নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোজা, সহজ ও সরল

সোজা সাপটা

যদি শুধু মুগ্ধ হও কাগজেরই ফুলে // সুবাসিত গোলাপ তোমায় নাড়া দিবে কি ভুলে?

সোজা সাপটা › বিস্তারিত পোস্টঃ

সিলেট থেকে ছাতক -- রাস্তা নাকি ঘাতক

২৪ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০৪

সিলেট থেকে ছাতক



দেশব্যাপী সড়কগুলো নাকি বেজাই মসৃন

প্রতিবারই বিটিভি দেখি , পড়ি নিত্যদিন



সেতু মন্ত্রী , সড়ক মন্ত্রী আরো কত আমলা

ক্যামেরার সামনে পোজ , পাছে রোড কামলা



চকচকে সড়কগুলো ছবিতেই সুন্দর

রোড গুলো দেখে বলো ছাতক থেকে বন্দর



যদি চাও শিঘ্রই মাজা ব্যথা সারাতে

যাও চলে সিলেট হয়ে ছাতকে বেড়াতে



রোডগুলো বড় ভারি রসিক মাহাশয়

পান খেয়ে দাঁত দেখায় হাসি জেনো থামে নাই



ধুলো সেতো খাবে তুমি সাথে আছে ঝাকুনি

যেনো ভোট পাওয়া এমপির গর্জন আর বকুনি



ছাতকেরই পাশে পাহাড়ঘেরা বাঁশতলা

বিশ কিলো দুরে যেতেই হাড় হাড্ডি হয় নুলা



ভোট চাই, ভোট দাও, করে দিবো কাজ সব

আছেন কোথায় মশায়, নাকি খাচ্ছেন ললিপপ



স্যালুট দিবো তোমায়, কাজটা হবে যব

নাহলে মশায় জানান তবে ব্র‌ান্ডটা কি ললিপপ



পুণ্যভুমির মন্ত্রী তুমি কিংবা এমপি মেয়র

উন্নয়ন চাই , চাইনা কোনো শো অফ খিস্তি খেয়র



হাড্ডিটা মোর বড্ড ব্যাথা ভাংগলো কিনা মটমট

তোমার দিকেই নেতা আমি তাকিয়ে আছি কটমট



কোথায় আছো কোথায় গেছো আছো নাকি কোমায়?

সামনে পেলে জনগন, কানটা মলবে তোমায়।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৮

বাউল আলমগী সরকার বলেছেন: বেশ তো লাগল কবিতাটা

২৫ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩৮

সোজা সাপটা বলেছেন: চাহনিটাও সুন্দর আর ছবিটা

২| ২৪ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪৫

সংসপ্তক_২০১১ বলেছেন: খুব সুন্দর কবিতা।কবিকে অভিনন্দন।

৩| ২৪ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৭

 বলেছেন: +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.