়দা করা জারি রাখিবেন আশা রাখি।
গুরু শি্ষ্যের যাতায়াত একমুখি না হইয়া শীঘ্রই দ্বিমুখি হইবে ইহাও কামনা করি।

কতৃপক্ষকে ঈদ উপহারের জন্য হৃদয় নিঙড়ানো ভালোবাসা।

মন্তব্য ২৭ টি রেটিং +২/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০২১ রাত ৯:২৫

অপু তানভীর বলেছেন: একে তো এমপি পুত্র তারপরে কাউনসিলর । সেই লোক ৬ মাস জেল খাটলো !
আর কী চান শুনি?
আপনারা কি একটু শান্তিতে বেচারাকে মাইরপিটও করতে দিবেন না ? হুম ? /:)

০১ লা মে, ২০২১ রাত ৯:৩১

মা.হাসান বলেছেন: হাজি সেলিম সপরিবারে ইদ করুক, আমার সমস্যা নাই। তবে আমার লেখা হাজি পরিবার নিয়ে না, আমার লেখা সেই সারমেয়কূল দের নিয়ে যারা হাদিস পয়দা করতে চায়, সেই গুরু-শিষ্য দের নিয়ে।

সবাই ঈদে আনন্দ করুক। জয় ঈদ।

২| ০১ লা মে, ২০২১ রাত ৯:২৭

আকন বিডি বলেছেন: গোফে যায় চেনা। কি চেনা যায় বলুনতো?

০১ লা মে, ২০২১ রাত ৯:৩৩

মা.হাসান বলেছেন: বড় মুশকিলে ফেলিলেন :|| । ভেউ দেখিয়া কুত্তা চেনা যায়। গোফ দেখে কি চেনা যায়- শমশের ভাইদের জিজ্ঞাসা করিয়া জানিতে হইবে।

৩| ০১ লা মে, ২০২১ রাত ৯:৫৩

পদাতিক চৌধুরি বলেছেন: হৃদয় নিংড়ানো ভালবাসা!
আহারে একটু মনের মতো করে সংবর্ধনা দেওয়া গেল না? ব্লগের পক্ষ থেকে এরকম কিচ্ছু করার পেলান করা যেতো কিনা ভাবতে অনুরোধ করবো....

০১ লা মে, ২০২১ রাত ১০:৪২

মা.হাসান বলেছেন: মডু অন্তর্যামি হয়ে গেলে আশ্চর্য হবো না।

আপনার পোস্টে একজন পটি করে এসেছে। আমি রিপোর্ট করেছি, কবে অ্যাকশন হবে জানি না।
ঐ নিকের আসল পরিচয় জানতে সোহানী আপার লাস্ট পোস্টের মন্তব্য ফলো করতে পারেন।
সারমেয়দের হৃদয় নিঙড়ানো ভালোবাসা।

৪| ০১ লা মে, ২০২১ রাত ৯:৫৪

বিদ্রোহী সিপাহী বলেছেন: গুরু গোফ রাখলে এইটার মতই দেখাবে।

০১ লা মে, ২০২১ রাত ১০:৪৩

মা.হাসান বলেছেন: এদের গোফ আছে কি না জানি না, তবে পিছন দিকে এরকম লেজ থাকার কথা।

৫| ০১ লা মে, ২০২১ রাত ১১:৪৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমরা এমন একটা দেশের দিকে ধাবিত হচ্ছি, যে-দেশে আইনের টাইটেলে লেখা থাকবে : ক্ষমতাবানরা এ আইনের আওতামুক্ত

০৬ ই মে, ২০২১ দুপুর ২:৩০

মা.হাসান বলেছেন: আইনের টাইটেলে লেখা থাকবে : ক্ষমতাবানরা এ আইনের আওতামুক্ত
সব কিছু লেখা থাকার দরকার নাই। ইসির নিয়োগবিধিতে লেখা নাই চাকরির নিয়োগপ্রার্থিকে তাহাজ্জুদ ইমামের পিছনে এক্তেদা কারে পড়তে হবে। ওটা বুঝে নিতে হয়। সেরকম আইন কার জন্য কি ভাবে চলবে এটাও বুঝে নিতে হবে।
বিলম্বে উত্তর প্রদানের জন্য দুঃখিত। ব্যস্ততা একটু বেড়েছিলো।

৬| ০২ রা মে, ২০২১ সকাল ৭:১৩

জিকোব্লগ বলেছেন:



কী যে কন ! B:-/
মাঝে মধ্যে জেলে থাকন ভালো
শরীরে শক্তি আহে মনে বল আহে
মাইনষের সহানুভূতি পাওন যায়।
গুরুর শিষ্যের প্রতি মমতা বৃদ্ধি পায়
শিষ্যের ও গুরু ভক্তি তীব্র হয়। ;)

আর যাহারা চরিত্রে কালিমা লেপন করতেছে ,
তাহাদের বিরুদ্ধে অ্যাকশনের পরিবর্তে
আরো বেশি আকৰ্ষণ করিতে হইবে ।
তাহাদের কারণেই তো জিরো আজ হিরো ! B-)

গুরুর শিষ্যের পাশে সব সময় থাকার জন্য
আপনাকে অশেষ ধন্যবাদ।

০৬ ই মে, ২০২১ দুপুর ২:৩৪

মা.হাসান বলেছেন: মাঝে মধ্যে জেলে থাকন ভালো
মাইনষের সহানুভূতি পাওন যায়।
গুরুর শিষ্যের প্রতি মমতা বৃদ্ধি পায়
শিষ্যের ও গুরু ভক্তি তীব্র হয়।

এই জন্যেই মনে হয় গুরু শিষ্য এই ভিটামিন খাওনের লাইগা মাঝে মাঝে বায়না ধরে। কত্তিপক্ককে অনেক ধন্যবাদ ।

আপনাকেও অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।
আশা করি শীঘ্রই আবার সাথে থাকার সুযোগ হবে B-))

৭| ০৩ রা মে, ২০২১ রাত ১:০৫

সোহানী বলেছেন: অপু তানভীর বলেছেন: আপনারা কি একটু শান্তিতে বেচারাকে মাইরপিটও করতে দিবেন না ?


হাহাহাহাহা........... একই কথা আমারো!

০৬ ই মে, ২০২১ বিকাল ৪:৪৯

মা.হাসান বলেছেন: পাবলিক ডিমান্ড বইলা কথা। কত্তিপক্ষ পাবলিক ডিমান্ডের কারনে এদের বাইরে আনছে। আমার হিংসা একটু বেশি। আমারো মনে চায় আমার গলায় এই ভাবা মালা পরায়া পাব্লিক সম্বর্ধনা দিবে। তবে আগের কাজ আগে। দেখি এরকম একটা গোফ কি ভাবে রাখা যায়।

কিছু ব্যস্ততা ছিলো বলে মন্তব্যের প্রত্যুত্তরে আসতে বিলম্ব হলো; এর জন্য দুঃখিত।

৮| ০৩ রা মে, ২০২১ রাত ২:০৪

ঢুকিচেপা বলেছেন: মালা দেরিতে দিলেও সমস্যা নাই।

০৬ ই মে, ২০২১ বিকাল ৪:৫২

মা.হাসান বলেছেন: আপনার কথায় ভরসা পাইলাম।
এই নেন:

B-))

বিলম্বের জন্য দুঃখিত।

৯| ০৪ ঠা মে, ২০২১ রাত ১০:২৬

রাজীব নুর বলেছেন: পড়লাম। ধন্যবাদ। ভালো থাকুন।

০৬ ই মে, ২০২১ বিকাল ৪:৫৯

মা.হাসান বলেছেন: ভালো থাকুন।

ভালো থাকি কি করে? মহল্লায় কুকুরের উৎপাত খুব বেড়েছে। এরা দল বেধে ঘুরে। এর মধ্যে একটার স্বভাব আবার বাড়ি বাড়ি ঘুরে প্রত্যেক বাড়ির সামনে হিসু করে আসে।

১০| ০৫ ই মে, ২০২১ রাত ১২:১৪

কল্পদ্রুম বলেছেন: গিফটের জন্য আন্তরিক ধন্যবাদ। কাভা ভাইয়ের মেইল পাওয়ার পর আমার আর কারামুক্ত ইরফান সেলিম মিয়াভাইয়ের রিএকশন একই।

০৬ ই মে, ২০২১ বিকাল ৫:২১

মা.হাসান বলেছেন: আপনাকে অভিনন্দন এবং আন্তরিক ধন্যবাদ পর্বটি লেখার জন্য। প্রথম চার পর্ব পড়ে যে উৎসাহ পেয়েছিলাম পরবর্তিতে একাধিক পর্বে লখার ধারের অভাবে তা কমে গেছিলো। আপনি সিরিজটির সম্মান রেখেছেন। অসাধারন লিখেছেন।

আমার আর কারামুক্ত ইরফান সেলিম মিয়াভাইয়ের রিএকশন একই।

সাত নম্বর মন্তব্যে আবার প্রত্যুত্তর দেখুন। গোফের ব্যাপারে কোনো সাজেশন থাকলে তা দেয়ার অনুরোধ থাকলো। :P

১১| ০৬ ই মে, ২০২১ দুপুর ২:৪৭

ঢাবিয়ান বলেছেন: গনসম্বর্ধনার ব্যবস্থা করে একটা সোনার দুরবীন উপহার পাওয়া এই মহামানবের প্রাপ্য যেটা প্রতিস্থাপন করা হইবে উনার বাসভবনের ছাদে পুরানটা ফেলে দিয়ে।

০৬ ই মে, ২০২১ বিকাল ৫:২৭

মা.হাসান বলেছেন: B:-) B:-)

করোনার মাঝে জন্মদিনের পার্টি হচ্ছে। কাজেই সম্বর্ধনা হলে ক্ষতি কি? জরুরি ভাবে করা হোক।

১২| ১৮ ই মে, ২০২১ সকাল ৭:১৪

খায়রুল আহসান বলেছেন: জেল মহামানবদের অলংকার, জুলুম তাদের একচ্ছত্র অধিকার!

১৩| ১৮ ই মে, ২০২১ সকাল ৭:৫৯

রানার ব্লগ বলেছেন: ধন্য ধন্য বলি তারে

১৪| ১৮ ই মে, ২০২১ সকাল ১০:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ওরা বুক ফুলিয়ে হাঁটে জনসম্মুখে নির্দ্বিধায় শত অন্যায় করেও, প্রশাসন পিছন থাইকা হাসে আমাদের দেশ ওরাই আমাদের গর্ব

১৫| ২৩ শে মে, ২০২১ রাত ১:১৮

আমি সাজিদ বলেছেন: খাসা গোঁফ বানালো তো হাজী সাহেবের ছেলে! নিশ্চয়ই জেলে আরামে ছিল।

১৬| ২৬ শে মে, ২০২১ দুপুর ১:২৬

খায়রুল আহসান বলেছেন: পোস্টের রূপকার্থটি প্রথমে খেয়াল করি নাই সেভাবে। সেটা খেয়াল করতে হলেও মাথায় ঘিলু লাগে, আর লিখতে গেলে তো কথাই নেই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.