নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চন্দ্রমোহিয়ান।

মিথী_মারজান

মুক্ত আমি,রুদ্ধ দ্বারে..বন্দী করে কে আমারে!!!

মিথী_মারজান › বিস্তারিত পোস্টঃ

দু:স্বপ্নের মায়াজাল

২৮ শে জুলাই, ২০১৮ রাত ১১:৪৬




মাঝরাতে কেউ এসে কড়া নাড়ে ঘুমে
অনাহুতের মতো, নিঃশব্দে, মৃদুপায়।
চিরচেনা সেই রূপে অথবা ছায়াতে কায়ার ভীড়ে
কিছুটা সময় যেন থমকে যায় সব।
অকারণ অস্হিরতার চাপা দীর্ঘশ্বাসে
উচিত অনুচিতের বিষ্ময়ঘেরা প্রশ্নেরা
কানে কানে কথা বলে নিশুতি বাতাসে।
ভদ্রতায়, স্বেচ্ছায় বা অনাগ্রহে
একবুক সাহস নিয়ে ভীত কাঁপা গলায় জিজ্ঞেস করতে হয়,
কতদিন পর!... কেমন আছো?
অস্হির দুটি চোখ আমার চোখে যেন স্হিরতা খোঁজে।
শান্ত কন্ঠে মৃদু হেসে জবাব দেয় - 'ভালো'।
কখনোবা এলোমেলো এই আমাকেই দাঁড় করায়
ঠিক একই প্রশ্নের কাঠগড়ায়।
বসার ঘরটা সামান্য গোছানোর অজুহাতে
মুখ লুকিয়ে কান্নার দমক সামলে নিয়ে
মুচকি হেসে মাথা নেড়ে বলি -
'দেখতেই পাচ্ছো!...বে-শ ভালো'।

কখনো সে হাতে রাখে হাত।
হাত ধরে আমায় টেনে নিয়ে যায়
সুদূর অতীতের কল্পলোকের ঘোরে।
ফেলে আসা স্মৃতি আমি ছুঁয়ে ছুঁয়ে দেখি
কিশোরী মনের প্রতিটিদিন যেখানে হতো আত্মহারা।
সেখানটায় তখন দিশেহারা হই আমি
অব্যক্ত থাকে যত জমাটবদ্ধ ব্যথা
ঘুমন্ত আমি শুধু চোখ মেলে দেখি।

আবার বহুবছর পর, এমনই কোন রাতে
ভীরুপায়ে সে চলে আসে কাছে,
স্মৃতির পুকুরে বাঁধা কালের সাঁকো ডিঙিয়ে
খুব বেশি কাছে।
আমি অবাক হয়ে স্পর্ধা দেখি।
মুহুর্তের ঝটকায় পিছিয়ে যাই কয়েক পা।
একহাতে ভালোবাসা আর অন্য হাতে জ্বালি তীব্র ঘৃণার বাতি।
ভয় পেয়ে যেন সে থমকে দাঁড়ায়।
আবার গুটিগুটি পায়ে এগিয়ে আসে প্রবল আকাঙ্খায়
কখনোবা মাথা নীচু করে পিছু হটে চলে যায়
এমন লুকোচুরিতেই আবার নিমিষে হারায় হওয়ায়!

ঘুম ভেঙে যাওয়া দ্বি-প্রহরের রাতগুলোতে
টলমলে চোখে আমি ঘেমে নেয়ে জেগে উঠি।
কান্না হাসির দোদুল্যতায় প্রতিবার নতুন করে নিজেকে সাজাই।
যে ছায়ার অভিব্যক্তি দেখার সামান্য ইচ্ছাটুকু অবশিষ্ট নেই,
নেই মধ্যবয়সে সে সম্পর্কের হিসাব মেলানোর ধৈর্য।
দু:স্বপ্নের সেসব নির্ঘুম রাতগুলোতে
ভেঙ্গেচুরে ব্যস্ততা বাড়াই প্রাসঙ্গিক ভাবনায় -
শোবার ঘরের ফুলদানীটায়
তাজা ফুল রাখা হয়না কতদিন!
বসার ঘরের কার্পেটটিও বহুদিনের পুরোনো;
বদলে দেবো কালই।
হাতঘড়ি, ওয়ালেট, পরিপাটি কাপড়-
সব কিছুই গোছানো আছে জায়গামত।
সকালে খবরের কাগজের সাথে কফি হাতে নিয়ে
ব্যালকনিতে কিছুটা সময় অনায়াসে বসা যাবে দুজন।
ওহ্! মনেকরে প্রিন্টার্স এর দোকানে যেতে হবে একবার।
এখন থেকে প্রতিরাতে নিশ্চিন্ত ঘুমের সুবিধার্থে
মনের দুয়ারে একটা নোটিশ টাঙাবো ভাবছি।
মাঝরাতের আলো আঁধারী সোডিয়ামের আলোয়
অনাহুতেরা যেন স্পষ্ট অক্ষরে পড়ে নিতে পারে
'বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ'




ছবিসূত্র : ইন্টারনেট।

মন্তব্য ৪৫ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ১১:৫২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ প্রকাশ, ভালো লাগলো।

তবে, স্বপ্নরা কারো অনুমতি পাওয়ার তুয়াক্কা করে না।

২৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:০৫

মিথী_মারজান বলেছেন: জানি ভাইয়া, স্বপ্নেরা বেপরোয়া।
তারপরও মাঝে মাঝে সত্যিই আমার এভাবে নোটিশ লাগাতে ইচ্ছা করে।
প্রথম মন্তব্যে অনেক ধন্যবাদ।
শুভ কামনা।:)

২| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ১১:৫৩

মোছাব্বিরুল হক বলেছেন: ভালোলাগা।

২৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:০৭

মিথী_মারজান বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
আমার ব্লগে মনেহয় প্রথম পেলাম আপনাকে।
স্বাগতম।
শুভেচ্ছা রইলো।:)

৩| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ১১:৫৪

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতায় আত্নউপলব্ধি.... নিজের মত মনে হল!

২৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:১৪

মিথী_মারজান বলেছেন: দু:স্বপ্ন কমবেশি সবাইকেই হানা দেয় তাহলে।
যাক্ বাবা! আমিতো নিজেকে নিয়ে ভয়ে থাকতাম।:p
হাহাহা।
অনেক ধন্যবাদ ডানা ভাইয়া এই সামান্য লেখায় নিজেকে খুঁজে পেলেন জন্য।
দু:স্বপ্ন মুক্ত শান্তিতে থাকুন।
আর হ্যাঁ, নোটিশ লাগাতে ভুলবেন না।:)

৪| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:০৩

পদাতিক চৌধুরি বলেছেন: আপুমনি,

খুব বড় কবিতা। কোথা দিয়ে শুরু করবো ঠিক করতে পারছিনা। তবে এক কথায়, অনুভবে মুগ্ধতা । +++

নিরন্তর শুভেচ্ছা আপনাকে।

২৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:২১

মিথী_মারজান বলেছেন: আমি পার্সোনালি একটু বেশি কথা বলিতো ভাইয়া, তাই লেখা শুরু করলেও এজন্য থামতে পারিনা।
হাহাহা।
কষ্ট দেয়ার জন্য দু:খিত ভাইয়া আর মন্তব্যের জন্য ধন্যবাদ।
আপনার জন্যও আন্তরিক শুভেচ্ছা।:)

৫| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:০৪

স্রাঞ্জি সে বলেছেন: কবিতায় মুগ্ধতা প্রকাশ।

২৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:২৫

মিথী_মারজান বলেছেন: অনেক ধন্যবাদ স্রাঞ্জি সে।
ভালো থাকুন।
সুন্দর থাকুন।:)

৬| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:২৯

রাকু হাসান বলেছেন: কবিতা টি বড় হলেও ,আমার পড়তে সমস্যা হয়নি । ভাল লাগছে বলে । আপনার কবিতা সব সময় আমার ভাল লাগে আপু ।
শুভরাত্রি

২৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:৪৪

মিথী_মারজান বলেছেন: এত সুন্দর করে বলার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
সো সুইট অফ ইউ।
ভালো থাকুন।
সুন্দর থাকুন।
শুভ রাত্রি।:)

৭| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:৩৬

চাঁদগাজী বলেছেন:


অনেক স্মৃতি, অনেক অনুভবতা, অনেক অপুর্ণতা, অনেক আশা, অনেক দীর্ঘশ্বাস; সবকিছু মিলে একটি জীবনের কাহিনী

২৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:৫৫

মিথী_মারজান বলেছেন: ওরে বাবা!
এত কিছু লিখে ফেলেছি!
আমার নিজেরইতো মনেহয় তাহলে আরেকবার পড়ে দেখতে হবে।
হাহাহা।:p

ধৈর্য সহকারে পড়ার জন্য অনেক ধন্যবাদ চাঁদগাজী সাহেব।
যদিও আপনি সবসময়ই খুব মনোযোগী একজন পাঠক।
ভালো থাকবেন।
আপনার সুস্বাস্থ্য কামনা করছি।:)

৮| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১:০৮

কাওসার চৌধুরী বলেছেন:



এটাই জীবন, এভাবেই এগিয়ে যেতে হবে; জীবন মানেই অনেক চাওয়ার মাঝে অল্পতেই সন্তুষ্টি খুঁজে নেওয়া; ভেঙ্গে না পড়ে নতুন করে শুরু করা; কবিতায় মুগ্ধতা +++++++±;;;

২৯ শে জুলাই, ২০১৮ রাত ১:৩২

মিথী_মারজান বলেছেন: এত সুন্দর মন্তব্যের জন্য আপনাকেও প্লাস ভাইয়া।
তবে আমাকে প্লাসের শাপাশি মাইনাস আর সেমিকোলন দিয়েছেন দেখলাম।
ওগুলোর কি কোন মানে আছে? নাকি টাইপো?
আমি আবার বহুত ক্ষ্যাত মানুষ ভাইয়া।
হাল জামানার অনেক নতুন কিছুই বুঝিনা।

সব সময়ের জন্য শুভ কামনা রইলো।:)

৯| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১:৩১

কাওসার চৌধুরী বলেছেন:



এগুলো ইচ্ছা করেই দেওয়া; ± মানে মধ্যপন্থা; জীবনে যা আছে তা নিয়ে সুখে থাকা; আর জীবনকে উপভোগ করা।

২৯ শে জুলাই, ২০১৮ রাত ১:৩৫

মিথী_মারজান বলেছেন: ভাগ্যিস জানতে চেয়েছিলাম!
নাহয় টাইপো ভেবেই বসে থাকতাম।
আমার আগের রিপ্লাইটা ভুলে ডিলিট করে ফেলেছিলাম ভাইয়া।
তাই আবার নতুন করে করতে হলো।
স্যরি।
আর এই নতুন কিছু শেখালেন জন্য থ্যাংক্স।:)

১০| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ২:০৪

কাওসার চৌধুরী বলেছেন:



নেক্সট কবিতা কী আরো -তি-রি-শ- দিন পর; আই মিন আফটার থারটি ডেজ!!

২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১১:২২

মিথী_মারজান বলেছেন: এত আজেবাজে লিখে বিরক্ত করি তারপরও আরো লেখা চান!
আপনার ধৈর্যের তারিফ না করে পারছিনা ভাইয়া।
হুজুগ এলে আবার লিখবো ভাইয়া আফটার অর উইদিন থার্টি ডেইজ।

সবসময় উৎসাহ দিয়ে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
ভালো থাকুন।
সুন্দর থাকুন।:)

১১| ২৯ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৪৫

রাজীব নুর বলেছেন: একটু অগোছালো মনে হলো ।

২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১১:২৬

মিথী_মারজান বলেছেন: এলোমেলো ভাবনাগুলোই সবসময় লিখি আমি।
তাই মনেহয় কিছুটা অগোছালো লেগেছে।
তাছাড়া খুব বেশি গুছিয়ে আমি কখনো ভাবতে পারিনা।
মন্তব্যে ধন্যবাদ ভাইয়া।
ভাল থাকবেন।:)

১২| ২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:১০

আহমেদ জী এস বলেছেন: মিথী_মারজান ,




অব্যক্ত এক প্রেম , অবোধ্য তার মতিগতি । মাঝবয়সে এমন কিছু দুঃস্বপ্ন টলমল করে গেছে নির্ঘুম কোনও দু'টি চোখে ।

চমৎকার এবং চমৎকার ।

আপনার কবিতার ভাবের সাথে অনেক মিল আমার এই কবিতাটিরও ------

অসুখী শরীর

২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৮

মিথী_মারজান বলেছেন: বাহ্! ভাইয়া!
কি সুন্দর করে চমৎকার বললেন!
খুব ভালো লাগলো।
যদিও জানি এখনি নিজের হাবিজাবি লেখা নিয়ে লজ্জা পাবো আপনার কবিতাটি পড়ার পর।
এখনি পড়তে যাচ্ছি।:)

১৩| ২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২৮

মোস্তফা সোহেল বলেছেন: মিথী আপু এমন কবিতা পড়তে পড়তে মন কোথায় যেন হারিয়ে যায়।
কবিতায় অনেক ভাললাগা রইল।

২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৫

মিথী_মারজান বলেছেন: অনেক ধন্যবাদ এমন করে বলার জন্য।
আপনার ভালোলেগেছে জেনে আমারও খুব ভালো লাগছে।
আর ভাইয়া,একটা ছবি ব্লগ দিবেন বলেছিলেন!
কবে পাচ্ছি সেটা?
অপেক্ষায় আছি কিন্তু!!!
ভালো থাকবেন ভাইয়া।
সুন্দর হোক আপনার প্রতিটি সময়।:)

১৪| ২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৫৩

জাহিদ অনিক বলেছেন:
মাইকেলের চতুর্দশপদী কবিতায় ছিল-- স্বপ্নে তব কুললক্ষ্মী কয়ে দিলা পরে—
আপনার স্বপ্নেও একটা কুললক্ষ্মী আছে মনে হচ্ছে, যে আপনাকে কয়ে গেল টানাতে হবে প্রবেশ নিষেধ।

কবিতায় নিজের কথাই ফিরে ফিরে এসেছে, নিজেকে যেমন ভাবি।
সুন্দর লেগেছে

২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:১০

মিথী_মারজান বলেছেন: ধন্য হতাম যদি কুললক্ষ্মী আসতো!
স্বপ্নে তো আসে যতসব.....!
থাক্ আর বললাম না!
তাই বাধ্য হয়েই নোটিশের এই আইডিয়া।

আজগুবি এসব লেখা পড়ার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
শুভেচ্ছা নিরন্তর। :)

১৫| ২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৩৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @ 'বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ'।
.. অনুমতি চাই...:P


২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:২৫

মিথী_মারজান বলেছেন: আরে বন্ধু!
এসব নিষেধাজ্ঞা তো বন্ধুদের জন্য নয়।
শুধুমাত্র একটা মানুষের জন্য, যে বহুবছর আগে আমার কিছু স্বপ্ন নিয়ে হারিয়ে গিয়েছিলো।
এত বছর পর দু:স্বপ্ন হয়ে ফিরে এলে প্রশ্রয় দিবো, মাথা খারাপ নাকি!
তাদের জন্য নোটিশের পাশাপাশি জালিবেতও রাখা থাকবে।:P
আড়ি। আড়ি। আড়ি।
আপনার সাথে না কিন্তু! তার সাথে।;)
তবে শিখা আপুর ক্লাসটাইমে অনুমতি ছাড়া ঢুকবেন না কিন্তু!
আপুর হাতে কিন্তু অলওয়েজ জালিবেত থাকে।
হা হা হা।

১৬| ২৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

দারুন আইডিয়া! ঘুমোনের সময় চশমা পড়ার মতো :P
স্বপ্নে যদি সব ক্লিয়ার না দেখা যায় ;) =p~ =p~ =p~

অমন স্বপ্ন কেউ কেউ চেয়েও পায় না
কেউ পেয়েও চায় না ;)

পুরনো সেই দিনের কথা ভুলবি কিরে হায়
ও সেই চোখে দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়।।
আয় আর একটিবার আয় রে সখা প্রাণের মাঝে আয়।
মোরা সুখের দুখের কথা কব প্রাণ জুড়াবে তায়। -- গুরুদেবের আহবান কি ফেলা যায় ;)

+++

২৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:১৬

মিথী_মারজান বলেছেন: জীবন থেকে যে স্বেচ্ছায় হারিয়ে যায়, স্বপ্নে তার ফিরে আসাটা আমিতো মনেকরি বিড়ম্বনা।
যারা চায় হারিয়ে যাওয়া মানুষগুলো স্বপ্নে ফিরুক, আমি বলবো তারা দু:সাহসী।
আমি খুব ভীতু একটা মানুষ।
বাস্তবে একজনকে পাশে রেখে, স্বপ্নে অন্যজনের হাত ধরে চললে কেমন যেন অপরাধবোধ হয় আমার।

সুন্দর মন্তব্যে অনেক ধন্যবাদ ভাইয়া।
প্রিয় গুরুদেবের গানটির প্রথম লাইনদুটি খুব সত্য তবে পরের লাইনদুটি এক্ষেত্রে এ্ড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। :P

১৭| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ৮:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার কবিতা!
তবে বেশ বড়!
আগামীতে এত বড় কবিতা দিলে চা নাস্তার ব্যবস্থা রাইখো মিথী।

২৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:২৪

মিথী_মারজান বলেছেন: ভাইয়া!
স্বার্থপরের মত শুধু নিজের কথাই ভাবলেন!
আর আমি যে এত লিখে লিখে ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে যেতে পারি সেটা তো একবারও ভাবলেন না!:-*
এরপর আমার ব্লগে আসার সময় সাথে করে মিষ্টি,ফল এসব নিয়ে আসবেন,যেমন করে ভাইয়ারা
বোনকে দেখতে শশুরবাড়ি যায়। :P
হা হা হা।

ধৈর্য ধরে পড়ার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।:)
ভালো থাকবেন।:)

১৮| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ৮:৩৬

চঞ্চল হরিণী বলেছেন: আপু, এই প্রথম আপনার কবিতা পড়লাম। ভালো লাগলো বেশ। বিশেষ করে প্রথম তিন অংশ ভালো লেগেছে বেশী। আর মাঝের দুটি অংশ দারুণ !

২৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:২৭

মিথী_মারজান বলেছেন: আমার ব্লগে স্বাগতম চঞ্চল হরিণী।
লেখাটি পড়ে মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা রইলো।:)

১৯| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:০৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আমি কারো কবিতা পড়তে পারবো না..X(

ডিয়ার বন্ধু!
আমি কিন্তু রাগ করেছি। গত একমাস থেকে জারুল ফুলসহ পুরো গাছটাই হাওয়া! এদিকে আমি খুঁজে মরছি। এতদিনে জালিবেতটা মনেহয় উই পোকা/ঘুন পোকা খেয়ে শেষ করে দিলো। কিন্তু বেত ওয়ালা কই??:(

২৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:৩৩

মিথী_মারজান বলেছেন: শান্ত! শান্ত! ম্যান!!!
জারুল ফুল খুব ভালো আছে।
ছুটিতে দেশে বেড়াচ্ছে তাই খানিকটা ব্যস্ত আছে।
আর এই সময়টায় আপনার জন্য জালিবেতে খুব করে তেল মাখছে। :p
লক্ষ্মী ছেলে হয়ে সব হোমওয়ার্ক কমপ্লিট করে রাখুন।:)

২০| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:২৩

সনেট কবি বলেছেন: ভালো লাগলো।

২৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:৩৬

মিথী_মারজান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
ভালো আছেন আশা করছি।
শুভ কামনা রইলো।:)

২১| ০৭ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০৯

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ে মনে হলো, "দু:স্বপ্নের মায়াজাল" শিরোনামটা যথার্থ হয়েছে।
শেষের স্তবকটা খুব হৃদয়স্পর্শী হয়েছে।
"প্রবেশ নিষেধ" টাঙিয়ে মানুষের প্রবেশ হয়তো ঠেকানো যায়, কিন্তু স্বপ্নের প্রবেশ ঠেকানো যায়না।

২২| ০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:০৮

মিথী_মারজান বলেছেন: মাঝে মাঝে সত্যিই এমনটা ইচ্ছা হয় আমার।
ইশ্!!! যদি পারতাম স্বপ্নে এমন একটা নোটিশ টাঙাতে!!!
জানি, সম্ভব না।
হয়ত: বাস্তবে সম্ভব না জন্যই লেখাতেই ইচ্ছাটা প্রকাশ করলাম।
শিরোনামটা ঠিক আছে জেনে ভালো লাগছে।
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
ভালো আছেন আশা করছি।:)

২৩| ১২ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনুমতি ছাড়াই প্রবেশ করলাম !

ভালো লেগেছে। কবিতা নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে।
সময় কম তাই ইদানীং "সোভিয়েত শৈশব" শেয়ার করছি। :)

২৪| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১২

মিথী_মারজান বলেছেন: ব্লগবাড়ির দরজা বন্ধু আর সহ ব্লগারদের ক্ষেত্রে সবসময় উন্মুক্ত স্বপ্নবাজ সাহেব।
খুব করে আশাকরি এখানে কখনো যেন এমন নেটিশ টাঙানোর প্রয়োজন না পরে।
তবে সবচেয়ে মজার কথা হলো, স্বপ্নে যার জন্য নোটিশ দিতে চাই, সে আমার ব্লগবাড়ির ঠিকানা জানে।
আমাকে যদি কখনো তার খোঁজার ইচ্ছা হয়,সে এখানেই আমাকে নিভৃতে খুঁজে যাবে।
বাড়ির প্রবেশদ্বার খোলা থাকলেও ভুলেও সে সেখানে ঢুকবেনা।

আপনার সোভিয়েত শৈশব সিরিজটা দারুণ মজার।
বাকীটা অবশ্যই পড়ে আসবো।
আপনার কবিতাগুলোও কিন্তু বেশ্!!!
খুব একটা বিদ্রোহ,প্রতিবাদ,তারুণ্যের উত্তেজনা, সবমিলিয়ে বেশ সাহসী হয় আপনার কবিতাগুলো।
সমসাময়িক ঘটনাগুলো নিয়ে আপনি নিশ্চয়ই কিছু লিখেছেন ভেবে আমি কয়েকবার অফলাইনে আপনার ব্লগেও ঘুরে এসেছি।
ভালো থাকুন আর সবসময় আপনার টগবগে স্বপ্নের সাথেই থাকুন।:)


২৫| ০৫ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৪২

খায়রুল আহসান বলেছেন: আপনি পুনরায় ব্লগে নিয়মিত হবেন, এ আশা করছি।

০৮ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:২০

মিথী_মারজান বলেছেন: চেষ্টা করবো নিয়মিত হতে। লেখালেখিতে সম্ভব না হলেও আপনাদের নিয়মিত পাঠক হবো ইনশাআল্লাহ্।
ভালো থাকবেন।
অসংখ্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.