নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের জন্য সৃষ্ট সুখগুলো ধরে রাখতে লেখালেখি চালিয়ে যেতে চাই।

মীর সাজ্জাদ

নতুন কিছু করার আশায় থাকা মানুষগুলোই এক সময় সফল হয়।

মীর সাজ্জাদ › বিস্তারিত পোস্টঃ

রাত জাগেন?

০৯ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:৩০


হাসি খুশি মুখটি তোমার
চেহারাতে তবু কিছের ছাপ?
কি করছো আজ বলোতো তুমি
রাত জেগে কি করছো পাপ?

কেউ তো করে তরঙ্গ প্রেম
আর কেউবা করে নেশা,
কেউবা মাতে অশ্লীলতায়
হারিয়ে সকল দিশা।

কেউতো করে অসৎ ধান্দা
মানুষ ঠকানোর ফন্দি,
কেউতো আছে নাইট ক্লাবে
নিয়ন আলোতে বন্দী।

কেউ কেউ তো ভেঙে পরে
হতাশা আর যন্ত্রনায়,
রাতের আধারে ঘুম হারিয়ে
এদিক ওদিক ছটফটায়।

কমই লোকই যায় জায়নামাযে
পরিশ্রমী তো হাতে গোনা,
তাদের দলে তুমি নও
নুরানী চেহারা তো যায় চেনা।

ছবি:গুগল।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০২১ রাত ১:৫১

কালো যাদুকর বলেছেন: সুন্দর।

০৯ ই জানুয়ারি, ২০২১ সকাল ৮:৩৯

মীর সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ।

২| ০৯ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:৪৯

রাজীব নুর বলেছেন: মোটামোটি। তবে আরেকটু ভালো হতে পারতো।

১০ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:১৮

মীর সাজ্জাদ বলেছেন: নিজের খুশিমতো লিখি। চেষ্টা করবো খুশিটা বাড়াবার।

৩| ০৯ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:৪৯

রাজীব নুর বলেছেন: হ্যা আমি রাত জাগি।

১০ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:১৯

মীর সাজ্জাদ বলেছেন: আপনি তো লিখায় ব্যস্ত থাকেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.