নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোজা, সহজ ও সরল

সোজা সাপটা

যদি শুধু মুগ্ধ হও কাগজেরই ফুলে // সুবাসিত গোলাপ তোমায় নাড়া দিবে কি ভুলে?

সোজা সাপটা › বিস্তারিত পোস্টঃ

চাখা চাখীর আছেটা কি

০৯ ই জুলাই, ২০১৫ সকাল ১০:২০

রাখছো রোজা বড্ড ভালো , করছো দেখি সেহেরী
থাকছে কত মজার পদের রান্নাবান্না বাহারী

মনটা আমার বড্ড ভারী , ভার দিয়ে নয় ভর দেখে
খাচ্ছে সবে কর্পোরেটে পুরোটা নয় একটু চেখে

খাবাই যখন আস্তটা খাও , চাখা চাখীর আছেটা কি?
ওয়েস্ট ইন আর র‌্যাডিসনে একটু তুমি ভাবছো নি?

অর্ধেক নয় কোয়ার্টার নয় , একটুসখানি খাও স্বস্তিতে
অনাহারে মরছে শিশু না খেয়ে সব ঐ বস্তিতে

এই যদি হয় স্পিরিট তোমার, পবিত্র এই রমজানে
রোজা রেখে তবে তোমার , উপাস থাকার হয় কি মানে?

খাচ্ছো যা তা নিষেধ নাইকো , সংযম নাই মন টারে
ভাসছো তুমি ইচ্ছে মতো, উল্টোপাল্টা অফারে

খাচ্ছো খাও ভালো কথা করছো কেনো নষ্ট?
বাড়তিটুকু শেয়ার করে ঘুচাও কারো কষ্ট

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৫১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কবিতায় মানবিক আহবান , ভাল লাগলো ।
অন্তমিল চমৎকার হয়েছে । +++++++++++

২| ১২ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭

কাবিল বলেছেন: খাচ্ছো যা তা নিষেধ নাইকো , সংযম নাই মন টারে
ভাসছো তুমি ইচ্ছে মতো, উল্টোপাল্টা অফারে

চমৎকার।

৩| ০৪ ঠা আগস্ট, ২০১৫ সকাল ৮:৫৭

জাহিদ নীল বলেছেন: লেখাটি ভাল লাগল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.