নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোজা, সহজ ও সরল

সোজা সাপটা

যদি শুধু মুগ্ধ হও কাগজেরই ফুলে // সুবাসিত গোলাপ তোমায় নাড়া দিবে কি ভুলে?

সোজা সাপটা › বিস্তারিত পোস্টঃ

নীলা নীল

১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৮

দোস্ত জানিস?
জানবো কেমন করে?
রাস্তায় নেমেই শুনি
নিল রংয়ের শাড়ী পরা
ডাকছে কোনো সুন্দরী ,
" এই খালি, দাঁড়াও "।

কেন জানি আমি
থমকে দাড়াই
অবাক নয়নে,

মনে হয় ,আমাকেই ডাকছে..
কেউবা শয়নে স্বপনে!!


ইয়ে মানে আমাকে কিছু বলবেন?
আজ্গে না।
তবে বললেন যে এই খালি?

আচ্ছা আপনার নাম কি তবে "খালি"?

উহু আমার প্রভাত যাত্রাটাই গুড়ে বালি।

নিল রং বড়ই অদ্ভুদ এক রং
তুমি নীল
আকাশ নীল
পাথর গাঢ় নীল

তবুও নীলেই ভালোবাসা
না নাহ ..ছবি নীলের কথা মোটেও বলিনি
বলিনি কোনো দিন কোন আসক্তি ছিলো

শুধু এটুকুই বলি
সবাই বলে বেদনার রং নাকি নীল হয়

প্রশ্ন আমার ,
তবে বেদনা কি আকাশের থেকেও বড়?
ভালোবাসার রং তাহলে কি সেটা বলতে পারো?

সাগর নীল
তিমি নীল
পানির রংও নাকি নীল
কোনো এক নদের নাম নাকি নীল?

ভালোবাসায় আলো আধার
কত খেলার ছলে
ভাবতে থাকো চাইতে কি দোষ
আসুক নীলাচলে

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৩

উস্তাদ শেখ নূরু-জ্বী বলেছেন: ভালো লাগল

১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৯

সোজা সাপটা বলেছেন: ধন্যবাদ আপনাকেও ।

২| ১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৬

শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর ধন্যবাদ।

১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৯

সোজা সাপটা বলেছেন: ধন্যবাদ আপনাকেও ।

৩| ১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৩

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৯

সোজা সাপটা বলেছেন: ধন্যবাদ আপনাকেও ।

৪| ১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৩

-সাইরাস বলেছেন: বাতাস নীল হয় নাকি সোজা সাপ্টা ভাই ? জানা ছিল না ।

১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩১

সোজা সাপটা বলেছেন: হূম ভাববার বিষয়। কিছুটা পরিবর্তন করলাম । ধন্যবাদ।

৫| ০৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৩

খায়রুল আহসান বলেছেন: বেদনার রঙ নীল হলেও, নীলে নারীরা সুশোভিত হয়।

১০ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:১১

সোজা সাপটা বলেছেন: ঠিকই বলেছেন, আর আমরা পূরুষ জাতি নীল দংশনে দংশিত হতেই ভালোবাসি

৬| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৫

আরজু পনি বলেছেন:
সহজ করে খুবসুন্দর প্রকাশ।
ভালো লাগা রইল ।

১০ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:১২

সোজা সাপটা বলেছেন: আপনার নামটা শুনেই ভালোলাগলো। আর ভালোলাগার জন্য আরো কিছু ভালোলাগা

৭| ১০ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:১৬

সাদা মনের মানুষ বলেছেন: সুন্দর, ভালোলাগা জানিয়ে গেলাম

১০ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫০

সোজা সাপটা বলেছেন: সাদা মনের মানুষের যখন ভালো লেগেছে তখন নিশ্চয় ভালো। ধন্যবাদ

৮| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৩

মিঃ এলিয়েন বলেছেন: মজা পাইলাম

১৩ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৯

সোজা সাপটা বলেছেন: এলিয়েন আইছে .।পলাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.