নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মূলত ওয়েব ডেভেলপমেন্টের পাশাপাশি বিভিন্ন বাংলা, ইংরেজী ব্লগে সখের ব্লগার হিসেবে টুকিটাকি লেখালেখি করে থাকি।

এম,এইচ, মিনহাজ

শখের ব্লগার

এম,এইচ, মিনহাজ › বিস্তারিত পোস্টঃ

ক্রিকেট বোর্ড বরাবর আমার একটি রচনামূলক প্রশ্ন

১১ ই অক্টোবর, ২০১৬ রাত ১:২৮

মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের দর্শক ধারন ক্ষমতা প্রায় ২৫ হাজার। যার ৬০% অর্থাৎ ১৫ হাজার টিকিট দেশের ধনী ধনী ফকির মিসকিনদের মাঝে সৌজন্যমূলক ভাবে বিনামূল্যে বিতরন করা হয় কোন লাইনে দাড় করানো বা সহজ ডট কমের কোন রকম ভোগন্তি ছাড়া।

ক্রিকেটের এই বিখ্যাত ফ্রি দর্শক গুলির বেশির ভাগেই খেলা শেষে পাশের জনকে হয়ত জিজ্ঞেস করেন, বাংলাদেশ আজকে ইংল্যান্ডের সাথে কত গোলে হারল?

অন্যদিকে বিখ্যাত সেই ১৫-১৬ হাজার ফকির মিসকিন বাদে ১৬কোটি ক্রিকেট ভক্ত দর্শক সহজ ডট কমের কঠিন ধান্দা প্যাঁচ অতিক্রম করে, অথবা সারা রাত্রি দুইমাইল লম্বা লাইনে দাড়িয়ে থেকে পুলিশের লাথি গুঁতু পেড়িয়ে অবশেষে হক টাকার বিনিময়ে ৭-৮হাজার টিকিট বরাদ্দ পায়। বাঁকি ২-৩ হাজার পাওয়া যায় ৮-১০ গুন বেশি দামে কালোবাজারিদের মাধ্যমে। অর্থাৎ একজন দর্শককে খেলা দেখতে যাওয়ার কয়েক দিন আগে থেকেই বড়সড় একটা যুদ্ধের প্রস্তুতি নিতে হয়, যার নাম টিকিট যুদ্ধ।

প্রশ্ন শুধু এটাই, মোট টিকিটের প্রায় ৬০% কেন সৌজন্যমূলক ভাবে বিতরন করা হয়? আর আম জনতার ৪০% টিকিটের একটি অংশ কেন এমন একটি ওয়েব সাইটের মাধ্যমে ছাড়া হল যারা কিনা তাদের ওয়েব সাইটের ট্রাফিক বাড়ানোর সামান্য লোভে টিকিট সর্বরাহের সূচী প্রকাশ না করে নোটিশ টানিয়ে রেখেছে সময় মত (Time to Time) টিকিট পাওয়া যাবে। আর টিকিট পাগল ক্রিকেট ভক্তগন ২৪ ঘন্টা সহজের কঠিন প্যাঁচে ঘুরপাক খেয়ে টিকিট প্রাপ্তির সময়টা জানতে না পারলেও সব শেষে জানতে পেরেছে টিকিট অনেক আগেই শেষ হয়ে গেছে।

ক্রিকেট বোর্ড আমাদের বলবেন কি যে, এই ৬০% সংখ্যাটা কি রাজনৈতিক, নাকি অনৈতিক? এখানে অর্থনৈতিক কোন কিছু তো চোখে পরছে না।

ভাবছি, সহজ ডট কমের সাথে, সামনে বা পিছনে কোন অর্থনৈতিক সম্পর্ক আছে কি? যার কারনে টিকিটের সাথে বিভিন্ন চার্জ ও ভ্যাট লাগানো হয়েছে।

আমাদেরকে টিকিটের মূল্যে সাথে ভ্যাট, অবৈধ চার্জ দিতে হয়, আর ৬০% এর দামটাও নেয়া হয় না কেন?

প্রশ্নটা রচনামূলক হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে এর সংক্ষিপ্ত ও সহজ সমাধান আশা করছ তবে অবশ্যই সমাধানটা যেন সহজ ডট কমের মত না হয়।

ফেসবুকে আমি আছি এখানে

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০১৬ রাত ২:০৭

শাহজাহান সাঈফ বলেছেন: একজন ক্ষমতা দেখাইব আরেকজন সৌজন্যতা দেখাইব পাবলিক কি দেখাইব???? ঘোড়ার আন্ডা????

২| ১১ ই অক্টোবর, ২০১৬ রাত ২:১৯

এম,এইচ, মিনহাজ বলেছেন: ভাল-খারাপ যাহাই দেখানো হোক.. পাবলিক তাহা দেখবে... হাত তালি দিবে... আর বলবে- জী আজ্ঞে...

৩| ১১ ই অক্টোবর, ২০১৬ ভোর ৬:১৪

রক্তিম দিগন্ত বলেছেন:
৬০% এর অর্ধেকটা কালোবাজারীতে যায়। সেইটা কিন্তু বোর্ডের অর্থের উৎস না হলেও, কিছু কিছু মানুষের অর্থের উৎস হয়।
ব্যবসা তো আর তারা করা ছাড়বে না।

৪| ১১ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৫৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ব্লগ পোস্টে সরাসরি অন্য কোন যোগাযোগ মাধ্যমের লিংক সংযুক্ত করা ব্লগ নীতিমালা পরিপন্থী। অনুগ্রহ করে দ্রুত লিংকটি সরিয়ে নিন। এডিট অপশন থেকে আপনি প্রয়োজনীয় এডিট করতে পারেন।

ব্লগ নীতি মালা অনুসরন না করা হলে, নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেয়ার সুযোগ থাকে।

১১ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৪৮

এম,এইচ, মিনহাজ বলেছেন: জনাব কাল্পনিক ভালবাসা, পোষ্টে সোস্যাল লিংক সংযুক্ত করা যাবে না এমন কোন রুলস তো খুঁজে পাইনি (http://www.somewhereinblog.net/blogrules)। রুলস নাম্বারটা কনফার্ম করলে বুঝতে পারতাম... প্রয়োজনে লেখাটি ইডিট করে দিব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.