নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোজা, সহজ ও সরল

সোজা সাপটা

যদি শুধু মুগ্ধ হও কাগজেরই ফুলে // সুবাসিত গোলাপ তোমায় নাড়া দিবে কি ভুলে?

সোজা সাপটা › বিস্তারিত পোস্টঃ

আমি চরম সুখি মানুষ

১৩ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৯

পদে পদে জিজ্গাসিত
পথে পথে কাটা
জানিনাকো কপাল আমার
পোড়া নাকি ফাটা
ওরে আমি চরম সুখি মানুষ
উড়াই আমি নীল আকাশে কত শত ফানুস
আমি চরম সুখি মানুষ

একা একা দিন কেটে যায়
রাত কেটে হয় ভোর
এখন দেখি আমি হলাম
চুরি না করেও চোর
ওরে আমি চরম হ্যাপি ম্যান
জানিনাতো দিছে মানুষ কতটুকুন সন্মান
আমি চরম হ্যাপি ম্যান

শোনেন বাবু শোনেন মশাই
শোনেন দিয়া মন
ধৈর্য রাখুন অটুট থাকুন
থাকুন সারা জীবন
ওরে আমি সেইরাম সুখি মানব
দূরেই রাখি সকল ভয় কিংবা দানব
আমি সেইরাম সুখি মানব


ক্রিং ক্রিং বাজে বুকে
ডাক্তার বাবু জিগাই
কতদিন হলো বিবাহিত
শান্তি দিছেন বিদায়?
আমি এখন খাঁটি বলদ , খাটি উজবুক
শান্তি নামক ভেলায় চড়ে আছে এই শাবক
আমি এখন খাঁটি বলদ , খাটি উজবুক

তারিখটাও ঠিক পরেনা মনে
পরলে ভোলার চেষ্টা
মনের মাঝে আর কোনো কিছুর
নাইকো কোনো তেষ্টা
সুখের চেষ্টা যাওবা ছিলো সব হয়েছে মাটি
আমি ভাই মানুষ খারাপ মনটা বড়ই খাঁটি
আমিতো সুখেই আছি দেখুন দাঁতের পাটি
ভাইরে মানুষ খারাপ হলেও আমার মনটা বড়ই খাঁটি

হাত দেখে উনি চোখ দেখেন
হলেন হেসে খূন
আপনি ভাই অনেক ভালো
আছে অনেক গুন
না না বাবু কিযে বলেন
নাইতো কোনো যোগ্যতা
আরে বাপু আমি ডাক্তার ,
জানি কিছু আছে অজ্গতা
তাহলে বলি ভালো আছি ভালো হিউম্যান বিইং
মনের কোঠায় ভয় থাকলেই আর বাজবেনা ক্রিং
আমি ভালো আছি ভালো হিউম্যান বিইং

সব কিছু যবে জেনেই যাবো ,
সংসারের ঐ মজা কই
দুনিয়া ভাই উল্টে গেলেও
সেখান থেকেই মজা লই
ওরে আমি দারুন রকম সংসারী বিশাল মনের ব্যক্তি
দেখুন , আমি তৃপ্তবান নাই দূ:খের আভিব্যাক্তি
আমি দারুন রকম সংসারী বিশাল মনের ব্যক্তি

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৩:৪০

স্ট্রাটাজেম বলেছেন: অফ টপিক - সামুতে এখন কি কোনভাবেই ১০ টার বেশি ফটো দেওয়া যাবে না ? আর দেওয়া গেলে সেটা কিভাবে ? আর ট্যাগ করার সময় শব্দগুলো কিভাবে লিখব এবং কতগুলো শব্দ লেখা যাবে । বিস্তারিত জানালে খুব উপকার হতো ।
ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.