নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

এই রায়ে প্রমানিত হল জামাত একটি ফ্যাসিস্ট সন্ত্রাসি দল

০২ রা আগস্ট, ২০১৩ রাত ১২:৫৫

এই রায়ে প্রমানিত হল জামাত শিবির কোন ইসলামিক দল নয়। এরা হল ধর্ম ব্যাবসায়ী। একটি ফ্যাসিস্ট সন্ত্রাসি দল।

এটা নতুন কিছু না।

জামাত পাকিস্তান আমলেও দু দুবার নিষিদ্ধ হয়েছিল! দাঙ্গা বাধিয়ে আহমদিয়া হত্যার দায়ে। ফাঁসির রায় হয়েছিল জামাতের আমির মাওলানা মাউদুদির। ভারতে ভারতীয় জামাতও কয়েক বার নিষিদ্ধ হয়েছিল। লন্ডন জামাতও নিষিদ্ধ হওয়ার উপক্রম হয়েছিল।



বাংলাদেশ অনেক উদার রাষ্ট্র

এই রায়ে শুধু নিবন্ধন বাতিল হয়েছে, নিষিদ্ধ হয়নি।



জামাত আপত্তিকর অংশগুলো সংসোধন করে আবার নিবন্ধন চেয়ে আবেদন করলে নিবন্ধন পাবে।

তাদের কাছে এটা কোন ব্যাপার না। ২০০৮ এও নাম পরিবর্তন করে ও শর্ত পুরনের অংগিকার করে নিবন্ধন রক্ষা করতে হয়েছিল। এরা প্রয়জনে বাপের নামও পরিবর্তন করতে পারে!



আলোচিত রায়টি আপিলযোগ্য, অর্থাৎ আপিল দায়ের করেও তারা চলতে পারবে।



নির্বাচন কমিশন বলছে রায় পেয়ে পড়ে বুঝে নিবন্ধন বাতিল করবেন। বা আপিল রায় পর্যন্ত অপেক্ষা করবেন। পুর্নাংগ রায় এখনো হয় নি, ৩ জজের ১ জনের ভার্ডিক্ট এখনো বাকি।



ইতিমধ্যে জামাত আপিল করার সময় পাচ্ছে। আপিলে হারলেও সমস্যা নেই, শর্তগুলো সংসোধনের সময় চেয়ে স্টে অর্ডার পেলে নির্বাচনও করতে পারবে।



জামাত আবার ফিরে এলেও এটি একটি ফ্যাসিস্ট সন্ত্রাসি দল হিসেবেই চিহ্নিত থাকবে।

মন্তব্য ১৯ টি রেটিং +২/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১:২৪

আমি ব্লগার হইছি! বলেছেন: জামাত যে একটা ধর্ম ব্যাবসায়ী ফ্যাসিস্ট সন্ত্রাসী দল সেটা ৯০ সালের পর থেকে তাদের কর্ম কান্ড দেখলেই বোঝা যায়। আগে তো শালাদের চিনতাম ই না (তখন অবশ্য ছোট ছিলাম)। তবে ওদের এই বাড়াবাড়ির জন্যে আওয়ামীলীগ আর বি এন পি ও কম দায়ী না। একজন লাথি দিয়ে দূর করে দিলে আরেকজন ভাই বলে বুকে টেনে নেয়। এইজন্যেই তো ওদের গায়ে এত চর্বি জমেছে আর ৭১ এর কুখ্যাত রাজাকাররা সব আজকে বড় বড় শেখ।

০২ রা আগস্ট, ২০১৩ রাত ১:৩১

হাসান কালবৈশাখী বলেছেন:
সামরিক সরকারগুলোর ব্যাপক সুবিধা দেয়াতেই ওদের গায়ে এত চর্বি জমেছে।

এত জমেছে যে বাংলাদেশি জামাতিদের টাকায় পাকিস্তান ও ভারতীয় জামাত চলছে।

পাকি জামাত নেতাদের এখনো নিজেদের গাড়ী নেই, ভাঙ্গা ট্যাক্সিতে যাতায়াত করতে হয়।

২| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ২:৩৫

লিঙ্কনহুসাইন বলেছেন: :( জামায়াতের নিবন্ধন সংবিধানের ৭ ও ২৬ নম্বর অনুচ্ছেদের পরিপন্থী !!
তার মানে ৭ ও ২৬ নম্বর অনুচ্ছেদের পরিপন্থি যে ধারা আছে তা অনুযায়ী জামাতের গঠনতন্ত্র সংশোধন করে আবার নিবন্ধন নিতে পারবে !!! কিন্তু এই রায় যদি ৭১ এর ভূমিকার জন্য দেওয়া হতো তাহলে নিঃসন্দেহে এটি একটি বিশাল অর্জন হতো ।
এই সাময়িক সময়ের জন্য নিষিদ্ধের কি দরকার ছিল !!! নাকি বেশ কিছু দিন ধরে দেশ ঠাণ্ডা একটু উত্তাপ প্রয়োজন ছিল !

০২ রা আগস্ট, ২০১৩ রাত ২:৫১

হাসান কালবৈশাখী বলেছেন:
এই মামলা সরকার করেনি। ঠাণ্ডা বা উত্তাপের চিন্তা অমুলক।

৩ বছর আগে দায়ের করা এই মামলার বাদি জাকের পার্টি সহ কয়েকটি মৌলবাদি দল।
তাদের উকিল মামলা তৈরি করেছে যাতে সহযেই জামাতের নিবন্ধন বাতিল করা যায়।

০২ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:৩১

হাসান কালবৈশাখী বলেছেন:
জামায়াতের নিবন্ধন সংবিধানের ৭ ও ২৬ নম্বর অনুচ্ছেদের পরিপন্থী !!


সর্বশক্তিমান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস!

বাক্যটির ভেতরই জামাতের কট্টর মৌলবাদি ফ্যাসিষ্ট ওহাবি চিন্তাধারা লুকিয়ে আছে।

তাদের ধারনা ওহাবি চেতনার বাইরে অন্যান্নরা 'আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস' নেই। তাদের বেচে থাকার অধিকার নেই।

এই চেতনা নিয়েই তারা পাকিস্তান আমলে আহমদিয়া নিধনে তান্ডোব চালিয়েছিল।
একাত্তরে বাঙ্গালি নিধন করে দেশটি হিন্দু শুন্য করেছিল।
৭১এ ডিসেম্ববের মাঝামাঝি মাত্র দুই দিনে ৩৫০ জন বুদ্ধিজীবি হত্যা করতে এতটুকুও বুক কাঁপেনি।

বাংলাদেশ একটি মাল্টিপল ধর্মের উদার গনতন্ত্রের দেশ।
এ দেশে রাজনৈতিক দলের গঠনতন্ত্রে কট্টর মৌলবাদি ফ্যাসিষ্ট ধারা থাকতে পারে না।

৩| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ৩:৫৪

টি-ভাইরাস বলেছেন: রাজনীতিক সব দলই ফ্যাসিস্ট সন্ত্রাসি দল, আপনে করে ভালো বলেন .... আপনার কথায় তো কুত্তা লিগ এর গন্ধ পাছি

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ২:০৬

হাসান কালবৈশাখী বলেছেন: আমার লেখাটা ভাল করে পড়ুন।

আমি কোথায় বলেছি সব রাজনীতিক দলই ফ্যাসিস্ট সন্ত্রাসি দল?

৪| ০২ রা আগস্ট, ২০১৩ ভোর ৪:১০

খইকাঁটা বলেছেন: তবে যে চাপের মুখে জামায়াত টিকে আছে, বিএনপি তো কথাই নাই আওয়ামীলীগ হলেও টিকতো বলে আমি বিশ্বাস করি না। সে হিসাবে জামায়াত ধন্যবাদ পাওয়ার যোগ্য, যথেষ্ট শক্তিশালী ও সাগঠনিক ভিত সম্পন্ন দল। বাপের ঔরস বা স্বামীর পকেটে জন্ম নেয়া দল হলে এতদিনে খবর হয়ে যেত, কি বলেন?

০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪০

হাসান কালবৈশাখী বলেছেন:
জামাত একটি ওহাবি চেতনার কট্টর মৌলবাদি একটি আন্তর্জাতিক দল।
লন্ডন, দুবাই, করাচি, ইস্তাম্বুল, নিউদিল্লী, জেদ্দা থেকে দলটি চালানো হয়।
অন্যান্ন দেশের চেয়ে বাংলাদেশে তাদের অবস্থান সবচেয়ে শক্ত।
তাদের গঠনতন্ত্র যে কোন দলের চেয়ে ওয়েল অর্গানাইজড,
একদম মাফিয়া সন্ত্রাসিদের মত!

লন্ডনের HRW, আলজাজিরা, ইকোনমিষ্টের মত দামি সংবাদমাধ্যম তাদের পকেটে আছে দেখা যায়

৫| ০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫১

টি-ভাইরাস বলেছেন:

আপনে বলবেন কেন আমি বলাম সব রাজনীতিক দলই ফ্যাসিস্ট সন্ত্রাসি দল । সাথে একটা প্রমান সরূপ একটা ছবি দিয়া দিলাম

০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৭

হাসান কালবৈশাখী বলেছেন:
সব রাজনীতিক দলই ফ্যাসিস্ট সন্ত্রাসি দল?

জি না! তফাত আছে।

সব রাজনীতিক দলেই সন্ত্রাসি আছে সত্য, তবে কিছু দল বোমাবাজ সন্ত্রাসিদের নেত্রির পাশে বসায়, মন্ত্রী বানায়!

একটি দলই শুধু নিজ দলের কেউ অপরাধ করলে ছাড় দেয় না,
গ্রেফতার করে ক্রসফায়ারে দিতেও দ্বিধা করে না।

বিশ্বজিতের খুনিরাও দলীয় হলেও কেউই রেহাই পায় নি।

৬| ০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫৩

টি-ভাইরাস বলেছেন: এদের কে না চিনলে জানাবেন পরিচয় করাই দিব

০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৫

হাসান কালবৈশাখী বলেছেন:
জবাব টা ঐ পোষ্টে দিয়েছি, এখানেও দিলাম -

মাঝের ছবিটি বহুল প্রচারিত একটি ছবি।
যেটি নিয়ে ছাগুরা উল্লাশ করে।

১৯৯৬ এ সংসদ লবিতে তৎকালিন বিরোধী দলের নেতা সংসদ থেকে ওয়াকআউটের পর সংবাদ সম্মেলন করছেন, জাতীয় পার্টি ও জামাতও আওয়ামীলিগের সাথেই ওয়াকাউট করে।
তখন বিম্পি ছাড়া সব বিরোধী দল আওয়ামিলীগকে ফলো করতো। লিগ হরতাল দিলে জাতীয়পার্টি ও জামাতও হরতাল দিত। তত্তাবধায়ক ইশুতেও তারা আম্লিগের সাথে একমত ছিল, যদিও কোন চুক্তি হয় নাই, কথাও হয় নাই।

১৯৯৬ এ সংসদ লবিতে শেখ হাসিনা, পদাধিকার বলে সংসদে তিনি সম্মিলিত বিরোধী দলের নেতা। কিছুক্ষন আগেই ওয়াকাউট করে এসেছেন। লবিতে অর্ধশত সাংবাদিক ও ফটো সাংবাদিক। একটি ছোট টেবিলের সামনে একের পর এক সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন।
শেখ হাসিনার ডানে সংসদ উপনেতা আবদুস সামাদ আজাদ, বামে সাজেদা চৌধুরি। টেবিলের প্রায় বাইরে জাপার মৌদুদ, টেবিলের সম্পুর্ন বাইরে জামাতের নিজামী এমপি।

জাপার এমপি মৌদুদ ও নিজামী বসে ছিল, বাকি বিরোধী দল সমুহের এমপি সহ অনেকেই সেদিন সংসদ লবিতে ছিল। পদাধিকার বলেই সেখানে ছিল। সেখানে কোন ঐক্যজোট, বৈঠক বা চক্রান্ত চলছিল না।

৭| ০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৮

নষ্ট শয়তান বলেছেন: য়াচ্ছা জামাত ধর্ম ব্যাবসায়ী, ভাল তাহলে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী প্রার্থী কেন হেফাযত কে নিয়ে নির্বাচনী প্রচার চালালো? যেখানে আওয়ামী লীগ হেফাযত কে মেরে শেষ করে দিছে।

দোস্ত বালবৈশাখী তুমার বুদ্ধি শুদ্ধি একটু কম আছে জানি মানে হাটূতে বুদ্ধি কিন্তু সেটা যে দেখি তোমার খুড়ে গিয়ে ঠেকছ।

পোষ্ট লিখতে হলে এক্টূ পড়াশুনা লাগে। আস আমার লাষ্ট পোষ্ট এ এক্টূ ল্যাদাইয়া যাও পারলে।

০২ রা আগস্ট, ২০১৩ রাত ৯:৩৩

হাসান কালবৈশাখী বলেছেন:
পড়েছি !

সবই ছাগুর কেল্লা থেকে কপি পেষ্ট!

কপি-পেষ্ট করতে পড়াশোনা লাগে! =p~ =p~ =p~ =p~ =p~

৮| ০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৯

চলতি নিয়ম বলেছেন: রাজাকারদের ফাসীর রায় নিয়ে কোনো প্রতিক্রিয়া নাই অথচ দল নিষিদ্ধ করলে গোস্যা করবেন =p~

০২ রা আগস্ট, ২০১৩ রাত ৯:৫২

হাসান কালবৈশাখী বলেছেন:
ফকরুল মিয়ার কথা বলছেন বিএনপির?

ধরি মাছ না ছূঁই পানি, চরম সুবিধাবাদী দল।
নেগেটিভ ভোটই এদের চালান। নিজস্য অর্জনে কোন ভোট আছে কি না সন্দেহ!

দলছুট চোরচোট্টা নিয়ে কেন্টনমেন্টের অন্ধকারে গঠিত আদর্শহীন দলটি! যে দলের এজেন্ডা ও লক্ষ্য বেশিরভাগ নেতাদের কাছেই অস্পষ্ট।
মহান মুক্তিযুদ্ধ, যুদ্ধাপরাধ নিয়ে তাদের অবস্থান- অস্পষ্ট ... ঘুরান্ন্যা কথা।

নেত্রী একজন বকলম, যার দাপ্তরিক কাজ এমনকি ভাষণটা পর্যন্ত আরেকজনকে লিখে দিতে হয়।

এরা যুদ্ধাপরাধী মামলায় রায় হওয়ার পরও নিশ্চুপ ছিল।
নিশ্চুপ ছিল বঙ্গবন্ধু হত্যার আসামিদের ফাঁসির সময়ও

এদের কাছে আর কি আশা করেন?

৯| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৮:৩৯

হ্যারিয়ার টু বলেছেন:
এই বাংলাদেশের মালিক হইলো দেশের জনগন।
জনগণই সকল ক্ষমতার উৎস।

যত্রতত্র আল্লাহকে টেনে আনা ঠিক না।

যদি বলেন বাংলাদেশের সকল ক্ষমতার উৎস আল্লাহ, তাহলে ভুল হবে, কারন সবদেশ বা সমস্ত বিশ্বভ্রমান্ডের সকল ক্ষমতার উৎস আল্লাহ।

এইটা জামাতও মেনে নিছে। জামাত বলছে যে কাগজ পত্র জমা দিছে তাতে প্রিন্টিং মিস্টেক ছিল (আল্লার যাগায় জনগন) হাইকোর্টে কাগজ দেখাইলে ok হয়ে যাবে।

কিন্তু বিম্পি ওয়ালারা এইটা মানতে চাচ্ছে না, গতকাল টকশোতে পিচাস করিম আল্লা-আল্লা করতেছিল।

১০| ১০ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:৪৯

হাসান কালবৈশাখী বলেছেন: রিপোষ্টে করা কমেন্টগুলো এখানে রাখলাম।


১. ০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৮
শহীদুল্লাহ খান বলেছেন: ভালই লিখেছেন্

০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৪
লেখক বলেছেন: ধন্যবাদ, তবে মুল পোষ্টে কমেন্ট করুন।

এটি সাময়ীক পোষ্ট, পরে মুছে ফেলা হবে।

২. ০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৩
ইন্ড্রাস্ট্রিয়াল জয় বলেছেন: +

৩. ০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৫
বংশী নদীর পাড়ে বলেছেন: সবার জন্য উৎসর্গঃ-

প্রেম প্রেমের মতো..নূরের বাতি ঝ্লক দেয় হৃদয় কোণে....

৪. ০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫৫
টি-ভাইরাস বলেছেন:
সব রাজনীতিক দলই ফ্যাসিস্ট সন্ত্রাসি দল । সাথে একটা প্রমান সরূপ একটা ছবি দিয়া দিলাম ... এদের কে না চিনলে জানাবেন পরিচয় করাই দিব

০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৫
লেখক বলেছেন: জি না! তফাত আছে।

সব রাজনীতিক দলেই সন্ত্রাসি আছে সত্য, তবে কিছু দল সন্ত্রাসিদের নেত্রির পাসে বসায়, মন্ত্রী বানায়!

একটি দলই শুধু অপরাধ করলে ছাড় দেয় না, গ্রেফতার করে ক্রসফায়ারে দেয়।

৫. ০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩২
টি-ভাইরাস বলেছেন: [img|http://cms.somewhereinblog.net/ciu/image/44283/small/?token_id=da7ccf0f046862ad8ee5348fff8d95d0

কি আর করা আপনাকে সবসময় প্রমান দিতে হবে বুঝতে পারছি কিন্তু এইবার না বুঝলে বুঝে নিতে হবে আপনে কুত্তা লিগ করেন তাই সত্যি মানতে নারাজ

০২ রা আগস্ট, ২০১৩ রাত ১০:৪৭
লেখক বলেছেন:
মাঝের ছবিটি বহুল প্রচারিত একটি ছবি।
এটি নিয়ে ছাগুরা উল্লাশ করে

১৯৯৬ এ সংসদ লবিতে তৎকালিন বিরোধী দলের নেতা সংসদ থেকে ওয়াকআউটের পর সংবাদ সম্মেলন করছেন, জাতীয় পার্টি ও জামাতও আওয়ামীলিগের সাথেই ওয়াকাউট করে।
তখন বিম্পি ছাড়া সব বিরোধী দল আওয়ামিলীগকে ফলো করতো। লিগ হরতাল দিলে জাতীয়পার্টি ও জামাতও হরতাল দিত। তত্তাবধায়ক ইশুতেও তারা আম্লিগের সাথে একমত ছিল, যদিও কোন চুক্তি হয় নাই, কথাও হয় নাই।

১৯৯৬ এ সংসদ লবিতে শেখ হাসিনা, পদাধিকার বলে সংসদে তিনি সম্মিলিত বিরোধী দলের নেতা। কিছুক্ষন আগেই ওয়াকাউট করে এসেছেন। লবিতে অর্ধশত সাংবাদিক ও ফটো সাংবাদিক। একটি ছোট টেবিলের সামনে একের পর এক সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন।
শেখ হাসিনার ডানে সংসদ উপনেতা আবদুস সামাদ আজাদ, বামে সাজেদা চৌধুরি। টেবিলের প্রায় বাইরে জাপার মৌদুদ, টেবিলের সম্পুর্ন বাইরে জামাতের নিজামী এমপি।

জাপার এমপি মৌদুদ ও নিজামী এমপি সহ সকল এমপি সেদিন সংসদ লবিতে ছিল। পদাধিকার বলেই সেখানে ছিল। সেখানে কোন ঐক্যজোট, বৈঠক বা চক্রান্ত চলছিল না।
৬. ০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৬
চলতি নিয়ম বলেছেন: রাজাকারদের ফাসীর রায় নিয়ে কোনো প্রতিক্রিয়া নাই অথচ দন নিষিদ্ধ করলে গোস্যা করবেন =p~

৭. ০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৮
খাটাস বলেছেন: দেশে আর একটি জঙ্গি দল প্রতিষ্ঠা হবে এখন। বি এন পি এর ও নেংটি তে টান পড়ায় মুখ দিয়ে কথা ফুটছে।

লেখক কে একটা প্রশ্ন, আপনি লীগ সমর্থক জানি। সেটা ভাল কথা। এটা কোন সমস্যা নয়। আপনি কি কখন ও কোন পার্টি অফিসে গেছেন? কোন নেতার সাথে কাজ করেছেন? নাকি শুধু সাধারণ নাগরিক হিসেবে নিতি আদর্শের ভিত্তিতে লীগ কে সমর্থন করেন? আমি শুধু লীগের কথা বলছি না, সব দলের বিভাগিয় নেতারা এমন ই।

০২ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০০
লেখক বলেছেন:
আমার আওয়ামীলীগ করার প্রশ্নই আসে না। দলটির সব কর্মকান্ড সমর্থনও করি না। পার্টি অফিসও চিনি না, নেতা তো দুরের কথা।

দেশে আর একটি জঙ্গি দল প্রতিষ্ঠা হবে এখন? না।
জামাত বেশকয়েকটি আন্ডারগ্রাউন্ড দল চালাচ্ছে অনেক আগে থেকেই। জেএমবি ও হরকতের বেশীর ভাগ সদস্যই আগে জামাত করতো।
তবে জামাত নিষিদ্ধ হবে না, আন্ডারগ্রাউন্ডেও যাবে না।

তবে বুঝতে হবে এই ফ্যাসিষ্ট গোষ্ঠিটি যদি আবার বড় একটি দলের সহায়তায় ক্ষমতায় আসতে পারে -
তবে দেশটি হবে পাকিস্তানের চেয়েও খারাপ বোমাবাজ, তালেবানি, সন্ত্রাসি, বর্বর একটি ফ্যাসিস্ট রাষ্ট্র!

৮. ০২ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৯
সেলিম আনোয়ার বলেছেন: সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.