নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের জন্য সৃষ্ট সুখগুলো ধরে রাখতে লেখালেখি চালিয়ে যেতে চাই।

মীর সাজ্জাদ

নতুন কিছু করার আশায় থাকা মানুষগুলোই এক সময় সফল হয়।

মীর সাজ্জাদ › বিস্তারিত পোস্টঃ

বাবা নেই বলে।

১৪ ই জুন, ২০২০ দুপুর ১:৩৬


রক্ত মাখা দেহটি ঘিরে
অশ্রু জলের অবাধ প্রলাপ,
ছোট্ট খোকা অবুঝ ভাবনায়
পায় না খুজে যোগ্য জবাব।

খোকাটি যে নিশ্চুপ আজ
বাবাটি তাহার আর যে নেই,
বিধির লিখন সত্য হয়ে
সৃষ্টিকুলের মৃত্যু হবেই।

মায়ের চোখের অশ্রু ধারা
শিহরণ দিয়ে বুকিটা কাঁপায়,
এই বয়সেই বাবা হারা
ফেলে দিল তাকে ভিন্ন ধাধায়।

বাবা যে কত আবদার স্থান
মাথার উপর বিশাল ছায়া,
খোকাটি আজ নি:স্ব হল
পাবে না আর বাবার মায়া।

সমস্ত শখ বিসর্জনে আজ
নিজের কাঁধেই সমগ্র ঝুঁকি,
শুকিয়ে যাবে চোখের পানি
দেবে না কেউ একটু উকি।

বাবার অভাব হয়না পূরণ
অসহ্য যত যন্ত্রণা,
তিনি নেই বলে আজ ধরনীতে
বিরহ বেদনা যেন শোকের যাতনা।

তোমার দেওয়া শিক্ষা বাবা
মানুষ আমায় করেছে,
তুমি নেই বলে মনের কোণায়
আফসোস আজও রয়েছে।

বাবা নেই দুনিয়াতে এটা
খোদার নিপুণ পরীক্ষা,
এ পরীক্ষা দিচ্ছ যারা
আখিরাতে পাবে বিশেষ সুরক্ষা।

ছবি-গুগল।

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০২০ দুপুর ১:৪৫

রাজীব নুর বলেছেন: আমার বাপ বেঁচে আছে। অথচ তিনি থেকেও না থাকার মতোই।

১৪ ই জুন, ২০২০ দুপুর ২:০৭

মীর সাজ্জাদ বলেছেন: কি হয়েছে উনার?

২| ১৪ ই জুন, ২০২০ দুপুর ১:৫৩

বিজন রয় বলেছেন: কেমন আছেন?
অনেক দিন পর আপনার পোস্ট পেলাম।

বাবাকে নিয়ে যথার্থ কবিতা।

++++

১৪ ই জুন, ২০২০ দুপুর ২:০৯

মীর সাজ্জাদ বলেছেন: ভালো আছি আমি, আপনি কেমন আছেন?
পোষ্ট এখন কম করি।

৩| ১৪ ই জুন, ২০২০ দুপুর ২:২৬

নেওয়াজ আলি বলেছেন: সৃজনশীল   উপস্থাপন ।

১৪ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:০২

মীর সাজ্জাদ বলেছেন: চিন্তাশীল মন্তব্য।

৪| ১৪ ই জুন, ২০২০ বিকাল ৩:২৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: কি হয়েছে উনার?

উনি আমাদের সাথে থাকেন না।

১৪ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:০৭

মীর সাজ্জাদ বলেছেন: বাবার তুলনা শুধুই বাবা,
তার আদর যত্ন ভালোবাসা,
ভোলার নয়, যেখানেই থাকি,
যত দুরেই যাই,
তার খেয়াল রাখরো,
এটাই হোক মনের আশা।

৫| ১৪ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:১৫

ইসিয়াক বলেছেন:





সুন্দর অনুভূতি থেকে সুন্দর কবিতা।তবে পৃথিবীতে সব বাবারা এক রকম নয়।

১৪ ই জুন, ২০২০ রাত ৯:২২

মীর সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ ভাইজান, বাবা তো বাবা ই। শুধু জন্ম দিলেই বাবা হওয়া যায় না, বাবার দায়িত্ব যারা পালন করেন তারাই সত্যিকারের বাবা।

৬| ০৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:২৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.