নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের কোথাও একটি ছাপ রেখে যেতে চাই

চিত্রদীপ জ্বেলে রেখো ময়ূখ পিদিম; রাত্রি-কথায় বেঁধে নেবো ভোরের খোঁপা।

অপর্ণা মম্ময়

চিত্রদীপ জ্বেলে রেখো ময়ূখ পিদিম; রাত্রি-কথায় বেঁধে নেবো ভোরের খোঁপা।

অপর্ণা মম্ময় › বিস্তারিত পোস্টঃ

নৈঃশব্দ্যের জলনূপুর - কবিতা সংকলন এবং একটি বিজ্ঞপ্তি

০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৩



যারা সাহিত্যপ্রেমী তারা কবিতা কম বেশি সবাইই ভালোবাসেন ; কেউ লিখতে কেউবা পড়তে। আর কবিতার আকার , প্রকার নিয়েও চলে অনেকের মাঝে আলোচনা । কেউ যেমন দীর্ঘ কবিতা পড়তে বা লিখতে পছন্দ করে আবার কেউবা খুব সংক্ষিপ্ত ভাবে লিখতেই পছন্দ করে। সে যাই হোক , কবিতা কি বা কবিতা লেখার বা পড়ার অনুভব কি , কেমন এসব নিয়ে লেখা আমার উদ্দেশ্য নয়।



২০১৪ একুশের বইমেলায় আদী প্রকাশন থেকে গল্প , রম্য , সাইকো থ্রিলারের পাশপাশি কবিতার বই প্রকাশেরও উদ্যোগ নেয়া হয়েছে। এতে নতুন লেখকদের জন্যও কবিতা পাঠানোর সুযোগ রয়েছে। কেউ যদি নিজের লেখা কবিতা পাঠাতে চান তাহলে [email protected] এই ঠিকানায় আমাকে কবিতা পাঠাতে পারেন। কবিতার মানের উপর ভিত্তি করে সেখান থেকে কবিতা বাছাই করে বইতে প্রকাশ করা হবে। যেহেতু হাতে এখনো সময় আছে তারা তাদের লেখা সেরা কবিতাটি পাঠিয়ে দিতে পারেন এই পোস্ট প্রকাশের দিন থেকে আগামী ১ মাসের মাঝে । তবে সবার কবিতাই যে প্রকাশিত হবে সেটা না ভাবার জন্য অনুরোধ করছি। প্রকাশকের কাছে যাদের লেখা মানসম্মত মনে হবে তাদের লেখাই মনোনীত হবে – এই মনোভাব নিয়েই আশা করি লেখা পাঠাবেন।



দয়া করে এই পোস্টে মন্তব্যের ঘরে নিজের লেখার কোনও লিঙ্ক দিবেন না। কিছু নিয়ম দিচ্ছি আশা করি এটি অনুসরণ করবেন।



১। ওয়ার্ড ফাইলে লেখা পাঠাবেন। ছাপা অক্ষরে নিজের নাম যেভাবে দেখতে চান সে নামটিই দিবেন হতে পারে সেটি আপনার ব্লগ নিক কিংবা নিজের পূর্ণ নাম । সাথে নিজের ইমেইল আইডি দিবেন এবং ফোন নাম্বার। ( প্রকাশকের যোগাযোগের সুবিধার জন্য )



২। অভ্রতে লেখা পাঠাবেন।



৩। একেক জন কমপক্ষে ২/৩ টি কবিতা পাঠাতে পারেন।



৪। পাঠাবার আগে বানান, যতি চিহ্ন ইত্যাদি দেখে নেবেন।



আরেকটি ব্যাপার , বানান সংক্রান্ত দুর্বলতা লেখায় পাওয়া গেলে সেখানে প্রকাশক হস্তক্ষেপ করতে পারেন এবং সংশোধন করে নিতে পারেন, প্রয়োজনে লেখা বাতিল করার অধিকার রাখেন।



আর প্রকাশকের সাথে যোগাযোগ করতে চাইলে এই ইমেইলে যোগাযোগ করতে পারেন। [email protected] । আর আদী প্রকাশন এর ফেসবুক লিঙ্ক এখানে – আদী প্রকাশন



এই ব্লগের যারা আমার সাথে ফেসবুকে এড আছেন তারা কোনও জিজ্ঞাসা থাকলে আমাকে সেখানেই জানাতে পারেন ইনবক্সে এবং ইতিমধ্যে আমি কিছু লেখা সংগ্রহ করেছি প্রিয় ব্লগারদের।



সুতরাং আপনারা আপনাদের সেরা লেখাটিই পাঠাতে পারেন আমার কাছে। আর কবিতা চাইলে নতুন লিখতে পারেন কিংবা ব্লগে প্রকাশিত হলেও চলবে।

কবিতা সংকলনের নাম ঠিক করা হয়েছে - নৈঃশব্দ্যের জলনূপুর



সবাই ভালো থাকুন। ঈদের শুভেচ্ছা রইলো।

মন্তব্য ৯০ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৯০) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
নতুন গদ্যকবিতা ভেবে আসছিলাম :)

শুভকামনা সংকলনের জন্য।

০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৪

অপর্ণা মম্ময় বলেছেন: কবিতা লেখা আমার কাছে ভীষণ কঠিন ব্যাপার ইদানিং ! গত কিছুদিন আগে খুব ভাব আসছিল একটা কবিতা লেখার। কিন্তু কিন্তু সন্ধ্যা থেকে বসে থেকেও এক লাইনও লিখতে পারি নাই। তোমরা কিভাবে পারো ?

ধন্যবাদ শুভকামনার জন্য।

২| ০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৭

হাসান মাহবুব বলেছেন: শুভ উদ্যোগে শুভকামনা।

০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২২

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ হাসান ভাই।

৩| ০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:১০

আমিনুর রহমান বলেছেন:


চমৎকার উদ্যোগ।
আদী প্রকাশনা ও আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্লগারদের জন্য এমন একটি উদ্যোগ নেবার জন্য।

নৈঃশব্দ্যের জলনূপুর - এই নামের পিছনে কি কোন কারন আছে !!!



সামু কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি পোষ্টটি স্টিকি সকল ব্লগারের নজরে আনার জন্য!

০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৫

অপর্ণা মম্ময় বলেছেন: নৈঃশব্দ্যের জলনূপুর

-- এই নামের পেছনে বিশেষ কোনও কারণ নেই। আদী প্রকাশন থেকে বলা হয়েছিলো নামের ব্যাপারে কোনও সাজেশন থাকলে আমাকে জানাতে। আমি এই নামটাই বললাম । উনি পছন্দ করে সিলেক্ট করলেন নামটা। এই তো ।

স্টিকি হলে মন্দ হবে না - অন্তত সবার চোখে পড়বে এবং নিজের লেখা প্রকাশের একটা সুযোগ থাকবে বইমেলার কবিতা সংকলনে।

শুভকামনার জন্য ধন্যবাদ আমিন ভাই।

৪| ০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৯

স্বপ্নবাজ অভি বলেছেন: সংকলনের নাম টা দুরন্ত! পোষ্ট ষ্টিকি হোক!

০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৯

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ অভি।

৫| ০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৪

শহুরে আগন্তুক বলেছেন: ভালো উদ্যোগ ।

০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৮

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ তোমাকে।

৬| ০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৫

ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার।
নামটা সুন্দর হৈসে ||

০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৯

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ মুন । ভালো থাকুন

৭| ০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি ভেবেছিলাম কবিতা সংক্রান্ত কোনো প্রবন্ধ ;)

শুভ কামনা থাকলো।

আমার সবগুলো কবিতার লিংক এখানে দিয়ে দিলাম। প্রয়োজনমতো বেছে নিয়ে কৃতার্থ করলে কৃতজ্ঞ থাকবো।

০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১৬

অপর্ণা মম্ময় বলেছেন: ভাইয়া , আপনার ফান লিঙ্ক দেখে আমি সত্যিই হাসলাম ! তবে আপনার প্রমিলা কে নিয়ে লেখা কিংবা এই কবিতা টা আমার খুব খুব পছন্দের। যদি দিতেন এই কবিতাটা সত্যিই খুশী হইতাম --

তোর জন্যই আঁধারে নহর কিংবা রোশনাই
তোর জন্য তুমুল বেঁচে থাকা
তোর জন্যই মুহূর্তে নিঃস্ব; নঞ্-ত্বে নস্যি, নষ্ট হয়ে যাই।


---- চমৎকার !!!!

আপনার অনুমতির অপেক্ষায় রইলাম

৮| ০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৬

বৃতি বলেছেন: সংকলনের জন্য শুভকামনা রইল আপু ।

০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:২৪

অপর্ণা মম্ময় বলেছেন: আপনার কবিতাও আশা করছি পাবো। পছন্দ মতো কয়েকটা কবিতা পাঠিয়ে দেবেন আমার ইমেইলে।

ধন্যবাদ বৃতি

৯| ০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪২

পিনিকবাজ বলেছেন: বেশ ভালো উদ্যোগ

০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:২৫

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১০| ০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৫

আমিনুর রহমান বলেছেন:



আমি তো কবিতা লিখতাম পারি না ! আপনে একটা কবিতা লিখে দিয়েন তো :P


সংকলনের নামটা সত্যিই অনেক সুন্দর হয়েছে !

নৈঃশব্দ্যের জলনূপুর

শুভ কামনা !!!

০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৬

অপর্ণা মম্ময় বলেছেন: কবিতা লেখা অনেক কষ্টের। নিজে লিখতে পারলে তো নিজেরটাই সংকলনে পাঠাবো , যদি প্রকাশক ছাপে এই আশায় !!! আহা !

আবারো আমার ব্লগে আসার জন্য ধন্যবাদ আপনাকে আমিন ভাই ।

১১| ০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১০

অনন্য শ্রাবণ বলেছেন: যদি কবিতা প্রকাশ পায় তবে সম্মানীর বিষয় আছে কি ?

০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫০

অপর্ণা মম্ময় বলেছেন: আপনার প্রশ্নটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ। নতুনদের তেমন সুযোগ দিতে চায় না প্রকাশক রা। তারা আঁধারেই পড়ে থাকে অনেক সময়। সে হিসেবে আদী প্রকাশনী নতুনদের নিয়ে অনেক গুলো বইতেই কাজ করছেন।

এখানে আদী প্রকাশনীর ইমেইল আইডিও দেয়া হয়েছে। আপনার এ সংক্রান্ত প্রশ্নের উত্তর হয়তো সেখান এমেইল করলেই পাবেন।

ধন্যবাদ আপনাকে ।

১২| ০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১৮

আরজু পনি বলেছেন:

দারুণ একটা উদ্যোগ।

সংকলনের নামটা্ও অনেক চমৎকার হয়েছে।

শুভকামনা রইল ।।

০৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ পনি।

এই পর্যন্ত তিন বার লিখলাম মন্তব্যের উত্তর , কিন্তু কেন যেন আসছে না । কি সমস্যা কে জানে !

১৩| ০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:২১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার উদ্যোগ। শুভ কামনা রইল। আফসোস, আমি তেমন কবিতা লিখতে পারি না। পারলে অবশ্যই লেখা পাঠিয়ে দিতাম। যারা সুন্দর কবিতা লিখেন তাদের প্রতি রইল এক রাশ হিংসা।

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ৮:১০

অপর্ণা মম্ময় বলেছেন: যে গদ্য লিখতে পারে , হয়ত চাইলে সেও পারে কবিতা লিখতে। যারা সুন্দর কবিতা লেখে তাদের জন্য আমারও রইলো হিংসা :)

শুভকামনার জন্য ধন্যবাদ তোমাকে।

১৪| ০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৪০

ডট কম ০০৯ বলেছেন: খুব ই প্রশংসনীয় উদ্যোগ।

নামটা অনেক সুন্দর হইছে।

লিখা দিবানে।

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ৮:১১

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ। আচ্ছা লেখা দিয়েন।

১৫| ০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:১৬

পরিবেশ বন্ধু বলেছেন: কবিতা পাঠাব
ঈদ শুভেচ্ছা

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ৮:১৩

অপর্ণা মম্ময় বলেছেন: আমার ব্লগে আপনাকে স্বাগতম মহান পরিবেশ বন্ধু।
অবশ্যই আপনিও কবিতা পাঠাবেন। অপেক্ষায় রইলাম।

আপনাকেও ঈদ শুভেচ্ছা।

১৬| ০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৫

জিকসেস বলেছেন: শেয়ার করে দিলাম।

কবিতার ব্যকরণ, ছন্দ, মিত্রাক্ষর এইসব জানিনা। জানলে হয়ত লিখতাম।

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ৯:০৩

অপর্ণা মম্ময় বলেছেন: ছন্দ বা বৈকারণিক দিক বাদ দিলেও কবিতা লেখা সম্ভব ! ছন্দ আমার নিজের কাছেও জটিল লাগে , হয়ত বুঝি না বলে। চেষ্টা করুন , হয়ত পারবেন ।

শেয়ার করার জন্য ধন্যবাদ।

১৭| ০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:২১

বটবৃক্ষ~ বলেছেন: পোস্ট স্টিকি করা আবশ্যক******

খুব ভালো উদ্যোগ আপি!!

:) :) থাম্বস আপ!! আমিও পাঠাবওওওওও!! আমার যত অকবিতা!! :#) :#) :#)

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ৯:০৪

অপর্ণা মম্ময় বলেছেন: ওকে , অকবিতা মেইলে পাঠিয়ে দিও। :)

১৮| ০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৫

কয়েস সামী বলেছেন: চমৎকার উদ্যোগ।

০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:২৪

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ কয়েস সামী

১৯| ০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:১০

মামুন রশিদ বলেছেন: নৈঃশব্দ্যের জলনূপুর / একাকীত্বের উদাস দুপুর..


:( B:-/


শুভকামনা সকল কবি ও কবিতার !!

০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:২৬

অপর্ণা মম্ময় বলেছেন: আপনার জন্যও শুভকামনা মামুন ভাই। এই সুযোগে আপনিও কবি হয়ে যান :)

২০| ০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৯

সোনালী ডানার চিল বলেছেন:

খুব চমৎকার এই উদ্যোগকে স্বাগত জানাই।
সংকলনের নামটাও সুন্দর হয়েছে।

আপনার জন্যে শুভকামনা একরাশ...................

০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:২৭

অপর্ণা মম্ময় বলেছেন: আপনার কিন্তু আমাকে ইনবক্সে কবিতা দেয়ার কথা ছিল ভাইয়া। অপেক্ষা করছি ।
আপনার জন্যও শুভকামনা রইলো

২১| ০৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

ৎঁৎঁৎঁ বলেছেন: কবিতা পাঠাইতেসি! :)

ছাপা না হইলে খবর আসে! :-0

০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:২৯

অপর্ণা মম্ময় বলেছেন: হ , পাঠাইতে থাকো কবিতা। বানান ভুল হইলে তুমারও খবর আছে কিন্তু

২২| ০৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
শুভকামনা রইল।

০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৩০

অপর্ণা মম্ময় বলেছেন: তোমার দুইটা কবিতা কারেকশন করে পাঠাবার কথা ছিল " অলস আলাউদ্দিন "। অপেক্ষায় আছি

২৩| ০৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

রাইসুল সাগর বলেছেন: shuvo kamona thaklo.

০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৮

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ রাইসুল

২৪| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ৮:১০

এরিস বলেছেন: আমি কবিতা লিখতে পারিনা। :(

০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৪০

অপর্ণা মম্ময় বলেছেন: পারিবে না এ কথাটি বলিও না আর
কেন পারিবে না তাহা ভাবো একবার
পাঁচ জনে পারে যাহা
তুমিও পারিবে তাহা
পারো কি না পারো
দেখো যতন আবার

--- লেখার ট্রাই করে দেখো। পারবা লিখতে

২৫| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৫৬

দুঃস্বপ্০০৭ বলেছেন: শুভ কামনা ।

০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৫০

অপর্ণা মম্ময় বলেছেন: শুভকামনা জন্য ধন্যবাদ

২৬| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৫৪

বালক৪২০ বলেছেন: ভালো উদ্যোগ

০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৫১

অপর্ণা মম্ময় বলেছেন: জ্বি , ধন্যবাদ ।

২৭| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালা কাজ করতাছেন, শুভকামনা সবসময়!

আর বইয়ের নাম তো সুন্দর অইছে!

০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৫২

অপর্ণা মম্ময় বলেছেন: আপনারেও শুভকামনা। আপনিও সুন্দর সুন্দর কবিতা লিখতে থাকেন। দেখি আপনার ওখান থেকে আরও একটা কবিতা নিতে পারি

২৮| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:২০

কান্ডারি অথর্ব বলেছেন:


সামু কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি পোষ্টটি স্টিকি সকল ব্লগারের নজরে আনার জন্য!

০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৩

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ আপনার জন্য কাণ্ডারী ভাই।

২৯| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৩১

অনাহূত বলেছেন: "নৈঃশব্দ্যের জলনূপুর"
নামটা পড়তেই মনেহচ্ছে, কেন এটা কোনো প্রিয় কবিতার নাম নয়।
এক মুহুর্তের জন্য মনেও হয়েছিলো, হয়তো এটা বুঝি আপনার কবিতার নাম।

দারুণ উদ্যোগ। ষ্টিকি করা হোক।

০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৪০

অপর্ণা মম্ময় বলেছেন: তুমিও লিখতে থাকো আর পাঠিয়ে দিও তোমার কবিতা।

৩০| ০৭ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:০৪

ভিয়েনাস বলেছেন: চমৎকার উদ্যোগ। সফল হোক।

ছন্দেবাজে জলনূপুর।

শুভকামনা রইলো।

০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৪৪

অপর্ণা মম্ময় বলেছেন: আপনার জন্যও শুভকামনা রইলো

৩১| ০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: "নৈঃশব্দ্যের জলনূপুর" দারুণ নাম। লিখকের সিলেকশনের চেয়ে আপনার সিলেকশন হলেই তো বোধ করি ভাল হতো। কোন কবি ব্লগারের একখানি কবিতায় যদি আপনি কমেন্ট করেন যে সেটি বিবেচিত হতে পারে তাহলে তিনি উক্ত ঠিকানায় পাঠিয়ে দিলে ই তো হলো। কবি কো তার সব কবিতা সমান প্রিয় ভাবতে পারেন। চমৎকার প্রণোদনায় ধন্যবাদ।

০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৫০

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

আসলে আমার পছন্দই শেষ কথা নয়। প্রকাশকের ইচ্ছেই ফাইনাল । তবে আমি বড় জোর আমার পছন্দের কবিতা তাকে রেফার করতে পারি যে কারণে ব্লগারদের কবিতা আমার ইমেইলেই পাঠাতে বললাম।

৩২| ০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:২৫

মোঃ ইসহাক খান বলেছেন: ভাল উদ্যোগ। সফল হোক।

০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৫৩

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ ইসহাক ভাই

৩৩| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৭

সায়েম মুন বলেছেন: নাইস। আবারও শুভকামনা রইলো।

০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৫৯

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ সায়েম ।

৩৪| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৫০

লাবনী আক্তার বলেছেন: দারুন উদ্যোগ !

০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১:২৯

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ লাবনী

৩৫| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৫৩

সপ্নাতুর আহসান বলেছেন: দারুন উদ্যোগ ! সুন্দর নাম।

আমার কবিতা'র দৌড় পাঠ্য বইয়ে লেখা কবিতা গুলো পড়া (১২-১৬ লাইন) যে পর্যন্ত এক্সামে আসে। B-)

০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১:৩৪

অপর্ণা মম্ময় বলেছেন: পাঠ্য বইয়ের বাইরে আমি নিজেও কবিতায় চোখ বুলাইছি ২০১১ এর দিকে। আগে তো কবিতাই পড়তাম না , খালি উপন্যাস পড়তাম।

৩৬| ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১:০০

সাদরিল বলেছেন: আমি যদি ব্লগের প্রকাশিত কোন কবিতা পাঠাই তাহলে কি ব্লগের লিঙ্কটা ওয়ার্ডফাইলের টাইপ করা কবিতার সাথে পাঠাতে হবে?ওয়ার্ডে কত ফন্ট সাইজে লিখতে হবে, কবিতার শব্দসংখ্যা কত হবে এসব কোন সিমাবদ্ধতা আছে কি?

১২ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:১০

অপর্ণা মম্ময় বলেছেন: ব্লগের প্রকাশিত কবিতা ও পাঠানো যাবে। না লিঙ্ক দেবার দরকার নেই ওয়ার্ড ফাইলে। নিজের নাম , ইমেইল আইডি , ফোন নাম্বার( না দিলেও সমস্যা নেই ) এসব দিয়েই পাঠাবেন।

কবিতার শব্দ সংখ্যা নিয়ে কোন সীমাবদ্ধতা নেই। ফন্ট ১২ তে পাঠাবেন।

ভালো থাকুন

৩৭| ১১ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৫০

মোজাহেদুল ইসলাম ফয়সাল বলেছেন: ভ্রমণ কাহিনী কি দেওয়া যাবে??

১২ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:১১

অপর্ণা মম্ময় বলেছেন: আপনি পোষ্ট ভালো মতো পড়েছেন ?
এটা ফান পোষ্ট না।

৩৮| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১০:২৪

তুষার কাব্য বলেছেন: চমৎকার উদ্যোগ।শুভকামনা অনেক।

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫২

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৩৯| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩৮

সুপান্থ সুরাহী বলেছেন:
একটা ভাল উদ্যোগ...

ধন্যবাদ আদী প্রকাশন।
ধন্যবাদ আপনাকেও....

সংকলটি হাতে পাওয়ার অপেক্ষায় থাকলাম...

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫৩

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ সুপান্থ।
ভালো থাকুন ।

৪০| ১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৭

সকাল রয় বলেছেন:
কবিতা যে কি সেটাই জানিনা
লিখবো কি
তবে কয়েকটা আবেগ মাখানা ছেড়া পাতা আছে টাইপ করে পাঠিয়ে দিয়ে দেখি
সম্পাদক কি বলে? সেই সাথে প্রমানিত হয়ে যাবে আসলে কি আমি কবিতা লিখতে পারি নাকি হুদাই

১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫৪

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ সকাল রয়। পাঠিয়ে দিও আমার ইমেইলে।

৪১| ১৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অলসদের অলস বলতে নেই! অলসরা কষ্ট পায়! =p~

আমার যদ্দুর মনে পড়ে ঢাকা ছাড়ার আগে আপনার ইনবক্সে কবিতা দুইটা এটাচ করে দিসলাম! আসলেই কী দিই নাই??

১৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৮

অপর্ণা মম্ময় বলেছেন: তিনটা লিঙ্ক ফেবুতে ইনবক্সে দিছিলা। এর মাঝে একটা লিঙ্কের কবিতায় বলতে পারো কবিতা গুচ্ছ ছিল। আমি সেগুলি থেকে বেছে তোমাকে দিছিলাম মোট দুইটা কবিতা। তুমি আমাকে বলছিলা কারেকশন করে আবার পাঠাবে। ভুলে গেছ অলসতায় !

৪২| ১৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এভাবেই ভুলে যাই সব সমীকরণের অন্তর্জ্বালা!


কাল বা পরশু দিচ্ছি।

ভালো থাইকেন।

১৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১০

অপর্ণা মম্ময় বলেছেন: ওকে। পাঠিয়ে দিও

৪৩| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৪৪

স্বপ্নবাজ অভি বলেছেন: এই পোষ্ট টিকে স্টিকি করার জন্য বিশেষভাবে কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি !

২২ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৯

অপর্ণা মম্ময় বলেছেন: এই পোস্ট হয়তো স্টিকি করার মতো না অভি। তবুও ধন্যবাদ যে তুমি আবার বলতে এসেছ। ভালো থেকো।

৪৪| ৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:২২

অনির্বাণ প্রহর বলেছেন: অনেক অনেক ভাল উদ্যোগ!
আশা করছি বাংলা কাব্য ধারায় একটা আনকোরা সংযোজন নিয়ে আসবে।
তবে সকল পরিশ্রমের গুরু মাতার প্রতি সশ্রদ্ধ সালাম রইল।

৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫০

অপর্ণা মম্ময় বলেছেন: আপনি আপনার বিষাদ সিম্ফোনি কবিতাটা সহ আরও তিনটা কবিতা একটা ওয়ার্ড ফাইলে লিখে, নিজের ইমেইল আইডি সহ আমাকে পাঠিয়ে দিবেন আমার মেইলে। আর ফেসবুকে আমাকে এই ব্লগ নিকে সার্চ দিলেই পাবেন।
ভালো থাকুন অনির্বাণ । আশা করি সামু ব্লগে আপনার ব্লগিং আমাদের সাথে আনন্দময় হবে।

৪৫| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৪৭

অনির্বাণ প্রহর বলেছেন: ঠিক আছে আপু, আমি পাঠিয়ে দিব।
অনেক অনেক ধন্যবাদ।

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১৯

অপর্ণা মম্ময় বলেছেন: ঠিক আছে, আমি পেলে প্রাপ্তি স্বীকার করবো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.