নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইমিনা

আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস,. দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস।

ইমিনা

Just because I liked something at one point in time doesn’t mean I’ll always like it, or that I have to go on liking it at all points in time as an unthinking act of loyalty to who I am as a person, based solely on who I was as a person. To be loyal to myself is to allow myself to grow and change, and challenge who I am and what I think. The only thing I am for sure is unsure, and this means I’m growing, and not stagnant or shrinking ...

ইমিনা › বিস্তারিত পোস্টঃ

তোমার জন্য কিছু কথা, তোমাকে নিয়ে কিছু কথা

১৩ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪৫

(১)

আমি বোধ হয় কিছুই নই -

না শিউলীর শুভ্রতায় ছুঁয়ে থাকা বাসন্তীর আভা,

না শীতের সকালে ঘাসে জড়িয়ে থাকা শিশির।

অথবা নই কোন সন্ধ্যা তারায় জড়িয়ে থাকা স্বপ্নের কোন পথ,

নই চোখ মেলে দেখতে পাওয়া প্রভাতের অবারিত আলোক রশ্মি।

আনমনে কথার মোড়কে ছন্দ হারিয়ে হঠাৎ

নিজের পদচিহ্ন অনুসরন করে ঘরে ফিরে ফিরে যাই।

আমার আমি থেকে ইচ্ছে ঘুড়ি তাই

গতি হারিয়ে ক্রমাগত পাক খেতে থাকে,

শহুরে কিশোরের অদক্ষ হাতের ভুল চালনায়।

তারপর একাকী দাড়িয়ে রই -

অস্তমিত গন্তব্যের শেষ আলোক রেখায়।।



আমি বোধ হয় কেউই নই -

না তোমার মাঝ দুপুরের পাশে থাকা ছায়াসঙ্গিনী,

না তোমার আঁধার রাতের একলা ঘরের ঘুমের পরী।

অথবা নই তোমার বুকপকেটে রেখে দেওয়া কোন চিঠির প্রিয় লাইন,

নই তোমার গীটারের তারে জেগে থাকা সুরের মূর্ছনা।

অন্ধকারের অলিগলি হাটতে গিয়ে হঠাৎ

নিজের মনে কি ভেবে যেন নিজেকেই ফিরে ফিরে চাই।

আমার আমি থেকে তোমার তুমি তাই

ক্রমশ হয়ে যাও অস্পষ্ট থেকে অস্পষ্টতর,

শতায়ু প্রাপ্ত বৃদ্ধের ক্ষীণ কোন উচ্চারণে।

তারপর দু'জন দাড়িয়ে রই -

অভিন্ন পৃথিবীর ভিন্ন দুই মানচিত্রে ।।





(২)

মনে রেখো না কোন অভিযোগ,

রেখো না কোন অভিমান,

সন্ধ্যার ক্লান্ত আত্নসমর্পণই সব নয়।

রাত্রির গভীরতায়ও লুকিয়ে থাকে কিছু গল্প,

যদি না ই বা আসি ফিরে,

তবে জেনে নিয়ো -

আমি কখনোই ছিলাম না এই ধরায়।

তোমার অভিমানী চোখের কোনায়

হয়তো ছিলাম উড়ে আসা মেঘ,

ছুঁয়ে না দিতে পারার সেই ব্যর্থতায়

আমিই পুড়ে মরছি প্রতিটি প্রহর।



তবুও বলে যাচ্ছি আবার

মনে রেখো না কোন অভিযোগ,

রেখো না কোন অভিমান,

প্রাপ্তির হিসেবের পূর্ণতাই সব নয়।

ছুটে চলা পথের ধূলোকণায়ও থাকে কিছু গল্প,

যদি না ই বা দেখো স্বপ্ন,

তবে জেনে নিয়ো -

ওরা কখনোই সত্য ছিল না মনে।

তোমার শূন্যতার নিরব সোপানে

হয়তো ছিলাম ঘুঙুরের বিষন্ন ধ্বনি,

আর একটি বার ধ্বনি সৃষ্টির ব্যর্থতায়

আমিই পুড়ে মরছি প্রতিটি প্রহর।





(৩)

কোন বৃষ্টি ভেজা সন্ধ্যায় যদি

খুব করে মনের আকাশে মেঘ জমে,

অভিব্যক্তির অন্তরালে বরফের ছুরি যদি

বিদ্ধ করে হৃদয়ের গোপন বেদীর পবিত্রতায়,

তবে জেনে নিয়ো আবার নতুন করে -

শুভ্র, আমি তোমারই।



কোন মেঠো পথে হাটতে গিয়ে যদি

বিষণ্নতার নীল জমিনে নিজেকে হারিয়ে ফেলো,

ক্লান্ত শরীরের অবয়ব ছেড়ে যদি

দৃষ্টিসীমা আটকে যায় পিছনের মায়ায়,

তবে জেনে নিয়ো আবার নতুন করে -

শুভ্র, আমি তোমারই।



তোমার হয়ে বেঁচে থাকা এই আমি

সময়ের বিবর্তনে অম্লান হয়ে

ঠিক কতটুকু তোমার জন্য জেগে থাকবো

তা জানতে চেয়ো না যেন।

তবে নিশ্চিত হয়ে বুঝে নিয়ো -

ঘুমের ঘোরে একটুকরু স্বপ্ন হয়ে আসবো ফিরে ঠিকই

তোমার প্রতিটা দিনকে রাঙ্গিয়ে দিতে।



মন্তব্য ১৭৯ টি রেটিং +১৫/-০

মন্তব্য (১৭৯) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:০৬

অঘটনঘটনপটীয়সী বলেছেন: পোস্টে প্লাস আর ভাললাগা জানিয়ে গেলাম।

১৩ ই আগস্ট, ২০১৪ রাত ১১:২৭

ইমিনা বলেছেন: ভালোলাগার প্রথম মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ
:) :) :)

অনেক ভালো থাকবেন। শুভকামনা সব সময় ।।

২| ১৩ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:০৭

মামুন রশিদ বলেছেন: সবগুলো কবিতাই সুন্দর । প্রথমটা খুব বেশি ভালো লেগেছে । অসাধারন!


নিয়মিত লিখুন ইমিনা ।

১৩ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৩০

ইমিনা বলেছেন: সবগুলো কবিতার পক্ষ হতে মামুন ভাইকে অনেক অনেক ধন্যবাদ
:) :) :)

অাপনাদের অনুপ্রেরনা পেয়েই কিছু কিছু লিখতে চেষ্টা করছি। পাশে থাকার জন্য অনেক বেশী কৃতজ্ঞতা ।
:) :) :)

৩| ১৩ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯

লেখোয়াড় বলেছেন:
ভাল লাগলে বললে ভুল হবে।

খুব ভাল লাগল।
শুভ সন্ধ্যা্।

১৩ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৩৩

ইমিনা বলেছেন: তাহলে কি বললে সঠিক হবে? খুব খারাপ বললে? ;)

আপনি অসাধারন কবিতা লিখতে পারেন। নেক্সট পোস্ট হিসেবে কবিতা আশা করছি
:) :) :)

অনেক অনেক ভালো থাকবেন।।

৪| ১৩ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ''' ঘুমের ঘোরে একটুকরু স্বপ্ন হয়ে আসবো ফিরে ঠিকই
তোমার প্রতিটা দিনকে রাঙ্গিয়ে দিতে। ''''
সুন্দর !

১৩ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৩৯

ইমিনা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
:) :) :)

আমার ব্লগ বাড়ীতে স্বাগতম।
ভালো থাকবেন সব সময়।।

৫| ১৩ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২৯

নাসরিন চৌধুরী বলেছেন: হাটতে---হাঁটতে
দাড়িয়ে--দাঁড়িয়ে
বিষন্ন--বিষণ্ণ


বেশ লিখেছেন -- তিনটি কবিতাই সুন্দর, অনুভূতিময়। বিশেষ করে প্রথম কবিতাটি মন ছুঁয়েছে ।
ভাল থাকুন---


১৩ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪১

ইমিনা বলেছেন: অনেক ধন্যবাদ নাসরিন আপু।
সেই সাথে কৃতজ্ঞতাও
:) :) :)

শুভকামনা সব সময়।।

৬| ১৩ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯

বাক স্বাধীনতা বলেছেন: হবে না।

১৩ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪২

ইমিনা বলেছেন: এই " হবে না" দ্বারা কি বুঝাতে চাইছেন তা বলুন তো?

৭| ১৩ ই আগস্ট, ২০১৪ রাত ৮:২৩

অতঃপর জাহিদ বলেছেন: একটি বার ধ্বনি সৃষ্টির
ব্যর্থতায়
আমিই পুড়ে মরছি প্রতিটি প্রহর।

১৩ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪৪

ইমিনা বলেছেন: ইমিনা'কে সার্চ দিয়ে পেয়েছিলেন কি?
পাইলে জানাইয়েন কিন্তু :)

শুভকামনা সব সময়।।

৮| ১৩ ই আগস্ট, ২০১৪ রাত ৮:২৪

ডি মুন বলেছেন: কোন মেঠো পথে হাটতে গিয়ে যদি
বিষন্নতার নীল জমিনে নিজেকে হারিয়ে ফেলো,
ক্লান্ত শরীরের অবয়ব ছেড়ে যদি
দৃষ্টিসীমা আটকে যায় পিছনের মায়ায়,
তবে জেনে নিয়ো নতুন করে -
শুভ্র, আমি তোমারই।


বাহ, সুন্দর ও সাবলীল শব্দে রচিত কবিতায় ভালোলাগা রইলো।

এমনি ভালো লিখে চলুন সবসময়।

১৩ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪৮

ইমিনা বলেছেন: আপনার ভালোলাগা জেনে আমারও আনন্দ লাগছে।
:) :) :)

পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
শুবকামনা সব সময়।।

৯| ১৩ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৪৯

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: অনেকদিন পর লিখলেন ইমিনা ...!

১৩ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৫০

ইমিনা বলেছেন: হু, অনেক দিন পর কবিতা লিখার চেষ্টা করলাম।
মনে হয় ভালোই হয়েছে ;)

ভালো থাকবেন অনেক ।।

১০| ১৩ ই আগস্ট, ২০১৪ রাত ৯:২৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সবগুলোই ভালো লেগেছে :)

১৩ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৫২

ইমিনা বলেছেন: আমার ব্লগ বাড়ীতে স্বাগতম
আপনি এই বাড়ীর নতুন
:) :) :)

ভালোলাগাটুকু জানিয়ে যাবার জন্য অনেক ধন্যবাদ।
শুভকামনা সব সময়।।

১১| ১৩ ই আগস্ট, ২০১৪ রাত ৯:২৮

স্বপ্নবাজ অভি বলেছেন: শেষ টাই বেশী ভালো লাগলো ---
কোন বৃষ্টি ভেজা সন্ধ্যায় যদি
খুব করে মনের আকাশে মেঘ জমে,
অভিব্যক্তির অন্তরালে বরফের ছুরি যদি
বিদ্ধ করে হৃদয়ের গোপন বেদীর পবিত্রতায়,
তবে জেনে নিয়ো আবার নতুন করে -
শুভ্র, আমি তোমারই।


শুভ্রকে হাই বইলেন ;) ;)

১৩ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৫৪

ইমিনা বলেছেন: শুধু হাই বললেই কি চলবে? :( :(
সেই সাথে আরো অনেক কিছু বলতে হবে।
...
আপনার সুন্দর সুন্দর কবিতার কথাও বলতে হবে :) :)

১২| ১৩ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৩৩

রঙ তুলি ক্যানভাস বলেছেন: "তারপর একাকী দাড়িয়ে রই -
অস্তমিত গন্তব্যের শেষ আলোক রেখায়।।"- দিনশেষের বিষন্নতায় সবাই যেন একা.।।

কবিতায় ভাল লাগা জানিয়ে গেলাম,২য়টাই বেশি ভালা লাগা .. :)

১৩ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৫৮

ইমিনা বলেছেন: দিন শেষে প্রতিটি মানুষই একা। কেউ কেউ এটা অনুভব করতে পারে আর কেউ কেউ পারে না :( :(

ভালোলাগাটুকু জানিয়ে যাবার জন্য অনেক অনেক ধন্যবাদ।
:) :) :)
শুভকামনা সব সময়।।

১৩| ১৩ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৩৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
প্রতিটি কবিতাই খুব ভালো।

ভালো লাগা থাকলো।

১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১২:০০

ইমিনা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় কবি।
:) :) :)

আপনার ভালোলাগার কথা আমার মনে সাহস জোগায়।
:) :) :)

ভালো থাকবেন সব সময়।।

১৪| ১৩ ই আগস্ট, ২০১৪ রাত ১০:১৭

ফা হিম বলেছেন: সহজ ও সুন্দর। দারুণ উপভোগ করলাম।

প্লাস না দিয়ে পারলাম না।

১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১২:০৩

ইমিনা বলেছেন: আমার ব্লগ বাড়ীতে স্বাগতম
:) :) :)

আপনার মন্তব্যে অনেক অনেক কৃতজ্ঞ। সযত্নে প্লাসগুলো রেখে দিলাম
:) :) :)

শুভকামনা সব সময়।।

১৫| ১৩ ই আগস্ট, ২০১৪ রাত ১১:১৭

মেঘপিয়ন বলেছেন: আমি যে এই মেয়ের প্রেমে ধপাস হচ্ছি! ! এখন আমার কি হবে! !! :(( :(( :((

১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১২:০৫

ইমিনা বলেছেন: ঠিকাসে, আজ ই এই প্রেমের সংবাদটি মেয়েটিকে জানিয়ে দিব।

অাপনি কান্না-কাটি করবেন না প্লিজ। এটা তো খুশির খবর। মিষ্টি খাওয়ান লাগবে কিন্তু ;)

১৬| ১৩ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৫৮

সুমন কর বলেছেন: প্রতিটি ভাল লাগল।

১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১২:০৭

ইমিনা বলেছেন: প্রতিটি কবিতার জন্য তিনটি করে ধন্যবাদ
:) :) :)

অনেক অনেক ভালো থাকবেন ।
শুভকামনা সব সময়।।

১৭| ১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১২:১৪

মেঘপিয়ন বলেছেন: ঊহু ফুচকা খাওয়াবো ;)

১৪ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৩৫

ইমিনা বলেছেন: ওক্কে, মাগনা যা পাবো তা ই ভালো ;)

১৮| ১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৪২

কালের সময় বলেছেন: অনেক অনেক সুন্দর হয়েছে
পরের পোষ্টে আর সুন্দর কবিটার অপেক্ষায় থাকলাম ।

১৪ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৪৬

ইমিনা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
:) :) :)

অবশ্যই চেষ্টা করবো আরো আরো কবিতার পোস্ট দিতে।
পাশে থাকার জন্য অনেক কৃতজ্ঞতা :) :)

১৯| ১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+

১৪ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৪৯

ইমিনা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
:) :) :)

শুভকামনা সব সময়।।

২০| ১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১:০২

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: কবিতা দেখে বিরক্তির ভ্রু- কপাল কুচকানোর স্বভাব আমার সব সময়,কিন্তু আজকে আপনার কবিতায় আমি অবাক হতবাক নির্বাক বলতে পারেন।

মানুষ আসলে এক অদ্ভুদ প্রানী, দুরে যেতে যেতে যাওয়ার নির্মমতার মধ্যেও যে কি পরিমান ভালোবাসা নিহীত তা আপনার কবিতাই প্রমাণ ইমিনা।

মানুষ এত ভালো বাসে কেম্নে B:-)

১৪ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৫২

ইমিনা বলেছেন: এরকম মন ভালো করা মন্তব্য পেলে আর কিছুর প্রয়োজন হয় না। অনেক অনেক ধন্যবাদ :) :) :)

মানুষের মধ্যে ভালোবাসতে পারার ক্ষমতা অসীম। কোন কিছুতেই তা পরিমাপ করা সম্ভব না। B:-/

২১| ১৪ ই আগস্ট, ২০১৪ সকাল ৭:৪৯

বাক স্বাধীনতা বলেছেন: যা চাইছি সেটা হবে না।আমি

১৪ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৫৫

ইমিনা বলেছেন: কি জানি, কিছুতেই কিছু বুঝি না
:||

২২| ১৪ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৩৮

বৃতি বলেছেন: সহজ আর স্বচ্ছন্দভাবে অভিব্যক্তি প্রকাশটুকু ভাল লাগলো ইমিনা আপু- সুন্দর কবিতা সবগুলোই।

১৪ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৫৭

ইমিনা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বৃতি আপু
:) :) :)

কবিতার সবগুলো ভালোলাগা আপনাকে দিয়ে দিলাম
:) :) :)

২৩| ১৪ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৫৩

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: তোমার শূন্যতার নিরব সোপানে
হয়তো ছিলাম ঘুঙুরের বিষন্ন ধ্বনি,
আর একটি বার ধ্বনি সৃষ্টির ব্যর্থতায়
আমিই পুড়ে মরছি প্রতিটি প্রহর..........শেষ পযর্ন্ত পেরে ছিলেন কি? নাকি হাল ছেড়ে দিয়েছিলেন এইভেবে যে 'ধ্বনি আর আর প্রতিধ্বনি হয়ে ফিরে আসবেনা.........হারিয়ে যাবে দিগন্তের শেষ প্রান্তে .....অনেক ভালো লাগলো আপনার কবিতা!

১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:০৮

ইমিনা বলেছেন: ধ্বনি সৃষ্টির ব্যর্থতার চেয়েও বেশী কষ্টকর হলো সেই মানুষটি এখনও ঘুঙুরের ধ্বনির অপেক্ষায় অনেকটা সময় আপন মনে বসে থাকে। :( :( :(
...........

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
ভালো থাকবেন ।।

২৪| ১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩০

কান্ডারি অথর্ব বলেছেন:


নিজেকে কোন কিছু নাভাবার বোধটা খুব দরকার। এই বোধ হেকেই প্রকৃত মানুষ হয়ে উঠা যায়। আরাধনা করতে থাকুন একদিন ঠিকই আপনাকে কেউ চিনে নেবে।

শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর।

১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৩২

ইমিনা বলেছেন: কেউ আমাকে চিনে নেবে - এটা কিন্তু আমি একদম চাইছি না। তাতে যে আমার আমিত্বের স্বরুপ প্রকাশিত হয়ে যাবে। নিজেকে আর লুকানোর কোন ছায়া পাবো না ।
........
আপনার জন্যও অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা রইলো
:) :) :)

২৫| ১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫৫

অর্বাচীন পথিক বলেছেন: সব কয়টি সুন্দর, তবে আমার প্রথম টা বেশি ভাল লেগেছে।
ভাবনা গুলো পুঁজি করে বেড়ে উঠছি আমরা...

শুভেচ্ছা রইল।

১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৪৫

ইমিনা বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপু
:) :) :)

শুভেচ্ছা রইলো ।।

২৬| ১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:২২

অস্তমিত গন্তব্য বলেছেন: কোন মেঠো পথে হাটতে গিয়ে যদি
বিষন্নতার নীল জমিনে নিজেকে হারিয়ে ফেলো,
ক্লান্ত শরীরের অবয়ব ছেড়ে যদি
দৃষ্টিসীমা আটকে যায় পিছনের মায়ায়,
তবে জেনে নিয়ো আবার নতুন করে -
শুভ্র, আমি তোমারই।

__________________________
অসাধারণ :)

১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৫০

ইমিনা বলেছেন: কি বলবো বুঝতে পারছি না। তবে আমি মুগ্ধ ও সেই সাথে ধন্য
:) :) :)

অনেক অনেক ভালো থাকবেন।।

২৭| ১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:১৪

মৃদুল শ্রাবন বলেছেন: আমি বোধ হয় কিছুই নই - তবু মন্তব্য করলাম, চমৎকার কবিতা।

১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৫২

ইমিনা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
:) :) :)

শুভকামনা সব সময়।।

২৮| ১৪ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৮

হাসান মাহবুব বলেছেন: সুন্দর হয়েছে।

১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১০:২৯

ইমিনা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ হামা ভাই :) :)
শুভকামনা সব সময়।।

২৯| ১৪ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৩৪

সায়েদা সোহেলী বলেছেন: অন্ধকারের অলিগলি হাটতে গিয়ে হঠাৎ
নিজের মনে কি ভেবে যেন নিজেকেই ফিরে ফিরে চাই।
আমার আমি থেকে তোমার তুমি তাই
ক্রমশ হয়ে যাও অস্পষ্ট থেকে অস্পষ্টতর,
শতায়ু প্রাপ্ত বৃদ্ধের ক্ষীণ কোন উচ্চারণে।
তারপর দু'জন দাড়িয়ে রই -
অভিন্ন পৃথিবীর ভিন্ন দুই মানচিত্রে ।।

আমি কখনোই ছিলাম না এই ধরায়।
তোমার অভিমানী চোখের কোনায়
হয়তো ছিলাম উড়ে আশা মেঘ,
ছুঁয়ে না দিতে পারার সেই ব্যর্থতায়
আমিই পুড়ে মরছি প্রতিটি প্রহর।

তোমার হয়ে বেঁচে থাকা এই আমি
সময়ের বিবর্তনে অম্লান হয়ে
ঠিক কতটুকু তোমার জন্য জেগে থাকবো
তা জানতে চেয়ো না যেন।
তবে নিশ্চিত হয়ে বুঝে নিয়ো -
ঘুমের ঘোরে একটুকরু স্বপ্ন হয়ে আসবো ফিরে ঠিকই
তোমার প্রতিটা দিনকে রাঙ্গিয়ে দিতে।


ভালো লাগা , ভালোবাসা , মায়ায় কোথায় যেন হারিয়ে গেলাম ইমিনা !!

পৃথিবীর সব টুকু ভালোবাসা মায়া তোমায় ঘিরে থাকুক সূর্যের আলো হয়ে , ছুয়ে দিক বৃষ্টি হয়ে

১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১০:০৮

ইমিনা বলেছেন: আপনার মন্তব্যটি পড়ে কেমন যেন আনমনা হয়ে গেলাম।
মন্তব্যে এত স্নেহ, এত ভালোবাসা এবং শুভকামনা পেয়ে বিশ্বাস করতে ইচ্ছে করছে না যে আপনি আমার সত্যি সত্যি বড় বোন না। একচ্যুয়াল লাইফের চেয়েও যে ভার্চুয়াল লাইফ অনেক বেশী মর্মস্পর্শী তা খুব বুঝতে পারছি।

ধন্যবাদ জানানোর ভাষা নেই আপু। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো :) :)

৩০| ১৫ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:৩৬

আমি ই শুভ্র বলেছেন: তৃতীয় কবিতাটি আমার জন্য ;)

১৫ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৫৫

ইমিনা বলেছেন: নাআআআআআআআআআআআআআ ...
এটা অন্য কেউ

X(( X(( X((

৩১| ১৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:১০

আমি ই শুভ্র বলেছেন: পরিচিত হতে চাই :P :P :P :P :P

১৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩৬

ইমিনা বলেছেন: ওক্কে, কখনো যদি তাকে দেখতে পাই তখন পরিচয় করিয়ে দিব নে ;)

৩২| ১৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩৪

মিডনাইট হর্স রাইডার বলেছেন: জাষ্ট মনটা এপাড় ওপাড় করে ছুঁয়ে গেলো... :) :)

১৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪০

ইমিনা বলেছেন: বাহ্, এরকম মন্তব্য পেয়ে আমার কবিতারা সার্থক হলো।

ভালোলাগাটুকু জানিয়ে যাবার জন্য ধন্যবাদ
:) :) :)

শুভকামনা সব সময়।।

৩৩| ১৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫৫

তারার রাত বলেছেন: তিনটি কবিতাই সুন্দর তবে প্রথম কবিতাটি বেশি ভাল লাগল। অনেক শুভেচ্ছা রইল :)

১৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪১

ইমিনা বলেছেন: ভালোলাগাটুকু জানিয়ে যাবার জন্য অনেক অনেক ধন্যবাদ
:) :) :)

শুভকামনা সব সময়।।

৩৪| ১৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩৮

আহমেদ জী এস বলেছেন: ইমিনা ,



বেশ দীর্ঘ হলেও ক্লান্ত লাগেনি ।

এ দু'টো লাইন মনে হয় সব সেরা -
সন্ধ্যার ক্লান্ত আত্নসমর্পণই সব নয়।
রাত্রির গভীরতায়ও লুকিয়ে থাকে কিছু গল্প,


শুভেচ্ছান্তে ।

১৫ ই আগস্ট, ২০১৪ রাত ৮:০৪

ইমিনা বলেছেন: ভালোলাগাটুকু জানিয়ে যাবার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া
:) :) :)

অাপনার পছন্দের দুটো লাইন আপনাকে দিয়ে দিলাম। এর ভাবনার গভীরতা আপনার ইচ্ছায় নির্ভরশীল B-) B-) B-)

৩৫| ১৫ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২৫

জুন বলেছেন: আপনার কবিতায় মুগ্ধ হোলাম ইমিনা । তিনটি কবিতাই অসাধারণ তবে দ্বীতিয়টি কেন জানি হৃদয় ছুয়ে গেল ।
+

১৫ ই আগস্ট, ২০১৪ রাত ৮:০৮

ইমিনা বলেছেন: আপনার অসাধারন মন্তব্য আমার জন্য প্রেরণা।
অনেক অনেক ধন্যবাদ জুন আপু
:) :) :)

অনেক অনেক ভালো থাকবেন।।

৩৬| ১৫ ই আগস্ট, ২০১৪ রাত ১১:১৯

রাজু মাষ্টার বলেছেন: ইস এত সুন্দর কবিতা আমরা লিখতে পারিনা ক্যান ? :(

১৫ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৩৫

ইমিনা বলেছেন: ইস, এত সুন্দর মন্তব্য আমি কোথাও করতে পারি না ক্যান ? :(

................
আপনার প্রশ্নের উত্তর কিন্তু আমার কাছে ঠিকই আছে। সত্যি সত্যি জানতে চাইলে শর্তসাপেক্ষে বলবো ;)

৩৭| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ৩:১৫

রাজু মাষ্টার বলেছেন: জানবো বলেইতো প্রশ্ন করলাম #:-S

এখানেও শর্তসাপেক্ষে ? :||

মোবাইল ফুন কুম্পানি গো মতন :-&

আচ্ছা মিথ্যামিথ্যি বলনে আমি সত্যি সত্যি শুনি :-0 !:#P

১৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৩৮

ইমিনা বলেছেন: তাহলে বলছি : প্রথমেই সবার কাছ থেকে হারিয়ে যেতে হবে। কারো সাথে কুনু রকম যোগাযোগ রাখা যাবে না। অন্ধকারে থেকে থেকে অন্ধকারকে ভালোবাসতে শিখতে হবে। আই মিন ভ্যাম্পায়ার হয়ে যেতে হবে। তারপর দেখবেন আপনার লেখালেখি আর কেউ থামাতে পারছে না ;)

৩৮| ১৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:১৬

মাহবু১৫৪ বলেছেন: ৮ ম ভাল লাগা

++++++

১৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:২৫

ইমিনা বলেছেন: এত্তগুলো প্লাস পেয়ে আমি অনেক অনেক খুশি।
:) :) :)
প্লাগুলো সাদরে গ্রহন করিলাম ভাইয়া।
......

কবিতাগুলো আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগছে।
শুভকামনা সব সময়।।

৩৯| ১৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:২৯

আমি নীলকণ্ঠ বলেছেন: হৃদয় নিঙরে লিখতে পারেন আপনি। আমি নিশ্চিত একারনেই আপনার কবিতা গুলো ভালোলাগার মাধুর্যতা পেয়েছে। কিন্তু আমার বৈজ্ঞানিক মন মাধুর্যহীন প্রশ্ন না করে থাকতে পারলো না।

"না শিউলীর শুভ্রতায় ছুঁয়ে থাকা বাসন্তীর আভা"

শরৎকে কি বাসন্তি বলা হয়? না আপনি বসন্তকেই বাসন্তী বলেছেন?

১৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৩৬

ইমিনা বলেছেন: শরৎ এর অপেক্ষায় আছি। তাই এইবেলা বসন্তকেই মনে হয় বাসন্তী বলেছি। কি জানি, আপনার প্রশ্ন শুনে আবার নতুন করে ভাবতে হবে বলে মনে হচ্ছে।
/:) /:) /:)

.........
দারুন মন্তব্য পেয়ে কিন্তু বেশ ভালোও লাগছে।
ধন্যবাদ
:) :) :)

শুভকামনা সব সময়।।

৪০| ১৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:১৪

আমি নীলকণ্ঠ বলেছেন: আপনার উত্তরে ক্লেশের স্পর্শ পাচ্ছি। কিন্তু কবিকে আমি ক্লেশ দিতে চাচ্ছি না।

কবি কভু নাহি করে ভুল
যাহাই লিখেন তিনি হোয়ে ওঠে ফুল।
সে সত্য, সে পবিত্রতায় ভরা
নিজ হৃদয়েরে কাব্য করে, অন্যরে হরা।

১৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:১৬

ইমিনা বলেছেন: বাহ্, বাহ্,
অতি চমৎকার ছড়া ... কি অান্তরিকতা, কি সরলতা আমার জন্য !!!
আমি তো একেবারেই মুগ্ধ ;)

..............
ধন্যবাদ হে নীলকন্ঠ, নীলে নীলে ভরে উঠুক আপনার চারপাশ
:) :) :)

৪১| ১৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫৩

রাজু মাষ্টার বলেছেন: হুম সেটাই হয়তো করতে হবে?
এখনি মাঝে মাঝে নিজেই,নিজের অস্তিত্ত্ব টের পাইনা
কিন্তু মায়া বড়ই আঠাল জিনিস তাই একটু সমিশ্যা /:)

তবে অন্ধকারকে বড় বেশী ভয়,মনে হয় অথই সমুদ্দুরে হাবুডুবু খাচ্ছি,চোখ মেলে দেখতে খুব ভয় পাই
তবে হ্যাঁ যেদিন অন্ধকারে চোখ মেলে ফেলতে পারবো,হয়তো সেদিন সব ঘুচে যাবে
কলম ভেঙ্গে লেখা বের হবে !:#P

উত্তরের জন্যি বাজারের ফ্রেশ ৩ কেজী পেয়ারা উপহার রইলো ;)

১৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩১

ইমিনা বলেছেন: পেয়ারা আমি খেতে পারি না
:( :( :(

......
তবে উপহার আমি কৃতজ্ঞতার সাথে নিব
থ্যাঙ্কু, অনেক অনেক থ্যাঙ্কু :)

৪২| ১৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:১৪

ডট কম ০০৯ বলেছেন: তারপর দু'জন দাড়িয়ে রই -
অভিন্ন পৃথিবীর ভিন্ন দুই মানচিত্রে ।।

কথা সত্য।

১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১২:০০

ইমিনা বলেছেন: হায়, হায়
ভাই দেখছি আমার অনেক গোপন কথা জানে
:(( :(( :((

৪৩| ১৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৩৮

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: very nice
+++

১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১২:০২

ইমিনা বলেছেন: থ্যাঙ্কু, থ্যাঙ্কু ...
:) :) :)

আর তো পোস্ট দিলেন না। শিগগির একটা পোস্ট দিয়ে দেন।
শুভকামনা সব সময়।।

৪৪| ১৬ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯

মামুন ইসলাম বলেছেন: কবিটায় ++++++++++++++++++++++++++++

১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১২:০৬

ইমিনা বলেছেন: অনেক ধন্যবাদ মামুন ভাই
:) :) :)

শুভকামনা সব সময়।।

৪৫| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১০:০৬

একজন ঘূণপোকা বলেছেন: চমৎকার!

১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১২:০৯

ইমিনা বলেছেন: অনেক দিন পর দেখলাম।
সেই জন্যই খুশি
:) :) :)

ভালোলাগাটুকু জানিয়ে যাবার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
শুভকামনা সব সময়।।

৪৬| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৩৮

আমি জুহি বলেছেন: ১ নং কবিতাটা বেশ ভালো। সুন্দর।

১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১২:১২

ইমিনা বলেছেন: আমার ব্লগ বাড়ীতে স্বাগতম
:) :) :)

ভালোলাগা জানিয়ে দেবার জন্য আপনার প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা আপু। অনেক ভালো থাকবেন। শুভকামনা সব সময়।।

৪৭| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১১:০২

আমিনুর রহমান বলেছেন:



বাহ ! মেয়েটা তো কবিতা দারুণ লিখে :)

১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১২:১৪

ইমিনা বলেছেন: এতো দিন পর জানলেন ভাইয়া?
:(( :(( :((

৪৮| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১২:০৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সুন্দর কবিতা। মাঝে মাঝে ভাবি, কবিতা লিখতে পারলে খারাপ লাগত না।

১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১২:২০

ইমিনা বলেছেন: আপনি কিন্তু অসাধারন কবিতা লিখতে পারেন।
শুধু ইচ্ছা করে লিখছেন না - এই আর কি :(

আমরা কিন্তু নেক্সট পোস্ট হিসেবে আপনার কবিতাই চাইতে পারি । প্লিজ ...

৪৯| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১:২৩

শান্তির দেবদূত বলেছেন: আপনি তো বেশ চমৎকার কবিতাও লেখেন?
তিনটা কবিতাই ভালো লেগেছে, তবে এত বিষন্নতা কেন কবি?
কবিদেরকে কেন যেন খুব ঈর্ষা হয়, কিভাবে পারে এভাবে শব্দের জাল বুনতে?

১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:৫৭

ইমিনা বলেছেন: ভাইয়া, কবিদের ব্যাপারে যা বলেছেন তাতে তো আমি নিজেই ধন্য হয়ে গেলাম। কিন্তু এটা আপনার পরম সৌজন্যতা। কেননা যে এতো সুন্দর সুন্দর কল্পগল্প লিখতে পারে তার পক্ষে তো আমার এই ছাইপাশ লেখা সহ্য করা সম্ভব না।

আপনার জন্য আমার সব সময় অনেক অনেক শুভকামনা
:) :) :)

৫০| ১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৭

জাহাঙ্গীর.আলম বলেছেন:
ভাল লাগল ৷

আলাদা মনে হয়নি কোথায় যেন সংযোগ থাকল ৷ বিষন্ন আকুলতা ৷

১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৩০

ইমিনা বলেছেন: আপনি ঠিক ধরেছেন ভাইয়া। তিনটি কবিতাই একটা থিমের উপর দাড়ানো। বিষন্ন ভালোবাসা - আকুলতা, অন্তদ্বন্দ্ব এবং আত্নসমর্পণ।

অসাধারন মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ
:) :) :)

৫১| ১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৮

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর লেখনী । ভাললাগা +

১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৪৩

ইমিনা বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগছে।
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ :) :) :)

শুভকামনা সব সময়।।

৫২| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৪৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: ফেইসবুকে কিছুকিছু পড়েছিলাম। এখানে পুরাটা পড়া হল! ভালো লাগছে

১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:০১

ইমিনা বলেছেন: থ্যাঙ্কু ভাইয়া,
অাপনার ভালোলাগা জেনে আমারও অনেক অনেক ভালো লাগছে।

অনেক অনেক ভালো থাকবেন ।।

৫৩| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৫৩

এ্যামালগাম বলেছেন: অসাধারন

১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:১৭

ইমিনা বলেছেন: অনেক ধন্যবাদ এ্যামালগাম
:) :) :)

শুভকামনা সব সময় ।।

৫৪| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:২১

অতঃপর জাহিদ বলেছেন: কেন?

১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৩০

ইমিনা বলেছেন: আমার পূর্ববর্তী ফেবু লাইক অপশন ব্যবহার সংক্রান্ত পোস্টে আপনি আমার ফেবু আইডির কথা বলেছিলেন।

৫৫| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১:৩৮

বাংলার পাই বলেছেন: কবিতায় অনেক অনেক ভালোলাগা জানিয়ে গেলাম।

১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৩৭

ইমিনা বলেছেন: অনেক অনেব কৃতজ্ঞতা জানবেন। :)

শুভকামনা সব সময় ।।

৫৬| ১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ৭:৪৫

জাফরুল মবীন বলেছেন: মুগ্ধ!

১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৪১

ইমিনা বলেছেন: আমার ব্লগ বাড়িতে স্বাগতম মবীন ভাই।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ :)

৫৭| ১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৫৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
What's up? ;)

১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৪৫

ইমিনা বলেছেন: প্রশ্নের মধ্যে কেমন যেন রহস্যের গন্ধ পাচ্ছি স্বর্ণা আপু B:-)

৫৮| ১৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:১৭

বৃশ্চিক রাজ বলেছেন: +++++++

১৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:২৪

ইমিনা বলেছেন: অনেক অনেক থ্যাঙ্কু
:) :) :)

ভ্রমন কাহিনীর পোস্ট আরো দিন। পড়ব ...

৫৯| ১৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৩১

বৃশ্চিক রাজ বলেছেন: আজকে একটা পোস্ট দিয়েছি কিছু আগেই। পড়ে দেখবেন। :) :)

১৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৪০

ইমিনা বলেছেন: থ্যাঙ্কু :)

দেখে আসবো এখনি। ভালো থাকবেন ।।

৬০| ১৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৯

বৃশ্চিক রাজ বলেছেন: :) :) :) !:#P !:#P !:#P

১৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩২

ইমিনা বলেছেন: :) :) :)

৬১| ১৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:১৯

bakta বলেছেন:








খুব ভালো লাগলো আপনার লেখা ।
মনটা হারিয়ে গেলো কোথায় যেন । এনে দিল অপুর্ব ভালোলাগা ।

তবুও বলে যাচ্ছি আবার
মনে রেখো না কোন অভিযোগ,
রেখো না কোন অভিমান,
প্রাপ্তির হিসেবের পূর্ণতাই সব নয়।
++++++++

শুভেচ্ছা রইল অনেক। ভালো থাকুন সব সময়।

১৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩৪

ইমিনা বলেছেন: ছন্দ মিলিয়ে লিখতে পারাটা আপনার একটা অসাধারন গুন।

ইস্, আমিও যদি আপনার মতো পারতাম
/:) /:) /:)

৬২| ১৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪৯

bakta বলেছেন:
আমার লেখাগুলি কে মনে করুন যে আপনার ই লেখা, ওগুলি আপনিই লিখেছেন ।
দেখুন ভালো লাগবে ।

আপনিও তো বেশ বেশ ভালোই লিখছেন । চালিয়ে যান। লেখা থামাবেন না । লেখার মাঝে অনাবিল আনন্দ ও পরিতৃপ্তি পাওয়া যায়। যা সুস্থ সবল মনের ঔষধ ।

শুভেচ্ছা রইল অনেক। ভালো থাকুন সব সময়।

১৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:০০

ইমিনা বলেছেন: ক্লাস নাইন এবং টেন এ আমি আর আমার এক বান্ধবী ছন্দ মিলিয়ে মিলিয়ে কবিতা লেখার চেষ্টা করতাম। উফ্, সে যে কি কঠিন কাজ ছিল। তবুও প্রবল চেষ্টায় কিছু কিছু ছন্দময় কবিতা লিখে ফেলতাম। সে যে কি তৃপ্তি !!!
:) :) :)

আপনার আজকের লিখাটা পড়ে আবার ইচ্ছা জাগলো ছন্দময় কিছু লেখার । আবার চেষ্টা করবো :)

ভালো থাকবেন । শুভকামনা সব সময়।।

৬৩| ১৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:২৪

bakta বলেছেন:
হুম । নিশ্চয়ই পারবেন। কোন কিছুই কঠিন না ।
আনন্দ আর ছন্দময় মন দিয়ে লেখার ইচ্ছা ও চেষ্টা আপনাকে নিয়ে যাবে সাফল্যের দরবারে।

লেখা লিখলে জানাতে ভুলবেন না। সময় করে পড়তে আসবো আপনার ব্লগালয়ে।


অগ্রিম শুভেচ্ছা রইল - ভালো থাকুন সব সময়। :) :) :)

২০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:১৩

ইমিনা বলেছেন: হুম, ছন্দময় কবিতা লিখতে পারলে সবার প্রথমে আপনাকে জানাবো :)

অনেক ভালো থাকবেন ।।

৬৪| ১৯ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৩৮

নাছির84 বলেছেন: ‌
'বোধহয়' আছে বলেই বেঁচে থাকাটা-
এখনো অম্লমধুর অভিজ্ঞতা,
যেখানে আমার আমি,আর-
তোমার তুমি, রুচি বদলাতে
কখনো-সখনো একই মোহনায় বন্দী।

এই বুঝি তোমার মধুর অভিজ্ঞতা ?

তাহলে অম্লকে দোষ দিচ্ছ কেন বালিকা ?
যখন মধুকরের বিহনে কপোলতল ফেটে
চৌচির, মাঝরাত্তিরে জেগে থাকা পোড়া
চোখদুটিতে কে যোগায়, অম্লকটু জলকণা ?

হেসে বলবে, কে আবার, সে তো তুমি !

পৃথীবির এই এক অদ্ভুত কুহেলিকা।
শতায়ুপ্রাপ্ত বৃদ্ধের ঘুড়ি এখন শহুরে
কিশোরের অদক্ষ নাটাইয়ে বন্দী।
তবু কেউ কাউকে ছাড়ে না !
অযুত ক্ষোভ, নিযুত ভালবাসা,
সহস্র শাপানুকুল পরিবেশ, উপসংহারে
‌'বোধহয়'-এর দোলাচলে টুপ করে
গড়িয়ে পড়ে এক ফোঁটা জলকণা
বালিকা, তুমি ভুলেই গেছ------
এসব নিয়েই তো তোমার আমার,
বেঁচে থাকার অম্লমধুর অভিজ্ঞতা !


**** প্রথম কবিতাটিতে ++++++ । পরের কবিতাগুলো সময় করে পড়তে হবে।








২০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:১১

ইমিনা বলেছেন: আপনার মন্তব্যের প্রতি উত্তরে যে কি লিখবো তা বুঝতে পারছি না। তবে এখন মনে হচ্ছে যে আমার প্রথম কবিতাটি সত্যি সত্যি সার্থক হয়েছে।

আপনার মন্তব্যে অশেষ মুগ্ধতা :) :) :)

৬৫| ১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৩৪

মাহফুজ তানজিল বলেছেন: হৃদয় ছুঁয়ে গেল, অসম্ভব সুন্দর হয়েছে। কবিতার ক 'ও বুঝিনা, তারপরও এটা ভালো লেগেছে।

২০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:০৮

ইমিনা বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ মাহফুজ ভাইয়া। :)

অামারও ভাবতে খুব ভালো লাগছে যে আমার কবিতাগুলো আপনার পছন্দ হয়েছে :)

ভালো থাকবেন। শুভকামনা সব সময়।।

৬৬| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৫৭

জনসাধারণের মধ্যে একটি মলিন পট্টবস্ত্র বলেছেন: ভালো লাগল তোমার জন্য কিছু কথা, তোমাকে নিয়ে কিছু কথা (১) (২) (৩)।
কেমন আছেন?

২০ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৫৭

ইমিনা বলেছেন: আমি ভালো আছি। অনেক দিন পর আপনাকে দেখলাম। খুব ভালো লাগছে :)

আশা করছি ব্লগে নিয়মিত হবেন। নতুন একটা পোস্ট দিয়ে দিন।
ভালো থাকবেন। শুভকামনা সব সময়।।

৬৭| ২১ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৪৫

মাসুদ ০০৭ বলেছেন: হৃদয় ছুঁয়ে গেল, অসম্ভব সুন্দর হয়েছে। , আপনারাই কবিতার প্রান

২১ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৩

ইমিনা বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ মাসুদ ভাইয়া। :)

অনেক ভালো থাকবেন। শুভকামনা সব সময়।।

৬৮| ২১ শে আগস্ট, ২০১৪ রাত ৯:০২

নাছির84 বলেছেন: শেষ দুটি কবিতার কয়েকটি লাইন ধার নিলাম। সময় করে তা অন্যরুপে অন্যস্বরে ফিরিয়ে দেব। আর হ্যাঁ, তিনটি কবতেই মচৎকার !
ভাল থাকবেন। শুভ কামনা।

২২ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৪৩

ইমিনা বলেছেন: আপনার কথার জাদুতে আমার কবিতারা নতুন অর্থ খুঁজে পায় আর আমি খুঁজে পাই কিছু একটা লিখার সার্থকতা। :)

অনেক অনেক ধন্যবাদ জানবেন। শুভকামনা সব সময়।।

৬৯| ২২ শে আগস্ট, ২০১৪ রাত ৯:০৪

সায়েদা সোহেলী বলেছেন: :!>


:> :> :>

:)

২৩ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:২৩

ইমিনা বলেছেন: সোহেলী আপু
:) :) :)

সামুতে আমার প্রিয় প্রিয় প্রিয় একটা আপু :)

৭০| ২২ শে আগস্ট, ২০১৪ রাত ৯:১৬

উদ্বাস্তু মানুষ আমি বলেছেন: Sundor

২৩ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:২৪

ইমিনা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
:) :) :)

শুভকামনা সব সময়।।

৭১| ২৩ শে আগস্ট, ২০১৪ রাত ৩:৪৬

অতঃপর জাহিদ বলেছেন: না রে আপু, লাইনটা এতোটাই ভালো লেগেছিল যে নিজের হাতে লিখতে ইচ্ছা করলো!

২৩ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:২৬

ইমিনা বলেছেন: থ্যাঙ্কু ভাইয়ামনি :)

অনেক অনেক ভালো থাকবেন :)

৭২| ২৩ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:১৯

আহসানের ব্লগ বলেছেন: ভালো লাগলো আসলেই।

২৩ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:২৮

ইমিনা বলেছেন: অনেক ধন্যবাদ অাহসান ভাইয়া :)

অনেক ভালো থাকবেন। শুভকামনা সব সময়।।

৭৩| ২৩ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপনার মতো একটা কবিতা যদি লিখতে পারতাম :(

২৩ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৫৭

ইমিনা বলেছেন: কবি, তাহলে তো কোন এক বালিকার সাথে বিরহ সম্পর্কিত অভিজ্ঞতার প্রয়োজন আছে আপনার ;)

৭৪| ২৩ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৪

অপর্ণা মম্ময় বলেছেন: বাহ্‌ খুব সুন্দর কবিতা !

শুভেচ্ছা রইলো ইমিনা

২৩ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:০০

ইমিনা বলেছেন: অপর্ণা আপুকে দেখে অনেক ভালো লাগছে :)

আপনাদের মন্তব্য আমার জন্য অনুপ্রেরণা । অনেক ভালো থাকবেন আপু। শুভকামনা সব সময়।।

৭৫| ২৩ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৫৯

নুরএমডিচৌধূরী বলেছেন: অসমভব সুনদর লিখা
অনেক ভালো লেগেছে
অনেক অনেক শুভকামনা
ভাল থাকবেন

২৩ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:১১

ইমিনা বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ জানবেন :)

ভালো থাকবেন। শুভকামনা সব সময়।।

৭৬| ২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:২০

এস এম ইলিয়াস বলেছেন: পুরোটাঈ পড়লাম ভালয় লাগল।আর ও চাই এরকম। আপনার জন্য শুভ কামনা।

২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪৭

ইমিনা বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগছে :)

শুভকামনা সব সময়।।

৭৭| ২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:১২

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: মনে হয় আপনিই হৃদয় ছুঁয়ে দিলেন লেখনীর যাদুতে। ধন্যবাদ।

২৫ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৫৮

ইমিনা বলেছেন: আরে বাহ্, শেষ পর্যন্ত হৃদয় ছুঁয়ে দিতে পেরেছি। এর চেয়ে বড় সার্থকতা আর কিছুতে নেই।

মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ। অনেক অনেক ভালো থাকুন।।

৭৮| ২৫ শে আগস্ট, ২০১৪ রাত ৮:২৫

মাসুদ০১৯১ বলেছেন: ভালো ভাল খুব ভাল হয়েছে তো!!!

২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১০:০০

ইমিনা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ জানবেন :)


শুভকামনা সব সময়।।

৭৯| ২৬ শে আগস্ট, ২০১৪ রাত ৩:২১

আদ্রিতা বলেছেন: বাহ্! +

২৬ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:০৩

ইমিনা বলেছেন: আদ্রিতা আপু !!!
ভুল দেখছি না তো? তাও আবার আমার পোস্টে?

.....................

আপু, আপনার সবগুলো পোস্ট মনে হয় আমার ব্লগে এখন নেই। খুব চেয়েছিলাম আপনার সবগুলো পোস্ট পড়বো। প্লিজ ড্রাফট থেকে বের করে নিয়ে আসেন।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ জানবেন। শুভেচ্ছা সব সময় :)

২৬ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫৪

ইমিনা বলেছেন: মন্তব্য অপশনে কেন যে এডিট করা যায় না X( X( X(

আপনার মন্তব্যের প্রতি উত্তরে দেওয়া ২য় প্যারার "আমার" স্থলে "আপনার" শব্দটি হবে। অনাকাঙ্খিত এই সব টাইপিং মিসটেকে নিজের উপরই বিরক্ত B:-/

৮০| ২৭ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:১৫

অতনু অর্ঘ বলেছেন: সুন্দর... ভালো থাকুন...

২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:২৬

ইমিনা বলেছেন: অনেক ধন্যবাদ অতনু অর্ঘ।

অাপনার অতনু নামটা আমার পছন্দ :)


শুভকামনা সব সময়।।

৮১| ২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৬

অতনু অর্ঘ বলেছেন: ধন্যবাদ ইমিনা! আপনার নামটাও খুব সুন্দর। সমস্যা হল - ইচ্ছা করলেই সুন্দর যে কোন নাম নেয়া যায়, কিন্তু শত ইচ্ছে করলেও আপনার মতো সুন্দর কবিতা লেখার ক্ষমতা আমার হবেনা... ভালো থাকুন সবসময়...

২৮ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩২

ইমিনা বলেছেন: অামি কিন্তু মোটেও সুন্দর কবিতা লিখতে পারি না। যা লিখি তা হয়তো আপনাদের ভাবনার সাথে মিলে যায় অথবা ভাবনাকে ছুঁয়ে যায়। তাই আপনার বা আপনাদের এমনটি মনে হয় :)

ভালো থাকুন সব সময়।।

৮২| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১২:২১

দুঃখ বিলাস বলেছেন: সব গুলি ভালো
৩ বেশি ভালো।

২৮ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৪

ইমিনা বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে :)

শুভকামনা সব সময়।।

৮৩| ২৯ শে আগস্ট, ২০১৪ রাত ৯:১৫

দ্য ইলিউশনিস্ট বলেছেন: চমৎকার লাগল ৩ টাই। আপনার কবিতা লেখার ক্ষমতা মুগ্ধ করার মত।

৩০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:০৪

ইমিনা বলেছেন: মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ জানবেন। :)

শুভকামনা সব সময়।।

৮৪| ৩০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:০৫

নুরএমডিচৌধূরী বলেছেন: আজ পড়লাম
পাচ বার
অকলপনিয় সুনডর লিখেছ তুমি
আমি বিমোহিত

৩০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:০৫

ইমিনা বলেছেন: জেনে ভালো লাগলো ...

ধন্যবাদ
:) :) :)

৮৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫২

আহমেদ জী এস বলেছেন: ইমিনা ,



হুম এটাও একটি বড় ভালোবাসার কবিতা । ভালোবাসা এমন-ই হয় ।




১২ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:০২

ইমিনা বলেছেন: হুম,
আপনার এই রুপ লেখার কোথায় যেন আমিও একটা মিল পাই। ব্যাপারটা ভালোও লাগে আবার দুঃখও লাগে :(

দেরী করে হলেও জানাতে চাই - ঈদ মোবারক

৮৬| ১১ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:৫৬

লীলা চক্রব্ত্তী বলেছেন: এত সুন্দর লেখা , একবার পড়ে বারবার পড়তে ইচ্ছে হয়।

১২ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:০৪

ইমিনা বলেছেন: সুন্দর মন্তব্যে অনেক অনেক ভালোলাগা :) :)

অনেক ভালো থাকবেন। শুভ কামনা সব সময় :) :) :)

৮৭| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ২:১১

আদ্রিতা বলেছেন: ইমিনা আমার ড্রাফ্টে কিছু নাই এ্যাখন। আগের লেখা সব ডিলিটেড। আপনার মন্তব্য পড়ে ভালো লেগেছে। আপনি বড্ড ভালো কবিতা লিখেন।

২২ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:২৬

ইমিনা বলেছেন: এক সিনিয়র ব্লগারের কাছে আপনার লেখার অনেক প্রশংসা শুনতাম। তখন আমি ব্লগে ছিলাম না। অথচ যখন ব্লগে এলাম তখন আপনি এবং আপনার পুরাতন পেস্টগুলো নেই। কেন ডিলিট করলেন আপু? :(

আদ্রিতা আপুর প্রশংসা আমার জন্য অন্য রকম ভালো লাগার, অন্য রকম অনুপ্রেরণার। নিয়মিত পোস্ট লিখার জন্য আপুর প্রতি অনুরোধ থাকলো। অনেক ভালো থাকবেন। শুভকামনা সব সময় :)

৮৮| ১৬ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৯

একাকি উনমন বলেছেন: নতুন লেখা নেই কেন?

৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫৫

ইমিনা বলেছেন: উহহো, এই মন্তব্যটা এতদিন পর কেন দেখলাম :||

কারন যাই হোক, আমি খুব দুঃখিত ভাইয়া :(


নতুন বছরের অনেক শুভেচ্ছা জানবেন।।

৮৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫৬

চন্দনপাল০২৩ বলেছেন: ইমিনা আপু,আমি ব্লগে নতুন।কিছু লিখার চেষ্টা করি,আর সাথে অন্যদের লিখা পড়ি।ইচ্ছে হচ্ছে আপনার লিখাটা কপি করে নিজের নামে চালিয়ে দেয়।আচ্ছা আমি আপনার মতো এতো সুন্দর লিখতে পারবো?

৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫৮

ইমিনা বলেছেন: আমি কিন্তু খুব সুন্দর করে লিখতে পারি না ভাইয়া। তবে আপনারা যারা আমার লেখাগুলো পড়ছেন তারা অবশ্যই অনেক সুন্দর ভাবনা থেকে পড়ছেন। সেই জন্য সুন্দর মনে হচ্ছে :)

দারুন মন্তব্যে অনেক ধন্যবাদ জানবেন।
নতুন বছরের শুভেচ্ছা।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.